বুধবার, আগস্ট ০৬, ২০১৪

দলীয় গঠনতন্ত্র পরিপন্থী কার্যকালাপে জড়িত থাকায় কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোমিজকে অব্যহতি

যৌন কেলেঙ্কারিসহ দলীয় গঠনতন্ত্র পরিপন্থী কার্যকালাপে জড়িত থাকার অভিযোগে বহুল আলোচিত কুষ্টিয়া শহর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মমিজুর রহমান মমিজকে দল থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। জেলা আওয়ামীলীগের জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী সাক্ষরিত একটি পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জেলা আওয়ামীলীগের প্যাডে লিখিত মমিজুর রহমান মমিজ বরাবর পত্রে বলা হয় বিগত সম্মেলনের মাধ্যনে মমিজুর রহমান মমিজকে কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু দায়িত্ব প্রদানের পর হতে বিভিন্নভাবে দলের গঠনতন্ত্র শৃঙ্খলা ও ঘোষনা পত্রের বিরুদ্ধে লিপ্ত থাকা সেই সাথে সম্প্রতি যৌন কেলেঙ্কারি উথাপিত হয়। এতে

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার গোপালপুর গ্রামে কৃষককে শ্বাসরোধ করে হত্যা

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার গোপালপুর গ্রামে ফারুক হোসেন (৫০) নামে এক কৃষককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করেছে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরীফুল ইসলাম জানান, সোমবার রাতে ফারুক হোসেন বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজি করেও সন্ধান পায়নি। পরে মঙ্গলবার সকালে স্থানীয় ডেঙ্গে মাঠে পান বরজে ফারুক হোসেনের লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের

আজ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু বার্ষিকী পালিত হচ্ছে নিরবে

স্টাফ রিপোর্টার ॥ বাঙালির মনন ও জীবনজুড়ে আছে যাঁর অপার সৃষ্টি সম্ভার, তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর৷ আজ ২২ শ্রাবন তার ৭৩তম মৃত্যুবার্ষিকী। এদিনে কবির স্মৃতিধন্য কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে কোন আয়োজন নেই। তার জন্ম জয়ন্তী অর্থাৎ ২৫ বৈশাখ কুঠিবাড়িতে যেখানে পা ফেলার জায়গা থাকে না সেখানে কবির মহাপ্রয়াণ দিবসে শুনশান নিরবতা। এদিকে বিশ্বকবির স্মৃতি বিজড়িত শিলাইদহের কুঠিবাড়ি আদি রঙে ফেরায় খুশী দর্শনার্থীরা। সময় বদলায়৷ আধুনিকতা থেকে উত্তর আধুনিকতায় যাত্রা করে সময়৷ তারপরেও যার প্রাসঙ্গিকতা বঙ্গজীবনের অঙ্গ হয়ে থেকে যায়, তিনিই রবীন্দ্রনাথ৷ দেড়শো বছর পরেও সেই কবিকে আজকের কবি বলেই মনে করা হয়৷ রবীন্দ্র জীবন ও সাহিত্যের সঙ্গে মিলেমিশে আছে কুষ্টিয়ার শিলাইদহ। এখানেই তার প্রতিভার পুর্ন বিকশিত হয়েছিল বলে মনে করেন রবীন্দ্রপ্রেমীরা। শহর থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে অবস্থিত শিলাইদহ কুঠিবাড়ি। এখানে বসেই কবি রচনা করেছেন কালজয়ী অনেক কাব্যগ্রন্থ, ছোট গল্প, নাটক ও উপন্যাস। যে গীতাঞ্জলী কাব্য রচনা করে কবি নোবেল জয় করেছিলেন, সে কাব্যের সবটায় তিনি রচনা করেছিলেন শিলাইদহে বসে। এখানে কবির জন্ম জয়ন্তী খুব ধুমধামে পালন করা হয়। কিন্তু প্রয়াণ দিবসে এখানে নেই কোন আয়োজন।
বেড়াতে আসা দর্শনার্থীরা জন্ম জয়ন্তীর মতো কবির প্রয়াণ দিবসেও সরকারী প্রর্যায়ে কর্মসূচী গ্রহণের দাবি জানালেন। তবে দীর্ঘদিন পরে হলেও কুঠিবাড়িতে রঙের প্রলেপ

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ

মন্ত্রিসভায় অনুমোদিত খসড়া জাতীয় সম্প্রচার নীতিমালা গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চায়

মন্ত্রিসভায় অনুমোদিত খসড়া জাতীয় সম্প্রচার নীতিমালাকে মিডিয়ার জন্য ‘কালো আইন’ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন। এক বিবৃতিতে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসেন সেলিম বলেন, এই আইন কার্যকর হলে সংবাদপত্র ছাড়াও রেডিও, টেলিভিশনের সব অনুষ্ঠানের ওপর কঠোর সরকারি নিয়ন্ত্রণ বলবৎ হবে। এই নীতিমালা প্রতিহত করতে না পারলে সাংবাদিকদের স্বাধীনতা বলতে কিছু থাকবে না। সরকার এই নীতিমালা করার মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চায়। তাই গণমাধ্যম বিরোধী এ আইন কোনোভাবেই মানা হবে না। সংবাদ বিজ্ঞপ্তি।

বাংলাদেশ শিক্ষক সমিতির জাতীয় নির্বাহী কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : চাকুরী জাতীয়করণের দাবীকে সামনে রেখে মঙ্গলবার সকাল ১০ টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ শিক্ষক সমিতির জাতীয় ত্রি-বার্ষিক সম্মেলন” ১৪ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি কাজী আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব অধ্যক্ষ সেলিম ভুইয়া।  তিনি বলেন, বেসরকারী শিক্ষকদের নায্য দাবী আদায়ের লক্ষে আগামী ১২ সেপ্টেম্বর ঢাকায় নব নির্বাচিত কমিটির ১ম সভায় আন্দোলন কর্মসূচির রুপরেখা ঘোষনা করা হবে। এছাড়াও তিনি ফিলিস্তিনে নীরিহ মুসলিম নারী ও শিশুদের উপর ইসরাইলী বাহিনীর গণহত্যার প্রতিবাদে ১২ আগষ্ট সারা দেশে বাংলাদেশ শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি ঘোষনা করেন। স্বাগত বক্তব্যে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রিয় সভাপতি কাজী আব্দুর রাজ্জাক বাংলাদেশ শিক্ষক সমিতির জাতীয় ত্রি-বার্ষিক সম্মেলন” ১৪ এ যোগ দিতে দেশের বিভিন্ন জেলা হতে শিক্ষক নেতৃবৃন্দ কুষ্টিয়াতে উপস্থিত হওয়ায় সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমরা আজ চাকুরী জাতীয়করনের এক দফা দাবীতে ঐক্যবদ্ধ। আগামীতে শিক্ষকদের দাবী আদায়ে আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত থাকার আহবান জানান। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রিন্সিপাল রেজাউল করিম, মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব মাওলানা দেলোয়ার হোসেন, বাংলাদেশ অধ্যক্ষ সমিতির আহবায়ক অধ্যক্ষ সামসুল হক, বাংলাদেশ শিক্ষক সমিতির অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন। বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি খুলনা বিভাগের পক্ষ থেকে শিক্ষক নেতা হাবিবুর রহমান, বাবু নিরঞ্জন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলী গণহত্যার নিন্দা ও প্রতিবাদে আমলায় মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ সমাবেশ

আমলা অফিস ॥ মার্কিন স¤্রাজ্যবাদের পদলেহনকারী অসভ্য, বর্বর, হিং¯্র ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের গাজায় নির্বিচারে নির্মম গণহত্যার নিন্দা ও প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা আমলা ও সদরপুর আঞ্চলিক কমান্ড। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা বাজারের ইসলাম মার্কেটের সামনে সদরপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি রাহাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আবদুল্লাহ , উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম মালিথা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এনামুল হক বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মারফত আলী মাস্টার, আব্দুর রশিদ ফুরকান, আশকর আলী, আফছার আলী, লুৎফর রহমান, গিয়াস উদ্দিন, আশরাফ আলী, আমলা বাজার কমিটির সভাপতি সিদ্দিক আলী, আব্দুর রাফেত বিশ্বাস কলেজের প্রভাষক হামিদুল ইসলাম, আমলা ইউনিয়ন জাসদের সভাপতি আজাম্মেল হক, আ’লীগ নেতা আশরাফুল ইসলাম, উপজেলা যুবজোটের আহবায়ক

চিকিৎসক লাঞ্চিত হওয়ার ঘটনায় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের কর্মবিরতি

স্টাফ রিপোর্টার ॥ কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রাকিব উদ্দিন রনি লাঞ্চিত হওয়ার ঘটনায় প্রায় ৪ ঘন্টা কর্মবিরতি পালন করেছে কর্তব্যরত চিকিৎসক। স্বাস্থ্য কমপ্লেক্্রটির কর্তরত চিকিৎসক মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করে। কর্মবিরতি চলাকালীন সময়ে বর্হিরবিভাগের সকল কার্যক্রম বন্ধ থকালেও ধীরগতিতে জরুরী বিভাগের কার্যক্রম চলতে দেখা যায়। ফলে স্বাস্থ্য সেবা নিতে আসা সাধারন রোগীদের চরম ভোগান্তিতে পরতে হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, আবাসিক মেডিকেল অফিসার লাঞ্চিত হওয়ার ঘটনায় চিকিৎসক নেতাদের সাথে জরুরী বৈঠকে বসেছিলেন ফলে চিকিৎসা সেবার কিছুটা বিঘœ ঘটেছে। তবে কর্মবিরতির কোন কর্মসূচী তারা দেন নাই বলেও হাসপাতাল কর্তৃপক্ষ জানান। মঙ্গলবার সকাল ১০টায় স্বাস্থ্যকপ্লেক্্ের যেয়ে চিকিৎসা সেবা নিতে আসা রোগীর দীর্ঘ লাইন চোখে পড়লেও চিকিৎসকদের চেম্বার ছিল ডাক্তার শূন্য। এদিকে বর্হির বিভাগের সামনে টিকিট প্রত্যাশীদের দীর্ঘ

কুমারখালীতে পল্লী বিদ্যুতের লাগামহীন লোডশেডিং অতিষ্ঠ জনজীবন ॥ কর্তৃপক্ষের দাবী বরাদ্ধ কম

স্টাফ রিপোর্টার : জেলার কুমারখালীতে পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ের নামে লাগামহীন ভেলকীবাজি চলছে। রাত-দিনে ৫ থেকে ৭ বার এই লোডশেডিংয়ের ফলে ভোগান্তির শেষ নেই। অথচ প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তর ইতিমধ্যেই সারা দেশে বিদ্যুতের ঘাটতি নেই বললেও স্থানীয় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছেন চাহিদা মত বরাদ্ধ না পাওয়ার কারণে লোডশেডিং দিতে হচ্ছে। তাঁতশিল্প সমৃদ্ধ এলাকা কুষ্টিয়ার কুমারখালী। বর্তমানে পাওয়ার লুম তাঁতের ব্যাপক প্রসার ঘটেছে। শহরের পাশাপাশি এ শিল্পের প্রসার ঘটেছে প্রত্যন্ত অঞ্চলেও। পল্লী বিদ্যুতের লোডশেডিং নামের ভেলকীবাজির কারণে একদিকে যেমন উৎপাদনে ধ্বস নেমেছে অন্যদিকে স্থাবির হয়ে পড়েছে অর্থনৈতিক চাকা। কুমারখালী উপজেলার গ্রামগুলোতে দুইটি ফিডারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে থাকে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। কুমারখালী ভায়া খোকসা-রাজবাড়ী ফিডারের মাধ্যমে জোনাল অফিস সরাসরি সুবিধা অনুযায়ী লোডশেডিং ও করে থাকেন।  অপর দিকে বিদ্যুৎ বিতরনের মূল ফিডার বটলতৈল থেকেই নিয়ন্ত্রন করা হয় গড়াই পান্টিসহ বেশ কিছু

মেহেরপুরে প্রতিবন্ধীকে ধর্ষনের অভিযোগে মামলা

আক্তারুজ্জামান, মেহেরপুর : বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষন করার অভিযোগে তোফাজ্জেল নামের এক লম্পটের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । মঙ্গলবার দুপুরে ধর্ষীতার মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত) ২০০৩ এর ৯ (১) ধারায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন । মামলা নং-০৫। তারিখ-০৫/০৮/১৪ ইং। পুলিশ জানায়, মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার বসন্তপুর গ্রামের ইনজিল আলীর ছেলে তোফাজ্জেল পার্শবর্তী গোপালপুর