বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০১৪

ঈদকে সামনে রেখে কুষ্টিয়ায় পাদুকা তৈরী কারিগরদের ঘুম নেই ॥ ব্যাস্ততা বেড়েছে কারখানা গুলোতে

আব্দুম মুনিব : ঈদের আনন্দের নতুন পোশাকের সাথে বাড়তি মাত্রা যোগ করে নতুন পাদুকা। সমাজের উচ্চবিত্ত, উচ্চ-মাধ্যবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সদস্যরা নতুন পোশাকের সাথে তাল মিলিয়ে ঈদ মার্কেটের কেনাকাটায় ব্যস্ত সময় কাটায় পাদুকার দোকানে। শিশু থেকে শুরু করে কিশোর-কিশোরী, যুবক-যুবতি, আবাল-বৃদ্ধ-বণিতা সব বয়সের পাদুকা হয়ে উঠে ঈদ মার্কেটের বিশেষ একটি আইটেম। এদিকে ঈদ যতই ঘনিয়ে আসছে দেশের নামি-দামি পাদুকা কোম্পানীর সাথে পাল্লা দিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে কুষ্টিয়ার পাদুকা কারখানার কারিগড়রা। কুষ্টিয়া শহরে প্রায় ডজন খানেক পাদুকা কারখানা গড়ে উঠেছে। আর এর প্রায় সব গুলোই শহরের শাহ আজিজুর রহমান সড়ক ও কোর্ট স্টেশনের আশে পাশে। এ জেলার ছোট-বড় পাদুকা কারখানা গুলোর তৈরিকৃত পাদুকা পাশ্ববর্তী, রাজবাড়ি, পাংশা, চুয়াডাঙ্গা, ঝিনাইদা জেলা এবং কুমারখালী, খোকসা, দৌলতপুর, মিরপুর, ভেড়ামারাসহ বিভিন্ন উপজেলায় সরবরাহ করা হয়। যার ফলে ঈদকে সামনে রেখে ওই কারাখানা গুলোতে এখন নির্ঘুম রাত কাটাচ্ছে কারিগড়রা। কুষ্টিয়া কারখানা গুলোর মধ্যে রয়েছে আপন সু ষ্টোর, সুসান্ত সু ষ্টোর, চটি হাউস, আলম সু ষ্টোর, চটি বাজারসহ সহ বিভিন্ন পাদুকা কারখানায় ঘুড়ে দেখা যায় কারিগড়দের ব্যস্ততা। কেউ

কুষ্টিয়ায় উডল্যান্ড প্লাইউড এন্ড পার্টিক্যাল বোর্ড কারখানায় শ্রমিকের রহস্যজনক মৃত্যু


হাওয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার জুগিয়ায় উডল্যান্ড প্লাইউড এন্ড পার্টিক্যাল বোর্ড কারখানায় মানিক (২৫) নামের এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত মানিক কুষ্টিয়ার জুগিয়া ক্যানালপাড়া এলাকার শহিদুলের ছেলে। ঘটনাটি ঘটেছে, গত মঙ্গলবার গভীর রাতে উডল্যান্ড প্লাইউড এন্ড পার্টিক্যাল বোর্ড কারখানায়। সূত্র জনিক প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার স
কালে বাড়ি থেকে ওই কারখানায় কাজে যায়। তার নির্ধারিত কাজের সময় পেরিয়ে গেলেও কারখানা কর্র্তৃপক্ষ মানিকসহ আরও কয়েকজন শ্রমিককে দিয়ে প্লাইউড বোর্ড ট্রাকে তুলাচ্ছিল। হঠাৎ ট্রাকে লোড করা প্লাইউড ধ্বসে শ্রমিক মানিকের মাথার উপর পড়ে। এতে তার মাথায় আঘাত লেগে সে মাটিতে পড়ে যায়। এ সময় কর্মরত শ্রমিকরা আহত মানিককে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। হাসপাতালে পৌছালে জরুরী বিভাগের কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শ্রমিকরা প্রতিষ্ঠানের মালিক পক্ষকে তার মৃত্যুর সংবাদ দিলে মালিক পক্ষ তাদের দ্রুত লাশ নিয়ে চলে আসতে বলে। পরবর্তীতে লাশ নিয়ে পালানোর পর পুলিশ সংবাদ পেয়ে ওই কারখানা থেকে মানিকের লাশ ওই রাতেই উদ্ধার করে। ঘটনার সংবাদ পেয়ে সাংবাদিকরা ওই কারখানায় উপস্থিত হলে তাদেরকে কোন তথ্য দেয়া হয়নি বরং সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা চালায় ও ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে কারাখানা কর্তৃপক্ষ হিসাবের ছেলে এমডি রাজু । এলাকাবাসী অভিযোগ করে জানায়, দীর্ঘদিন থেকে ওই কারখানায় শ্রমিকদের দিয়ে অনিয়মতান্ত্রিক ভাবে কাজ করানো হচ্ছে। কোনদিন কাজের সময় পার হলেও শ্রমিকদের ছুটি না দেওয়ারও অভিযোগ রয়েছে।

ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকদের মানববন্ধন


স্টাফ রিপোর্টার ॥ ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদে মানববন্ধন করেছে কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকরা। বুধবার দুপুর সাড়ে বারটায় কুষ্টিয়ার এনএস রোডের বকচত্বরে আয়োজিত মানববন্ধনে কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, দৈনিক কুষ্টিয়ার ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক নেতা মজিবুল শেখ, এনটিভির কুষ্টিয়াস্থ স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ পিনু, চ্যানেল নাইনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি রাজু আহমেদ প্রমুখ। এ মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা শিক্ষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাবুব আলী, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন, সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায় প্রমুখ। বক্তারা বলেন, জাতিসংঘসহ বিভিন্ন সংগঠন ও দেশের মধ্যস্থতা ও অনুরোধকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সপ্তাহব্যাপী হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইহুদীবাদী ইসরাইল। এতে নারী শিশুসহ অসংখ্য সাধারণ মানুষের জীবন ঝরে গেলেও দেশটি নিজেদের নির্মম সিদ্ধান্তে অটল। অব্যাহত এ নির্মমতা বৈশ্বিক রাজনীতি ও বিশ্ব মানবতার জন্য হুমকি হয়ে উঠতে পারে।

কুষ্টিয়া দৌলতপুরে ছিনতাইকারী সন্দেহে ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার-৪

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতাঃ  কুষ্টিয়ার দৌলতপুরে ছিনতাইকারী সন্দেহে ছাত্রলীগের সাবেক দুই নেতাসহ চারজনকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।ছিনতাই বা বড় ধরনের অপরাধ কর্মকান্ড ঘটানোর প্রস্তুতি নেয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে দাবী করেছে পুলিশ।দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাশেদুল আলম জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শিতলাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়ক থেকে দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়। ছিনতাইয়ের উদ্দেশ্য শিতলাইপাড়া গ্রামের বখতিয়ার রহমান বাচ্চু (৩৬) রাজন (২৪) মন্টু (৩৩) ও খাইরুল (৩৫) সশস্ত্র অবস্থায় ওই সড়কে অবস্থান নেয়ার গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করে এবং তাদের কাছ থেকে একটি ধারালো চাকু চেইনসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে।দৌলতপুর থানার ওসি এনামুল হক জানান,

কুষ্টিয়ার দুই ভুয়া সাংবাদিককে এক বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়া শহরতলীর মিলপাড়া কলোনীতে মাদক সেবন করা ও প্রতারণার দায়ে মারুফ হোসেন (৩০) ও শফিকুল ইসলাম (২৭) নামে দুই ভুয়া সাংবাদিককে প্রত্যেকের এক বছর করে কারাদন্ড দিয়ে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেল সাড়ে ৪টায় শহরের মিলপাড়া কমিউনিটি পুলিশিং ফোরামের অফিসে এ কারাদন্ড প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খোদেজা খাতুন ।  আদালত সুত্রে জানা যায়, সকালে শহরের মিলপাড়া বস্তিতে সাংবাদিকের পরিচয় দিয়ে মাদক সেবন করছিল মারুফ ও শফিকুল। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে স্থানীয় কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যদের বিষয়টি অবগত করেন। পরে পুলিশিং ফোরামের সদস্যরা খোঁজ

ইবিতে জিয়া পরিষদের উদ্যেগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার : ইবিতে জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট, সহায়ক ইউনিট সাধারণ ইউনিটের উদ্যেগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১ টায় ইবি ক্লাব মমতাজ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইফতার মাহফিল উদযাপন কমিটির আহবায়ক মানজেরে আলম মিরু। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জিয়া পরিষদ শিক্ষক ইউনিটের সভাপতি প্রফেসর ড. শহিদুল ইসলাম নুরী। বিশেষ অতিথি ছিলেন জিয়া পরিষদ শিক্ষক ইউনিটের সাবেক সভাপতি একেএম মতিনুর রহমান, কর্মকমর্তা ইউনিটের সভাপতি পারভেজ মিয়া, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুল মঈদ বাবুল, সহসভাপতি গোলাম মাহফুজ মন্জু,

