বুধবার, মার্চ ১৯, ২০১৪

বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া

কুষ্টিয়া চিনিকলের গোডাউনের দেয়াল ধ্বস : বিপুল পরিমান চিনি নষ্ট

ষ্টাফ রিপোর্টার : অতিরিক্ত চিনির চাপে কুষ্টিয়া চিনিকলের ১নং গোডাউনের দেয়াল ধ্বসে পড়েছে। এতে রক্ষিত চিনি ও গোডাউনের ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকাল ৮টার সময়। এদিকে এ ঘটনায় স্থানীয় ও বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। কর্তৃপক্ষের গাফিলতির করনেই এমনটি ঘটেছে বলে মনে করেন মনে করছে বিভিন্ন মহল। প্রতি বছর গোডাউন মেরামতের জন্য বাজেট বরাদ্দ থাকলেও সেই কাজ গুলো সঠিক ভাবে রক্ষনা বেক্ষনের না করায় এমন ঘটনা ঘটেছে বলে মনে করছে স্থানীয়রা। তাদের দাবী কোন রকম পরীক্ষা নিরিক্ষা ছাড়–া কেন এমন একটি পুরাতন গোডাউনে বিপুল পরিমান চিনি মজুদ করা হলো। সুগার মিল সুত্রে জানা গেছে, ৬ হাজার মেট্রিক টন ধারন ক্ষমতা সম্পন্ন মিলের ১ নং গোডাউনে ৫ হাজার ৭’শ ৪০ মেট্রিক টন চিনি মজুদ রক্ষিত ছিল। এ গোডাউনে অবিক্রিত চিনির বস্তার চাপে হঠাৎ করেই মঙ্গলবার সকালে গোডাউনের দক্ষিন পাশের দেয়াল ধ্বসে ১ হাজারেরও বেশী চিনির বস্তা বাইরে ও ড্রেনে পড়ে যায়। ক্ষতি হয় ঐ গোডাউনের ব্যাপক অংশ। পরে চিনিকলের শ্রমিকরা বাইরে পড়ে থাকা চিনি উদ্ধার শুরু করে।
জানা গেছে, দফায় দফায় লোকসানের মুখে পতিত হওয়া কুষ্টিয়া চিনিকলের চলতি মাড়াই মৌসুমে আখচাষীদের পাওনা ১০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। চিনি বিক্রি না হওয়াতে মিল কর্তৃপক্ষ চাষীদের পাওনাসহ মিলের শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের ২ মাসের বেতন পরিশোধসহ মিলের বিভিন্ন ব্যয় মেটাতে পারছে না। গত দু‘মৌসুম ও বর্তমান মৌসুমে উৎপাদিত দেড় হাজার মেট্রিক টন চিনি অবিক্রিত অবস্থায় মিলের গোডাউনে পড়ে রয়েছে। এর মধ্যে বড় একটি অংশ চিনি নষ্ট হয়ে যাচ্ছে। এর পরেও মিলের এক শ্রেনির অসাধু কর্মকর্তা ও কয়েকজন সিবিএ নেতার যোগসাজসে নতুন নতুন লোক নিয়োগ, আখ

দৌলতপুরে ভোট গ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণে

ভোটের ব্যালট বক্স ছিনতাই করলে সন্ত্রাসীদের গুলি করার নির্দেশ দিলেন জেলা প্রশাসক  

দৌলতপুর প্রতিনিধি : ভোট কেন্দ্রে সন্ত্রাসী ও ব্যালট বস্ক ছিনতায়ের চেষ্টা চালালে তাদের কে গুলি করা নির্দেশ দেন জেলা প্রসাশক সৈয়দ বেলাল হোসেন। তিনি বলেন, সুষ্ঠ পরিবেশ বজায় রাখার দায়িত্ব আমাদের । এই সুষ্ঠ পরিবেশ কেউ যদি বাধা বিঘœ করার চেষ্টা ও ভোট ছিনতাই করার চেষ্টা চালায় তাদেরকে গুলি করার নির্দেশ দেন আইন র্শংখলা বাহিনিকে। ভোট গ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন। প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে। ভোটার যেন সুষ্ট ভাবে ভোট প্রয়োগ করতে পারে সেই দায়িত্বে আমাদের। প্রতিটি কেন্দ্রের জন্য এক হাজার করে গুলি বরাদ্দ দেওয়া হবে। সন্ত্রাসীরা যেন কোন ভাবে ভোট কেন্দ্রে প্রবেশ করতে না পারে। গতকাল মঙ্গলবার দৌলতপুর উপজেলার পরিষদ চত্বরের অডিটোরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোকতার হোসেনের সভাপতিত্বে প্রধান অথিতি জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন এ সব কথা বলেন। বিশেষ অথিতি ছিলেন, এডিসি মজিবুল ফৌরদোস,পুলিশ সুপার মফিজ উদ্দিন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার বজলুর রহমান,দৌলতপুর নির্বাচন অফিসার নজরুল ইসলাম, এ সময় বিশেষ অথিতি পুলিশ সুপার মফিজ উদ্দিন ভোট গ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন, ভোট কেন্দ্রে পুনঃ নিরাপত্তার ব্যবস্থা থাকবে আপনারা ভয়ভীতি দুর করে নিবিঘের্œ ভোট নিবেন। আগামী ২৩ মার্চ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এ উপজেলায় ১২৬ টি ভোট কেন্দ্রের দায়িত্ব থাকবেন প্রিজাইডিং অফিসার ১২৬ জন, সহ প্রিজাইডিং ৮৯৭ জন,ও পোলিং অফিসার হিসেবে ১৭৯৪জন।

সুপ্র কুষ্টিয়া জেলা ক্যাম্পেইন কমিটির সভা অনুষ্ঠিত

সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র কুষ্টিয়া জেলা ক্যাম্পেইন কমিটির সভাপতি আশরাফউদ্দিন নজুর সভাপতিত্বে জেলা ক্যাম্পেইন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সুপ্র’র আগামী ২০১৪ থেকে ২০১৮ এর পঞ্চবার্ষিকী পরিকল্পনার কৌশলপত্রের খসড়া উপস্থাপন করেন সুপ্র কুষ্টিয়া জেলা ক্যাম্পেইন কমিটির সাধারণ সম্পাদক সৈয়দা হাবিবা। উপস্থাপন পরবর্তীতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার কৌশলপত্রের উপর বৃহৎ আলোচনা হয়। আলোচনায় অংশগ্রহন করেন সুপ্র কুষ্টিয়া জেলা ক্যাম্পেইন কমিটির সাবেক সভাপতি ও সদস্য নজরুল ইসলাম, সদস্য সৈয়দা জহুরা বেগম, শ্যামলেন্দু ঘোষ, হাসমত আরা বেবী, এস আই সোহেল সহ জেলা কমিটির অনান্য সদস্যরা। আলোচনায় সুপ্র’র পূর্বের কর্মকান্ডকে মূল্যায়ন করা হয়। সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র দেশের সুশাসন নিশ্চিতকল্পে নিরলস ভাবে কাজ করে চলেছে। আলোচনায় সুপ্র’র আগামী পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়ার অর্ন্তভূক্ত বিষয়ের মধ্যে অন্যতম তথ্য অধিকার আইনের সঠিক ব্যবহার নিশ্চিতকরণ, জনবান্ধব ও দরিদ্রবান্ধব কর ব্যবস্থা নিশ্চিতকরণ, জেলা বাজেট, জনগনের অন্যতম দুইটি চাহিদা শিক্ষা ও স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ সহ এমডিজি’র লক্ষ্যমাত্রা অর্জনে সুপ্র’র কর্মএলাকার ৪৫টি জেলার মধ্যে অন্যতম একটি জেলা কুষ্টিয়া অনান্য জেলার পাশাপাশি পূর্বের

