রবিবার, জানুয়ারী ২৫, ২০১৫

কুষ্টিয়ায় অবরোধ ও হরতালের সমর্থনে জেলা বিএনপি মিছিল : পুলিশের বাধা

মামলা দিয়ে গ্রেপ্তার করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন স্তব্ধ করা যাবে না : মেহেদী রুমী


স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় পুলিশের বাধায় অবরোধের সমর্থনে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। শনিবার সকাল সাড়ে ১০টায় এনএস রোডে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুণর্বাসন বিষয়ক সম্পাদক জেলা ২০ দলীয় জোটের আহবায়ক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহামেদ রুমী’র নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ের কাছে যাওয়ার পর পুলিশী বাধায় তা পন্ড হয়ে যায়। এসময় মিছিলকারীরা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। স করে জনগনের ভোটে নির্বাচিত সরকার গঠন না হওয়া অবরোধ কর্মসূচি চলবে। বিজয় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যেতে হবে। তিনি বলেন, অবরোধকারীরা ন্যায় ও সত্যের পক্ষে। তারা জুলুমবাজ্ রাষ্ট্রশক্তির অত্যাচারের বিরুদ্ধে লড়াই করছে। জনগনের ভোটের অধিকার ফিরিয়ে আনতে অবরোধ চলবে।

আরাফাত রহমান কোকোর মৃত্যুতে জেলা বিএনপির শোক

স্টাফ রিপোর্টার :মহান স¦াধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সাবেক সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক শহিদুল ইসলাম। এক বিবৃতিতে তিনি বলেন, আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুতে কুষ্টিয়া জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন। মহান আল্লাহ্ তায়ালার নিকট আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তারা বলেন, এই শোক যেন তাঁর পরিবার সইতে পারে, মহান আল্লাহর নিকট সে প্রার্থনাই করি।

বুধবার, জানুয়ারী ০৭, ২০১৫

কুষ্টিয়ায় অবরোধ সমর্থনে বিএনপির মিছিলে পুলিশি বাধা


স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় অবরোধ সমর্থনে বিএনপির মিছিলে পুলিশি বাধা দিয়েছে। অবরোধের সমর্থনে এবং নেতাকর্মীদের নামে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার সকালে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপি সভাপতি সাবেক সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ
সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন। মিছিলটি কুষ্টিয়া-ঝিনাইদহ সমাসড়ক হয়ে কুষ্টিয়া ডিসি কোর্টর সামনে থেকে মজমপুর গেটে আসার সময় ঝাউতলা নামক স্থানে পুলিশ বাধা দিয়ে আটকে রাখে। পরে নেতাকর্মীরা মজমপুরে অবস্থান নিলে পুলিশ তাদের অবরুদ্ধ করে রাখে। জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, শান্তিপুর্ন অবরোধ কর্মসুচীতে পুলিশ অন্যায়ভাবে বাধা দিয়েছে। এটি অগনতান্ত্রিক এবং একনায়কতন্ত্র সরকারের মদদে হচ্ছে। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, নিরাপত্তার খাতিরে তাদের বেশী দুর যেতে দেয়া হয়নি।

কুষ্টিয়ায় বিএনপির ১’শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা : আটক-৭

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০/৭০ বিএনপি নেতাকর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে সোমবার রাতে কুষ্টিয়া সদর ফাড়ির এএসআই রমজান বাদি হয়ে মামলাটি দায়ের করেন বলে কুষ্টিয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান। এ মামলায় জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাড.শামিম উল হাসান অপুকে ১নং আসামী করে

বালিয়াকান্দিতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে মঙ্গলবার গলায় ফাঁস নিয়ে ৮ম শ্রেনীর এক স্কুল ছাত্রী আতœহত্যা করেছে। ওই ছাত্রীর নাম মিরা খাতুন। তার পিতার নাম কাশেম মন্ডল। বাড়ী বালিয়াকান্দি ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে। সে শালমারা-নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী। সে পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করে বলে জানাগেছে।  

এম.এ.শামীম আরজুর মায়ের মৃত্যুতে টিভি জার্নালিস্টের শোক

সংবাদ বিজ্ঞপ্তি : কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সদস্য ও বিএনপি নেতা এম.এ.শামীম আরজু’র মায়ের মৃত্যুতে কুষ্টিয়া টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি আবদুর রশীদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ পিনু এক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। সেই সাথে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

আজ গাজ্জালী সংস্থার উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগীতা

আজ ৭ জানুয়ারী বুধবার বেলা ২টায় স্থানীয় শহীদ আইয়ুব আলী হলরুম (থানাপাড়া রোটারী চক্ষু হাসপাতালের সামনে)গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা, কুষ্টিয়ার উদ্যোগে পবিত্র ১২ই রবিউল আউয়াল উপলক্ষে এক ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার বিষয় : কেরাত, গজল, আজান, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা। বিভাগ : ক বিভাগ-৫ম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রী। খ-বিভাগ ৬ষ্ঠ ও ৭ম শ্রেণী পর্যন্ত

বালিয়াকান্দির লেখক ফয়জুল ইসলামের “ শিশিরঝরা পানি” বই এখন বাজারে

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি গ্রামের বাসিন্ধা লেখক ফয়জুল ইসলাম রচিত “ শিশিরঝরা পানি ” বই এখন বাজারে পাওয়া যাচ্ছে। লেখক ফয়জুল ইসলামের ১৯৬২ সালে রাজেন্দ্র কলেজ ম্যাগাজিনে “মাটির মায়া” কবিতা প্রথম স্থান পায়। ১৯৮৪ সালে তার লেখা প্রথম বই “দৃষ্টির অন্তরালে” প্রকাশিত হয়। ২০১০ সালে তার আরেকটি বই “আতœকথা নামক” ও ২০১২ সালে “ ক্ষত বিক্ষত সমাজের শত

মেহেরপুরে ১৩ বিএনপি কর্মী সমর্থককে আটক করেছে পুলিশ

আকতারুজ্জামান, মেহেরপুর : নাশকতার আশংকতায় মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ জন বিএনপি কর্মী সমর্থককে আটক করেছে পুলিশ। এদের মধ্যে গাংনী থানা পুলিশ ৮ জনকে সদর থানা পুলিশ ৪ জনকে ও মুজিবনগর থানা পুলিশ ১ জনকে আটক করেন। আটকরা হলেন, মেহেরপুর শহরের হাঠাৎপাড়া এলাকার জসিম উদ্দীনের ছেলে মোফাজ্জেল হোসেন (৩৫), যাদবপুর গ্রামের আজিমুদ্দীনের ছেলে আবুল হোসেন (৫৫), মেহেরপুর শহরের ক্যাশবপাড়া এলাকার প্রভাত রায়’র ছেলে শ্যামল (২৮), একই পাড়ার রহিম হুদা’র ছেলে সাজ্জাদ রানা (৩০), গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের আব্দুর রশিদের ছেলে সাইদুর রহমান (৩১), হাড়াভাঙ্গা গ্রামের আখের মন্ডলের ছেলে তোহিদুল ইসলাম (৩০), সাহেবনগর গ্রামের আব্দুল লতিবের ছেলে মুনতাছারুল

ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর গ্রামবাসীর হাতে নিহত বাংলাদেশীর লাশ বিজিবির কাছে হস্তান্তর

মেহেরপুর প্রতিনিধি : ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর গ্রামবাসীর গনপিটুনিতে নিহত বাংলাদেশী গরু ব্যাবসায়ী বদর উদ্দিন (৩৫) এর লাশ ভারতীয় সীমান্ত রক্ষী বাহীনি বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির কাছে হস্তান্তর করে। নিহত বদর উদ্দিন মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার সময় মুজিবনগর সীমান্তের ১০৫ নাম্বার

গাংনীতে কৃষককের মাঝে ঢেউ টিন বিতরণ

মেহেরপুর প্রতিনিধি : মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় রবি-২০১৪ -১৫ মৌসুমে বাস্তবায়িত খামার জাত সার তৈরীর জন্য গাংনী উপজেলার নির্বাচিত ১৩ জন কৃষকদের মাঝে ঢেউ টিন বিতরন করা হয়েছে।
গাংনী উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে সোমবার বেলা ১২ টার দিকে মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মকবুল হোসেন প্রধান অতিথি থেকে কৃষকদের মাঝে এ ঢেউটিন বিতরণ করেন।
এসময় উপজেলা কৃষি অফিসার মাজেদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এ উপজেলার ১৩ জন কৃষককে কম্পোষ্ট সার তৈরীর জন্য ১৮ শ টাকা মূল্যের ৭ টি করে ঢেউ টিন বিতরণ করেন উপজেলা কৃষি অফিস।

বালিয়াকান্দির জামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

মজিবর সভাপতি ও মোড়ল সাধারন সম্পাদক
রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সোমবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন মজিবর রহমান বিশ্বাস ও সাধারন সম্পাদক শামীম মিয়া মোড়ল, যুগ্ন সাধারন সম্পাদক শফিক সরদার নির্বাচিত হয়েছেন। জামালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বলাই চন্দ্র দাসের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও

কুমারখালীতে শিক্ষার্থীদের আনন্দ র‌্যালী

শরীফুল ইসলাম কুমারখালী : কুষ্টিয়ার কুমারখালী পৌরসভাস্থ ঐতিহ্য মন্ডিত এস এম আইডিয়াল স্কুল ২০১৪ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ফলাফলে উপজেলায় সাফল্যের শীর্ষে। এই আনন্দে ০৬/০১/২০১৫ ইং সকাল সাড়ে ১০ টায় বর্ণাঢ্য আয়োজনে কৃতিবান পরীক্ষার্থী বৃন্দ এবং স্কুলের সকল ক্লাসের শিক্ষার্থীরা বর্নিল সাজে আনন্দ র‌্যালী ও শোভাযাত্রা করে। উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী ও শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে পায়রা চত্বর নিজ পাঠশালা আঙিনায় সমবেত হয়। স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবক বৃন্দের প্রতি গভীর শ্রদ্ধা রেখে কৃতজ্ঞতা প্রকাশ করে স্কুলের পরিচালক প্রভাষক মাসুদ রানা বলেন, কোমলমতি শিশুদের মেধার বিকাশ ঘটিয়ে সাফল্যের শীর্ষে অবস্থান করে নেওয়ার সবটুকু গৌরবই পরীক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা বৃন্দের অক্লান্ত পরিশ্রম আর অভিভাবকদের হোম নার্সিং। উল্লেখ্য, ৩৭ জন পরীক্ষায় অংশ নিয়ে ৩১ জন জিপিএ ৫ পেয়েছে।  

কুমারখালীতে পিসিভি প্রশিক্ষণ

শরীফুল ইসলাম কুমারখালী : কুষ্টিয়ার কুমারখালীতে পিসিভি ভ্যাকসিনেশনের উপর প্রশিক্ষণ অনুষ্টিত হয়। উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কমপ্লেক্স সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আকুল উদ্দিন প্রধান অতিথি ছাড়াও দায়িত্ব প্রাপ্ত মেডিকেল অফিসার প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণে মাঠকর্মী, ভ্যাকসিনেটর ও সুপারভাইজার বৃন্দ অংশ গ্রহণ করেন।

উত্তরায়ণ’র শীতবস্ত্র বিতরণ


স্টাফ রিপোর্টার : প্রতিবারের ন্যায় এবছরেও আর্তমানবতার সেবা কার্যক্রমে উত্তরায়ণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির উদ্যেগে অসহায়, গরীব, দুস্থ্য ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১১টায় সদর উপজেলার ১নং হাটশ হরিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড হাটশ হরিপুর গ্রামে সংগঠনের কুষ্টিয়াস্থ প্রতিনিধি সাংবাদিক ও মানবাধিকার কর্মী হাসান আলী’র বাস ভবনে ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে আগত শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় সেখানে স্থানীয় ইউপি সদস্য সীমা আক্তারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণকালে মানবাধিকার কর্মী হাসান আলী বলেন, সমাজের সকল সচ্ছল ও দানশীল ব্যক্তিবর্গকে আর্তমানবতার সেবায় অসহায়, দুস্থ্য ও শীতার্তদের পাশে দাঁড়িয়ে এক টুকরা গরম কাপড় দিয়ে কিঞ্চিত হলেও তাদের অব্যক্ত কষ্টের প্রতি সমবেদনা জানাতে পারেন।