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের নব-নির্বাচিত কমিটির নিকট দায়িত্বভার গ্রহণ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের নব-নির্বাচিত কমিটির নিকট দায়িত্বভার অর্পন করলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। বুধবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মোস্তফা কামাল, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আনার কলি মাহাবুব। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের নব-নির্বাচিত কমিটির কমান্ডার নাছিম উদ্দিন আহাম্মদ-এর হাতে দায়িত্ব হস্তারণের পত্র তুলে দেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। নব-নির্বাচিত কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের ডেপুটি কমান্ডার আলহাজ্ব নজরুল ইসলাম ও হাজী রফিকুল আলম টুকু, সহাকারী কমান্ডার (সাংগঠনিক) শফিউল ইসলাম মজনু, সহকারী কমান্ডার (অর্থ)শাহাবুব আলী, সহকারী কমান্ডার ( ত্রান ও সমাজকল্যাণ) আবু বক্কর সিদ্দিক, সহকারী কমান্ডার (দপ্তর) শামসুল বারী, সহকারী কমান্ডার (ক্রীড়া) খন্দকার আসাদুজ্জামান, সদর উপজেলা কমান্ডার মশাররফ হোসেন,

কুমারখালীতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

শরীফুল ইসলাম, কুমারখালী প্রতিনিধি: কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। গতকাল বেলা ১২টার দিকে উপজেলা প্রশাসন ভবনের সামনে বিভিন্ন ধরনের আগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেলা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান ও উপজেলা প্রকৌশলী মুন্সী মাহবুবুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা কাস্তে হাতে নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমে পড়েন। পরিস্কার পরিচ্ছন্না ঈমানে অঙ্গ। যেখানে বাস করা হয়, কাজ করা হয় সেই জায়গাটা আমদেরই পরিস্কার রাখা প্রয়োজন। আশেপাশের পরিবেশ পরিস্কার রাখলে মশামাছি থাকে না। মশা বাহিত রোগবালাই থেকেও দুরে থাকা যায়। তাই এ অভিযানে নেমেছেন উপজেলা প্রশাসন। এসময় সেখানে ১নং কয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জিয়াউল ইসলাম স্বপন সহ উপজেলা প্রশাসনের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কুমারখালীতে ভ্রাম্যমান আদালতে ১৭ হাজার টাকা জরিমানা

শরীফুল ইসলাম, কুমারখালী প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে গতকাল ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। আদালত অপরিচ্ছন্নতার অপরাধে হোটেল মালিককে ১০০০/= টাকা, ফল বিক্রেতা শাজাহান ও ইসলামকে পৃথকভাবে ১০০০/= টাকা এছাড়া বহুল আলোচিত হাজী ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ হরলিক্স রাখায় ১০,০০০/= এবং খন্দকার ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ গুড়া দুধ রাখার অপরাধে ৫,০০০/= সহ সর্বমোট ১৭,০০০/= হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বেলা অনুমান দেড় ঘটিকার সময় ১ম শ্রেণীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন। স্যানেটারী ইন্সপেক্টর সেলিনা আখতার এবং কুমারখালী থানার সাব ইন্সপেক্টর রাজিব আল রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগীতা করেন।

পোড়াদহে মোবাইল কোর্ট এর মাধ্যমে ভোক্তা অধিকার ও তামাক নিয়ন্ত্রণ আইনের অধীনে ১৭০০০ টাকা জরিমানা আদায়

গতকাল বেলা ৩টার সময় কুষ্টিয়ার পোড়াদহ রেলগেট সংলগ্ন ফলের দোকানগুলোতে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব আজাদ জাহান এর নেতৃত্বে পোড়াদহ আহাম্মদপুর ক্যাম্প ইনচার্জ বদিউর রহমান, এএসআই আমির হোসেন ও রেলওয়ে থানার এএসআই মো: সেলিম হোসেনের সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। ভোক্তা অধিকার আইন ২০০৯ এর অধিনে ৪২ ধারায় ফরমালিনযুক্ত ফল পাওয়ায় জুনাইদ ও লোকমান ফল ভান্ডার হতে প্রত্যেককে চার হাজার টাকা করে আট হাজার টাকা এবং মুকুল ফল ভান্ডার হতে ২০০০ টাকা জরিমানা আদায় করা হয়। পরে পোড়াদহ রেলওয়ে জংশন ষ্টেশনে গিয়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০১৩ অধিনে পাবলিক প্লেসে ধূমপান করার অপরাধে যুবক রিফাত,নাঈম,ওহিদুল, ইদ্রিস ও আকরামুল ৫ জনের নিকট হতে ১৫০০ টাকা এবং হোটেল রাজ্জাক হতে বিশুদ্ধ খাদ্য

সাংবাদিক শাহীনুল ইসলাম দৈনিক দেশকাল পত্রিকার জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন

জাতীয় দৈনিক দেশকাল পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধির নিয়োগ পেয়েছেন কুষ্টিয়ার স্থানীয় দৈনিক সময়ের কাগজের সহ-সম্পাদক শাহীনুল ইসলাম। ১৩ জুলাই রোববার পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক জাকির এইচ তালুকদার স্বাক্ষরিত নিয়োগপত্রটি সাংবাদিক শাহীনুল ইসলামের হাতে তুলে দেন কর্তৃপক্ষ। সাংবাদিক শাহীনুল ইসলাম দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার স্থানীয় সময়ের কাগজে সাংবাদিকতা করছেন। সাংবাদিক শাহীনুল ইসলাম পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সাহায্য সহযোগিতা কামনা করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি

কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি পাবে -সৈয়দ বেলাল হোসেন

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের মাল্টিমিডিয়া ক্লাস রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ক্লাস রুমে প্রধান অতিথি থেকে এ মাল্টিমিডিয়া ক্লাস রুমের শুভ উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সভাপতি জেলা প্রশাসকের সহধর্মিনী মিসেস রেহানা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব-উল-ফেরদৌস, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মোস্তফা কামাল। আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট আনার কলি মাহাবুব, এনডিসি রাসেল মিয়া, কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ আশরাফুজ্জামান, মৌসুমী আফরিদা, কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মৃণাল কান্তি সাহা, সহকারী প্রধান শিক্ষক আফরোজা আক্তার ডিউ। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ বেলাল হোসেন বলেন, বিশ্বায়নের যুগে কম্পিউটারের বিকল্প কিছু নেই। দেশ এখন এগিয়ে যাচ্ছে কম্পিউটারের যথাযথ ব্যবহারের ফলে। কুষ্টিয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা করা গেলে শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে। শিক্ষার্থীদের সহজ ও সরলভাবে শিক্ষাদানের জন্য মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা জরুরী। কুষ্টিয়া কালেক্টরেট

কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্যপদ গ্রহণ বিজ্ঞপ্তি

কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য হতে আগ্রহী কুষ্টিয়া জেলায় কর্মরত সাংবাদিকদের নিকট হতে প্রেসক্লাব মুদ্রিত ফরমে আবেদন আহবান করা যাচ্ছে। আবেদন ফরমের মূল্য ৩০০ ( তিন শত) টাকা। ১৭ হতে ২৭ জুলাই/১৪ পর্যন্ত সরকারী ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ১০.০০ টা হতে বিকাল ৩.৩০ টা পর্যন্ত কুষ্টিয়া প্রেসক্লাব হতে আবেদন ফরম সংগ্রহ যাবে। আবেদন ফরম জমা দানের শেষ তারিখ ১০ আগষ্ট/১৪ দুপুর ২ টা পর্যন্ত। আবেদন পত্র বৈধ বিবেচিত হওয়া স্বাপেক্ষে আবেদন পত্র জমাদানের ক্রমিক অনুসারে কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্যদের ক্রমিক নিদৃষ্ট হবে। সদস্য হওয়ার শর্ত ও বিস্তারিত তথ্য জানতে কুষ্টিয়া প্রেসক্লাবে যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে।

মোঃ তৌহিদুজ্জামান
সিনিয়র তথ্য অফিসার

আহবায়ক, কুষ্টিয়া প্রেসক্লাব

ভেড়ামারায় সাম্যবাদী দলের নেতা কমরেড বাবলু’র বাড়িতে বোমা হামলা

মনির উদ্দীন মনির ভেড়ামারা ॥ কুষ্টিয়া জেলা সাম্যবাদী দলের সম্পাদক কমরেড আনোয়ার হোসেন বাবলু ভেড়ামারা উপজেলার চরদামুকদিয়াস্থ বাসভবনে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সন্ত্রাসীরা মোটরসাইকেল যোগে এসে বোমা হামলা চালিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।খবর পেয়ে থানা ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় কমরেড বাবলু বাদী হয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে। লিখিত অভিযোগে জানা গেছে, জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ সন্ত্রাসী আমজাদ হোসেন, হাবিবুর রহমান সম্প্রতী বিকেলে কমরেড বাবলুর বাড়িতে এসে গালিগালাজ এবং হুমকি দিয়ে যায়। এ ঘটনার কয়েকদিন পর গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ৩ জনের একটি দল মোটরসাইকেল যোগে এসে বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালিয়ে পালিয়ে যায়। এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনার পর ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে।