শুক্রবার, সেপ্টেম্বর ০৬, ২০১৩

কুষ্টিয়ায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ : আহত ১২ : সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার : সড়ক দুর্ঘটনার প্রতিবাদে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া ও লক্ষ্মীপুর বাজারে সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। গতকাল বৃহসপতিবার সকাল ১০টার সময় গড়াই পরিবহনের একটি বাস বিত্তিপাড়া বাসস্ট্যান্ডে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ওই মটর সাইকেলে থাকা স্থানীয় আওয়ামীলীগ নেতা আবদুর রশীদসহ (৪৫) তিনজন আহত হন। এরই প্রতিবাদে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। সকাল ১০টায় শুরু হয়ে সাড়ে ১২টায় অবরোধ চলে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এই অবরোধের ফলে রাস্তার দুই পাশে শ’শ’ যানবাহন আটকে পড়ার ফলে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী। অপরদিকে বুধবার রাত ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষীপুর বাসস্ট্যান্ডে একটি বাস পেছন দিক থেকে
ঢাকাগামী একতা ডিলাক্স নামের অপর একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দিলে লুৎফর রহমান নামের একজন নিহত ও ১০ জন আহত হন। এর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ওই মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত এ অবরোধ চলে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকাবাসী । ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পৃথক দুটি ঘটনায় এলাকাবাসি রাস্তা অবরোধ করে। পরে এ ঘটনার সাথে যারা জড়িত অথ্যাৎ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন। বর্তমানে আগের মতই এ সড়কে যানবাহন চলাচল করছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন