সোমবার, মার্চ ১৬, ২০১৫

কুষ্টিয়ায় শহর ছাত্রদলের উদ্যোগে হরতাল-অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল


কুষ্টিয়া শহর ছাত্রদলের উদ্যোগে হরতাল, লাগাতার অবরোধ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ সকল নেতাকর্মীর নিশর্ত মুক্তির দাবীতে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল নেতাকর্মীরা। গতকাল বিকেল ৪টার সময় শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শিপনের নেতৃত্বে মিছিলটি বের হয়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক প্রদক্ষিণ করে। মিছিলে শহর বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, জেলা ছাত্রদলের আহবায়ক কামাল উদ্দিন, শহর ছাত্রদলের সভাপতি মিথুনসহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়। এতে অংশ নেয় স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা । তবে পুলিশ আসার আগেই মিছিল শেষ করেন নেতাকর্মীরা। প্রেস বিজ্ঞপ্তি।

খোকসায় ভয়াবহ অগ্নিকান্ডে ৪ বসতবাড়ি ভষ্মীভূত

মনিরুল ইসলাম মনি, খোকসা : কুষ্টিয়ার খোকসায় ভয়াবহ অগ্নিকান্ডে ৪ বসতবাড়ি সম্পূর্ণ ভষ্মীভূত হয়েছে। গরুকে বাঁচাতে পারলেও সম্পূর্ণ অগ্নিদগ্ধ হয়েছেন বৃদ্ধ হারেজ আলী (৮০)। এতে আনুমানিক নগদ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবার। এ ঘটনায় খোকসা উপজেলা পরিষদের ভাইচ-চেয়ারম্যান ডাঃ আবু বক্কর সিদ্দিক ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
জানা গেছে, গতকাল রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে

হযরত বুড়োঁ দেওয়ান (রঃ) স্মৃতি পাঠাগারের উদ্যোগে শিক্ষা উপবৃত্তি প্রদান

শরীফুল ইসলাম কুমারখালী ঃ কুষ্টিয়ার কুমারখালী বাটিকামারাস্থ নিজ কার্যালয়ে হযরত বুড়োঁ দেওয়ান (রঃ) স্মৃতি পাঠাগারের উদ্যোগে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়। গতকাল বিকাল ৫ টায় কুমারখালী ডিগ্রী কলেজের এইচ এস সি পড়–য়া সামিহা সুলতানা হিরা নামে এক অসহায় মেধাবী শিক্ষার্থীকে নগদ অর্থ ও শিক্ষার উপকরণ প্রদান করা হয়। এ সময় পাঠাগারের সভাপতি খোন্দকার আব্দুল হালিম, সহ-সভাপতি খোন্দকার আব্দুস শুকুর এবং প্রতিষ্ঠাতা সম্পাদক সাহিত্যিক খোন্দকার শাহ আব্দুস সবুর বাগদাদী সহ স্থানীয় গণ্যমান্য শিক্ষানুরাগী সুধীজন এ সময় উপস্থিত ছিলেন

কুমারখালীতে ডিজিটাল মেলা উপলক্ষে প্রস্তুতি সভা

শরীফুল ইসলাম কুমারখালী ঃ কুষ্টিয়ার কুমারখালীতে ডিজিটাল মেলা আয়োজনের লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী কর্মকর্তা সাহেলা আখতারের সভাপতিত্বে আয়োজিত সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান বিশেষ অতিথি ছাড়াও সদকী ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান প্রমূখ বক্তব্য দেন। প্রস্তুতি সভায় ইউপি চেয়ারম্যান, সচিব, উদ্যোক্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, কম্পিউটার শিক্ষক এবং ইন্টারনেট সুবিধাভোগী ও কন্টেন্ট প্রস্তুতকারী অংশ গ্রহণ করেন। মেলা সফল করতে প্রয়োজনীয় সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

কুমারখালীতে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম শীর্ষক কর্মশালা

