শনিবার, ডিসেম্বর ২০, ২০১৪

ভুক্তভোগী মহল চায় প্রশাসনের দ্রুত পদক্ষেপ

কুষ্টিয়া মাদকে সয়লাব নেই মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের নজরদারি

স্টাফ রিপোর্টার : প্রায় সব ধরনের মাদকে এখন ভাসছে কুষ্টিয়া। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, হেরোইন, মদসহ বিভিন্ন স্থানে নির্বিঘে বিক্রি হচ্ছে কুষ্টিয়ায়। শক্তিশালী সিন্ডিকেটের নেত্বত্বে লাভজন অবৈধ মাদকের ব্যবসায় অনেকেই গাড়ি বাড়ি বহু অর্থের মালিক। এ সব অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে প্রশাসন বড় ধরনের অভিযান কখনও চোখে পড়েনি। যার কারনে এখান মাদক বেচা কেনার নিরাপদ ঘাঁটি হিসেবে বেশ পরিচিত শহরের কলিশংকর পুর, শহীদ উজ্জল তাহেরি রোড়, হাউজিং, কুঠিপাড়া, আমলাপাড়া, মিলপাড়া সহ বেশ কয়েকটি স্থান। এসব মাদকদ্রব্য দমনে সংশ্লিষ্ট বিভাগ থাকলেও কুষ্টিয়ায় মাদক নিয়ন্ত্রণে তাদের কোন কার্যক্রম নেই বললেই চলে। বরং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সহযোগিতায় কুষ্টিয়ার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেছে জেলার সুশীল সমাজ। জানা যায়, কুষ্টিয়া জেলা শহর ও শহরতলীর বিভিন্ন এলাকা মাদকদ্রব্যে সয়লাব হলেও মরণ নেশা প্রতিরোধে তেমন

কুষ্টিয়ার পোড়াদহে আওয়ামীলীগের দুই গ্রপের সংর্ঘষে আওয়ামীলীগ নেতা নিহত : আহত-৮


স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে আওয়ামীলীগের দুই গ্রপের সংর্ঘষে নুর ইসলাম (৫০) নামের এক আওয়ামীলীগ নেতা নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত পক্ষের ৮ জন। শুক্রবার সন্ধ্যায় পোড়াদহ বাজারের পাশে এ সংর্ঘষ হয়। কুষ্টিয়া মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী জালাল বলেন, পোড়াদহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোশাররফ ও আওয়ামীলীগ নেতা পারভেজ গ্রপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় পোড়াদহ বাজারের পাশে দুই গ্রপের সর্মথকদের মধ্যে সংর্ঘষ বেধে যায়। সংর্ঘষে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিশোঠা ব্যবহার করা হয়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে নুর ইসলাম, নুরু বিশ্বাস (৫৫), সজীব (৩০) সোহেল (৩৫) সহ উভয় পক্ষের নয়জন আহত হয়। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে মোশাররফ গ্রপের স্থানীয় আওয়ামীলীগ নেতা নুর ইসলাম মারা যায়। তিনি আরও জানান, এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

আজকের ক্ষুদে খেলোয়াড়রাই আগামীর ভবিষ্যৎ : হানিফ


স্টাফ রিপোর্টার : আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ক্ষুদে খেলোয়াড়রাই আগামীর ভবিষ্যৎ। তোমরাই আগামীতে খেলাধুলার মাধ্যমে দেশের সুনাম বয়ে আনবে। তিনি শুক্রবার বিকেলে কুষ্টিয়া ষ্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু ও বঙ্গমাতা’ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০১৪’ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি শিশুর নান্দনিক ও শারীরিক বিকাশ অপরিহার্য। তাই ভবিষৎত প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সক্ষম নাগরীক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সারাদেশের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে এই ফুটবল প্রতিযোগীতার আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, খেলাধুলা শিশুদের

