শুক্রবার, ডিসেম্বর ০৫, ২০১৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি ঘোষণা ॥ পদ বঞ্চিরা পুড়িয়ে দিল নতুন বাস

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি হিসেবে সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে অমিত কুমার দাসকে মনোনীত করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি । বুধবার রাত ১০টার দিকে ছাত্রলীগের দফতর সূত্রে জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ছাত্র সাইফুল ইসলাম সভাপতি ও ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের ছাত্র অমিত কুমার দাসকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেছে। কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিজু, ইমদাদুল হক সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, প্রচার সম্পাদক ফাহিমুর রহমান সেতু এবং চারজন সদস্য হলেন-শামীম হোসেন খান, আবুজর গিফারী গাফফার, আহমেদ মাহফুজ সাজন ও হিরণ। এদিকে পদ বঞ্চিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন বাস পুড়িয়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, বৃহস্পতীবার দুপুর পৌনে ২টার দিকে শিক্ষক বহনকারী একটি

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে অস্ত্রসহ ২ জন আসামী গ্রেফতার

গতকাল গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১২, সিপিসি ১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আলী হায়দার চৌধুরী, (ট্যাজ), বিএন এর নেতৃত্ত্বে র‌্যাবের একটি আভিযানিক দল কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন বার মাইল বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে জনৈক মোঃ মিজান এর তৈল পাম্পের দক্ষিন পার্শ্বে ওয়ালের নিকট হতে অস্ত্র ব্যবসায়ী ক। মোঃ মেহেদী হাসান ডলার (৩০), পিতা মোঃ শফিউল আলম লিচু, খ। মোঃ সাইফুল ইসলাম (২৮), পিতা মোঃ আজমল, উভয় সাং-দক্ষিন ভবানীপুর, থানা-ভেড়মারা, জেলা-কুষ্টিয়াদের ০১ টি বিদেশী সক্রিয় রিভলবার ও ০৪ রাউন্ড রিভলবারের তাজা গুলিসহ গ্রেফতার করে। পরবর্তীতে ধৃত ১নং আসামীর দেয়া তথ্য মতে ১৮০৫ ঘটিকার সময় কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন ষোলদাগ গ্রামে মোঃ মুশফিকুর রহমান সুজন (৩০), পিতা মোঃ মনছুরুল হক, সাং-ষোলদাগ, থানাঃ ভেড়ামারা, জেলাঃ কুষ্টিয়া এর বাড়িতে অভিযান পরিচালনার সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মোঃ মুশফিকুর রহমান সুজন বাড়ী হতে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে তার বসত ঘর তল্লাশি করে পোল্ট্রি খামারের মধ্যে থাকা পাটকাঠির মধ্যে হতে

ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত ॥ তারিখ পরিবর্তন ইবিতে ১১ ডিসেম্বর হতে মেধা তালিকায় ভর্তি শুরু

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আফজাল হোসেনসহ ভর্তি কমিটির সম্মানীত সদস্যবৃন্দ। সভায় ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির পূর্ব ঘোষিত তারিখের কিছু পরিবর্তন করা হয়। পরিবর্তীত তারিখ অনুযায়ী মেধা তালিকা থেকে ভর্তি ১১ ডিসেম্বর হতে ২২ ডিসেম্বর পর্যন্ত। ইউনিটসমূহে ১১ ডিসেম্বর হতে ১৫ ডিসেম্বর এর মধ্যে ছাত্র-ছাত্রীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। মেধা তালিকা হতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীরা ২৩ ডিসেম্বর হতে ২৪ ডিসেম্বর পর্যন্ত ইউনিটভূক্ত বিভাগে আসন খালি থাকা সাপেক্ষে সংশ্লিষ্ট ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগসমূহের মধ্যে বিভাগ পরিবর্তনের মাধ্যমে ভর্তি হতে পারবে। এছাড়াও বিশেষ কোটায় ভর্তির আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে ৩ ডিসেম্বর হতে ১১ ডিসেম্বর পর্যন্ত। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িরঁ.ধপ.নফ-এ আরও বিস্তারিত তথ্য জানা যাবে। সভাটি পরিচালনা করেন রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সদস্য সচিব ড. মোঃ মসলেম উদ্দিন। উল্লেখ্য পূর্ব ঘোষিত বিজ্ঞপ্তিতে মেধা তালিকা হতে ভর্তির তারিখ নির্ধারণ করা হয়েছিল ৭ ডিসেম্বর