উন্নয়নের মানদন্ডে শিশু ও নারীর অবস্থা একটি অন্যতম সূচক
স্টাফ রিপোর্টার : কুমারখালীতে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম(৪র্থ পর্যায়) শীর্ষক প্রকল্পের অধিনে নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ৯ টায় কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়র পরিষদের কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুষ্টিয়ার সিনিয়র তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেলা আক্তার। অনুষ্ঠানে যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধের আলোচনা করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কেএম রাহাতুল ইসলাম। স্যানিটেশন, পরিবেশ ও জন্ম নিবন্ধনের উপর আলোচনা করেন কুমারখালী উপজেলা

কুষ্টিয়ায় হরিপুরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ১২

স্টাফ রিপোর্টার ঃ কুষ্টিয়া শহরতলীর হরিপুরে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসাপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এলাকাবাসীরা জানান, জমি নিয়ে হরিপুর গ্রামের আকিল হাজী ও মিনারুলদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে রোববার দু’পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ধারালো অস্ত্রের আঘাতে রোহিলা(৩৫), মিনারুল(৪০), কালাম(২২), জব্বারসহ(২৫) আহত ১২ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত রবিউল ইসলাম জানান, বর্তমানে গ্রামের উত্তেজনা কমাতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

দৌলতপুরে অগ্নিকান্ডে ৫০ বিঘা পানের বরজ ভস্মীভুত

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকান্ডে ৫০ বিঘা পানের বরজ ভস্মীভুত হয়েছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় এক কোটি টাকা। রোববার সন্ধ্যা ৭টার সময় দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভোরকাপাড়া গ্রামের মাঠে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সন্ধ্যায় হঠাৎ করেই পানের বরজে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্ত্যরে মধ্যে তা ছড়িয়ে পড়লে অন্তত ৫০ বিঘা পানের বরজ ভস্মীভুত হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ভেড়ামারা ফায়ার সার্ভির আগুন নিয়ন্ত্রনে আনে। ভেড়ামারা ফায়ার সার্ভিসের লিডার আক্কাস আলী বলেন, অগ্নিকান্ডে অন্ততপক্ষে ৫০ বিঘা পান বরজের ক্ষয়ক্ষতি হয়েছে। এখন সঠিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান নিরূপন করা না গেলে আনুমানিকভাবে ধারনা করা হচ্ছে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কি কারনে আগুনের সুত্রপাত হয়েছে তা বলতে পারেননি তিনি। দৌলতপুর থানার এসআই মাহফুজ জানান, আগুনের লেলিহান শিখা দেখে অনেকেই পান বরজের পাশের বাড়িঘর ভেঙ্গে ফেলেছে। এতে অনেক ক্ষতি হয়েছে।

কুষ্টিয়ায় মজমপুরে ছুরিকাঘাতে যুবক যুবতী গুরুতর আহত


স্টাফ রিপোটার ঃ কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে ছুরিকাঘাতে আহত অবস্থায় যুবক-যুবতীকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর ১টার দিকে শহরের মজমপুরের ডিসি কোর্টেও সামনে সকাল-সন্ধ্যা গলির ইমাম লজ থেকে তাদের উদ্ধার করা হয়।
এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সেলিনা খাতুন (২৩)। তিনি রাজবাড়ির পাংশা উপজেলার রমজান আলীর কন্যা। আরেকজন যুবকের পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহত দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মডেল থানার অফিসার ইনচার্য আব্দুল খালেক জানান, সকাল সাড়ে ১২টার দিকে সকাল সন্ধ্যা গলির পরিত্যক্ত বাড়ি ইমাম লজ থেকে সেলিনা রক্তাক্ত অবস্থায় বের হয়ে চিৎকার করে। এ সময় এলাকাবাসী বাড়ির ভেতর থেকে এক উপুর্যপুরী ছুরিকাঘাতে আহত অবস্থায় পওে থাকা রক্তাক্ত পুরুষসহ ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নেয়। ঘটনাস্থল কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিমসহ উর্দ্ধতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। ঠিক কি কারনে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে আন্তঃ কলেজ হ্যান্ডবল(ছাত্রী) প্রতিযোগিতার শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, যশোর এর ২০১৪-২০১৫ আঞ্চলিক পর্ব খ অঞ্চল এর এর আন্তঃ কলেজ হ্যান্ডবল(ছাত্রী) প্রতিযোগিতার শুভ উদ্বোধন গত ১৫ মার্চ, ২০১৫ বেলা ১২ টার সময় কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.সফিকুর রহমান খান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: বদরুদ্দোজা। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, যশোর এর পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র। আন্তঃ কলেজ হ্যান্ডবল(ছাত্রী) প্রতিযোগিতার সার্বিক পরিচালনার দায়িত্বে রয়েছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, যশোর এর ক্রীড়া অফিসার আ.ফ.ম আশাফুদ্দৌলা। উদ্বোধনী অনুষ্ঠানের পরে প্রথম দিনের খেলা উপভোগ করেন অতিথি মহোদয়।

