শুক্রবার, জানুয়ারী ২৫, ২০১৩

কুষ্টিয়ায় বিভিন্ন কর্মসূচী : আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী

আব্দুম মুনিব : আজ ১২ রবিউল আউয়াল। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। আখেরী নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)-এর এদিন জন্ম ও ওফাত দিবস। বিশ্বের মুসলিম সম্প্রদায়সহ শান্তিকামী প্রত্যেক মানুষের কাছে তাই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও যথাযথ ধর্মীয় মর্যাদায় দিবসটি উদযাপিত হবে। বিভিন্ন সংগঠন যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে এই দিনটি উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছেÑ মহানবী (সা.)-এর পূর্ণাঙ্গ জীবন নিয়ে আলোচনা, সমাবেশ, মিলাদ মাহফিল, মোনাজাত এবং ঢাকা মহানগরীতে ধর্মীয় শোভাযাত্রা। পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াও এ উপলক্ষে বাণী প্রদান করেছেন। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাঁর বাণীতে মহানবী (সাঃ)-এর জীবনাদর্শ আমাদের সকলের জীবনকে আলোকিত করুক, মহান আল্লাহ’র কাছে এ প্রার্থনা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন,‘আমার দৃঢ় বিশ্বাস মুহাম্মদ (সাঃ)-এর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই প্রতিটি জনগোষ্ঠীর জন্য রয়েছে অফুরন্ত কল্যাণ ও সফলতা।’ তিনি বলেন,আজকের অশান্ত ও

বছরের শুরুতেই হার্ডিঞ্জ ব্রীজ পয়েন্টে ১৯ হাজার কিউসেক পানি কম পেয়েছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বন্টনে ১৭ তম বর্ষের শুরুতেই ভাটির বাংলাদেশ প্রায় ১৯ হাজার কিউসেক পানি কম পেয়েছে। তবে চুক্তি অনুযায়ী ভারত তার ন্যায্য হিস্যা ঠিকই বুঝে নিযেছেন। ভারত পেয়েছে ৮০ হাজার কিউসেক। ১ জানুয়ারি থেকে বাংলাদেশ-ভারত গঙ্গার পানি চুক্তি কার্যকরের ১৭তম বছর শুরু হয়েছে। প্রতি বছর ১ জানুয়ারি থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি বণ্টন কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়ে থাকে। উভয় দেশের দু’টি প্রতিনিধি দল একটি ফারাক্কা পয়েন্টে, অপরটি বাংলাদেশের হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে এই পানি বণ্টন কার্যক্রম পর্যবেক্ষণ করতে পাঁচ মাস অবস্থান করেন। মে‘র ৩০ তারিখ পর্যন্ত এই বণ্টন কার্যক্রম চলে। চলতি বছরেও ১ জানুয়ারিতে এ বণ্টন কার্যক্রম শুরু হয়েছে। চুক্তি অনুযায়ী এবার বাংলাদেশ জানুয়ারির প্রথম ১০ দিনে পেয়েছে ৫৯ হাজার ২’শ ৮১ কিউসেক পানি। পানি বণ্টন চুক্তির সংলগ্নি ২ এর ইন্ডিকেটিভ অনুযায়ী বাংলাদেশ পাওয়ার কথা ৬৭ হাজার ৫১৬ কিউসেক পানি। এ হিসেবে ভারত বাংলাদেশ কে ৮ হজার ২’শ ৩৫ কিউসেক পানি কম দিয়েছে। চুক্তির ধারা অনুযায়ী ফারাক্কা পয়েন্টে ভারতকে ৪০ বছরের গড় পানিপ্রবাহ অর্থাৎ ১ লাখ ৭ হাজার ৫১৬ কিউসেক পানি প্রবাহ নিশ্চিত করার কথা ছিল। কিন্তু তা না করে ভারত ফারাক্কায় ৮৬ হাজার ৭’শ ২০ কিউসেক পানি প্রবাহ নিশ্চিত করেছে। ভারত তার ন্যায্য হিস্যা ৪০ হাজার কিউসেক বুঝে নিয়ে বাংলাদেশ কে দিয়েছে ৫৯ হাজার ২’শ ৮১ কিউসেক পানি।
জানুয়ারি মাসের দ্বিতীয় ১০ দিনে (১১-২০) বাংলাদেশের হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পাওয়া গেছে ৪৬ হাজার ৮’শ ৫৯ কিউসেক পানি। পাওয়ার কথা ছিল ৫৭ হাজার ৬’শ ৭৩ কিউসেক পানি। চুক্তি অনুযায়ী বাংলাদেশ

