শুক্রবার, ফেব্রুয়ারী ০১, ২০১৩

পথে পথে বিপুল সংবর্ধনা ফুলে ফুলে সিক্ত

কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি মেহেদী রুমী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ ৬ নেতার কারামূক্তি


আব্দুম মুনিব : কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ ৬ নেতার কারামূক্তি হয়েছে। গতকাল সন্ধায় যশোর কেন্দ্রিয় কারাগার থেকে সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও অধ্যক্ষ সোহরাব উদ্দিন এবং কুষ্টিয়া জেলা কারাগার থেকে শহর বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আল আমিন কানাই, যুব বিষয়ক সম্পাদক মেজবাহুর রহমান

ইবিতে রোভার স্কাউটের প্রশিক্ষণ কর্মসূচী সম্পন্ন

রাশেদুন নবী রাশেদ,ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী-২০১৩ গতকাল সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে গত মঙ্গলবার এ প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়। নিজেকে দক্ষ সৎ ও চরিত্রবান রূপে গড়ে তুলে দেশের সেবায় আতœনিয়োগ করার শপথ নিয়ে এ কর্মসূচি শেষ হয়।
জানা যায়, গত ২৯ জানুয়ারি মঙ্গলবার দুপুর ২টায় ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের কোষাধ্যক্ষ ও প্রশিক্ষণ ক্যাম্পের প্রধান রোভার শাহীদুজ্জামানের সার্বিক পরিচালনা ও ব্যাবস্থাপনায় ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্র“পের উদ্যোগে তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী-২০১৩ অনুষ্ঠিত হয়। সভাপতি মো: সাঈদী প্রধান এ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন ইবি রোভার স্কাউট গ্রুেপর সাধারণ সম্পাদক

কুষ্টিয়া-খূলনা মহাসড়কে ইসলামী বিশ্ববিদ্যালয় শিবিরের মিছিল-পিকেটিং

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : কুষ্টিয়া-খূলনা মহাসড়কের ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করেছে ছাত্রশিবির। ভোর ৭টায় বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি তারেক মুনাওয়ারের নেতৃত্বে ছয় শতাধিক নেতাকর্মী কুষ্টিয়া-খূলনা মহাসড়কে মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে রাস্তা অবরোধ করে। এসময় মহাসড়কে টায়ার জ্বালিয়ে শিবির কর্মীরা হরতালের সমর্থনে শ্লোগান দেয়। মিছিল শেষে তারা ক্যম্পসের মেইন গটে সমাবেশ করে। বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লাহ’র পরিচালনয়া সমাবেশ বক্তব্য রাখেন সভাপতি তারেক মনোয়ার। সমাবেশে তিনি বলেন, বর্তমান সরকার যুদ্ধাপরাধের বিচারের নামে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ওপর জেল,জলুম নির্যাতন চালিয়ে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করে দিতে চায়। কিন্তু ছাত্রশিবিরের একজন নেতাকর্মী বেঁচে থাকতে সরকারের এ অসৎ উদ্দ্শ্যে সফল হতে দেবে না। তিনি সরকারের প্রতি হুঁশিযারি উচ্চারন করে

ঢাকা মহানগরের মিরপুর শাহআলী দারুস সালাম থানার মহিলা দলের কর্মীসভা আজ

আজ ০১ ফেব্র“য়ারী, শুক্রবার বিকেল ৩ টায় নয়াপল্টনস্থ ভাসানী ভবনে জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগরীর মিরপুর, শাহ আলী ও দারুস সালাম থানার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদে বিরোধী দলীয় চীফ হুইপ ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক জয়নুল আবদীন ফারুক এমপি। বিশেষ অতিথি থাকবেন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা। সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী মহিলা দল-ঢাকা মহানগরীর সভাপতি সুলতানা আহম্মেদ এবং সঞ্চালন করবেন জাতীয়তাবাদী মহিলা দল-ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। উল্লেখিত থানাগুলোর সকল পর্যায়ের নেতা-কর্মীকে যথাসময়ে ভাসানী ভবনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। প্রেস বিজ্ঞপ্তি।

কুষ্টিয়ায় পুলিশের কঠোর নজরদারিতে জামায়াতের সকাল-সন্ধা হরতাল পালিত

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে জামায়াতের ডাকা সকাল-সন্ধা হরতাল পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকল ধরণের নাশকতা এড়াতে প্রভাত থেকেই মাঠ দখলে নিয়েছে পুলিশ। সকাল থেকে কুষ্টিয়ার সব ধরণের দুরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্র শিবির জামায়াত নেতাদের মুক্তির দাবী ও হরতালের সমর্থনে মিছিল বেরকরে। তবে রাজধানীসহ উত্তর ও দক্ষিণ বঙ্গের সাথে ট্রেন যোগাযোগ রয়েছে স্ব^াভাবিক। শহরের অভ্যন্তরে রিক্সা-অটোরিক্সা নসিমন-করিমনসহ কাঁচা পণ্যবাহী যান চলাচল করতে দেখা গেছে। শহর ও শহরতলীর দু’একটি স্থানে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টির চেষ্টা করা হয়েছে। সেখানেও পুলিশের উপস্থিতি ছিল সরব। কুষ্টিয়ার ২৮টি স্পর্শকাতর স্থানে সার্বক্ষনিক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্তারা। এছাড়া র‌্যাব, গোয়েন্দা পুলিশ এবং মডেল থানার ভ্রাম্যমান টিমও রয়েছে টহলে।

খোকসায় সুরবাণী সংগীত নিকেতনের বর্ষপূর্তি উপলক্ষে সংগীত সন্ধ্যা

মনিরুল ইসলাম মনি : খোকসায় সুরবাণী সংগীত নিকেতনের প্রথম বর্ষ পূর্তি উপলক্ষ্যে সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়। গত মঙ্গলবার সন্ধ্যায় খোকসা কালীবাড়ী মাঠে অনুষ্ঠিত সংগীত সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ হরেন্দ্রনাথ সরকার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল লতিফ শেখ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম এ নাহার, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, মাসিক কলমতরীর সম্পাদক ও প্রকাশক মনিরুল ইসলাম মনি প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগীত নিকেতনের অধ্যক্ষ সুশান্ত কুমার মজুমদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক

খোকসায় ঈশ্বরদী হাইস্কুলে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

খোকসা প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসার প্রাচীনতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঈশ্বরদী হাইস্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।  বৃহস্পতিবার সকালে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি বালিকা কলেজের সাবেক অধ্যক্ষ প্রাণেষ কান্তি, খোকসা কলেজের অধ্যক্ষ আনিস-উজ-জামান স্বপন, জানিপুর ইউপি চেয়ারম্যান মনিমোহন বিশ্বাস যদু। এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক মাও: মহসিন আলী, সাবেক বেতবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ, ম্যানেজিং কমিটির সদস্য মহাদেব বিশ্বাস, বিশ্বজিৎ ঘোষ, কাইয়ুম বিশ্বাস,

কুমারখালীতে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শকদের মত বিনিময়

শরীফুল ইসলাম কুমারখালী : আগামী ৩ ফেব্রয়ারী-২০১৩ সালের এস এস সি, দাখিল, সমমনা পরীক্ষা শুরু। এ উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে কেন্দ্র পরিদর্শকদের সঙ্গে বিভিন্ন দিক নির্দেশনা মূলক মত বিনিময় অনুষ্ঠিত হয়। গতকাল বেলা ১২ টায় কুমারখালী ঐতিহ্যবাহী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ২য় তলায় শ্রেণী কক্ষে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, সভাপতি কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান মাসুম, কুমারখালী মাধ্যমিক শিক্ষা অফিসার শামিম আহম্মেদ, কুমারখালী এস এস সি ও সমমনা পরীক্ষা কমিটির সম্পাদক কেন্দ্রীয় সচিব

ঢাকা মহানগরী জাসাসের সভা আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এক জরুরী সভা আজ ০১ ফেব্র“য়ারী , শুক্রবার বিকেল ৪ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। উক্ত জরুরী সভায় জাসাস ঢাকা মহানগরীর সকল নেতৃবৃন্দ, থানা কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক, আহবায়ক/সদস্য সচিবগণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য জাসাস ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর শিকদার ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান টিপু অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

ঝিনাইদহে আইনজীবীদের আদালত বর্জন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুর সহকারী জজ আদালতের পেশকার সুবির কুমার কাঞ্জিলালাল অ্যাডভোকেট আবু রওশন রিপনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে আইনজীবীরা অভিযোগ করেছেন। একজন আইনজীবীর সঙ্গে পেশকারের এ ধরনের আচরণের প্রতিবাদে আইনজীবীরা বৃহস্পতিবার আদালত বর্জন করেন। ফলে আদালতের বিচার কার্যক্রম বন্ধ থাকে। এ ঘটনায় আইনজীবী আবু রওশন রিপন জেলা জজের কাছে ঘটনা জানিয়ে একটি অভিযোগ দায়ের করেন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দবিব হোসেন জানান,

ঝিনাইদহে হরতালে আটক ৩

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে জামায়াত-শিবিরের ডাকা দিনব্যাপী হরতালে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় পুলিশ জামায়াত-শিবিরের ৩ নেতাকর্মীকে আটক করেছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে শহরের আলহেরা বাইপাস সড়কে জামায়াত-শিবিরের কর্মীরা টায়ারে আগুন দেন ও কয়েকটি গাড়িতে ভাঙচুর করে। এ সময় বজলুর রহমান নামে এক শিবির কর্র্মীকে আটক করা হয়। এদিকে মহেশপুর উপজেলা থেকে জামায়াতের পৌর নায়েবে আমির ও পৌর কাউন্সিলর মকবুল হোসেন এবং শিবিরের সাবেক উপজেলা সভাপতি ফারুখ হোসেনকে পুলিশ আটক করে। হরতালে শহরের অধিকাংশ দোকান-পাট বন্ধ ছিল। দূরপাল্লাসহ সব রুটে যান চলাচল বন্ধ থাকলেও অফিস আদালতে

