শুক্রবার, সেপ্টেম্বর ০৬, ২০১৩

তারেক রহমানের ৬ষ্ট কারামুক্তি দিবস উপলক্ষে জেলা যুবদলের সমাবেশ

ঐক্যবদ্ধ গণআন্দোলনে সরকারের পতন ঘটানো হবে

----------------------------------সৈয়দ মেহেদী আহমেদ রুমী

জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে

-------------------------------অধ্যক্ষ সোহরাব উদ্দিন


ষ্টাফ রিপোর্টার : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৬ষ্ঠ কারামুক্তি দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা যুবদলের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়। গতকাল বুধবার বিকেলে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা যুবদলের আহবায়ক মিরাজুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বসান বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। েলা যুবদলের যুগ্ম আহবায়ক মেজবাউর রহমান পিন্টুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন। সৈয়দ মেহেদী আহমেদ রুমী তার বক্তব্যে বলেন, দেশের ৯০ ভাগ মানুষ নির্দলীয় তত্ববধায়ক সরকারের পক্ষে। আর এই দাবী যতক্ষন পর্যন্ত না মানা হবে ততক্ষন আন্দোলন চলবে। এ সরকার দেশ কে অন্ধাকারের দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ গণআন্দোলন

জমির সংকটে শিল্প কারখানা স্থাপন ব্যাহত হলেও কুষ্টিয়া বিসিকের সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছে

হাওয়া ডেস্ক : জমি সংকটের কারণে কুষ্টিয়ার বিসিকে যখন শিল্প কল-কারখানা গড়তে চরমভাবে হিমসিম খাচ্ছে ঠিক তখনী বিসিক এলাকার জায়গা বিক্রির মহৌৎসবে মেতে উঠেছে এক শ্রেনীর কুচক্রী ব্যক্তিবর্গ। বিসিক এলাকার ধানী জমি ভরাট করে অর্থ হাতিয়ে নেওয়ার চক্রান্তে উঠে পড়ে লেগেছে। জমির সংকটে শিল্প কারখানা স্থাপন ব্যাহত হলেও কুচক্রীদের নগ্ন থাবায় কুষ্টিয়ার বিসিকের সম্পত্তি হাত ছাড়া হয়ে যাচ্ছে। বিসিকের কোন রকম নিয়মনীতি তোয়াক্কা না করে কুচক্রীরা মাটি ভরাট করে আবাসিক বসতবাড়িসহ প্রতিষ্ঠান গড়ে তুলছে। এ বিষয়টি প্রতিকার করা না হলে কুষ্টিয়ার বিসিক একদিকে যেমন জায়গা হারাবে। অন্যদিকে নতুন নতুন কলকারখানায়ও আর গড়া সম্ভব হবে না। সুত্রমতে, শিল্প প্রতিষ্ঠানের উজ্জল সম্ভাবনা, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও শিল্প কারখানার অনুকুল পরিবেশ থাকায় বেকার সমস্যা, শিল্পায়ন এবং কর্মসংস্থানের লক্ষ্যে কুষ্টিয়া শহরের কুমারগাড়া এলাকায় ১৯৬৭ সালে বিসিক শিল্প নগরী স্থাপনের কাজ শুরু করা হয়। ওই সময় সাড়ে ১৮ একর জমির উপর প্রতিষ্ঠা করা হয় বিসিক শিল্প নগরীর। মোট ৮৬টি প্লটের মধ্যে ৫টি প্লটে বিসিক শিল্পনগরীর অফিস

দৌলতপুরের চিলমারী ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

দৌলতপুর প্রতিনিধি : সরকার সংবিধানের দোহায় দিয়ে নির্দলীয় তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নিজেদের অধীনে নির্বাচন করার পায়তারা করছেন। কিন্তু সরকারের এই নীল নকশা কখনও বাস্তবায়ন হবে না। বাংলাদেশের জনগণ তা হতে দেবে না। যে কোন মুল্যে সরকারকে নির্দলীয় ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। তত্বাবধায়ক সরকার ছাড়া বাংলার মাটিতে কোন রির্বাচন হতে দ
েয়া হবে না। তা না হলে দেশের জনগণ ক্ষেপে উঠলে সরকার পালানোর জায়গাও পাবে না।বর্তমান সরকার লুটপাটের সরকার, নির্যাতনের সরকার। গত সাড়ে ৪ বছরে এ সরকার ও তার লোকজন শুধু দেশের সম্পদ লুটপাট করেছে আর বিরোধীদলের নেতাকর্মীদের নির্যাতন করেছে। সাংবাদিকসহ দেশের কোন মানুষকে তারা নিরাপত্তা দিতে পারেনি। বর্তমান সরকার বুঝতে পেরেছে যে তাদের পায়ের নিচে মাটি নেই। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার সীমান্ত সংলগ্ন চিলমারীরচর ও বাংলাবাজার ও ভবানীপুর এলাকায় ইউনিয়ন বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা এসব কথা বলেন। স্থানীয় বিএনপি নেতা হাবিব মেম্বরের সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল কুদ্দুস, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শহিদ সরকার মঙ্গল, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম, সহ-সভাপতি শামীম মোল্লা, যুগ্ন সম্পাদক ও

কুষ্টিয়ায় ট্রাস্ট ব্যাংকের ৭৫তম শাখার শুভ উদ্বোধন

আব্দুম মুনি : সব সময়, সবখানে, সবার জন্য’ এ শ্লোগানের মধ্য দিয়ে কথার দেশে,কবিতার দেশে, বাউলের সুরে সবার পাশে কুষ্টিয়ায় ট্রাস্ট ব্যাংকের ৭৫তম নতুন শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। কুষ্টিয়া শহরের এন এস রোড়স্থ (থানা মোড়) শতাব্দি ভবনের দ্বিতীয় তলায় এ ব্যাংকের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর ক্যান্টনমেন্ট এরিয়া কমান্ডার ও জিওসি ৫৫ পদাতিক ডিভিশন মেজর জেনারেল এস এম মতিউর রহমান।এ উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজনের মাধ্যমে সর্বশক্তিমান আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয়। এতে শাখার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনাসহ ব্যবসায়ী সমাজ, সঞ্চয়কারী ও সুবিধা ভোগীদের উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল সি এম মতিউর রহমান বলেন, ট্রাস্ট ব্যাংক বিসৃস্ত পরিসরে সাধারণ ও কর্পোরেট গ্রাহকদের ব্যাংকিং সেবা প্রদান করছে। কুষ্টিয়ায় নতুন এ শাখাটি সম্পূর্ন ফ্রি অনলাইন

কুষ্টিয়ায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ : আহত ১২ : সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার : সড়ক দুর্ঘটনার প্রতিবাদে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া ও লক্ষ্মীপুর বাজারে সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। গতকাল বৃহসপতিবার সকাল ১০টার সময় গড়াই পরিবহনের একটি বাস বিত্তিপাড়া বাসস্ট্যান্ডে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ওই মটর সাইকেলে থাকা স্থানীয় আওয়ামীলীগ নেতা আবদুর রশীদসহ (৪৫) তিনজন আহত হন। এরই প্রতিবাদে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। সকাল ১০টায় শুরু হয়ে সাড়ে ১২টায় অবরোধ চলে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এই অবরোধের ফলে রাস্তার দুই পাশে শ’শ’ যানবাহন আটকে পড়ার ফলে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী। অপরদিকে বুধবার রাত ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষীপুর বাসস্ট্যান্ডে একটি বাস পেছন দিক থেকে