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বেগম খালেদা জিয়ার বাণী

হাওয়া ডেস্ক : “মহান আল্লাহ্ বিশ্ব জগতের রহমত স্বরূপ হযরত মুহাম্মদ (সাঃ) কে এই জগতে প্রেরণ করেন। বিশ্বনবীর আবির্ভাবে পৃথিবীতে মানুষ ইহলৌকিক ও পরলৌকিক জগতের মুক্তির সন্ধান পায় এবং নিজেদের কল্যাণ ও শান্তির নিশ্চয়তা লাভ করে। সমাজে বিদ্যমান শত অনাচার ও কদর্যতার গ্লানি উপেক্ষা করে মহানবী মোহাম্মাদুর রাসুল্লাহ (সাঃ) মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করেন।  মহানবী (সাঃ) মানব জতির জন্য এক উজ্জল অনুসরণীয় আদর্শ। নিজ যোগ্যতা, মহানুভবতা সহনশীলতা, কঠোর পরিশ্রম, আত্মপ্রত্যয়, নিষ্ঠা ও অপরিসীম দুঃখ যন্ত্রনা ভোগ করে তার উপর অবতীর্ণ সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল-কোরআনের বাণী তথা তওহীদ প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করেন। তিনি আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগ দুর করে অত্যাচর ও জুলুমবরণ করে সত্যকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। সমাজে অবহেলিত, নির্যাতিত মজলুমদের সেবা, একে অপরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, পরমত সহিষ্ণুতা, দয়া ও ক্ষমাগুণ, শিশুদের প্রদি দায়িত্ব এবং নারী জাতির মর্যাদা প্রতিষ্ঠায় মহানবী (সাঃ) এর আদর্শ অতুলনীয় এবং তাই তিনি সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে অভিষিক্ত। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করি মহানবী

গণতন্ত্র হত্যা দিবসে খালেদা জিয়ার বাণী

“১৯৭৫ সালের ২৫ জানুয়ারী তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার চিরস্থায়ী বন্দোবস্ত করার লক্ষ্যে বহুদলীয় গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে একদলীয় সরকার ব্যবস্থা বাকশাল কায়েম করে। তারা জাতীয় সংসদে বিরোধী মতামতকে উপেক্ষা করে এক প্রকার গায়ের জোরেই এই অমানবিক মধ্যযুগীয় আইন পাশ করে। এই একদলীয় ব্যবস্থার মাধ্যমে তৎকালীন শাসকগোষ্ঠী মানুষের বাক, ব্যক্তি, চলাচল ও সমাবেশের স্বাধীনতাসহ সকল মৌলিক অধিকার হরণ করে। সব সংবাদপত্র বাতিল করে তাদের অনুগত চারটি প্রকাশনা চালু রাখার ফরমান জারি করে। এর ফলে চিরায়ত গণতন্ত্রের প্রাণ শক্তিকেই তারা সেদিন নিঃশেষ করে দেয়। দেশবাসীর দীর্ঘদিনের সংগ্রামের ফলে