কুষ্টিয়ায় ভ্রাম্যমান আদালতে দালালের ৬ মাসের ও মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড

ষ্টাফ রিপোটার : কুষ্টিয়া শহরে পৃথক অভিযানে আরিফ (৩২) নামের এক পাসপোর্ট অফিসের দালালের ৬ মাসের ও আব্দুল করিম (৩০) নামে এক মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আদালত সুত্রে জানা যায়, গতকাল দুপুরে শহরের এনএস রোড শাখার সোনালি ব্যাংক চত্বরে অতিরিক্ত টাকা নিয়ে পাসপোর্ট এর কার্যক্রম করার সময় হাতেনাতে ধরা পরে আরিফ। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেড এসএম জামালের পরিচালনায় ভ্রাম্যমান আদালত বসিয়ে ধৃত আরিফকে দণ্ডবিধি ২৯১ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আরিফ জেলা মিরপুর

কুমারখালীতে স্কুলের প্রবেশ পথে সরকারী জায়গায় বালি ফেলে দখল করার অভিযোগ

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সদকী ইউনিয়নের খোর্দ্দ তারাপুর রেজিঃ প্রাথমিক (সম্প্রতি ঘোষিত সরকারী) বিদ্যালয়ে প্রবেশ পথে মোহন প্রামানিকের ছেলে জনৈক আব্দুল হালিমের বিরুদ্ধে বালি ফেলে জায়গা দখলের অভিযোগ উঠেছে। ১৯৯১ সালে এলাকার সর্বশ্রেণীর রক্তঘামের প্রচেষ্টায় মানুষ গড়ার এই স্কুল নামক কারখানাটির ন্যায় কোমলমতী শিশুদের দাড়িয়ে জাতীয় সংগীত বলার একমাত্র জায়গা। স্কুলের সামনে জলাশয় দৃশ্যমান। প্রবেশপথে দখলের অপচেষ্টা। স্থানীয় রবিউল হোসেন, সেলিম হোসেন, এলাহী প্রামাণিক ও প্রবীণ ব্যাক্তিত্ব সদর উদ্দিন প্রামাণিক সহ অনেকের কাছে স্কুলের সামনে বালি ফেলে দোকান বা ঘর করলে স্কুলের কী অসুবিধা হবে! উত্তরে কোমলমতী শিশুদের দাড়ানোর জায়গা থাকবে না অতিসত্ত্বর আমরা সরকারের উচ্চ মহলের কাছে শিশুদের খেলার মাঠ তৈরীর প্রয়োজনীয় ব্যবস্থা

কুষ্টিয়া জেলা জাতীয়পার্টির অফিস শুভ উদ্বোধন

গতকাল সকাল ১১ টায় জাতীয় পার্টির কুষ্টিয়া জেলার উপদেষ্টা ও সাবেক এম.পি এ্যাডঃ মোঃ বদরুদ্দোজা গামা জেলা জাতীয় পার্টির অফিস উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান চৌধুরী, যুগ্ম আহবায়ক মোঃ মোজাফ্ফর আলী, যুগ্ম আহবায়ক মোঃ আজমত আলী খান (মনি) সদস্য সচিব মোঃ মোক্তারউজ্জামান (বেলু), সদস্য এ্যাডঃ মোঃ আতিয়ার রহমান চৌধুরী, হাবিবুর রহমান লিটন, আতিকুর রহমান সবুজ, নিজাম উদ্দিন সর্দার, ছালামত আলী বিশ্বাস, সিরাজুল ইসলাম, আসাদুল খান, আবু জাহিদুর মুকুল, মাজেদুল ইসলাম পলাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

নিমতলায় আলোর পথিক প্রতিবন্ধি সংস্থার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

আমলা অফিস ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের আলোর পথিক প্রতিবন্ধি সংস্থার উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগীতায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে আমলা ইউনিয়নের নিমতলা মাধ্যমিক বিদালয়ের মাঠে এ ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোর পথিক প্রতিবন্ধী সংস্থার সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন ডা. রফিকুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত