রবিবার, ডিসেম্বর ১৪, ২০১৪

দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে মানহানি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারির প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক॥ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মানহানি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারির প্রতিবাদে গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দল। বিক্ষোভ মিছিলটি শিল্পকলা একাডেমী থেকে বের হয়ে বড় বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি এ্যাডঃ শামিম উল হাসান অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন। মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক এম এ শামীম আরজু, সমাজ কল্যাণ সম্পাদক গোলজার রহমান গোলো, যোগাযোগ সম্পাদক হাজী রবিউল আওয়াল,সহ সাংগঠনিক সম্পাদক জাহিদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেজবাউর রহমান পিন্টু, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মঈদ বাবুল,জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান সুমন, আবু সাঈদ জাকারিয়া উৎপল, গোলাম হাফিজ পিপুল, সাজ্জাদুর রহমান সুজন, মোস্তাফিজুর রহমান সুমন, জিল্লুর রহমান জনি, আরিফুজ্জামান বাপ্পি, মাহফুজ্জুর রহমান মিথুন, শামীম পিটু, নাজমুল ইসলাম ,রবিউল ইসলাম, রাকিবুল হাসান রাব্বি, মেহেদি হাসান ম্যাক, ইমতিয়াজ হোসেন দিবস, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম আসাদ, আমীর বাদশা, সদস্য শাহনেওয়াজ আরেফীন পাপ্পু, শাহিন জোয়ার্দ্দার, বিপ্লব, জহুরুল ইসলাম টিটু, আবুহেনা মোস্তফা কামাল জুয়েল, মিজান খান, আরিফ খান, শফিক, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন, বকুল আলী, রফিকুল ইসলাম রফিক, শরিফুল ইসলাম, জাহিদুল ইসলাম, মোস্তফা, সদর থানা স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম টিপু, জাফর উদ্দিন জাফর, হাজী আনিছুর রহমান, আবু সায়েম মঞ্জু, সামসুর রহমান শিমূল, আব্দুল আলিম, আসরাফুল ইসলাম, আশিক হোসেন, সুহিন, রফিক, রিপন, মামুন, এজেডএম সজিব, শফি, জান মোহাম্মদ জানু, মুসলিম, মাহাবুল, পিয়াস, জ্যাকি, শিমূল, ফিরোজ, অনি, আরিফ, শফি, কুমারখালী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ডাঃ শরিফুল ইসলাম, পৌরসভাপতি রফিকুল ইসলাম রফিক, খোকসা থানা স্বেচ্ছাসেবক সভাপতি হাবিবুর রহমান বাবলু, পৌর সভাপতি কমিশনার হাসেম, খোকসা থানা ছাত্রদলের সভাপতি আব্দুল আলিম, শহর স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহবায়ক আরিফ আল হাসান সঞ্জু, মনিরুল ইসলাম মনির, কামাল হোসেন বাবু, তৈয়াব আলী টাইগার, শাজেদুর রহমান মিন্টু, রফিকুল ইসলাম রফিক, আব্দুর রউফ রুবেল, সোহেল রানা, ওয়াকার পারভেজ জীবন, হরিপুর ইউপি স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন, রাসেল, শহর যুবদলের আশরাফ আলী, মঞ্জুরুল ইসলাম কুটি, রেজা, জিয়া নাগরিক ফোরাম (জিনাফ) জেলা সভাপতি হাফিজুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ রাসেল, সহ সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান, জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সিনিয়র যুগ্ম

‘আমিন’ ‘আমিন’ ধ্বনিতে মুখরিত ইজতেমা ময়দান

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো কুষ্টিয়া জেলা ইজতেমা

আব্দুম মুনিব : আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল কুষ্টিয়া জেলা ইজতেমা। শনিবার দুপুর ১২টা ১২ মিনিট থেকে ১২টা ২৪ মিনিট পর্যন্ত ১২ মিনিটের মোনাজাত পরিচালনা করেন ঢাকা কাকরাইল
মসজিদের তাবলিগ জামায়াতের শীর্ষস্থানীয় মুরব্বি মাওলানা ওমর ফারুক। এর আগে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ ইজতেমায় কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজবাড়ী ও ঝিনাইদহসহ দেশের বিভিন্ন এলাকায় প্রায় লক্ষাধিক মুসল্লি শরিক হন। মোনাজাতে নিজেদের পাপ মোচনের জন্য মহান আল্লাহ তালার কাছে ধর্মপ্রাণ মুসলমানরা ক্ষমা প্রার্থনা করেন। সেই সাথে জানা-অজানা সব গুনাহ থেকে মাফ পাবার জন্য মহান আল্লাহর কাছে দু হাত তুলে প্রার্থনা জানানো হয়। এসময় অনেক মুসল্লি কান্নায় ভেঙে পড়েন। মোনাজাতের সময় ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা ‘আমিন’ ‘আমিন’ ধ্বনিতে মুখরিত ছিল। মোনাজাতে অংশগ্রহন করেন বিএনপির জাতীয়নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পৌর মেয়র আনোয়ার আলীসহ জেলার বিভিন্নস্তরের গন্যমান্য ব্যাক্তীবর্গ। ইজতেমা আয়োজক কমিটি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার কড়া নিরাপত্তা ব্যবস্থায় কুষ্টিয়া শহরের অদুরে চাদাগাড়া মাঠে বাদ ফজর থেকে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় তাবলীগ জামায়াতের আঞ্চলিক বৃহৎ জমায়েত জেলা ইজতেমা। ইজতেমায় অংশ নিতে গত মঙ্গলবার থেকেই মুসল্লিরা আসতে শুরু করে। সম্পূর্ণ অনানুষ্ঠানিক ও সভাপতিত্বহীন এ সম্মেলনে যোগ দিতে বাস, ট্রাক, প্রাইভেট কার, ইঞ্জিন চালিত বিভিন্ন বাহন ও পায়ে হেঁটে মুসল্লিরা ইজতেমা মাঠে সমাবেত হন। তারা জামাতবদ্ধ হয়ে দলে দলে ইজতেমা মাঠের নির্ধারিত স্থানে (খিত্তায়) প্রয়োজনীয় মালামাল নিয়ে অবস্থান করেন। গত শুক্রবার প্রায় লাখো মুসল্লী ইজতেমা ময়দানের বৃহত্তম জুমার জামাতে অংশগ্রহণ করেন। মূল প্যান্ডেল ছাপিয়ে আশপাশে রাস্তা, শাখা রাস্তার ওপর পর্যন্ত হাজার হাজার মুসল্লী জুমার নামাজ আদায় করেন। কারো কারো মতে এটি কুষ্টিয়ার ইতিহাসে সর্ববৃহত জুম্মার নামাজ ছিলো। শনিবার আখেরি মোনাজাত উপলক্ষে ভোর থেকেই কুষ্টিয়া ও আশপাশের বিভিন্ন এলাকার থেকে হাজার হাজার মানুষের স্রোত এগিয়ে চলে ইজতেমা ময়দানের দিকে।  দুপুর ১২টা ২৪ মিনিটে মোনাজাত শেষ হওয়ার পর মানুষের এই মিলনমেলা ভাঙে। একে একে তাঁরা নিজ নিজ গন্তব্যর উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নিতে থাকে। এদিকে ইজতেমা মাঠের পশ্চিম প্রান্তে তাশকিলের ঘর থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে ইজতেমা থেকে কোন জামাত কোথায় যাবে, কত জনের জামাত হবে, বিদেশীদের সাথে কারা কারা জামাতবদ্ধ হবে, কোন জেলায় কতটি জামাত যাবে এর দাওয়াতী গন্তব্য। জানা গেছে, কুষ্টিয়া জেলা ইজতেমা থেকে অন্তত ১শ জামায়াত ৩দিন, ১চিল্লা, ৩ চিল্লা ও ১ বছরের জন্য ইসলামের দাওয়াতের কাজে বেরিয়ে পরবে। ইজতেমায় আসা মুসলমানদের কাছে এ ইজতেমার আবেদন অনন্য। অনেকের বিশ্বাস, একসঙ্গে সবাই মিলে দোয়া করলে আল্লাহ কারও না কারও দোয়া কবুল করেন। দুনিয়া এবং আখেরাতের কামিয়াবী হাসিল করার জন্যই তারা মাঠে এসেছেন।


