শুক্রবার, নভেম্বর ২৮, ২০১৪

আলোচিত লিপু হত্যাকান্ড

খোঁজ না মেলা ছেলের অপেক্ষায় মা

আব্দুম মুনিব : শ্বাসরোধে যখন খুন করা সম্ভব হয়নি তখন পেটে চাকু মেরে তার মৃত্যু নিশ্চিত করে খুনিরা। শুধু তাই নয় খুন করার পরেও বুকের সাথে ইট পেঁচিয়ে দিয়ে পদ্মা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে র‌্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছে খুনিরা। বছরের আলোচিত সেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্র লিপুর আজ ২১তম জন্মদিন। খুনিরা দোষ স্বিকার করলেও এখন পর্যন্ত খোজ মেলেনি লিপুর লাশ কিংবা জীবন্ত লিপুর। তাইতো অপেক্ষার প্রহর গুনতে গুনতে শোকে পাথর হয়ে গেছে লিপুর মা কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষিকা সামসুন্নাহার লিলি। অজনা কারণে ডুকরে কেঁদে উঠে একমাত্র বোন ফারজানা মীম। আর একমাত্র ছেলেকে হারিয়ে স্বপ্ন ভেংগে গেছে অগ্রণী ব্যাংক কুষ্টিয়া প্রধান কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ওয়াহিদুল ইসলামের।  র‌্যাব কর্মকর্তা জানিয়েছিলো, খুনিদের উদ্দেশ্য ছিলো ভিন্ন। বড়লোকের একমাত্র ছেলে তৌহিদুল ইসলাম লিপুর ব্যবহৃত দামী মোটরসাইকেল এবং তাকে অপহরণ করে তার বাবার কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ায় ছিলো মূল কারণ। এজন্য কয়েক দফায় লিপুর বাবার নিকট মোবাইলফোনে ৩ কোটি টাকা চাঁদা দাবি করে অপহরণকারীরা। কিন্তু অপহরনকারীকে চিনে ফেলায় কাল হয় লিপুর। সব ফাঁস হয়ে যেতে পারে বলে তাকে নির্মমভাবে হত্যা করে অপহরনকারীরা। শুধু হত্যা করেই ক্ষ্যান্ত হয়নি, তার লাশের চিহ্ন যেন না পাওয়া যায় সেজন্য তার লাশ পদ্মায় ভাসিয়ে দেওয়া হয়া।  লিপুর খুনের সাথে জড়িত থাকার অভিযোগে র‌্যাব-১২

বিতর্কিত জাসদ নেতার ঔদ্যত্বপূর্ণ আচরনে

কুমারখালীতে বিজয় দিবসের প্রস্তুতি সভা বর্জন করল ১১ ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যাক্তিরা

স্টাফ রিপোর্টার : বিজয় দিবস ২০১৪ পালনের প্রস্তুতি সভায় কুষ্টিয়া জেলার কুমারখালীতে বিতর্কিত এক জাসদ নেতার ঔদ্যত্বপূর্ণ আচরনে উক্ত সভা বর্জন করেছে ১১ ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যাক্তিরা। তারা আগামী বিভিন্ন সভাতে উপজেলায় এ জাতীয় বিতর্কিত ব্যক্তিকে না ডাকার জন্য ও প্রতিবাদ জানিয়ে ইউ এন ও এবং উপজেলা চেয়ারম্যন এর কাছে জোর অনুরোদ করেছেন। জানা যায়, গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় ইউ এন ওর কার্যালয়ে বিজয় দিবস ২০১৪ এর প্রস্তুতি সভা শুরু হলে কুমারখালরি বিতর্কিত জাসদ নেতা এটিএম আবুল মনছুর মজনু বলেন, আজকের সভায় কোন জামায়াত নেতা থাকবেনা, থাকলে এই সভা করতে দেয়া হবেনা। এসময় ইপজেলা ভাইস চেয়ারম্যান পৌর জামায়াতের আমির আফজাল হোসাইন তীব্র প্রতিবাদ জানিয়ে নিজের রুমে চলে আসেন। তখন উপস্থিত ১১টি ইউপি চেয়ারম্যানও প্রতিবাদ জানালে হট্টগোলের সৃষ্টি হয়। বন্দ হয়ে যায় সভা। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরাও এসময় সভা বর্জন করেন। পরে চেয়ারম্যানগন ভাইস চেয়ারম্যানের রুমে

কুষ্টিয়ার ব্যাপারী রাইচ মিলের মালিক তোফাজ্জেলকে জড়িয়ে মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

কুষ্টিয়ার কবুরহাটের স্বনামধন্য ব্যাপারী রাইচ মিলের মালিক তোফাজ্জেলকে জড়িয়ে কুষ্টিয়ার তিনটি দৈনিকে যে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করেছে যা ব্যবসায়ী তোফাজ্জেলের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের চরম হুমকিস্বরূপ তিনি এই করুচিপূর্ন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ব্যবসায়ী তোফাজ্জেল বলেন, আমাকে ফাঁদে ফেলে রুমা আক্তার শারমিন বিয়ে করতে বাধ্য করে। বিয়ের পর স্বামী স্ত্রী হিসেবে ঘর-সংসার করতে গিয়ে জানতে পারি শৈলকুপার আব্দুর রাজ্জাকের সাথে তার প্রথম বিয়ে হয়। সেখানে দেবরের সাথে অনৈতিক সম্পর্ক ধরা পড়ায়  স্বামীকে তালাক দেয়। এর পর কুষ্টিয়া আড়–য়াপাড়ার আব্দুল লতিফ  গেদালাল এর পুত্র আব্দুল রয়েলের সাথে ২য় বিয়ে হয়। বিয়ের পর থেকে একাধিক জনের সাথে অনৈতিক সম্পর্কের কারনে সেখানে তার সাথে ডিভোর্স হয়ে যায়। মেয়ের অপকর্মের লজ্জা অপমান সহ্য করতে না পেরে রুমার পিতা মাহাতাব উদ্দিন ট্রেনে মাথা দিয়ে আত্মহত্যা করে। আমার সাথে বিয়ের পর থেকে কুমারখালীতে ফাতেমা মঞ্জিলে ভাড়া থাকা অবস্থায় বাড়ির মালিকের শ্যালক সোহাগের সাথে আপপ্তিকর অবস্থায় দেখে সেখানকার লোক জনের চাপে বাধ্য হয়ে বাসা পরিবর্তন করে কুমারখালী পুলিশ ফাঁড়ির সামনে বাসা নিই। এর পর থেকে রুমা আমাকে বিভিন্ন ভাবে তার নিজ নামে বাড়ি করে দেওয়া সহ নগদ টাকার দাবি করে এবং না দিলে বিভিন্ন ভাবে হত্যার হুমকি প্রদান করে । রুমা তার ভাই সোহেল ও বোন শিমা

ইবির ভর্তি পরীক্ষার ‘এফ’ ইউনিটের ফল প্রকাশ

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ¯œাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষ ‘এফ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে বলে ইউনিট সমন্বয়কারী প্রফেসর ড. মো. আসাদুজ্জামান জানিয়েছেন । বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ( www.iu.ac.bd ) এ ফলাফল পাওয়া যাবে।

র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ গ্রেফতার ১

গতকাল গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব?১২, সিপিসি ১, কুষ্টিয়া ও হোসনাবাদ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আলী হায়দার চৌধুরী, (ট্যাজ), বিএন এর নেতৃত্ত্বে র‌্যাবের একটি আভিযানিক দল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন সোনাইকুন্ডি (পশ্চিমপাড়া) গ্রামে অভিযান পরিচালনা করে ফেনসিডিল ব্যবসায়ী মোঃ মস্তান আলী (৩৮), পিতা মৃত মালেক আলী, সাং- সোনাইকুন্ডি, থানা-দৌলতপুর, জেলাঃ কুষ্টিয়া এর বাড়ির পশ্চিম পার্শ্বে অনুমান ১০০ গজ দুরে পানের বরজের পার্শ্বে হতে একটি সাদা পাষ্টিকের বস্তায় রক্ষিত ৮০ (আশি) বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ

ইবিতে শান্তিপূর্ণ ভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন, আটক ১

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ¯œাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শেষ দিনে ব্যবসায় অনুষদভুক্ত ‘জি’ ইউনিটের পরীক্ষা চলাকালে জালিয়াতির ঘটনায় হাজিকুর রহমান নামে একজন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।  ক্যাম্পাস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার শেষ দিনে ব্যবসায় অনুষদভুক্ত ‘জি’ ইউনিটের পরীক্ষা ছিল। সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মোট তিন শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।  জানা গেছে, বেলা সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালে ফলিত বিজ্ঞান ও রাসায়নিক প্রযুক্তি অনুষদের ১৪০ নং কক্ষ থেকে হাজিকুর রহমান (রোল নং-০৮৩১২) নামে একজন পরীক্ষার্থীকে জালিয়াতির ঘটনায় আটক করা  হয়। হল পরিদর্শকরা জানান, হাজিকুর রহমান ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় অসুদপায় অবলম্বন করছিল। তাকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক পরীক্ষার্থীর বাসা ঝিনাইদহ

দৌলতপুর ভাগজোতের নদী পাড় থেকে অবৈধ ভাবে বালি উত্তোলন হচ্ছে প্রতিনিয়ত

স্টাফ রিপোর্টর : কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ৫ নং রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোতমোড়ের নিচে নদীর পাড় হইতে প্রতিনিয়ত অবৈধভাবে বালু উত্তোলন করছে স্থানীয় প্রভাবশালী নেতৃবৃন্দ।কোনভাবেই বন্ধ হচ্ছে না ভাগজোত নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন। ফলে ব্যাহত হচ্ছে বিপুল পরিমাণ জমির উৎপাদন। কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী উপজেলা দৌলতপুর। নদীটির দুই তীরে রয়েছে শত শত হেক্টর আবাদী জমি।এই নদী থেকে সেচের মাধ্যমে পানি উঠিয়ে স্থানীয় কৃষকরা ইরি-বোরো ও বাদাম আবাদ করে থাকে। কিন্তু গত প্রায় ২বছর ধরে ভাগজোত গ্রামের স্থানীয় নেতৃবৃন্দের প্রভাবে অবৈধভাবে প্রতিদিন শতশত ট্রাক ও ট্রলি দিয়ে বালু তোলে বিক্রি করছে।প্রায় ৬ মাস যাবত চলছে বালু তোলার মহোৎসব। সেলু মেশিন দিয়ে বালু তোলার কারণে বালুর সাথে উঠে যাচ্ছে নদীর পানি।ফলে শুকনা মৌসুমেতো বটেই, বর্ষা মৌসুমেও নদীটি থাকছে পানি শূন্য।এতে শুধু যে চাষাবাদ ব্যাহত হচ্ছে তা কিন্তু নয়।মৎস্য সম্পদ ধ্বংস এমনকি প্রাকৃতিক পরিবেশের ও মারাতœক বিপর্যয় ঘটছে।নদী

ফুলবাড়ীতে তেল-গ্যাসের ১২ ঘন্টা রাস্তা অবরোধ

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে তেল-গ্যাসে খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষার কমিটি ১২ ঘন্টা রাস্তা অবরোধ। উলেখ্য যে গত বুধবার সকাল ১০টায় ফুলবাড়ী রাজারামপুর ফকিরপাড়ায় এশিয়া এর্নার্জী ওয়ার্কসোপে এশিয়া এনার্জী করপোরেশনের গ্যারী লাই চীফ অপারেশন অফিসার ও এশিয়া এনার্জির অন্যান্য কর্মকর্তারা মতবিনিময় করার প্রতিবাদে ফুলবাড়ীর তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে। তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষার কমিটির ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল বৈকাল ৪টায় জনসভা থেকে গতকাল রেলপথ ও সড়কপথ অবরোধে ঘোষণা করেন। বৃহস্পতিবার সকাল ৬টায় কিছু সংখ্যক আন্দোলকারীরা নিমতলা মোড়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে। তবে দিনাজপুর থেকে আন্তঃজেলা ট্রাক, বাস ফুলবাড়ী বেজাই মোড় ও কলেজ মোড় হয়ে বিরামপুর-ঢাকা মুখে চলাচল করে। তবে পার্বতীপুর থেকে আন্তঃ নগর সকল ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। বিকেল ৩টায় তেল-গ্যাস

