বুধবার, এপ্রিল ০৯, ২০১৪

উপজেলা নির্বাচন পূর্ববর্তী মিথ্যা মামলায়

খোকসা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যানসহ আরো ৪৮ নেতাকর্মী জেল হাজতে

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার খোকসা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যানসহ আরো ৪৮ জন বিএনপি নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। মঙ্গলবার উপজেলা নির্বাচন পূর্ববর্তী একটি মামলায় জামিন শুনানির জন্য নেতাকর্মী নিয়ে জনাকৃণ্য আদালতে হাজির হলে কুষ্টিয়ার নিম্ন আদালতের বিজ্ঞ বিচারক সাজ্জাদ হোসেন’র দেয়া রায়ের বিকালে ২ জন প্রতিনিধিসহ ৪৮ জন বিএনপি নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করা হয়। এসময় উপস্থিত বিএনপি নেতাকর্মীরা সরকার ও এই রায়ের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। ৪৮ জন আসামীদের মধ্যে রয়েছেন খোকসা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ, একতারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনি মোহন যদু, বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ, থানা বিএনপির প্রচার সম্পাদক কাউছার উল আলম, খোকসা পৌর কাউন্সিলর হাসেম আলী, পৌর যুবদলের সভাপতি আব্দুস সালাম, থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, সাবেক কাউন্সিলর আবুল কালাম। উল্লেখ্য, উপজেলা নির্বাচন পূর্ববর্তী ১১ ফেব্র“য়ারী সন্ধ্যায় খোকসার শোমসপুর বাজারে বিএনপি নেতাকর্মীদের উপর আওয়ামীলীগ অতর্কিত হামলা চালায় এ সময় ২ পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এরপর ঘটনার ১ সপ্তাহ পর ১৭ ফেব্র“য়ারী খোকসা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক পৌরসভার

কুষ্টিয়ায় শিলা বৃষ্টি ॥ জনজীবনে স্বস্তি

আশরাফুল ইসলাম ॥ কুষ্টিয়াতে তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছিলো সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। রাতে এবং দিনে ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে শিশু থেকে বৃদ্ধ সবাই। গরমে ঘরে বাইরে কোথাও এতটুকু স্বস্তি ছিলোনা সাধারণ মানুষের। পথ চলতে একটু স্বস্তির আশায় অনেকেই কিনছেন রাস্তার পাশে বিক্রি করা ঠান্ডা পানী জাতিয় সরবত, লেবুর সরবত বা আখের রস। ফুটপাতে বিক্রেতারা বরফ দেয়া ঠান্ডা সরবতের পসরা সাজিয়ে বসেছেন অনেক খুদ্র ব্যবসায়ি। গ্রামাঞ্চলের মাঠ-ঘাটও ফেটে হয়েছে চৌচির। এই অবস্থায় লোকজনের প্রত্যাশা এক পশলা বৃষ্টির ঠিক এমনি সময় গতকাল বিকালে আকস্মিকভাবে কিছু সময় আকাশে গম্ভির ভাবের পর শিলা বৃষ্টি হয়েছে।

ইবিতে ছাত্রদলের বিক্ষোভ-সমাবেশ ॥ প্রশাসনের টালবাহানায় ফের ধর্মঘটের হুমকি

রাশেদুন নবী রাশেদ, ইবি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদ এবং তথ্য ও গবেষণা সম্পাদক মুত্তাকিন রহমানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইবি শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয প্রশাসন ছাত্রদলের আটককৃত নেতাকর্মীর মুক্তির ব্যাপারে বার বার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি। ফলে আবারও আটক নেতাদের মুক্তির দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘন্টার সময় বেধে দিয়ে ছাত্রধর্মঘটের ডাক দিয়েছে ইবি ছাত্রদল। আগামী বৃহস্পতিবারের মধ্যে তাদের দাবি না মেনে নিলে শনিবার রোববার সর্বাত্মক ধর্মঘট কর্মসূচী পালন করবে । গতকাল মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ শেষে তারা এ কর্মসূচির ঘোষনা করেছেন।
জানা যায়, চার চার বার আটকৃত নেতাকর্মীদের মুক্তির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে সময় দিলেও এ পর্যন্ত কার্যকর পদক্ষেপ গ্রহন না করায় আবার ও ধর্মঘটের ডাক দিয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮ টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদল ইসলাম রাশেদ এবং তথ্য ও গবেষনা সম্পাদক মোত্তাকিন হোসেনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইবি শাখা ছাত্রদল। ছাত্রদলের সভাপতি ওমর ফারুকের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক প্রদক্ষিন করে ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজারে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন ছাত্রদলের সভাপতি ওমর ফারুক।
তিনি তার বক্তব্যে বলেন,‘বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রদলের আটক নেতাকর্মীদের মুক্তির ব্যাপারে পদক্ষেপ নিতে বারবার আশ্বাস দিয়ে আমাদের সাথে টালাবাহানা করছে। আমরা প্রশাসনকে অনেক সময় দিয়েছি। আর সময় দিতে

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা

মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ১৭ ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, মেহেরপুর -২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, গাংনী উপজেলার সাবেক সাবেক চেয়ারম্যান অ্যাড. শফিকুল আলম, গাংনী পৌর মেয়র আহমেদ আলী,, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি

মিরপুরে শিশু মেলার প্রস্তুতি সভা

মিরপুর প্রতিনিধি ॥ মিরপুরে শিশু অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে আগামী ১২ ও ১৩ এপ্রিল দু’দিন ব্যাপী শিশু মেলা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা গতকাল মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র তথ্য অফিসার তৌহিদুজ্জামান, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুরাদ হোসেন, মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ দীনবন্ধ সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সর্দার মোহম্মদ আবু সালেক, উপজেলা শিক্ষা অফিসার কায় খসরু, প্রেসক্লাবের