দৌলতপুরে আওয়ামীলীগের দু’পক্ষের সংঘর্ষে অস্ত্রসহ আটক ২ : আহত ১০

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে হাসপাতালের সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অস্ত্রসহ পুলিশ ২ জনকে আটক করেছে ১০ জন আহত হয়েছে। জানাগেছে গত বুধবার রাত ৮ টার দিকে দৌলতপুর হাসপাতাল বাজারে আওয়ামীলীগের এমপি রেজাউল হক চৌধূরী ও সাদেকুজ্জামান সুমন  গ্র“ফের কর্মীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের বাচ্চু, ফজলু, রফিকুল, মোহন, আব্দুল, নাসির, মসলেমসহ ১০ জন আহত হয়, আহতরা মামলা এড়াতে গাঢাকা দেয়। সংঘর্ষের সময় উভয় পক্ষের তান্ডবে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়, দোকানপাট বন্ধ হয়ে যায়, লোকজন আতংকে দিকবিদিক দৌড়াদড়ি করে পালিয়ে যায়। চৌধূরী গ্র“ফ দাবী করে সুমন গ্র“ফের লোকজন দেশীয় ও আগ্নেয় অস্ত্র সহ তাদের উপর অর্তকিত হামলা চালায়, তারা ২ রাউন্ড গুলি করে। দৌলতপুর থানা পুলিশ উভয় পক্ষকে লাঠি পেটা করে ছত্রভঙ্গ করে, তবে পুলিশ গুলি ছোড়া ব্যাপারটি অস্বীকার করে। এ জের কাটতে না কাটতে গতকাল বৃহস্পতিবার বিকেলে চৌধূরী গ্র“ফের লোকজন

কুমারখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি আর্থিক সহায়তা

শরীফুল ইসলাম কুমারখালী : কুষ্টিয়ার কুমারখালী হাজী মোন্তাজ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ নেওয়াজ আলী ওরফে খাইরুল ইসলামের দুটি কিডনিই অকেজোতে গুরুত্বর অসুস্থ হয়ে নিজ বাড়িতে মৃত শয্যায় শায়িত। কুমারখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সহকর্মীকে সমবেদনা জানাতে ও তার চিকিৎসার সহযোগীতার হাত বাড়িয়ে গতকাল দুপুরে শিক্ষকের বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন। কুমারখালী উপজেলা শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম, সহকারী অফিসার হোসাইন মোহাম্মদ বেলাল, আকরাম হোসেন ছাড়াও সমিতির সভাপতি মোঃ আদালত হোসেন, সহ-সভাপতি আব্দুর রহিম, সাধারন সম্পাদক মোঃ রেজাউল ইসলাম,

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সিদ্ধান্ত

রাজবাড়ীর ৫টি উপজেলায় পাউবোর অবৈধ 
দখলদারদের তালিকা প্রস্তুত করে শীঘ্রই উচ্ছেদ অভিযান

হাবিবুর রহমান, রাজবাড়ী : রাজবাড়ী জেলার ৫টি উপজেলাতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবৈধ দখলদারদের তালিকা প্রস্তুত করে শীঘ্রই উচ্ছেদ অভিযান শুরু করার উদ্যোগ গ্রহন করেছে। রাজবাড়ী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির অক্টোবর মাসের সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। দীর্ঘদিন ধরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জমি অবৈধ ভাবে দখল করে এক শ্রেনীর ভুমিদস্যু চক্র ভবন নির্মানসহ ভোগদখল করে আসছে। এতে সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত গ্রহন হওয়ার ফলে সচেতন নাগরিকরা এ উদ্দ্যোগকে স্বাগত জানিয়েছেন। সিদ্ধান্ত মোতাবেক গত ২৫ নভেম্বর রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ লুৎফর রহমান একপত্রে কালুখালী উপজেলাতে চন্দনা নদীর পাড়সহ জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মানকারীদের আংশিক নামের তালিকা জেলা প্রশাসনে জমা দিয়েছেন। এছাড়াও রাজবাড়ী সদর, পাংশা, বালিয়াকান্দি, কালুখালী ও গোয়ালন্দ উপজেলাতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে

বিজিবি’র অভিযানে বিদেশী মদ উদ্ধার

গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনস্থ বুড়িপোতা কোম্পানীর কমান্ডার হাবিলদার আলী আশরাফ এর নেতৃত্বে ০১টি টহল দল ০৩ ডিসেম্বর ২০১৪ তারিখ রাতে বুড়িপোতা মাঠের মধ্যে অভিযান চালিয়ে ১৭ বোতল বিদেশী মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো ধবংসের নিমিত্তে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।