বুধবার, জুলাই ২৩, ২০১৪

কুষ্টিয়ায় জমজমাট ঈদের বেচাকেনা দেশী পোশাকের সাথে ইন্ডিয়ান বাহারি নাম

 আব্দুম মুনিব : ঈদের সেই দিনটি যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে কুষ্টিয়ার ঈদের বাজার। ফুটপাত থেকে বড় বড় বিপণিবিতান সর্বত্র লোকালয়ের একই চেহারা। মাত্র কয়েকদিন পার হলেই ঈদুল ফিতর। ফলে ঈদের আগেই চলছে বেচাকেনা। বরাবরের মতো এবারো ঈদের বাজারে ভারতীয় সব সিরিয়াল ও নামের ছোয়া লেগেছে। ইতোমধ্যে ক্রেতা সামলাতে কুষ্টিয়ার দোকানিরা অতিরিক্ত লোক নিয়োগ দিয়েছেন। বেতন বোনাস পেলে বিক্রি আরো বাড়বে বলে জানিয়েছেন কুষ্টিয়ার ব্যাবসায়ীরা। এবারের ঈদে মেয়েদের লেহেঙ্গা থেকে শুরু করে ছেলেদের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে কুষ্টিয়ার ঈদ বাজারে। তবে তৈরি পোশাকের দোকান ছাড়াও, ভারতীয় শাড়ি ও থ্রিপিসের প্রতি মানুষের ঝোঁক একটু বেশি। রয়েছে দেশীয় বিভিন্ন পোশাকের কদর। কুষ্টিয়ার ঈদ বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। তবে ঈদ বাজার নিয়ে যেমন খুশির খবর আছে তেমনি আছে ক্ষোভ ও হতাশার খবরও। পোশাকের দাম নিয়ে সাধারণ বা স্বল্প আয়ের মানুষের ক্ষোভের সীমা নেই। বাজেটে কুলিয়ে উঠতে না পেরে অনেকে ফিরে যাচ্ছে খালি হাতে। কুষ্টিয়ার বঙ্গবন্ধু মার্কেট, লাভলী টাওয়ার, রজব আলী মার্কেট, আব্দুল হামিদ মার্কেট, ইব্রাহীম প্লাজা, ইসলামীয়া কলেজ মার্কেট, হাই স্কুল মার্কেট, আগাই ইউসুফ মার্কেটসহ এন এস রোডের বিভিন্ন মার্কেটে ঈদের হরেকরকম পোশাকের বাহারি নাম নিয়ে পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। এছারাও শহরের পাবলিক লাইব্রেরীর সামনে ফুটপাতসহ বিভিন্ন ফুটপাতে ঈদের বাজার জমে উঠেছে। এবারের ঈদে ভারতীয় সব সিরিয়ালসহ সব হিন্দি সিনেমার ছোয়া লেগেছে মেয়েদের পোশাকে। বাহারী সব নামে বিক্রির হচ্ছে এসব পোশাক এর মধ্যে রয়েছে পাখি, আশীকী, আশীকী-২, জিপসি, ঝিলিক, আনারকলি, রাশি, শাকিরা, রানি মুখার্জী, ঐশ্বরিয়া, দেবদাস, কাজল, কারিনা, ক্যাটরিনাসহ বিভিন্ন নামে। বেচাকেনা বেড়েছে শাড়ির বাজার গুলোতে বাহারি শাড়ি উঠেছে কুষ্টিয়ার ঈদ বাজারে। কুষ্টিয়ার লাভলী টাওয়ারে বুশরা, ফাতেমা ফ্যশান, এনএস রোডে লেডিস ভিউ, তাজমহল, নোভা ফ্যাশন, মায়াবীনি, তৌশি ফ্যাশন, বঙ্গবন্ধু মার্কেটে থ্রীপিচ পয়েন্ট, বসুধা ওয়ান, অঙ্গনা বস্ত্রালয়, বসুন্ধরা থ্রীপিচ, জুই ফ্যাশন, ফ্যাশন বাংলা, বিউটি বস্ত্র বিতান, জনতা বস্ত্রালয়, রুপলাগী, থানা মোড়র টেক্স্রমার্ট, মুহসী, লালন মার্কেটে রংসহ বিভিন্ন দোকানে শোভা পাচ্ছে নানা রকম থ্রীপিচ দাম ৮শ থেকে

কুষ্টিয়ায় প্রধান শিক্ষক ও তার ছেলেকে গুলি করার ঘটনায় তিন সন্ত্রাসী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় প্রধান শিক্ষক ও তার ছেলেকে গুলি করার ঘটনায় তিন জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুর পৌনে ২টায় কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১২ কমান্ডার মেজর হায়দার জানান, সোমবার রাত ২ টা ৪০ মিনিটের সময় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চাইনিজ কুড়ালের আদলে তৈরী দেশীয় দু’টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, দৌলতপুর উপজেলার লালনগর গ্রামের মৃত সাবেদ মালিথার ছেলে মাহফুজুর রহমান (২৫), মকলেচুর রহমানের ছেলে সোহেল রানা (১৮) ও এদের সহায়তাকারী একই উপজেলার গাছেরদিয়াড় গ্রামের সিরাজ মালিথার ছেলে সানু মালিথা (৩৫)। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত মাহফুজ ও সোহেল গত ১৭ জুলাই রাত ১০টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পৌর এলাকায় নিজ বাড়ীর সামনে দৌলতপুর উপজেলার