স্থগিত করা হল বিআরবি কেবল ১১তম শিশুদের শিক্ষা ও আনন্দ্র ভ্রমন ক্যাম্প

গতকাল থেকে শুরু হয়ে ১০ জানুয়ারী পর্যন্ত ঢাকাস্থ নারী ও শিশু উন্নয়ন পরিষদ (নাশিউপ) এর উদ্যোগে শিশুদের মেধায় মননে আলোকিত মানুষ, সেই সাথে নিজের দেশ, ইতিহাস. ঐতিহ্য ও সংস্কৃতির আলোকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে বিআরবি কেবল ১১তম শিশুদের শিক্ষা ও আনন্দ ভ্রমন ক্যাম্প এবার কুষ্টিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত কতৃপক্ষ অনিবার্য কারন দেখিয়ে ক্যাম্প স্থগিত করেছেন। ইতিমধ্যে ক্যাম্পের সকল প্রস্তুতি সম্পন্ন হলেও দেশের বিভিন্ন স্থানের অংশগ্রহনকারী শিশুরা এসে উপস্থিত হতে না পারায় শেষ পর্যন্ত ক্যাম্প স্থগিত করা হয়। গতকাল সকালে শুধুমাত্র কুষ্টিয়ার অংশগ্রহনকারীরা এসে শিল্পকলা

গাংনীতে ২ টাকার নোট নিয়ে গ্রাহকরা বিপাকে : ব্যাংকগুলোও লেন-দেন করছে না

আকতারুজ্জামান, মেহেরপুর : মেহেরপুরের গাংনীতে ২ টাকার নোট নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ী ও গ্রাহকরা বিপাকে পড়েছে। প্রাইভেট ব্যাংক ও রাষ্ট্রীয় মালিকানাধিন ব্যাংকগুলোতেও ২ টাকার লেন দেন বন্ধ করে দেয়ায় গ্রাহকরা ভোগান্তির শিকার হয়ে পড়েছে। গাংনী বাজারের বিশিষ্ট বেকারী ব্যবসায়ী মোস্তাক আহম্মেদ,চৌগাছা গ্রামের চা বিক্রেতা কামাল হোসেন, সাহারবাটি গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আঃ হালিম সহ একাধীক ক্রেতা-বিক্রেতা জানান, সারাদিন বেচা-বিক্রি করার পর বাজারে কোন মালামাল ক্রয় করতে গেলে কোন দোকানদার ২ টাকার নোট গ্রহন

গাংনীতে ৪ জুঁয়াড়ীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

মেহেরপুর প্রতিনিধি : জুঁয়া খেলার অপরাধে ৪ জুঁয়াড়ীকে ৭ দিন করে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল আমিন। মঙ্গলবার বেলা ১২ টার সময় সাহেবনগর বাজারে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ রায় দেন তিনি। দন্ডিতরা হলেন, সাহেবনগর গ্রামের আব্দুল লতিবের ছেলে মুনতাছারুল ইসলাম (৩৫), একই গ্রামের হজরত আলীর ছেলে ইউনুস আলী (২৭) ও আব্দুল মজিদের ছেলে আনোয়ার হোসেন (৩০), কাজীপুর গ্রামের সোহরাব হোসেনের ছেলে জুল হোসেন (২৫) এর আগে সকালের দিকে গাংনী থানার এসআই মল্লিক মনিরুজ্জামান তাদের জুঁয়াখেলা অবস্থায় সাহেবনগর বাজার থেখে তাদের আটক করেন।

রবিবার, জানুয়ারী ০৪, ২০১৫

কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

অবৈধ সরকার পতন আন্দোলন ছাত্রদলের গৌরবোজ্জ্বল ইতিহাস পুনঃজাগরিত হবে : সৈয়দ মেহেদী আহমেদ রুমী

শরীফুল ইসলাম কুমারখালী : বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের লালিত ছাত্রসংগঠন দলের সাথে বিশ্বাস ঘাতকতা না করে সাংগঠনিক ভাবে শক্তিশালী হওয়ার আহবান ও নির্বাচন বিহীন অবৈধ বর্তমান সরকারের খুন, গুম, নির্যাতন, মামলা-হামলা সমালোচনা করেন। জনপ্রিয়তা যাচাইয়ের নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীন নির্বাচনের বিকল্প নেই। নির্বাচন বিহীন সরকার প্রধান শেখ হাসিনা বিভিন্ন সময় বিদেশ থেকে ঘুরে এসে নিজেদের অবস্থান সর্ম্পকে অসত্য বক্তব্য দিয়ে জনগণের সঙ্গে প্রতিনিয়ত প্রতারণা করছেন এবং বিশ্বের গণতান্ত্রিক দেশসূমহ এ নির্বাচনকে প্রশাসনের নির্বাচন বলে আখ্যায়িত করেছেন। দেশ বাঁচাও মানুষ বাঁচাও এবং গণতন্ত্র পূর্ণরুদ্ধার করতে আন্দোলনের বিকল্প নেই বলে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণঃবাসন বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও ২০ দলীয় জোটের আহবায়ক, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী প্রধান অতিথির বক্তব্যে গতকাল ৩ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বাস ষ্ট্যান্ড থানা বিএনপির দলীয় কার্যালয়ে সকাল ১১ টায় কুমারখালী থানা ছাত্রদলের বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভায় উপরোক্ত কথা গুলো বলেন। তিনি আরো বলেন, ২৮ অক্টোবর হেফাজতের শান্তিপূর্ণ সমাবেশে নির্মম নির্যাতন

ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে কুষ্টিয়ায় বিভিন্ন অনুষ্ঠানমালা

স্টাফ রিপোর্টার : আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উদযাপন উপলক্ষে কুষ্টিয়ায় বিভিন্ন অনুষ্ঠানমালা হবে। প্রায় সকল মসজিদ, মাদ্রাসা ও সংগঠনের পক্ষ থেকে মহামানবের জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে আলোচনাসভা, ইসলামী প্রতিযোগীতা, ওয়াজ মাহফিল, দুরুদপাঠ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
ইসলামীক ফাউন্ডেশন, কুষ্টিয়া ঃ ইসলামীক ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে আজ রবিবার সকাল থেকে ফাউন্ডেশন চত্বরে ইসলামী প্রতিযোগীতা ও বিকাল ৩ টায় আলোচনা সভার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।

বিএনপি নেতা মিনাজ আর নেই : মেহেদী রুমীর শোক

স্টাফ রিপোটার : কুমারখালী চাপড়া ৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পদক মিনাজ উদ্দিন আর নেই (ইন্না—————রাজিউন) শনিবার দুপুর ৩ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক জেলা বিএনপির সভাপতি জেলা ২০ দলীয় জোটের আহবায়ক সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। তার মৃত্যুর খবরে শনিবার বিকালে

বিজিবির অভিযানে বিদেশী মদ উদ্ধার

গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ প্রাগপুর কোম্পানীর কমান্ডার সুবেদার আব্দুল হাই এর নেতৃতে ০১ টি টহল গত ০২ জানুয়ারি ২০১৫ রাতে সলিমপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ৭০ বোতল বিদেশী মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদ ধ্বংসের নিমিত্তে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

খোকসায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালী ও অন্যান্য কর্মসূচী পালন করতে

পুলিশি বাধা দেওয়ায় বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

ছাত্রদলের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল খোকসা উপজেলা কমিটির উদ্যোগে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালী, কেক কাটা ও অন্যান্য কর্মসূচী পালন করার জন্য ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। কিন্তু খোকসা পুলিশের বাধার কারণে এই কর্মসূচী পালিত হতে পারেনি। আমরা মনে করি এভাবে গণতান্ত্রিক অধিকার হরন করার মধ্য দিয়ে প্রশাসন যে ন্যাক্কার জনক ভূমিকা পালন করেছে আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। এ বিবৃতি প্রদান

কুষ্টিয়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবাষির্কীর র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত


ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের হানিফনগর এলাকা থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মজমপুর গেটে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন ছাত্রলীগ নেতৃবৃন্দরা। পরে সেখানে সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি আলী মর্ত্তুজা খসরুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামীলীগের উপ-কমিটির সম্পাদক মন্ডলীর

কুষ্টিয়া লেডিস ক্লাবের উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া লেডিস ক্লাবের উদ্যোগে গতকাল পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া লেডিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক পতী মিসেস রেহানা সুলতানার সভাপতিত্বে ক্লাব চত্তরে গতকাল বিকালে এই উৎসব অনুষ্ঠিত হয়। পিঠা উৎসব উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। তিনি বলেন, পিঠা উৎসব চিরন্তন বাঙালির একটি প্রাচীন সংস্কৃতি। কুষ্টিয়ার লেডিস ক্লাব বাঙালির সংস্কৃতিকে তুলে ধরার লক্ষে বিভিন্ন সময় প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করছে। তিনি আরো বলেন, কুষ্টিয়ার নারী সমাজের উন্নয়নে আমার পক্ষ থেকে শতভাগ সহযোগীতা ছিলো, আছে এবং থাকবে। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লহ্মিপুরের বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ শাহাদত উল্লাহ। এসময় আরও উপস্থিত ছিলেন, ক্লাবের সাধারন সম্পাদক ও সদর উপজেলা নির্বাহী অফিসার খোদেজা

জাত গেল জাত গেলো বলে একি আজব কারখানা

বাউল কন্ঠ-২


স্টাফ রিপোর্টার : বাউল আর তার বৈষ্ণব কুষ্টিয়া শহর ঘুরে একটু বিশ্রামের জন্য শহরের নবাব সিরাজউদ্দৌলা সড়কের পাশে নির্মিত তমিজউদ্দিন মার্কেটের পেছনে কুষ্টিয়া হাই স্কুল মাঠের সবুজ ঘাসে বসার বাসনা নিয়ে ছুটে যায়। মাঠে বাউল আর তার বৈষ্ণব গিয়ে যা দেখলো তাতে তাদের চক্ষু চড়কগাছে উঠার উপক্রম। বাঁশের উপর বাঁশ, সারা মাঠ ঘেরা। ইটের পর ইট পড়েছে। বিশাল বিশাল গেট। বাউল বলে কিগো বৈষ্ণব এসব কি দেখছি। এই মাঠে এর আগে মেলার নামে যা হয়েছে তা আবার... বৈষ্ণব জিজ্ঞেস করে কি হয়েছে গোসাই? এই মাঠের মেলায় কত রক্ত ঝরেছে, মারপিট হয়েছে, লটারীর মটর সাইকেল ছিনতাই হয়েছে, কোর্টে গেছে, মামলা হয়েছে, নগ্নতার ছড়াছড়ি, জুয়ার হাট বসেছে। এই মেলার নিউজ লেখার দায়ে শিকল পত্রিকার প্রেস ও অফিস পুড়ে ছাই হয়েছে। তাই এই মাঠের মেলা দেখলেই বুকের মধ্যে ছ্যানাৎ করে ওঠে। এবার কার

র‌্যাবের অভিযানে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্র, গোলাবারুদ ও ককটেল উদ্ধার

গতকাল গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১২, সিপিসি ১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আলী হায়দার চৌধুরী, (ট্যাজ), বিএন এর নেতৃত্ত্বে র‌্যাবের একটি আভিযানিক দল কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন মিরপুর গ্রামের শোলাবিলস্থ জিকে ক্যানেল সংলগ্ন জনৈক মোঃ রিকন বিশ্বাস (৪০), পিতা মৃত শের আলী বিশ্বাস, সাং-মিরপুর,

মহামানব হযরত মুহাম্মাদ সাঃ এর মহানুভবতা

॥ আব্দুম মুনিব ॥

হযরত মুহাম্মদ (সাঃ) পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী ও মহামানব। তিনি পৃথিবীর মানুষের সামনে যে আর্দশ ও কর্মপদ্ধতি তুলে ধরেছেন জাতিধর্ম নির্বিশেষে পৃথিবীর বেশির ভাগ মানুষ আজ তা মনে প্রাণে স্বীকার করে। হযরত মুহাম্মদ (সাঃ)-ই পৃথিবীর অন্যান্য নবী অপেক্ষা শ্রেষ্ঠ ছিলেন। এই মহামনবের মহানুভবতার নজির রয়েছে অসংখ্য, বেচে থাকা কালীন সময়ে তিনি তার কাজের মাধ্যমে এর এক একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। যার ক্ষুদ্র অংশ বিশেষ আলোচনা হল। মক্কার কাফিরদের অত্যাচার থেকে বাঁচার জন্য হযরত মুহাম্মদ(সাঃ) হিজরত করে মক্কা থেকে মদিনা গমন করেন। তিনি মদীনায় একটি শক্তিশালী ইসলামী রাষ্ট্র গঠন করেন, কিন্তু তখনও নবীজি কর্তৃক মক্কা বিজয় হয়নি। হযরত মুহাম্মদ (সাঃ) এর ইসলাম প্রচার করার কারণে মক্কার কুরাইশরা নবীজি এবং তাঁর বংশ হাশিম বংশের লোকদের একঘরে করে রেখেছিল। সে সময় শিশু বাচ্চাদের খাবারের জন্য ক্রন্দন, আহাজারি বা বৃদ্ধদের দুর্ভোগ দেখে মক্কার অমুসলিমগণ সামান্যতম করুনা প্রদর্শন করেনি। নব্য মুসলিমগণ খাবারের অভাবে গাছের পাতা,ছাল,পশুর চামড়া সিদ্ধ করে খেয়ে ক্ষুধা নিবারণ করেছেন। বাইরের

চুয়াডাঙ্গায় ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষে আহত ৮

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা শহরের থানা মোড় এলাকায় ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি মেহেদী হাসানসহ ৮জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছে।শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে

মিরপুরে উপজেলা ছাত্রদলের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা


মিরপুর প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে উপজেলা ছাত্রদলের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার নওপাড়া বাজার প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের আহবায়ক সংগ্রাম খান জিল্লুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হক। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম ও পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক খন্দকার খাইরুল ইসলামের যৌথ সঞ্চালনে বিশেষ অতিথি’র বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রহমত আলী রব্বান, উপজেলা কৃষকদলের সভাপতি আনছার আলী, পৌর বিএনপি’র সহ সভাপতি আশরাফুজ্জামান শাহীন, সাধারন সম্পাদক ইব্রাহিম আলী, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, উপজেলা যুবদলের সভাপতি আজাদুর রহমান (আজাদ) বিশ্বাস ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, মালিহাদ ইউনিয়ন

মেহেরপুরে ৭ দুঃস্থ্যদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান


আকতারুজ্জামান,মেহেরপুর : প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিল থেকে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামের ৭ অসহায় ওদু:স্থর মাঝে ২ লাখ ৫০ হাজার টাকা অনুদানের চেক প্রদান করা হয়। শনিবার দুপুরে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তার নিজ বাসভবন থেকে এ সকল দু:স্থদের মাছে চেক বিতরণ করেন। এর মধ্যে মেহেরপুর শহরের আব্দুস শহীদকে ২০ হাজার, সদরের শোলমারীর আলমগীরকে ২০ হাজার টাকা ও আব্দুর রকিবকে ৫০ হাজার টাকা,বাড়িবাকার ৩০ হাজার টাকা এবং গোভীপুরের নবীছদ্দিনকে ৩০ হাজার টাকা এছাড়া মুজিবনগরের মোনাখালীর আলী হোসেনকে ৫০ হাজার টাকা ও সোনাপুরের আলতাফ হোসেনকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। ২০১৪-১৫ অর্থবছরের আর্থিক সহয়াতার আংশ হিসেবে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিল থেকে এ চেক বিতরণ করা হয়।

মুক্তির উদ্যোগে কুমারখালী ও খোকসা উপজেলায় কম্বল বিতরণ

মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পারিবারিক সহিংসতা কমানোর মাধ্যমে নারী অধিকার উন্নয়ন প্রকল্পের খোকসা (মোড়াগাছা), জয়ন্তীহাজরা নন্দলালপুর, শিলাইদহ ইউনিয়নের ফ্যামিলী ক্লাব সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিতরনের সময় উপস্থিত ছিলেন জয়ন্তীহাজরা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী জায়েদুল হক মতিন। পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটির কায়সার-উল-আলম, ফারুক হোসেন, সিমা খাতুন, শেফালী, মুন্সী টিপুসুলতান, মিজানুর রহমান, ওমর খান, হাফিজুর রহমান লিয়াকত, আ:মালেক, ফিরোজা বেগম, আসলাম হোসেন, শিউলী খাতুন, পলাশ হোসেন, হাজী আব্দুর রহমান, জামাল উদ্দীন জুবাইদা নাসরীন রতœা। প্রজেক্ট অফিসার তাপিকুল ইসলাম ও খন্দকার মুস্তাফিজুর রহমান। প্রজেক্ট ফ্যাসিলিটেটর ও ভলান্টিয়ার বৃন্দ। সদস্যদের প্রত্যেককে ১টি করে মোট ১২৬ টি কম্বল বিতরণ করা হয়। শীতার্ত মানুষের জন্য এই উদ্যেগ গ্রহণ করায় গ্রহীতরা মুক্তিকে ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

মেহেরপুরে ফেন্সিডিলসহ আটক ১

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর শহরের কোর্ট এলাকা থেকে খুলনা গামী আর এ পরিবহন তল্লাশী করে ১০০ বোতল ফেন্সিডিলসহ সিরাজুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক সিরাজুল ইসলাম মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মহি ব্যাপারীর ছেলে। পুলিশ জানায়, শনিবার