প্রতিবন্ধি বাছাইয়ের টাকা আত্মসাতের অভিযোগ

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সমাজসেবা অফিসারের বিরুদ্ধে প্রতিবন্ধী সনাক্ত করণ জরিপ কর্মসূচির আওতায় প্রতিবন্ধিদের যাতয়াত খরচ ও ইউপি চেয়ারম্যানদের সম্মানী বাবদ ২ লাখ ৪৫ হাজার টাকা আত্বসাতের অভিযোগ পাওয়াগেছে। জানাগেছে, স্বারক নং ৪১.০১. ৫০৩৯ .০০০. ০২. ০০২. ১৪-, ২০১৩ -১৪ অর্থ বছরে উপজেলার ১৪ ইউনিয়নে প্রতিবন্ধি সনাক্তকরণ জরিপের কাজ শুরু হয় , উপজেলা সমাজসেবা অফিসার বিভিন্ন সংস্থার মাধ্যমে জরিপ কাজ পরিচালনা করেন। এ জরিপ ইউনিয়নের কার্যালয় ও ইউনিয়ন সদস্যদের বাড়ীতে অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি/সাধারণ সম্পাদক/নির্বাহী পরিচালকগণকে প্রতিবন্ধিদের যাতয়াত খরচ বাবদ প্রাগপুর ইউনিয়নে ‘প্রতিবন্ধি ফেডারেশন’ এর পরিচালক মোঃ ছামাদুল ইসলাম এর মাধ্যমে ১২,৯৪৪ টাকা, মথুরাপুর ইউনিয়নে রতœামুখী প্রতিবন্ধি সংস্থা এর মোঃ আব্দুল আজিজ কে ১৫,৮৯০ টাকা, ফিলিপনগর ও মরিচা ইউনিয়নের ‘আলো সেচ্ছা সেবী সংস্থা’র নির্বাহী পরিচালক ফিরোজ আহাম্মেদ কে যথাক্রমে ১৬,০০০ ও ৯,৩৪২ টাকা, রামকৃষ্ণপুর ও আদাবাড়ীয়া ইউনিয়নের মুক্তিনারী ও শিশু উন্নয়ন সংস্থা’র পরিচালক মমতাজ আরা বেগম কে ১০,২০৫ টাকা ও ১১,৬৭৬ টাকা, চিলমারী ইউনিয়নের ‘সেতু টি এন্ডটি সংস্থার’ মোঃ আঃ কাদের কে ৮,৫৩৫ টাকা, হোগলবাড়ীয়া ইউনিয়নের ‘সবার সাথে বসবো প্রতিবন্ধি সংস্থার‘ মোঃ আব্দুল হান্নান কে ১৭,১২৪ টাকা, পিয়ারপুর ও রিফায়েতপুর ইউনিয়নে ‘আধার থেকে আলো প্রতিবন্ধি সংস্থার‘ মোঃ হাবিবুর রহমানকে ১৫,০৬৩ টাকা ও ১২,৭১২ টাকা, দৌলতপুর ইউনিয়নের ‘সবার সাথে জীবন গড়বো’ সংস্থার মোঃ রূপচাঁদ আলি কে ২১,২৪৭ টাকা, বোয়ালিয়া ইউনিয়নের সোনারতরী প্রতিবন্ধি সংস্থার মোছাঃ ফরিদা খাতুনকে ১৩,২৯৩ টাকা, খলিসাকুন্ডির ‘সৌমিক স্বেচ্ছাসেবী সংস্থার মোঃ নজরুল ইসলামকে ১২,০৪০ টাকা, আড়িয়া ইউনিয়নের এম.ডি.পি স্বেচ্ছাসেবী সংস্থার মোঃ নজরুল ইসলামকে ১২,৯২৯ টাকা প্রদান করা হয়। অনুসন্ধানে জানাগেছে এ খাতে ১ লাখ ৮৯ হাজার টাকা বরাদ্দ থাকলেও দু’একটি ইউনিয়নের ১০/২০ জন ছাড়া অন্যান্য প্রতিবন্ধীদের যাতয়াত এর

কুষ্টিয়ায় চোরাই সয়াবিন তেলসহ দুই জনকে আটক করেছে ডিবি পুলিশ


স্টাফ রিপোটার : কুষ্টিয়ার মিরপুর থেকে চোরাই ৪০ কার্টুন ভিওলা সয়াবিন তেল উদ্ধার ও দুই জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।  কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের এসআই মনির জানান, গত ২ ডিসেম্বর বিকেল ৫টায় বাগেরহাট জেলার মংলা ভিওলা সয়াবিন তেল ফ্যাক্টরি এক ট্রাক সয়াবিন তেল আত্মসাৎ করে চোরাকারবারীরা। ট্রাকের ভূয়া কাগজ ও চালক-হেলপারের ভূয়া লাইসেন্স প্রদর্শন করে এক ট্রাক ভিওলা সোয়াবিন তেল নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে চলে যায় তারা। কিন্তু এই তেল চট্টগ্রামে না নিয়ে চোরাকারবারীরা কুষ্টিয়ায় নিয়ে আসে। এ ব্যাপারে মংলা থানায় গত ৭ ডিসেম্বর একটি মামলা হলে কুষ্টিয়া পুলিশকে তা অবহিত করা হয়। এর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশ গতকাল শুক্রবার মজমপুর এলাকা থেকে রাজীব নামের একজনকে আটক করে। তার স্বীকারোক্তিতে গেল রাতে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওয়াপাড়ার জৈনক শাহাবুলের গোডাউন থেকে ৪০ কাটুন ভিওলা সোয়াবিনসহ তাকে আটক করে। পুলিশের দাবী কুষ্টিয়ার একটি সংঘবদ্ধ চোরাকারবারী দল এ ঘটনার সাথে জড়িত রয়েছে। বাকী তেল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। ডিবি পুলিশ