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ ০১ জন আসামী গ্রেফতার।

 ঘটনার সংক্ষিপ্ত বিবরণ ঃ অদ্য ১৫ মার্চ ২০১৫ ইং তারিখ দুপুর আনুমানিক ১২৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব‐১২, সিপিসি‐১, কুষ্টিয়া ক্যাম্পের র‌্যাবের একটি আভিযানিক দল কুষ্টিয়া জেলার কুষ্টিয়া মডেল থানাধীন বল¬বপুর গ্রামে অভিযান পরিচালনা করে ধৃত মাদক ব্যবসায়ী মোঃ দুলাল (৫০), পিতা ওহেদ মন্ডল, সাং-বল¬বপুর, থানা ও জেলা-কুষ্টিয়াকে তার বসত বাড়ির পশ্চিম পার্শ্বে অবস্থিত খড়ের মধ্যে হতে একটি সাদা সচ্ছ পলিথিনের প্যাকেটের মধ্যে রক্ষিত মুখ বাঁধা অবস্থায় ০১ (এক) কেজি ৬০ (ষাট) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। উদ্ধারকৃত আলামত ও আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়েরপূর্বক হস্তান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

মুক্তির উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত

গতকাল ১৫ মার্চ’১৫ ইং তারিখে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পারিবারিক সহিংসতা কমানোর মাধ্যমে নারী অধিকার উন্নয়ন প্রকল্পের কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নে খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের মত বিনিময় সভা সকাল ১১ টায় খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী

বালিয়াকান্দিতে ব্যবসায়ীর কাছ থেকে জোড়পুর্বক ১লক্ষ টাকার চেক স্বাক্ষর

আওয়ামীলীগ থেকে ২জন সাময়িক বরখাস্ত

রাজবাড়ী প্রতিনিধি ঃ এক ব্যবসায়ী কাজ সেরে রাতে বাড়ী ফেরার পথে জোড়পুর্বক ধরে নিয়ে বাড়ীতে আটকে রেখে মারপিট করে ১লক্ষ টাকার চেকে স্বাক্ষর নিয়ে পরদিন ছেড়ে দেয় চিহিৃত দুবৃত্তরা। এঘটনায় রবিবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া বাজারে এক গ্রাম্য শালিসে একজনকে ৭বার কানধরে ওঠবোস করানো ও ওয়ার্ড আওয়ামীলীগের ২ নেতাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত দিয়েছে শালিসী বোর্ড।
জানাগেছে, গত ১২ মার্চ রাতে রামদিয়া বাজার থেকে ব্যবসায়িক কাজ শেষ করে গোবিন্দপুর গ্রামের বাড়ীতে ফিরছিল ব্যবসায়ি ফজল মোল্যা (৪৭)। তাকে গোবিন্দপুর গ্রামের সামসুল হকের ছেলে ইজাজ, ছত্তার মন্ডলের ছেলে আনোয়ার মন্ডল, সমির মন্ডলের ছেলে শামীম ও তেজারত মন্ডলের ছেলে