শিক্ষকের মূল্যায়ন : মনে পড়ে সারাক্ষণ

ছাত্র জীবনে আমার এক সহপাঠি একটা মজার গল্প বলেছিলো। একবার এক বিয়ে বাড়িতে কণ্যা পক্ষের এক মুরুব্বী বাড়ির চ্যাংড়াদের ডেকে বললেন “আরে ভদ্র লোকের ছেলেরা বরযাত্রী হয়ে এসেছে তাদের খানা পিনার ব্যবস্থা করা হয়েছে তো?” উত্তরে কণে পক্ষের লোকেরা বল্লো জি জি মোরলজি খানাপিনা সব দেওয়া হয়েছে। মোড়লজি আবার জিজ্ঞাসা করলেন কি দিয়েছিস? এবার সবাই এক সাথে বলে উঠলো “এক খানা করে রুটি আর দুটো করে কাঠালের রুয়া দেয়া হয়েছে।” এতে মোড়ল রেগে জেয়ে বললেন, “আরে গাঁধার গাঁধারা! এই কি কোন খানা হলোরে- দে আর আধখানা করে রুটি আর একটা করে কাঁঠালের রুয়া, বরযাত্রিরা খেতে থাক বসে বসে।”
৩৭ বছর আগের শোনা গল্পটি একটু কাজে লেগে গেলো। বাস্তবে এর একটু সাদও পেলাম। গল্পটি মনে পড়লো আমাদের একটি প্রাপ্তির খবর পেয়ে। তবে ঐ গল্পের সাথে একটু পার্থক্য আছে।

খোকসায় অফিসে ধুমপান করায় সাব রেজিষ্টারের ১’শ টাকা জরিমানা

মনিরুল ইসলাম মনি, খোকসা : কুষ্টিয়ার খোকসায় অফিসে বসে ধুমপান করায় সাব-রেজিষ্টারের ১’শ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। বৃহস্পতিবার দুপুরে উপজেলা জমি রেজিষ্টার অফিসের সাব-রেজিষ্টার রুমে এক সাংবাদিক প্রবেশ করলে দেখতে পায় সাব-রেজিষ্টার গোলাম মওলা রেজিষ্ট্রিকৃত জমির দলিলে স্বাক্ষর করছে আর ধুমপান করছে। তার টেবিলের পাশ দিয়ে অনেক জনগন দাড়িয়ে আছে। এক পর্যায়ে সাংবাদিক দ্রুত ধুমপান করা অবস্থায় ছবি তোলে। ছবি তোলা দেখে সাংবাদিকের উপর চড়াও হয়। পরে সাংবাদিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান এর নিকট ধুমপান করার ছবি দেখালে তিনি সাব-রেজিষ্টারকে জরিমানা করার জন্য সাবরেজিষ্টার অফিসে যেতে চান। ঠিক তার কিছুক্ষন পরেই ইউএনও এর অফিসে হাজির হয় সাব-রেজিষ্টার গোলাম মওলা। তাকে জিজ্ঞাসাবাদে অফিসে বসে ধুমপান করার কথা শিকার করলে তাৎক্ষনিক ১’শ টাকা জরিমান করা হয়। গোলাম মওলা কুষ্টিয়ার মিরপুর উপজেলার দায়িত্বে রয়েছে এবং খোকসায় অতিরিক্ত দায়িত্বে কাজ করছে।

কুষ্টিয়ায় বিএনপি নেতাদের মুক্তির দাবী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় পুলিশের একটি মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূণবার্সন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও সাধারন সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ ১৩ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরনের প্রতিবাদে উদ্বেগ জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। গতকাল বৃহস্পতিবার জজ কোর্ট চত্বরে সংগঠনটির সভাপতি এ্যাড. অধ্যক্ষ আমিরুল ইসলামের সভাপতিত্বে জরুরী সভা অনুষ্টিত হয়। আইনজীবীরা অভিযোগ করে বলেন, উচ্চ আদালত থেকে জামিন নিলেও নিন্ম আদালত ও বিজ্ঞ জজ আদালতে জামিন নামঞ্জুর করায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এমন রায়ে মানুষ আদালতের উপর আস্থা হারাচ্ছে। এটা কখনও কাম্য হতে পারে না। সরকার যেভাবে বিরোধী দলের উপর মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করছে তাতে মনে হচ্ছে দেশে আইনের শাসন বলে কিছু নেয়। তারা আরও বলেন, দেশের মানুষ আজ বাকশালী সরকার কে ক্ষমতায় দেখতে চায় না। তীব্র আন্দোলনের মাধ্যমে আটক নেতাদের মুক্ত করা হবে।  এসময় উপস্থিত ছিলেন, সাবেক পিপি এ্যাড. গোলাম মহাম্মদ, এ্যাড. কুতুবুল আলম নতুন, এ্যাড.ওয়াদুদ মিয়া, এ্যাড.আব্দুল মজিদ, এ্যাড.খন্দকার সিরাজুল

কুষ্টিয়ায় বিএনপি নেতাদের মুক্তির দাবী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় পুলিশের একটি মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূণবার্সন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও সাধারন সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ ১৩ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরনের প্রতিবাদে উদ্বেগ জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। গতকাল বৃহস্পতিবার জজ কোর্ট চত্বরে সংগঠনটির সভাপতি এ্যাড. অধ্যক্ষ আমিরুল ইসলামের সভাপতিত্বে জরুরী সভা অনুষ্টিত হয়। আইনজীবীরা অভিযোগ করে বলেন, উচ্চ আদালত থেকে জামিন নিলেও নিন্ম আদালত ও বিজ্ঞ জজ আদালতে জামিন নামঞ্জুর করায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এমন রায়ে মানুষ আদালতের উপর আস্থা হারাচ্ছে। এটা কখনও কাম্য হতে পারে না। সরকার যেভাবে বিরোধী দলের উপর মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করছে তাতে মনে হচ্ছে দেশে আইনের শাসন বলে কিছু নেয়। তারা আরও বলেন, দেশের মানুষ আজ বাকশালী সরকার কে ক্ষমতায় দেখতে চায় না। তীব্র আন্দোলনের মাধ্যমে আটক নেতাদের মুক্ত করা হবে।  এসময় উপস্থিত ছিলেন, সাবেক পিপি এ্যাড. গোলাম মহাম্মদ, এ্যাড. কুতুবুল আলম নতুন, এ্যাড.ওয়াদুদ মিয়া, এ্যাড.আব্দুল মজিদ, এ্যাড.খন্দকার সিরাজুল

কেন্দ্র ঘোষিত ১৪ দলের সাথে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার : ১৪ দলের কেন্দ্র ঘোষিত মানববন্ধনের অংশ হিসেবে গতকাল কুষ্টিয়া জেলাতেও পালিত হলো যুদ্ধাপরাধীদের বিচার ও অবিলম্বে বাচ্চু রাজাকারের ফাঁসির দাবিতে মানববন্ধন। গতকাল কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের ডাকা এই মানববন্ধনে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তারুজ্জামন লাবু ও সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজের নের্তৃত্বে শত শত সেচ্ছাসেবকলীগের নেতাকর্মী অংশ নিয়ে জেলায় এক বিশাল মানববন্ধন করে। মানববন্ধনে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ৭১'রের ঘাতক দালাল, যুদ্ধাপরাধী ও সম্প্রতি রায় হওয়া বাচ্চু রাজাকারের অবিলম্বে ফাঁসির দাবি তুলে বক্তব্য দেন। গতকাল জেলায় ১৪ দলের কেন্দ্রঘোষিত কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের ডাকা এই মানববন্ধনে স্বেচ্ছাসেবকলীগের স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মিজানুর রহমান মজনু, নেতা মামুনুর রশিদ, সুভীন আক্তার,

খোকসা ডিগ্রি কলেজের অধ্যাপক নওশের আলীর বিদায় অনুষ্ঠান

খোকসা সংবাদদাতা : গতকাল কুষ্টিয়ার খোকসা ডিগ্রি কলেজের অধ্যাপক নওশের আলীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শিক্ষকদের অনেকেই তার কর্মজীবন নিয়ে স্মৃতিচারণ করেন। খোকসা কলেজের অধ্যক্ষ আনিস-উজ-জামান স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস, অধ্যাপক বাদল চন্দ্র, হায়দার আলী, জহুরুল ইসলাম, সুলতান হোসেন, ওয়াজেদ আলী, রবিউল ইসলাম প্রমুখ।

খোকসায় মুক্তির উদ্যোগে পারিবারিক ভাবে নারী সহিংসতা প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মনিরুল ইসলাম মনি : কুষ্টিয়ার খোকসায় মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে পারিবারিক সহিসংতা প্রতিরোধ ও সুরক্ষা আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার আলহাজ্ব সাইদুর রহমান মন্টু মহিলা কলেজে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে পারিবারিক সহিংসতা কমিয়ে এনে নারী অধিকার উন্নয়ন প্রকল্পে মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় পারিবারিক সহিসংতা প্রতিরোধ ও সুরক্ষা আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খোকসা উপজেলা পারিবারিক সহিংসতা প্রতিরোধ কমিটির আহবায়ক ডাঃ অরুন কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ

ঝিনাইদহ সংবাদদাতা : ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি নিখোঁজ সাইফুল ইসলামকে উদ্ধারের দাবিতে ক্যাম্পাস গেটের সামনে টায়ার জ্বালিয়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। ঢাকা থেকে নিখোজ ওই ছাত্রলীগ নেতাকে দ্রুত উদ্ধারের দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া এ সড়ক অবরোধ কর্মসূচী চলে বেলা ১টা পর্যন্ত। নিখোজ ছাত্রলীগ নেতাকে দ্রুত উদ্ধারের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসাইন ও পুলিশ আস্বˉ— করলে অবরোধ কর্মসূচী প্রত্যাহার করে নেয় নেতাকর্মীরা। তবে দেড় ঘন্টার এই অবরোধে বিশ্ববিদ্যালয় গেটের সামনের এই মহাসড়কের দুই পাশে শত শত পরিবহন আটকে যায়। এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীসাধারণ। ছাত্রলীগ নেতারা বলেছেন, ২৪ ঘন্টার মধ্যে সাইফুলকে খুজে বের করে না হলে আরো কঠোর কর্মসুচি দেয়া হবে। উলে¬খ্য, গত মঙ্গলবার দলীয় কাজে ঢাকার কেন্দ্রীয় কার্যালয় থেকে ফেরার পথে ফার্ম গেট এলাকা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল নিখোঁজ হয়। এরপর থেকে তার কোন খোজখবর পাওয়া যায়নি, বন্ধ রয়েছে তার মোবাইল ফোনটিও। এ ব্যাপারে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় সাধারণ ডায়েরি করে গত বুধবার সাইফুলকে উদ্ধারের দাবি জানিয়ে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয় বিলুপ্ত হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। ঘোষিত সময়ের মধ্যে সাইফুল ইসলাম উদ্ধার না হওয়ায় আজ এ মহাসড়ক অবরোধ কর্মসূচী পালন করে তারা।

ঝিনাইদহের চণ্ডিপুরে ১৪৪ ধারা জারি

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের চণ্ডিপুর বাজারে একই সময়ে বিএনপি ও আওয়ামী লীগ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারার এ আদেশ দিয়ে প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকিং হয়। ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) সোনিত কুমার গায়েন জানান, বৃহস্পতিবার দুপুর দুইটায় স্থানীয় গান্না ইউনিয়ন বিএনপি ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি ও তত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে চন্ডিপুর বিষ্ণুপদ হাইস্কুল মাঠে সমাবেশ আহ্বান করে। একই স্থানে ও সময়ে গান্না ইউনিয়ন আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে পাল্টা সমাবেশ আহ্বান করে মাইকিং করে। এতে উভয় দলের নেতা কর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান অভিযোগ করেন, বিএনপির পূর্ব নির্ধারিত সমাবেশ বানচাল করতেই পরিকল্পিত ভাবে আওয়ামী লীগের সহায়তায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।

মহেশপুর সীমান্তে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্ত থেকে জিয়াউর রহমান (৩০) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে শ্রীনাথপুর সীমান্তের জিরো লাইন থেকে তাকে ধরে নিয়ে যায় ভারতের ছুটিপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা। জিয়াউর রহমান মহেশপুর উপজেলার শ্যামপুর গ্রামের পুর্বপাড়ার মোশারফ হোসেনের ছেলে। বিজিবি শ্রীনাথপুর ক্যাম্পের হাবিলদার লোকমান হোসেন জানান, সকালে জিয়াউর রহমান জিরো লাইন পার হয়ে কাটা তার ভেঙে ভারতে গরু আনতে যায়। এসময় সীমান্তের ৬০/১৪১নং পিলারের পাশ থেকে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।  এদিকে দুপুরে আটক বাংলাদেশিকে ফেরত দেওয়ার বিষয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও তাকে ফেরত দেয়া হয়নি। শ্রীনাথপুর সীমান্তের ৬০নং মেইন পিলার ও রিভার পিলার ১৩৮ এর নিকট বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের পক্ষে এ পতাকা বৈঠকে নেতৃত্ব দেন বিজিবি শ্রীনাথপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার হাবিলদার সোলাইমান হোসেন ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ এর ছুটিপুর ক্যাম্প কোম্পানী কমান্ডার এসআই অজিত কুমার। পতাকা বৈঠকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশিকে ফেরত দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিজিবি।

৩২ বিজিবি’র পৃথক পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার

৩২ বিজিবি’র সদস্যরা গত ২৩ জানুয়ারি মেহেরপুর জেলার সদর উপজেলায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৪ বোতল বিদেশী মদ এবং কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি ভারতীয় জট গাঁজা ও ১৯ বোতল বিদেশী মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৫৯ হাজার টাকা। গত ২৩ জানুয়ারি মেহেরপুর জেলার সদর উপজেলার বাংগালপাড়া মাঠ দিয়ে একজন বাংলাদেশী ব্যাগ নিয়ে প্রবেশ করতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শৈলমারী বিওপির হাবিলদার মোঃ জাকির হোসেন এর নেতৃত্বে একটি টহল দল উক্ত স্থানে যেয়ে তাকে চ্যালেঞ্জ করলে সে ব্যাগ ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে উক্ত ব্যাগ তল্লাশী করে বিজিবির টহল দল ০৪ বোতল বিদেশী মদ উদ্ধার করে। ঐদিন দৌলতপুর উপজেলার খড়ের মাঠ দিয়ে একজন বাংলাদেশী ব্যাগ নিয়ে প্রবেশ করতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জামালপুর বিওপির হাবিলদার মোঃ আব্দুল হক এর নেতৃত্বে একটি টহল দল উক্ত স্থানে যেয়ে তাকে চ্যালেঞ্জ করলে সে ব্যাগ ফেলে

আজ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বারো শরীফ দরবাবের বিভিন্ন কর্মসূচি

ষ্টাফ রিপোর্টার : আজ ১২ রবিউল আওয়াল ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বারো শরীফ দরবাবের বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসুচির মধ্যে রয়েছে প্রথমে ভোর রাত্রি খাস মিলাদ মাহফিল। সকাল ৮টায় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালীটি কোর্টপাড়াস্থ বারো শরীফ দরবার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করবে। এরপর বাদ যোহর কোরআন খানী। বাদ এশা আম মাহফিল ও প্রবন্ধ পাঠের মধ্যে দিয়ে এ কর্মসূচি শেষ হবে।
এদিকে, গতকাল বৃহস্পতিবার বাদ যোহর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বারো শরীফ দরবার প্রাঙ্গনে শিশু কিশোরদের ক্বিরাত, রচনা ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও বাদ এশা রওজাপাকে গিলাফ দেয়া হয়। পবিত্র ১২ই রবিউল আউয়াল মানব জাতির ইতিহাসে সর্বপেক্ষা শ্রেষ্ট পবিত্র দিন। মানব এর মানবত্ব ধূলায় লুণ্ঠিত হতে আদম-এর শ্রেষ্ঠত্ব অর্জিত

কুষ্টিয়ায় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ

ষ্টাফ রিপোর্টার : জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে বিশেষায়িত আধুনিক ট্রেড প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় খাদ্য প্রক্রিয়াজাতকরণ, বিউটি ফিকেশন, ইন্টেরিয়র ডেকোরেশন, ইংশিল স্পোকেন, মোবাইল এ- বৈদ্যুতিক যন্ত্রপাতি সার্ভিসিং সহ সেলাই প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ উপলক্ষ্যে গতকাল কুষ্টিয়া জেলা পরিষদ সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম এ্যাডভোকেট। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন স্বাধীনতা যুদ্ধের পরে জাতীয় মহিলা সংস্থা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হাতে তৈরী প্রথম সরকারী প্রতিষ্ঠান। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর অসহায় ও অবহেলিত নারীদের সক্ষমতা বৃদ্ধি ও সাবলম্বী করার লক্ষ্যে পূর্বের সেলাই প্রশিক্ষণ, ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সাথে নতুন করে আরও ৫টি ট্রেড সংযোজন করেন। তিনি আরোও

দৌলতপুর ছাত্রলীগের আহ্বায়কসহ ৩ ছাত্রলীগ নেতা ফেনসিডিলসহ গ্রেফতার

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেল্ াছাত্রলীগের আহ্বায়কসহ ৩ ছাত্রলীগ নেতাকে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার দক্ষিন পীরেরবাগ এলাকা থেকে মিরপুর থানা পুলিশ ১০৫ বোতল ফেনসিডিল তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল- দৌলতপুর উপজেল্ াছাত্রলীগের আহ্বায়ক আব্দুর রশীদ, ছাত্রলীগ নেতা বোরহান ও পলাশ।  মিরপুর থানার কর্তব্যরত এএসআই শিউলি জানান, কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে একদল মাদক ব্যবসায়ী ফেনসিডিল পাচার করে ঢাকার ২০৯/১ দক্ষিন পীরেরবাগ এলাকার

কুষ্টিয়ায় যুদ্ধপরাধীদের বিচারের দাবীতে ১৪ দলের মানববন্ধন

ষ্টাফ রিপোটার : ৭১ এর ঘাতক দালাল গোলাম আযম নিজামী মুজাহিদসহ সকল যুদ্ধপরাধীদের দ্রুত বিচারের দাবীতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় মানবন্ধন করেছে ১৪ দল। গতকাল বিকাল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত শহরের বক চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলী, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোস্তফা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ। সভায় আজগর আলী বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে যারা বিরধীতা করেছিলো তাদের বাংলাদেশের মাটিতে স্থান নেই। অবিলম্বে আবুল কালাম আযাদের রায় কার্যকরসহ সকল যুদ্ধপরাধীদের বিচার দাবী করেন তিনি।

কুষ্টিয়া হাই স্কুল ১০ উইকেটে জায়ী

হাওয়া ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও অর্থায়নে এবং কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে ইয়াং টাইগার্স অনুর্ধ-১৪ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০১২-১৩ গত ২২ জানুয়ারি হতে শুরু হয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে এ প্রতিযোগিতা চলছে। গতকাল কুষ্টিয়া হাই স্কুল ১০ উইকেটে জগতী মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। টচে জিতে প্রথমে ব্যাটিং করে জগতী মাধ্যমিক বিদ্যালয়। ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৪ রান করে। জবাবে কুষ্টিয়া হাই স্কুল কোন উইকেট না