বুধবার, জানুয়ারী ২৩, ২০১৩

সৈয়দা ফাহিমা রুমীর সাথে মহিলা দলের নেতৃবৃন্দের মতবিনিময়

ষ্টাফ রিপোটার : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রিয় কমিটির সদস্য কুষ্টিয়া জেলা মহিলাদলের নেত্রী সৈয়দা ফাহিমা রুমীর সাথে জেলার মহিলা দলের নেতৃবৃন্দ মতবিনিময় সভা করেছে। গতকাল সন্ধায় জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আরো বক্তব্য রাখেন, মহিলাদল নেত্রী কুমকুম রহমান, শিরিন রতন, সীমা পারভিন প্রমুখ। সভায় সৈয়দা ফাহিমা রুমী বলেন, বর্তমান সরকারের পতনের আন্দোলনে মহিলাদের কে আরো সম্পৃক্ত হয়ে আন্দোলন বেগবান করতে হবে। সেজন্যে জাতীয়তাবাদী আদর্শের পতাকা তলে ঐক্যবদ্ধ করে মহিলাদল কে সকল পর্যায়ে সুসংগঠিত হতে হবে।

কুষ্টিয়া জেলা বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত

আজকের গনসংযোগ কর্মসূচি সফল করার আহবান
আব্দুম মুনিব :
১৮ দলের আজকের গনসংযোগ কর্মসূচি সফল করার লক্ষে কুষ্টিয়া জেলা বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান হেলালের সভাপতিত্বে যৌথ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড.গোলাম মহাম্মাদ, যুগ্ন সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, এমএ শামীম আরজু, মাহমুদুর রহমান আল কাদেরী, এসএম ওমর ফারুক। সভায় নেতৃবৃন্দ বলেন, কুষ্টিয়াবাসীকে সতস্ফুর্ত ভাবে

মেহেদী রুমী ও সোহরাব উদ্দীনসহ

১৩ নেতাকর্মীর মুক্তির দাবি জানিয়েছেন


সাবেক সংসদ সদস্য, থানা ও

পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ


গত ১০ ডিসেম্বর ১৮ দলীয় জোট হরতালের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ শেষে পুলিশের নগ্ন হামলা ও মিথ্যা মামলায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কুতুব উদ্দিন

বিএনপি নেতাদের মুক্তির দাবিতে খোকসায় বিক্ষোভ মিছিল : আজ খোকসায় সকাল-সন্ধ্যা হরতাল

মনিরুল ইসলাম মনি, খোকসা : পুলিশের সাথে সংঘর্ষের একটি মিথ্যা মামলার হাজিরা দিতে নিন্ম আদালতে গেলে জামিন নামঞ্জুর করে আদালত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুর্ণবাসন বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ ১৩ জন নেতাকর্মীকে জেলহাজতে প্রেরণ করার প্রতিবাদে খোকসা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকের হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করা হয়েছে। খোকসা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে নেতা-কর্মীরা সমবেত হতে থাকে উপজেলা বিএনপির কার্যালয়ে। তারা একটি বিক্ষোভ সমাবেশ উপজেলা সদরের বিভিন্ন প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন খোকসা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান

গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোটার : স্বামী আরিফ হত্যা করলো শিল্পী খাতুন(২৫) নামে এক গৃহবধূকে। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে কুষ্টিয়া ইবি থানার উজানগ্রাম ইউয়িনের বিত্তিপাড়া গ্রামে। ঘটনার বিবরনে জানা যায়, বিত্তিপাড়া বাজারের মুরগি ব্যবসায়ী তিন সন্তানের পিতা আরিফ (৩৫) গত ১ বছর পূর্বে পার্শ্ববর্তি সোনাই ডাঙ্গা গ্রামে বসবাসরত মৃত আতর মন্ডলের মেয়ে শিল্পীকে প্রেমের ফাদে ফেলে বিয়ে করে। বিবাহের পর আরিফ তার বড় বউ ও তিন সন্তানকে নিজ বাড়ি একই ইউনিয়নের গজনবীপুর গ্রামে রেখে ছোট বউয়ে সঙ্গে একই এলাকার পার্শ্ববর্তী বিত্তিপাড়া গ্রামের সাবেক মেম্বর হোসেন আলীর বাড়িতে ভাড়া বাসায় বসবাস করছিল . গতকাল সকালে মুরগী ব্যাবসায়ী আরিফ বড় বউকে দেয়া কথা মতে গতকাল সকালে সু কৌসলে তার দ্বিতীয় স্ত্রী শিল্পীকে হত্যা করে পালিয়ে যায়। এর পর থেকে স্বামী আরিফ পলাতক ছিল। জানাযায়, রাতে আরিফ ও শিল্পীর মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। তারই সূত্র ধরে এই হত্যা হতে পারে বলে এলাকাবাসী জানান। এলাকাবাসী কাছে একটি প্রশ্ন এটি হত্যা ? না আতœহত্যা সরোজমিন গিয়ে দেখা যায় একটি ফ্যানের সঙ্গে একটি সিলকের ওড়নার সাথে ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়। তার শরিরের একটি ওড়না সাভাবিক ভাবে ছিল। স্থানীয়রা বিষয়টি জানতে পেয়ে দ্রত শিল্পীকে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে। এব্যাপারে ইবি থানা একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে যার নং-৯, তারিখ ২২-০১-২০১৩। এই রিপোট

