রবিবার, জানুয়ারী ২৫, ২০১৫

কুষ্টিয়ায় অবরোধ ও হরতালের সমর্থনে জেলা বিএনপি মিছিল : পুলিশের বাধা

মামলা দিয়ে গ্রেপ্তার করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন স্তব্ধ করা যাবে না : মেহেদী রুমী


স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় পুলিশের বাধায় অবরোধের সমর্থনে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। শনিবার সকাল সাড়ে ১০টায় এনএস রোডে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুণর্বাসন বিষয়ক সম্পাদক জেলা ২০ দলীয় জোটের আহবায়ক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহামেদ রুমী’র নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ের কাছে যাওয়ার পর পুলিশী বাধায় তা পন্ড হয়ে যায়। এসময় মিছিলকারীরা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। স করে জনগনের ভোটে নির্বাচিত সরকার গঠন না হওয়া অবরোধ কর্মসূচি চলবে। বিজয় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যেতে হবে। তিনি বলেন, অবরোধকারীরা ন্যায় ও সত্যের পক্ষে। তারা জুলুমবাজ্ রাষ্ট্রশক্তির অত্যাচারের বিরুদ্ধে লড়াই করছে। জনগনের ভোটের অধিকার ফিরিয়ে আনতে অবরোধ চলবে।

আরাফাত রহমান কোকোর মৃত্যুতে জেলা বিএনপির শোক

স্টাফ রিপোর্টার :মহান স¦াধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সাবেক সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক শহিদুল ইসলাম। এক বিবৃতিতে তিনি বলেন, আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুতে কুষ্টিয়া জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন। মহান আল্লাহ্ তায়ালার নিকট আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তারা বলেন, এই শোক যেন তাঁর পরিবার সইতে পারে, মহান আল্লাহর নিকট সে প্রার্থনাই করি।