সোমবার, এপ্রিল ০৮, ২০১৩

ওমরা পালন শেষে লন্ডন ফিরে গেলেন তারেক রহমান


হাওয়া ডেস্ক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ১ থেকে ৭ এপ্রিল সাত দিনের সৌদি আরবে ওমরা পালনের সফর শেষে গতকাল লন্ডন ফিরে গেছেন। এ সময় তার সাথে স্ত্রী জুবাইদা রহমান ও তার মেয়ে জাইমা রহমান ছিলেন। এর আগে মক্কা ও মদিনায় ওমরার আনুষ্ঠানিকতা শেষ করে সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিবের সভাপতিত্বে জেদ্দার হলিডে-ইন হোটেলের বল রুমে বিএনপির প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন তারেক রহমান। তার বক্তব্যে ২০০৭ সালে ফখরুদ্দীন মইনউদ্দিন সরকারের আমলে তার ও তার পরিবারের ওপর বিভিন্ন নির্যাতনের কথা তুলে ধরেন। একই সাথে

চরমপন্থী নেতার নাম ভাঙ্গিয়ে কুষ্টিয়া এলজিইডিতে ২ কোটি টাকার টেন্ডারবাজি

ষ্টাফ রিপোর্টার : চরমপন্থী ও সন্ত্রাসীদের নাম ব্যবহার করে কুষ্টিয়া এলজিইডিতে টেন্ডারবাজরা আবারও বেপরোয়া ভাবে শুরু করেছে টেন্ডারবাজি। কুষ্টিয়ায় টেন্ডারলীগ খ্যাত চরমপন্থী কানেক্টেড কথিত ঠিকাদার গত ২৮ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার খোর্দ আইল চারা হাট-পাটিকাবাড়ী ইউপি রোড ভায়া সিদুর ঘাট ও মাজিলা হাট রাস্তায় সাগরখালী খালের উপর ৩৮০ মি. চেইনেজ ৫১.০৬ মিটার গাডার ব্রীজ নির্মাণের টেন্ডার ভাগাভাগি করে নিয়েছে। ভারতে অবস্থিত চরমপন্থীর নাম ব্যবহার করে জনমনে আতংক সৃষ্টি করে প্রকৃত ঠিকাদারদের সিডিউল খরিদ থেকে বিরত রেখেছে টেন্ডারবাজ চক্রটি। সড়ক জনপথ, পানি উন্নয়ন বোডের পর এবার সন্ত্রাসী গডফাদারদের চোখ পড়েছে এলজিইডিতে। শুধু তাই নয় নির্দিষ্ট ঠিকাদারের লাইসেন্স এবং তার দাখিলকৃত আরও দু’টি সাপোর্টিং লাইসেন্স ব্যতিত আর কোন লাইসেন্সের বিপরীতে কোন সিডিউল টেন্ডারবাক্সে ফেলতে দেওয়া হয়নি। এই কাজের অনুকুলে ৬টি সিডিউল বিক্রি হলেও শুধুমাত্র নির্দিষ্ট ঠিকাদার ব্যতিত আর কোন সিউিল ফেলতে

কুমারখালী ঐতিহ্যবাহী পশুহাটের জায়গা দিন দিন বেদখলে যাচ্ছে

কুমারখালী প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী পৌরসভাস্থ ঐতিহ্যবাহী পশুহাটের যায়গা দিনদিন বেদখলে হয়ে যাচ্ছে। ইতিমধ্যে বাড়ি, দোকানসহ বিভিন্ন স্থাপনা করে দখল হয়ে গেছে। গতকাল স্থানীয় একটি মহল নিজ নামীয় জমির মালিক বলে অবৈধভাবে ট্রলিতে বালি এনে সরকারি জমি ভরাট করতে থাকে। এ সংবাদ প্রশাসন পেলে কুমারখালী সহকারী কমিশার (ভূমি) মোঃ আরিফ উজ জামান ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা দেখতে পায় এবং তাৎক্ষণিক পুলিশের সহায়তায় সরকারি জায়গায় বালি ভরাট বন্ধ করে অবৈধ ট্রলি জব্দের নির্দেশ দেন।

