রবিবার, মার্চ ০৩, ২০১৩

চাঁদে দেখা গেল মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে!

ষ্টাফ রিপোটার : আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাস্সীরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে দেখা গিয়েছে চাঁদে। শুক্রবার দিবাগত রাতে চাঁদের মাঝে কুষ্টিয়া জেলাসহ দেশের বিভিন্ন স্থানের হাজারো মানুষ প্রত্যক্ষ করেছে এ দৃশ্য। এমনটাই জানালেন কুষ্টিয়ার বিভিন্ন অঞ্চলের মানুষ। জামায়াতের নায়েবে আমীর যুদ্ধাপরাধের মৃত্যুদণ্ডাদেশ রায় প্রাপ্ত আলোচিত এই ব্যক্তিকে নিয়ে সারাদেশসহ আর্ন্তজাতিক পর্যায়েও যখন আলোচনা সমালোচনার ঝড় উঠেছে ঠিক সেই মুহুর্তে সাঈদীকে চাঁদে দেখার দৃশ্য মানুষকে হতবাক ও আশ্চার্যানীত করেছে। সর্বমহলে এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। রাতেই জেলার বিভিন্ন স্থান থেকে চাঁদে সাঈদীর ছবি দেখে মোবাইল

আলাল আহত হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুষ্টিয়া শহর যুবদল

গতকাল ঢাকায় বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশের অতর্কিত হামলা ও গুলিবর্ষনে বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের সভাপতি মেয়াজ্জেম হোসেন আলাল আহত হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়া শহর যুবদল। কুষ্টিয়া শহর যুবদলের সিনিয়র নহ-সভাপতি প্রকৌশলী আশরাফ, সাধারণ সম্পাদক মঞ্জুরুল

কুষ্টিয়া ও কুমারখালীতে ১৪৪ ধারা জারী : জেলা বিএনপির নিন্দা ও প্রতিবাদ

আব্দুম মুনিব : গতকাল দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত কুষ্টিয়া শহর ও কুমারখালী উপজেলায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ড. মল্লিক আনোয়ার হোসেন জানান, একই স্থানে একাধীক দলের সমাবেশ ডাকায় আইন শৃংখলার অবনতির আশংকায় দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয় সেই সাথে আদেশ কার্যকর করার জন্য সংশ্লি¬ষ্টদের নির্দেশ দেয়া হয়। দুপুর ১ টা থেকে মাইকিং করে এ আদেশ জারী করা হয়। জানাগেছে, কেন্দ্রীয় ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে গতকাল

ইবির সকল ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ : সাক্ষাৎকার শুরু ১০মার্চ

রাশেদুন নবী রাশেদ ,ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ ইং শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার (এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ) সকল ইউনিটের ফলাফল সাময়িক ভাবে প্রকাশ করা হয়েছে। ভর্তির ফলাফল সংশ্লিষ্ট অনুষদের নোটিশ বোর্ড ও হল সমুহে টাঙ্গিয়ে দেওয়া হয়েছে। মেধা তালিকা থেকে ভর্তিও সাক্ষাৎকার শুরু হবে ১০ মার্চ হতে ১৯ মার্চ পর্যন্ত। বিশেষ কোটায় ১০ মার্চ হতে ১৪ মার্চ পর্যন্ত

দৈনিক সত্য খবরের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে হামলার ঘটনায় থানায় মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক : গত শুক্রবার রাতে দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত দৈনিক সত্য খবর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সন্ত্রাসীদের হামলার ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং-০২ তারিখঃ ০২/০৩/২০১৩। এজাহারে ৮ জনকে এজাহার নামীয় সহ অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করা হয়েছে। গতকাল কুষ্টিয়া মডেল থানায় মামলাটি নথিভুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে দৈনিক সত্য খবর পরিবার সহ কুষ্টিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ। মামলার এজাহারভুক্ত আসামীদের অবিলম্বে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। এছাড়া এই হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আজ কুষ্টিয়া প্রেসক্লাবে এক বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে সাংবাদিক নেতৃবৃন্দ।