ফরিদপুরে আধাবেলার হরতাল পালিত

ফরিদপুর সংবাদদাতা : ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজসহ ছাত্রদলের ৪ নেতার মুক্তির দাবীতে জেলা ছাত্রদলের ডাকা আধাবেলা হরতাল পাািলত হয়েছে জেলায়। হরতালের সমর্থনে ছাত্রদল বা বিএনপির কোন নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। ফরিদপুর থেকে দূর পাল্লার সব বাস ছাড়লেও বন্ধ ছিল জেলার অভ্যান্তরীন রুটের বাস চলাচল। অন্যান্য দিনের মত রাস্তায় অটোটেম্পু ও রিক্সা চলাচল ছিল স্বাভাবিক দিনের মতো। গতকাল রাতে বাসে আগুন দেয়ার ঘটনার পর থেকে শহরের গুরুত্বপূর্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। উল্লেখ্য, তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে গতকাল সারাদেশ ব্যাপী ছাত্রদলের বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে ফরিদপুর শহরের পুর্ব খাবাশপুর মোড় থেকে বের হওয়া মিছিলটি কোতয়ালী থানার সামনে পৌছলে মিছিলে লাঠিচার্জ

বালিয়াকান্দির জামালপুরে অগ্রণী ব্যাংকে দড়ি বেধে ডাকাতির চেষ্টা

 
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নলিয়া জামালপুর অগ্রণী ব্যাংক শাখা দড়ি বেধে ভিতরে ঢুকে শুক্রবার রাতে ডাকাতির চেষ্টা চালিয়েছে। প্রত্যক্ষদর্শী ও বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, শনিবার সকালে ব্যাংকের কেয়ার টেকার দ্বিতীয় তলা থেকে ডাকতে থাকে। পরে তার হাতের বাধন খুলে বাইরে নামলে ডাকাতির চেষ্টার বিষয়টি জানা যায়। ফরিদপুর জেলার মধুখালী উপজেলার পশ্চিমগাড়াকোলা গ্রামের আবুল কাশেম মোল্যার ছেলে অগ্রণী ব্যাংকের কেয়ার টেকার-২ আঃ কুদ্দুস মোল্যা (৬০) জানান, শুক্রবার রাতে আমি ব্যাংকের মধ্যে ঘুমিয়ে পড়ি। রাত সাড়ে ৩টার দিকে ব্যাংকের ভবনের পিছন দিক হতে দড়ি বেধে ২-৪জন লোক ফাকা দিয়ে ভিতরে প্রবেশ করে দরজার হেজবোল্ট খুলে ভিতরে প্রবেশের চেষ্টা করে। আমার

ভ্রাম্যমান আদালতে বালু ব্যবসায়ীর জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি : অবৈধ ইঞ্জিন চালিত কটাংগাড়ীতে বালু বহন করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মাহবুবুর রহমান ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়েছে। এ অপরাধে উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামের আদেল উদ্দিন খানের ছেলে বালু ব্যবসায়ী ফিরোজ আহম্মেদ খানকে ২৯১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। উল্লেখ্য, ২সপ্তাহ পুর্বে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী

বালিয়াকান্দিতে পাচারের সময় ৩০৮ বোতল ফেনসিডিলসহ নসিমন চালক গ্রেফতার : মোবাইল হাওয়া

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি শহরের উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে থেকে শনিবার বিকালে গরু বহনকারী নসিমন গাড়ীর ভিতর থেকে ৩০৮ বোতল ফেনসিডিলসহ ড্রাইভারকে গ্রেফতার করেছে। তবে তার মোবাইল ফোন হাওয়া হয়েছে। বালিয়াকান্দি থানার ওসি আবু শামা মোঃ ইকবাল হায়াৎ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস,আই জাহিদুল ইসলাম, কং-৩৮০ মিজানুর রহমান, কং-৩৬৪ ফারুক হোসেন বালিয়াকান্দি উপজেলা প্রানিসম্পদ অফিসের সামনে গরু বহনকারী ইঞ্জিন চালিত নসিমনের মধ্যে বাক্স করে ফেনসিডিল পাচার করছিল। নসিমনসহ চালক কালুখালী উপজেলার বড় বাংলাট গ্রামের খোয়াজ শেখের ছেলে শিহাব শেখ (২৫) কে গ্রেফতার করা

বিজিবি’র অভিযানে বিদেশী মদ ও ফেন্সিডিল উদ্ধার

গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বিজিবি’র অধিনস্থ আশ্রায়ণ ও বিলগাথুয়া বিওপি’র কমান্ডার হাবিলদার জুনায়েদ ও নায়েব সুবেদার শাহাদত এর নেতৃত্¦ে ০২ টি টহল ১২ ডিসেম্বর রাতে অভিযান চালিয়ে ৪৫ বোতল বিদেশী মদ ও ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে । উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো ধবংসের নিমিত্তে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষে বালিয়াকান্দিতে হালকায়ে জিকির ও ওয়াজ মাহফিল

রাজবাড়ী প্রতিনিধি : মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মুরিদানের উদ্দ্যোগে হালকায়ে জিকির ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বালিয়াকান্দি কলেজ মসজিদ প্রাঙ্গনে মাহফিল এন্তেজামিয়া কমিটির আহবায়ক প্রভাষক আঃ রাজ্জাকের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে তাশরিফ করেন, আলহাজ্ব হযরত মাওলানা মোঃ জাহাঙ্গীর কবির। বিশেষ অতিথি ছিলেন, বালিয়াকান্দি থানা জামে মসজিদের খতিব

ফরিদপুর নিউ টাউনের উদ্দ্যোগে মেডিকেল ক্যাম্পের প্রস্তুতি সভা

রাজবাড়ী প্রতিনিধি : রোটারী ক্লাব অফ ফরিদপুর নিউ টাউনের উদ্দ্যোগে বিজয় দিবস উপলক্ষে বালিয়াকান্দি কলেজে বিনামুল্যে ঔষুধ ও চিকিৎসা এবং মেডিকেল ক্যাম্পের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে বালিয়াকান্দি কলেজের হলরুমে অধ্যক্ষ গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিএইচএফ প্রভাত দাস বিষ্ণু, ভানু পদ সোম, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক হারুন অর রশিদ হারুন, মডেল সরকারী প্রাথমিক

কুষ্টিয়া নেটওর্য়াকের উদ্যোগে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস উদযাপন

গতকাল খাদ্য অধিকার প্রচারাভিযান কুষ্টিয়া নেটওর্য়াকের উদ্যোগে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বেলা ৩.০০টায় মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা প্রশিক্ষন কক্ষে সিসডার নির্বাহী পরিচালক আহসান হাবিব মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা করেন সিসডার নির্বাহী পরিচালক আহসান হাবিব মানিক, পিপাসার পি এম এনামুল হক, জ্যোতির অঞ্জনকুমার শীল, ওয়েভের ডালিয়া, নিকুশিমাজের মমিনুর রহমান, আলোর উজ্জল হোসেন ও মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রশিক্ষন সমন্বয়কারী কাজী শফিউলাহ । বক্তারা বলেন খাদ্য অধিকার মানবাধিকার ও

একই রাতে দুই বাড়ীতে দুধর্ষ চুরি

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চরগুয়াদহ গ্রামে বুধবার রাতে ঘরের তালা ভেঙ্গে দুই বাড়ীতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চরগুয়াদহ গ্রামের কুদ্দুস মাষ্টারের ছেলে আঃ মান্নান মাষ্টার জানান, প্রতিবেশী রবীন মোল্যার বাড়ীর ঘরের দরজার তালা ভেঙ্গে একটি মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়। একইদিন তার বাড়ীর ঘরের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে ২টি স্টীলের আলমারী ও দুটি শোকজ ভেঙ্গে ৪ভরি স্বর্ণালংকার, কম্বল, মুল্যবান কাপড় চোপড়সহ মালামাল চুরি করে নিয়ে যায়। এব্যাপারে বৃহস্পতিবার রবীন বাদী হয়ে বালিয়াকান্দি