কুষ্টিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

বাংলাদেশ জাতীয়  মহিলা আইনজীবী সমিতি কর্তৃক পরিচালিত “নারীর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক উদ্যোগ প্রকল্পের আওয়ায় “ নারীর প্রতি সহিংসতা মুক্ত হররা গ্রাম উদ্যোগ” এর কার্যক্রমকে আরও গতিশীল করতে বৃহস্পতিবার, কুষ্টিয়া সদর উপজেলার সোনাডাঙ্গা মধ্যপাড়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে দিনব্যাপী “গণ সমাবেশ, আলোচনা ও সাংস্কুতিক অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালির মধ্যদিয়ে কর্মসূচী শুরু হয়ে পর্যায়ক্রমে, আলোচনা সভা ও সাংস্কৃতিক কর্মসূচীতে গ্রামোন্নয়ন কমিটির সদস্যরা অংশ গ্রহণ করেন। ১ম পর্বে র‌্যালীতে নেতৃত্ব দেন যুবক- দলের সভাপতি মোঃ শুভ ও মাজহারুল ইসলাম। ২য় পর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন এবং বক্তব্য রাখেন গ্রাম উন্নয়ন কমিটির প্রফেসর এম এ মজিদ, রেহানা মজিদ,

বটতেল ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিবাদ কর্মশালা অনুষ্টিত

স্টাফ রিপোর্টার : অধ্য শিশু  বিবাহ প্রতিরোদ বিদ্যমান আইন ও আমাদের করনীয় বিষয়ে শীর্ষক কর্মশালা বটতৈল ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়, উক্ত সভার সভাপতিত্ব করেন, সুযোগ্য চেয়ারম্যান আব্দুল মজিদ বাবল,ু অনুষ্ঠনের শুরুতে শভেচ্ছ বক্তব্য প্রদান করেন পরিষধের সচিব ,ছানোয়ার হোসেন। বাল্য বিবাহ সমাজের জন্য একটি মারাক্তক ব্যধি এই  শ্লোগানকে সামনে রেখেই বাল্য বিবাহের সুফল ও কুফল সম্পর্কে দির্ঘক্ষন আরোচনা করেন। বটতৈল ইউনিয়নের খাজানগর দাখীল মাদ্রাসার ও বটতেল ও কবুর হাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ,ঈমাম কাজী মনিরুজ্জামান এবং বটতৈল ইউনিয়ন পরিষদের মেম্বার বৃন্দ  উক্ত আরোচনার শেষে বাল্য বিবাহ প্রতিরোধে সম্মতিতে

মুক্তির উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

গতকাল মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পারিবারিক সিহংসতা কমিয়ে এনে নারী অধিকার উন্নয়ন প্রকল্পের খোকসা উপজেলার মোড়াগাছা ইউনিয়নের হিলালপুর মডেল গ্রামে সকাল ১১ টায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য ও ইউপি সদস্য সীমা খাতুন। সভায় বক্তব্য রাখেন উপজেলা পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি ডা: অরুন বিশ্বাস, মেড়াগাছা ইউনিয়ন পারিবারিক নির্যাতন প্রতিরোধ কিমিটির সভাপতি কায়সার উল- আলম সৈয়দ, উপজেলা পারিবারিক নির্যাতন প্রতিরোধ কিমিটির সদস্য মিতারানী সরকার। হিলালপুর সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মুন্সী টিপুসুলতান। সভায় প্রধান আলোচক ছিলেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী জায়েদুল হক মতিন। স্বাগত বক্তব্য রাখেন

র‌্যাবের অভিযানে হিরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার

গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব?১২, সিপিসি?১, কুষ্টিয়া ও হোসনাবাদ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আলী হায়দার চৌধুরী, (ট্যাজ), বিএন এর নেতৃত্ত্বে র‌্যাবের একটি আভিযানিক দল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন চামনাই (আখসেন্টারপাড়া) গ্রামে অভিযান পরিচালনা করে জনৈক ফজলে আরিফ বিশ্বাস (৪৪), পিতা মোঃ ফজলে বারী বিশ্বাস এর বাগান বাড়ীর ভাড়াটিয়া মোঃ আব্দুল মন্ডল এর ভাড়া পূর্ব দুয়ারী দোচালা পাকা টিনসেড ঘরের দক্ষিন পার্শ্বের কক্ষে থাকা সোকেচের ড্রয়ার এর মধ্যে হতে একটি সাদা পলিথিনে রক্ষিত হালকা বাদামী রংয়ের ৩৭ গ্রাম হিরোইন, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ২৪,৭০০/- টাকাসহ মাদক ব্যবসায়ী ক। মোছাঃ হোসনে