শুক্রবার, ফেব্রুয়ারী ০১, ২০১৩

ঝিনাইদহে হরতালে আটক ৩

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে জামায়াত-শিবিরের ডাকা দিনব্যাপী হরতালে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় পুলিশ জামায়াত-শিবিরের ৩ নেতাকর্মীকে আটক করেছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে শহরের আলহেরা বাইপাস সড়কে জামায়াত-শিবিরের কর্মীরা টায়ারে আগুন দেন ও কয়েকটি গাড়িতে ভাঙচুর করে। এ সময় বজলুর রহমান নামে এক শিবির কর্র্মীকে আটক করা হয়। এদিকে মহেশপুর উপজেলা থেকে জামায়াতের পৌর নায়েবে আমির ও পৌর কাউন্সিলর মকবুল হোসেন এবং শিবিরের সাবেক উপজেলা সভাপতি ফারুখ হোসেনকে পুলিশ আটক করে। হরতালে শহরের অধিকাংশ দোকান-পাট বন্ধ ছিল। দূরপাল্লাসহ সব রুটে যান চলাচল বন্ধ থাকলেও অফিস আদালতে
উপস্থিতি ছিল স্বাভাবিক।
এদিকে জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল সফল করতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়কের উপর টায়ারে আগুন জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে হরতালের পক্ষে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে কয়েকটি গাড়ী ভাংচুর করেছে ছাত্রশিবির। সকালে ছাত্রশিবির নেতাকর্মীরা ক্যাম্পাসের মূল গেটের সামনে মহাসড়কের উপর টায়ারে অগ্নিসংযোগ করে ও গাছের গুড়ি ফেলে হরতালের পক্ষে বিক্ষোভ মিছিল করে। এসময় তারা কয়েকটি পরিবহনে ভাংচুর করে। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ দাড়িয়ে দাড়িয়ে এই বিক্ষোভ প্রত্যক্ষ করেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে কিছু কর্মকর্তা কর্মচারী উপস্থিত হলেও শিক্ষা কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল। কোন শিক্ষার্থী ক্যাম্পাসে আসেনি। পরে সকাল ১০টার দিকে কুষ্টিয়া ও ঝিনাইদহ থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলে পালিয়ে যায় শিবির নেতা কর্মীরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন