বুধবার, ফেব্রুয়ারী ১৯, ২০১৪

কুমারখালী চরসাদিপুর ইউপিতে চেয়ারম্যান প্রার্থী আনছার প্রামাণিকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও পথসভা

পরাজয় নিশ্চিত জেনে আওয়ামীলীগ প্রার্থীরা ১৯ দলের নেতাকর্মীদের উপর হামলা মামলা করছে : সৈয়দ মেহেদী আহমেদ রুমী  


আব্দুম মুনিব ॥ কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোট সমর্থিত সচেতন নাগরিক সমাজের একক চেয়ারম্যান প্রার্থী কুমারখালী পৌর সভার সাবেক মেয়র নুরুল ইসলাম আনছার প্রামানিকের মোটর সাইকেল প্রতিকের পক্ষে উপজেলার চর সাদিপুর ইউপিতে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী ইউনিয়নের সাদিপুর বাজার, চাঁদপুর বাজার, ঘোষপুর বাজার, চর সাদিপুরসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এসব গণসংযোগ ও পথসভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি জেলা ১৯ দলীয় জোটের আহবায়ক সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী প্রধান অতিথি বক্ত্যবে বলেন, দেশের জনগনের বিরুদ্ধে এই অবৈধ সরকার ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচন করেছে। সেই নির্বচনের মত উপজেলা নির্বাচনে সরকারের মদদপুষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামীলীগের গুন্ডা বাহিনী ১৮ দলীয় জোটের অসংখ্য নেতা কর্মীদের হামলা মামলা করছে । তিনি ১৮ দলীয় জোটের নেতা কর্মীদের নিজ নিজ এলাকায় সজাগ থেকে এ নৈরাজ্য প্রতিরোধের আহবান জানান। তিনি বলেন, পরাজয় নিশ্চিত জেনে আঃলীগ প্রার্থীরা ১৯ দলের নেতাকর্মদের উপর হামলা মামলা করছে। তিনি বলেন, নির্যাতন যত

আজ কুষ্টিয়া সদর ও ভেড়ামারা উপজেলা নির্বাচন

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ার সদর ও ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ ভোট গ্রহণের সব ধরনের সরঞ্জাম পাঠানো হয়েছে।প্রসঙ্গত, আজ ১৯ ফেব্র“য়ারি অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনের প্রথম দফায় জেলার ছয় উপজেলার মধ্যে কুষ্টিয়া সদর ও ভেড়ামারা উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কুষ্টিয়া সদর উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্য ১২৭টি এবং উপজেলার মোট ভোটারসংখ্যা তিন লাখ ৩৩ হাজার ৫৯৪ জন। এছাড়া, ভেড়ামারা

বাড়াদীতে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ॥ জড়িত সন্দেহে আটক-২

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়া সদর উপজেলার বাড়াদি গ্রামের বটতলা মাঠে আসাদুজ্জামান শাওন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার সকাল দশটার দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। এঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসাবে বাড়াদী গ্রামের মৃত গোকুল সর্দারের ছেলে উকিল উদ্দিন (৭০) ও আলফা মোড় এলাকার তমিজ উদ্দিনের ছেলে নিহতের বন্ধু শিপলুকে (২২) আটক করেছে পুলিশ।পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানিয়েছে, সোমবার সন্ধ্যার পর শাওন বাড়ি থেকে বের হয়। মঙ্গলবার সকাল নয়টার দিকে স্থানীয়রা গ্রামের পাশে মাঠের ভেতর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে কুষ্টিয়া মডেল থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের মা মমতাজ

কুমারখালী বিএনপি মনোনিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও কর্মির বাড়িতে হামলা-ভাংচুর ॥ আহত ২০

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার কুমারখালী বিএনপিসহ ১৯ দল সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও কর্মির বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে আওয়ামী লীগের নেতা-কর্মিরা। এ হামলায় কমপক্ষে আহত হয়েছে বিএনপির ২০ কর্মী। সোমবার রাত সাড়ে ৯ টায় উপজেলার সদকী ইউনিয়ের চাউলকোটা গ্রামের এ হামলার ঘটনা ঘটে। আহতেদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সরেজমিনে গেলে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানায়, সোমবার রাতে আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান খান এর সমর্থকেরা অতর্কিত ভাবে তাদের বাড়িতে হামলায় চালায়। এ সময় তারা ১০/১৫টি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে, লুটপাট করে। হামলায় আলম, মোশাররফ,