আদালতে বিচারাধীন সম্পত্তি জবর দখলের হুমকি দেয়া হচ্ছে

সালাউদ্দীন বাপ্পী, শ্যামনগর : বিজ্ঞ আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও প্রতিপক্ষ বিরোধপুর্ন সম্পত্তি জবর দখলের পায়তারা চালাচ্ছে। অর্থের প্রভাব খাটিয়ে তারা পুলিশকে ব্যবহার করে যেকোন সময়ে ঐ সম্পত্তি দখলে যাবারও হুমকি দিচ্ছে। হরিনগর গ্রামের গৌরপদ মন্ডল গতকাল সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গৌরপদ মন্ডল বলেন, তার মা কুন্তিরানী মন্ডল ২৫/০৬/১৯৫৩ তারিখে (৪৬৫৬ ও ৪৬৫৭ নং দলিলমুলে) বাবুরাম ও তার ভাই দ্বারিকানাথ মন্ডলের নিকট থেকে ৪.৯৬ একর জমি ক্রয় করে। পরবর্তীতে বাবুরামের মৃত্যুর পর তারই দুই পুত্রের নিকট থেকে কুন্তিরানী মন্ডলের ভাতুষ্পুত্র (গৌরপদ মন্ডলের মামাত ভাই প্রভাষ মন্ডল) একই জমি ক্রয় করে। গৌরপদ মন্ডল অভিযোগ করে বলেন ভুল প্রক্রিয়ায় জমি ক্রয়ের কারনে দীর্ঘদিন ধরে তারা উক্ত জমির দখলে যেতে ব্যর্থ হয়। সুদীর্ঘ ৪৭ বছর নিজেদের দখলে রাখার পর ২০০০ সালে প্রভাষ মন্ডল লাঠিয়াল বাহিনী দিয়ে ঐ জমি দখল করে নেয়। এছাড়া সেসময় অর্থের বিনিময়ে

প্রবাসীদের সহযোগিতায় দেশ শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছে : এম এম শাহীন

হাওয়া ডেস্ক : সাবেক জাতীয় সংসদ সদস্য এম এম শাহীন বলেছেন, আজ দেশের শহর, বন্দর ও গ্রামাঞ্চলে যে সামাজিক উন্নয়ন হচ্ছে, তা প্রবাসীদের অক্লান্ত পরিশ্রমে ও সহযোগিতার মাধ্যমেই করা সম্ভব হচ্ছে। গ্রামাঞ্চলে মসজিদ, মন্দির, মাদ্রাসা, স্কুল, মার্কেট নির্মাণ ও অসহায় মানুষকে সাহায্য-সহযোগিতা থেকে শুরু করে প্রতিটি সামজিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। কাজেই প্রবাসীদের যেকোনো সমস্যায় রাজনীতিবিদসহ দায়ীত্বশীল ব্যক্তিরা এগিয়ে আসি, তাহলে এই প্রবাসীরাই গ্রামাঞ্চলের উন্নয়নের নিয়ামক শক্তি হয়ে দাঁড়াবে। তিনি আরো বলেন, কুলাউড়ায় আজ এক ভোটে দুই এমপির উন্নয়ন চোখে পড়ে না। আমাদের আমলে রেখে যাওয়া নির্মাণাধীন ব্রিজ, রাস্তাঘাট আজ সংস্কারের অভাবে সেগুলো

কুষ্টিয়া জিলা স্কুল ১৬৮ রানে জয়ী

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও অর্থায়নে এবং কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে ইয়াং টাইগার্স অনুর্ধ-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০১২-১৩ শুরু হয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে চলছে এ প্রতিযোগিতা। গতকাল কুষ্টিয়া জিলা স্কুল ১৬৮ রানে কুষ্টিয়া হাই স্কুলকে পরাজিত করে। টচে জিতে প্রথমে ব্যাডিং করার সিদ্ধান্ত নেয় কুষ্টিয়া জিলা স্কুল। ৫০

মির্জা ফখরুলের মুক্তি ও রিজভী আহমেদকে অবরুদ্ধ রাখার প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি ও যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে অবরুদ্ধ রাখার প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচছাসেবক দলের উদ্যোগে আগামীকাল ১ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১১ টায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ এমপি এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদীন ফারুক এমপি। প্রেস বিজ্ঞপ্তি।