দৌলতপুরে অসুস্থ গরুর মাংস বিক্রয়ের অভিযোগে ২ কসাইয়ের কারাদন্ড

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অসুস্থ গরুর মাংস বিক্রয়ের অভিযোগে ২ কসাইকে ৬ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে উপজেলার তারাগুনিয়া বাজারে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কুমার মন্ডলের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ কারাদন্ড দেয়।
পুলিশ জানায়, উপজেলার কৈপাল গ্রামের নফের মিয়ার ছেলে আব্দুল মান্নান (৩৫) ও তারাগুনিয়া গ্রামের দানেজ আলীর ছেলে আনিরুল ইসলাম (২২) নামে দুই কসাই অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রয় করার সময় তারাগুনিয়া বাজার থেকে পুলিশ তাদের আটক করে। পরে ভ্রাম্যমান আদালত তাদের ৬ মাস করে কারাদণ্ড প্রদান করে। এ সময় আদালত তাদের কাছ থেকে আটক করা মাংস মাটির নীচে পুঁেত ফেলেন। অপরদিকে একইদিন দুপরে মাদাপুর গ্রামের তেতুল মন্ডলের

কুমারখালীতে নিজ রাইফেলের গুলিতে আনসার সদস্য নিহত


ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়া কুমারখালী উপজেলার চৌরঙ্গী পুলিশ ক্যাম্পের আনসার সদস্য হায়দার আলী (৫০) কর্তব্যরত অবস্থায় বাথরুমের ভিতর নিজ রাইফেলের গুলিতে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সকাল দশটায়।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ আলী নওয়াজ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, গতকাল রোববার বেলা সোয়া দশটার দিকে চৌরঙ্গী ক্যাম্পের দায়িত্ব পালনকালে হায়দার আলী’র ব্যবহৃত নিজ রাইফেলের গুলি তার পেটে বিদ্ধ হয়। তাৎক্ষনিক হায়দারকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। চৌরঙ্গী পুলিশ ক্যাম্পের অপর এক সদস্য সিপাহি গোলাম মোস্তফা জানান, আমরা সবাই টিভি রুমে ছিলাম। এসময় পারিবারিক

আজকের হরতাল পালন করতে কুষ্টিয়া হেফাজতে ইসলামের আহবান

 ষ্টাফ রিপোটার ঃ মহানবী হযরত মোহাম্মাদ (সাঃ) এর শানে অশ্লিল ভাষায় কুৎসা রটনাকারী ব্লগার ও ইসলাম বিদ্বেষী নাস্তিকদের কঠোর শাস্তি ও হেফাজতে ইসলামের ১৩ দফা দাবী বাস্তবায়নের জন্য আহুত আজকের হরতাল পালন করার জন্য আহবান জানিয়েছেন হেফাজতে ইসলাম কুষ্টিয়া জেলা শাখা। এক বিবৃতিতে হেফাজতে ইসলাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুফতি আব্দুল হামিদ ও সেক্রেটারী ইব্রাহীম হোসাইন কাসেমী

খোকসায় আগুনে পুড়ে সর্বস্ব হারানো মানুষদের পাশে সৈয়দ মেহেদী আহমেদ রুমী


মনিরুল ইসলাম মনি, খোকসা : কুষ্টিয়ার খোকসায় আগুনে পুড়ে যাওয়া ৬ পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেত এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।  উল্লেখ্য গত ৫ এপ্রিলে উপজেলা শিমুলিয়া ইউনিয়নের বি-মির্জাপুর গ্রামের দরিদ্র কৃষক তোয়াক্কেল মোল্লা, সোহাগ মুনসী, জিয়াউর রহমান, লাল্টু শেখ, শফিক শেখ ও রফিক শেখের বসতবাড়ি ও টাকা পয়সা পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এ ঘটনা শুনে সৈয়দ মেহেদী আহমেদ রুমী, খোকসা উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ আলী, পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন খানসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ মানবেতর জীবন-যাপন করা এসকল পরিবারের