ঝিনাইদহে ব্যাংক কর্মকর্তা অপহৃত

ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহ থেকে শংকর রায় সুজল (২৮) নামে এক ব্যাংক কর্মকর্তা অপহৃত হয়েছে। ব্র্যাক ব্যাংক যশোর ব্রাঞ্চ অফিস থেকে ঝিনাইদহের কোটচাঁদপুরে ফেরার পথে তিনি অপহৃত হন। বৃহস্পতিবার রাতে এ ঘটনার পর আজ শুক্রবার শংকরের পরিবার কোটচাঁদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ব্যাংক কর্মকর্তা শংকর রায় সুজলের ০১৭৪৬২২১৬৬২ নাম্বারে অপহরণকারীরা ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। শংকর রায় কোটচাঁদপুর পৌরসভার বেনেপাড়ার ঠাকুর দাস রায়ের ছেলে।লিখিত অভিযোগে জানা গেছে, কোটচাঁদপুরের বেনেপাড়ার ঠাকুরদাস রায়ের ছেলে শংকর রায় ব্র্যাক ব্যাংক যশোর আরোবপুর ব্রাঞ্চে

মহেশপুরে ধর্ষণের শিকার যুবতীর আত্মহত্যা

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে থেকে আলপনা (২০) নামে এক যুবতীকে ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার ভোরে নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলপনা মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের সুলতান আহমেদের মেয়ে। নিহতের চাচা আলমগীর হোসেন জানান, গত মে মাসে পূর্বের স্বামীর সাথে ছাড়াছাড়ি হয় আলপনার। এরপর আলপনা বাড়ির পাশে মুনছুর আলীর ছেলে মংলার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে মংলাকে বিয়ে করার

কুমারখালী থানা যুবদল নেতৃবৃন্দের সাথে পান্টি ইউপি আহবায়ক কমিটি মতবিনিময়


শরীফুল ইসলাম কুমারখালী : দেশের সাধারন মানুষ আজ নিরাপত্তাহীনতায় সবসময় খুন, গুম, আতংকে থাকে। অভিভাবক তার সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায়ে দুঃশ্চিন্তায় সময় গুনতে থাকে। অবৈধ ভাবে ভোটার বিহীন নির্বাচনের সরকারের কাছে দেশের মানুষ জিম্মি। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামীলীগের ভরাডুবি হবে জেনে শেখ হাসিনা নির্বাচন নিয়ে তালবাহানা করছে গতকাল সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালী পান্টি ইউনিয়ন ভবন চত্বরে কুমারখালী থানা যুবদল নেতৃবৃন্দের সাথে পান্টি ইউপি যুবদল আহবায়ক কমিটির মত বিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে থানা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও পান্টি ইউপি চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ এসব কথা বলেন। তিনি আরো বলেন, বেগম জিয়ার নেতৃত্বে স্বৈরাচারী শেখ হাসিনা’র অবৈধ সরকার পতন আন্দোলন বেগবান করতে যুবদলের সুসংগঠিত হতে হবে। পান্টি ইউপি

বিজিবির অভিযানে বিদেশী মদ ও ফেন্সিডিল উদ্ধার

গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ ঠোটারপাড়া, রুদ্রনগর, উদয়নগর এবং মহিষকুন্ডি বিওপি’র কমান্ডার হাবিলদার খলিলুর, হাবিলদার কাশেম, হাবিলদার হেমায়েত এবং হাবিলদার রুহুল আমিন এর নেতৃতে ০৪টি টহল দল ১৮ ডিসেম্বর ২০১৪ তারিখ রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২২ বোতল বিদেশী মদ ও ৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো ধ্বংসের নিমিত্তে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

কুমারখালীতে আর্ন্তজাতিক অভিবাসী দিবস পালন


শরীফুল ইসলাম কুমারখালী : কুষ্টিয়ার কুমারখালীতে আর্ন্তজাতিক অভিবাসী দিবস-২০১৪ পালিত হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে এবং ব্র্যাকের সহযোগীতায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেলা আক্তারের নেতৃত্বে র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে সমাবেত হয়ে “নিরাপদ অভিবাস, দিন বদলের লক্ষ্যে অর্জন” স্লোগান’র আলোচনা সভায় অংশ গ্রহন করে। র‌্যালী ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথি বৃন্দ অংশ গ্রহণ করেন।