কুমারখালীতে সকাল সন্ধ্যা হরতাল পালিত

শরীফুল ইসলাম কুমারখালী : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক কুমারখালী-খোকসার সাবেক এমপি জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন সহ ১৩ নেতার জামিন মঞ্জুর না করায় কুষ্টিয়া জেলা সহ সকল থানায় ডাকা হরতাল কুমারখালীতে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে পালিত। পৌর শহরের প্রধান সড়কে সকল দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ছিল বন্ধ। দুরপাল্লার কোন যানবাহন দিনের প্রথমার্ধে কুমারখালী

কুষ্টিয়ায় ২ পিকেটারকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় হরতাল সমর্থনে পিকেটিং করার সময় দুই জনকে আটক করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল বেলা ১টায় ডিসি কোর্ট চত্বরে আদালত দুইজনকে ২৫ দিনের কারাদন্ড দেয়। দন্ডপ্রাপ্তরা হলো জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক একে শাওন ও কুমারখালীর স্বেচ্ছাসেবকদল নেতা রিংকু। আদালত পরিচালনা করেন, জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেড আবুল কালাম রেজা। রায়ের পরেই তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। উল্লেখ্য জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমীসহ ১৩ জনকে জেল হাজতে প্রেরনের প্রতিবাদে কুষ্টিয়া হরতাল পালিত হচ্ছে।

কুষ্টিয়ায় মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পেলো ৫০৫ জন

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় মালয়েশিয়ায় যাবার লটারীতে সুযোগ পেয়েছে ৫’শ পাঁচ জন। গতকাল বিকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ ফলাফল ঘোষনা করা হয়। শনিবার থেকে জেলা ব্যাপী নিবন্ধন কর্মসূচী শুরু হয়। জেলায় এবার নিবন্ধন করেছিল ২৬হাজার দুই’শ ৪৯ জন। অনলাইনের মাধ্যমেও জানা যাবে ফলাফল। জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জানান, জিটুজি কর্মকান্ডের আওতায় সরকার যে কার্যক্রম শুরু করেছে এটা অবশ্যই দেশ বাসীর জন্য বড় পাওয়া। তবে কোন অসৎ ব্যাক্তি যদি এটা ব্যাহৃত করার চেষ্টা করে তাহলে কাউকেই ছাড় দেওয়া হবেনা। এছাড়া তিনি আরও জানান, কোন ব্যাক্তি যদি তথ্য বিড়ম্বনায় পড়ে তাহলে আমার নাম্বারে সরাসরি যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন। উল্লেখ্য, গত রবিবার বারখাদা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক অতিরিক্ত অর্থনিয়ে নিবন্ধন করায় চেয়ারম্যান কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬মাসের বারাদন্ড দেয়া হয়।  

ইবিতে ২৪ জানুয়ারি ছুটি বাতিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে পূর্ব নির্ধারিত ২৪ জানুয়ারি বৃহস্পতিবারের ছুটি বাতিল করা হয়েছে। চাঁদ দেখার কারনে সরকারী ছুটির তালিকা অনুযায়ী পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ২৫ জানুয়ারি শুক্রবার পালিত হবে। বিধায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও অফিসসমূহ ২৪ জানুয়ারি যথারীতি চলবে। প্রেস বিজ্ঞপ্তি।

প্রফেসর ড. মতিনের পিতার মৃত্যুতে

ইবি ভাইস চ্যান্সেলরের শোক 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার এক শোক বার্তায়, বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. এ.কে.এম.মতিনুর রহমান এর পিতা হাবিবুর রহমান নগরী-এর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় ভাইস চ্যান্সেলর মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।