শহরে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা

স্টাফ রিপোটার : কুষ্টিয়া শহরে ডিবি পুলিশ পরিচয়ে অভিনব কায়দায় প্রতারণার ঘটনা ঘটেছে। গতকাল বেলা দেড়টার দিকে শহরের আড়–পারার হরিবাসর গলি সংলগ্ন স্থানে ডিবি পুলিশ পরিচয়ে জনৈক মহিলা রিস্ক্রা যাত্রীর গতিরোধ করে রিস্ক্রা থেকে নামিয়ে সংগে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশীর নামে ছিনিয়ে নিয়ে প্রাইভেট কারে উঠে চম্পট দেয় প্রতারক চক্র। প্রতারনার শিকার মহিলা জানায়, ঘটনার সময় ডিবি পুলিশ পরিচয়ে একজন লোক আকস্মিক ভাবে আমার রিস্ক্রার গতিরোধ করে আমাকে রিস্ক্রা থেকে নামতে অনুরোধ করে। এসময় সে অঅমার সাথে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশী করতে চায়। আমাকে প্রশ্ন করে এর মধ্যে কি আছে। ঘটনার আকস্মিকতায় আমি বলি ব্যগে নগদ টাকা ও স্বর্ণের চেইন আছে। এরপর সে আমার কাছ থেকে ব্যাগটি নিয়ে নেয়। ইতি মধ্যে অপর একজন লোক কাগজ কলম নিয়ে আমার নাম ঠিকানা নোট করে। এরপর

শহরে ছাত্রদলের আঞ্চলিক ওয়ার্ড কমিটির উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়া শহর ৩,৪,৮,৯,১০,১১ ও ১২ নং আঞ্চলিক ওয়ার্ড কমিটির উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের বাটারফ্লাই মোড়স্থ মনির টাওয়ারের নিচতলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সদর থানা বিএনপির সভাপতি সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন। অনুষ্ঠানে শহর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ম্যাকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কুতুব উদ্দিন আহম্মেদ, এমএ শামীম আরজু, যোগাযোগ সম্পাদক হাজী রবিউল আওয়াল, কুষ্টিয়া সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রদল নেতা ইসমাইল হোসেন মুরাদ। প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জেলা ছাত্রদলের আহবায়ক কামাল উদ্দিন। আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মুঈদ বাবুল, ক্রীড়া সম্পাদক আল আমিন কানাই, শহর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বরিউর রহমান, বিএনপি নেতা রবিউল ইসলাম দুলাল, আবু তালেব, বারখাদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক ইয়াছির আরাফাত, সদর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশরাফুল করিম শাওন, আরিফুর রহমান সুমন, আবু সাঈদ জাকারিয়া উৎপল, গোলাম হাফিজ, ফুয়াদ রেজা ফাহিম, শহর ছাত্রদলের সভাপতি মাহাফুজুর রহমান মিথুন, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রিংকু, সদর থানা ছাত্রদলের আহবায়ক আব্দুল আওয়াল বাদশা, জেলা ছাত্রদলের সদস্য জিল্লুর রহমান জনি, আরাফাত জুবায়ের নয়ন, এ কে এম আমিনুল ইসলাম, জুয়েল, সৈকত, রুবেল, শহর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান শিপন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান রাজীব, উজ্জ্বল, সবুজ, যুগ্ম সম্পাদক শরীফ, এ্যানী, রাজু, ক্রীড়া সম্পাদক সাগর,

গাংনী হাসপাতালের পুরুষ ওয়ার্ড নির্পোট বিভাগে স্থানান্তর

মেহেরপুর প্রতিনিধি : অনেক আলোচনা সমালোচনার অবসান ঘটিয়ে অবশেষে গাংনী পৌর মেয়রের হস্তক্ষেপে স্বাস্থ্য ও পরিবার কল্যামন্ত্রণালয়ের উর্দ্ধতম কর্তৃপক্ষের নির্দেশে গাংনী হাসসপাতালের বহুল পুরাতন জরাজীর্ন পুরুষ ওয়ার্ডটি আন্চলিক প্রশিক্ষন কেন্দ্র (নির্পোট) বিভাগে স্থানান্তর করা হয়েছে। গতকাল সোমবার সকালে আনুষ্ঠানিক ভাবে হাসপাতালের স্বাস্থ্যও পঃপঃকর্মকর্তার উদ্যোগে সকল কর্মকর্তা ও কর্মচারির সহযোগীতায় গাংনী বাসির দীর্ঘদিনের এ আকাঙ্খা সাময়িক ভাবে হলেও পুরুন হয়েছে। টি এইচ এ মনিরুল হকের এ মহতি উদ্যোগকে গাংনী বাসি স্বাগত জানিয়েছেন। হাসপাতাল সুত্রে জানিয়েছে সর্বমোট ১৬ টি বেড তন্মধ্যে ১০ টি নতুন ও ৬ টি পুরাতন সাজানো হয়েছে এর মধ্যে ১ টি বেড মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত রয়েছে। গত ২ মাস আগে ৫ লক্ষ টাকামুল্যের অত্যাধুনিক জেনারেটর স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত অত্র এলাকার জনৈক

কুমারখালী উপজেলা আওয়ামীলীগের দোয়া ও ইফতার মাহফিল

শরীফুল ইসলাম, কুমারখালী ঃ কুষ্টিয়ার কুমারখালী উপজেলা আওয়ামীলীগের উদ্যেগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বিকাল ৫.০০ঘটিকায় আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে শুরু দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান সভাপতিত্ব করেন। জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলী খান প্রধান অতিথীর বক্তব্য রাখেন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আসাদুজ্জামান আশার পরিচালনায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম কুদ্দুস, থানা জাসদের সভাপতি এ টি এম আবুল মনসুর মজনু, ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের নেতা মিজানুর রহমান প্রমুখ বক্তব্য ছাড়াও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, পৌর মেয়র সামছুজ্জামান অরুণ, কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেলা আক্তার, সহকারী কমিশনার