কুমারখালী পৌর ৬নং ওয়ার্ডে মটর সাইকেলের পক্ষে গনসংযোগ

শরীফুল ইসলাম, কুমারখালী : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে ১৯ দলীয় ঐক্য জোট সমর্থিত সচেতন নাগরিক সমাজের একক চেয়ারম্যান প্রার্থী পৌর সভার মডেল রুপকার সফল সাবেক মেয়র আলহাজ নুরুল ইসলাম আনছার প্রামাণিকের মটর সাইকেল মার্কার প্রচারণা তুঙ্গে । কমিটি ভিত্তিক ঘরে ঘরে চলছে ভোট প্রার্থনা । গতকাল সকাল সাড়ে ৭টা থেকে ৬ নং ওয়ার্ডের সুইপার কলোণী ,বাটিকামারা, গোডাউন পাড়া সহ বিভিন্ন এলাকার পাড়ায় ,মহল্লায় ও ঘরে ঘরে ওয়ার্ড বিএনপির সভাপতি মোতালেব বিশ্বাস,সিনিয়র বিএনপি নেতা বিপুল জোয়ার্দার ,তমিজ উদ্দীন,হিন্দু বৌদ্ব্য খৃষ্টান ঐক্য নেতা রাম বাবু সাঃ সম্পাদক মুরাদ,যুবনেতা রাজু ,সাগর,স্বেচ্ছাসেবক

কুমারখালীতে জেলেদের নিবন্ধন জরিপ প্রশিক্ষণের উদ্ধোধন

শরীফুল ইসলাম, কুমারখালী : কুষ্টিয়ার কুমারখালী উপজেলা মৎস্য অফিসের আয়োজনে গতকাল জেলেদের নিবন্ধন ও পরিচয় প্রদান বিষয়ক প্রশিক্ষণের উদ্ধোধন করেন প্রধান অতিথী হিসাবে উপজেলা নিবার্হী অফিসার সাহেলা আক্তার । ১১টি ইউনিয়ন ও পৌর এলাকায় জরিপ কাজে নিয়োজিত ৬জন শিক্ষকের উদ্দেশ্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাজদার রহমান স¦াগত বক্তব্য দেন । গৌতম কুমার রায় সন্বয়কের দায়িত্ব পালন করছেন ।

বসন্ত উপলক্ষ্যে ইবিতে আবৃত্তি উৎসব


ইবি প্রতিনিধি : বসন্ত বরণ উপলক্ষ্যে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে “আমার পরাণ যাহা চাই, তুমি তাই”- স্লোগানকে সামনে রেখে আবৃত্তি উৎসব পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’ এর আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি)-এর করিডোরে এ আবৃত্তি উৎসব পালিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো: আফজাল হোসেন। ইবি ‘আবৃত্তি আবৃত্তি’ এর সভাপতি খন্দকার সামিউল হক সাম্য এর সভাপতিত্বে এবং সিনিয়র সদস্য ফাতেমাতুজ্জামান বৃষ্টি ও নাইমুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর ড. বাকী বিল্লাহ বিকুল ও বাংলাদেশ আবৃত্তি সমন্ময় পরিষদ এর সাধারণ সম্পাদক খান মাজহারুল হক লিপু। আবৃত্তি উৎসবে বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের বসন্ত, প্রেম, তারুণ্য শক্তি, নতুনের জয়ধক্ষনি বিষয়ক কবিতা আবৃত্তি করা হয়। এতে আবৃত্তি আবৃত্তি’র সদস্যদের সাথে মাগুরা

মিরপুরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

রাশিদুজ্জামান রাশেদ ॥ মিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা চত্বরে মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র হাজী এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুশান্ত কুমার প্রামানিক, পৌরসভার প্যানেল মেয়র কলিউদ্দিন মল্লিক, কাউন্সিলর শাহিদা খাতুন, শেফালী খাতুন, জাতীয় ভাবে লিচুতে সফল চাষী কিতাব আলী, কুল চাষী ময়েজ উদ্দিন, গাজর চাষী জাহিদ হোসেন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা নূরুল ইসলামের পরিচালনায় এ সময়ে উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা স্বপন কুমার সিংহ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা

নিমতলায় আলোর পথিক প্রতিবন্ধী সংস্থার হিসাব রক্ষণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আমলা অফিস ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার নিমতলা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আলোর পথিক প্রতিবন্ধী সংস্থার দুই দিন ব্যাপী হিসাব রক্ষণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে আলোর পথিক প্রতিবন্ধী সংস্থার আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগীতায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলোর পথিক প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আলিম। আলোর পথিক প্রতিবন্ধী সংস্থার সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিমতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম রেজা, আব্দুল আলিম, ভোরের আলো সংগঠনের সাধারণ সম্পাদক ও প্রশিক্ষণের টেইনার

খলিসাকুন্ডিতে স্বীকারক্তি নিয়ে ১৮ টি গরু ফেরত

খলিসাকুন্ডি প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডিতে সোমবার সকালে এলাকার এক আমেরিকান প্রবাসীর কান্ড দেখে হতবাক হযেছে এলাকাবাসী। নিজের বিক্রি করা জমি ফেরত পেতে মরিয়া হয়ে উঠেছে ঐ আমেরিকান প্রবাসী। আমেরিকান প্রবাসী ব্যাক্তির নাম ফয়সল মেহেদী হাসান চপল। খলিসাকুন্ডি গ্রামের লুলু নামের এক ব্যক্তির কাছে জমি বিক্রয় করে। জমি ফিরে পেতে চপল তার লোকজনদের দিয়ে লুলুর গরুর খামার থেকে জোর পূর্বক প্রায় ৫ লক্ষাধীন টাকা মূল্যের ১৮ টি গরু নিয়ে চপলের খামারে রাখে। বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানা জানি হলে লুলুর কাছ থেকে জোর পূর্বক কাগজে স্বীকারক্তি নিয়েছে। এর পর তার গরু ফিরিয়ে দেওয়া হয়। উল্লেখ্য গোপনে বোনদের ফাঁকি দিয়ে জমি বিক্রি করে চপল বিষয়টি সরিকরা জানতে পেলে এখন জমি ফিরিয়ে পেতে পায়তারা চালিয়ে যাচ্ছে প্রবাসী ঐ ব্যক্তি। টাকার প্রয়োজন হওয়ায় দুই মাস পুর্বে জমি বিক্রি করে টাকা নিয়ে আমেরিকায় চলে যায়। সেখানে তার টাকার প্রয়োজন মেটানোর পর আবার দেশে এসে জমি ফিরিয়ে পেতে মরিয়া হয়ে পরেছে। শুধু তাই নয় গত রবিবার খলিসাকুন্ডি গ্রামের লুলু নামের এক ব্যাক্তির খামার থেকে ১৮টি গরু নিয়ে এসে আটকে রাখে চপলের লোক। জানা যায় দুই মাস পুর্বে খলিসাকুন্ডি গ্রামের গোলাম র্মোতুজার ছেলে আমেরিকান প্রবাসী ফয়সাল মেহেদি হাসান চপল টাকার প্রয়োজনে তার এক একর ২০ শতক জমি কমিশনের মাধ্যমে গোপনে লুলর কাছে বিক্রি করে আর এই জমির টাকার যোগান দেন চপলের ভাই মৃত রফিকুল ইসলামের ছেলে শাহারিয়া শাকিল। পরে দৌলতপুর সাব রেজিস্ট্রি অফিস থেকে উক্ত জমি

দৌলতপুরে ফিলিপনগরে গৃহবধূর আত্মহত্যা

দৌলতপুর থেকে : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপ নগর খাদেম দারগার মোড় গ্রমের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। জানা গেছে ১৮ ফেব্র“য়ারী মঙ্গলবার সকালে এলাকার ফিলিপনগর গ্রামের মহাদেব নাপিতের স্ত্রী সুমিতা (২০) নিজ গৃহে গলায় উড়না জড়ায়ে ঘরের ডাফের সাথে আত্বহত্যা করেছে। পারিবারিক সূত্রে জানা গেছে স্বামী স্ত্রী সকালে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়, স্বামী বাজারে সেলুনের দোকানে চলে গেলে স্ত্রী সুমিতা আত্বহত্যা করে । ৩ বছর আগে সুমিতার বিয়ে হয়, তাদের একটি ১০ মাসের শিশু রয়েছে, তার পিতার বাড়ী কুষ্টিয়া শহরের নিকটে একটি গ্রামে। পুলিশ সংবাদ পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করে, লাশের সুরতহাল রেকড করে লাশ মর্গে পাঠিয়েছে।