মঙ্গলবার, মার্চ ১০, ২০১৫

বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে খোকসায় বিএনপি শ্রমিকদল যুবদল ও ছাত্রদলের আনন্দ মিছিল


স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ইংল্যান্ড ক্রিকেট দলকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় খোকসা শিমুলিয়া ইউনিয়ন বিএনপি, শ্রমিকদল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাঘের থাবায় ইংলিশ সিংহ ধরাশায়ী যখন তখন আনন্দে সারাদেশ। বিকালে পৃথক পৃথক ভাবে আনন্দ মিছিল বের করে বিএনপি ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল বিকেলে শিমুলিয়া ইউনিয়নের উদ্যোগে একটি বিশাল আনন্দ মিছিল বিলজানি বাজার থেকে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি করিম সেখ, মামুন মেম্বর, থানা ছাত্রদলের সভাপতি আলিম রেজা, আমির, যুবনেতা মুক্তার, লাল্টু, বাবু, টিপু, রাশেদ, ছাত্রনেতা বদরসহ অন্যান্য নেতৃবৃন্দ। এর পরপরই খোকসা খেয়া ঘাট থেকে থানা ও পৌর শ্রমিকদল, ছাত্রদল ও যুবদলের উদ্যোগে একটি র‌্যালী উপজেলা সদরের প্রধান

বাংলাদেশ দলকে মেহেদী রুমীর অভিনন্দন


 বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলার অসামান্য গৌরব অর্জন করায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। এক অভিনন্দন বার্তায় তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের বিজয় অর্জন করায় বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানান।
সেই সাথে বাংলাদেশ ক্রিকেট দল সামনের ম্যাচগুলোতেও বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে। অদম্য মনোবল নিয়ে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের লাল-সবুজের পতাকা সমুন্নত রাখবে বলে আশা প্রকাশ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

কুষ্টিয়ায় বিএনপির বিজয় মিছিলেও পুলিশের বাধা : মেহেদী রুমীর নিন্দা


আব্দুম মুনিব : বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে কুষ্টিয়া জেলা বিএনপির আনন্দ মিছিলে পুলিশের বাধা প্রদান করেছে। আর এতে মিছিলটি পন্ড হয়ে যায়। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় শহরের বড় বাজার থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে এ মিছিল বের করতে গেলে পুলিশ এ বাধা প্রদান করে।।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, যুগ্ম সম্পাদক এমএ শমীম আরজু, এসএম ওমর ফারুক এর নেতৃত্বে নেতাকর্মীরা বড় বাজারের রাজারহাট মোড়ে জড়ো হতে থাকে। এ সময় পুলিশ তাদের মিছিল বের না করার অনুরোধ করে এবং সেখান থেকে সরে যেতে বলে। এতে মিছিলটি পণ্ড হয়ে যায়।
এ বিষয়ে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু জানান, বিএনপির পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে আনন্দ মিছিল বের করার প্র¯তুতিকালে কোন