বুধবার, জানুয়ারী ৩০, ২০১৩

কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬ নেতার হাইকোর্টে জামিন

স্থায়ী জামিন দেয়া হবে না কেন এই মর্মে রুল জারি


আব্দুম মুনিব/ সবুজ : কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও সাধারন সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ বিএনপির ৬ নেতাকর্মী হাইকোর্ট থেকে জামিন লাভ করেছেন। গতকাল সকালে হাইকোর্ট ডিভিশনের ২৪ নং বেঞ্চে ব্যারিষ্টার রফিকুল হক মিঞা ও ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী বিএনপির নেতাকর্মীর পক্ষে জামিনের আবেদন করেন। দীর্ঘ শুনানী শেষে বিচারক এনায়েতুর রহিম ও আকরাম হোসেন চৌধুরীর বেঞ্চ

ঢাকা টোব্যাকো ইন্ডাঃলিঃ'র কম্বল বিতরণ

খলিসাকুন্ডি প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডিতে ঢাকা টোব্যাকো ইন্ডাঃলিঃ এর উদ্যোগে অসহায় দুস্থ ছিন্নমূল শিতার্থদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। খলিসাকুন্ডি ডিপোতে গত কাল মঙ্গলবার দিনব্যাপী এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন ঢাকা টোব্যাকো ইন্ডাঃলিঃ এর রিজিওনাল ম্যানেজার শাখাওয়াত হোসেন, খলিসাকুন্ডি ডিপো ম্যানেজার তাজ উদ্দিন আহম্মেদ সহ সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ। এক হাজার পিচ কম্বল এলাকার অসহায় দুস্থ্যদের মাঝে বিতরণ করা হয়।

কুমারখালীতে ১ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী আটক

কুমারখালী প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে ১ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী আটক করেছে থানা পুলিশ। গতকাল অনুমান বিকাল সোয়া ৫ টার সময় কুমারখালী থানা এস আই তৌহিদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার শিলাইদহ ইউনিয়নের আড়পাড়া গোবরাখালী নামক স্থান ভেড়ামারা উপজেলায় ১২ মাইল গ্রামে ফজলুলের ছেলে সোহেল ও কামিরুলের ছেলে শাহারুলকে ১ কেজি গাঁজা সহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদক বিরোধী আইনের মামলা চলছিল।

কুমারখালীতে এস এস সি, দাখিল ও সমমান পরীক্ষার প্রস্তুতি সভা

শরীফুল ইসলাম কুমারখালী : কুষ্টিয়ার কুমারখালীতে এস এস সি, দাখিল ও সমমান পরীক্ষার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে নিজ অফিস কক্ষে অনুষ্ঠিত দুই পর্বের প্রস্তুতি সভায় সহকারি কমিশনার (ভূমি) কুমারখালী মোঃ আরিফ উজ জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামিম আহম্মেদ খান, এম এন মাধ্যমিক পাইলট বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, মাধ্যমিক বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, জে এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকছেদ আলী, কয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু গুরুদাস দত্ত, বুজরুখ বাঁখই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম রবি ছাড়াও উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন মাধ্যমিক, মাদ্রাসা ও সমমান

মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা প্রতিবেদন ২০১২ প্রকাশ

হাওয়া ডেস্ক : জেলা মানবাধিকার ফোরাম কুষ্টিয়া কর্তৃক আয়োজিত আইন ও সালিশ কেন্দ্র ঢাকার সহযোগিতায় কুষ্টিয়া জেলার মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা প্রতিবেদন ২০১২ এর মোড়ক উন্মোচন ও মতবিনিময় সভা বিকাল ৩.৩০ টায় আব্দুল জব্বার মিলনায়তনে (জেলা পরিষদ হলে) অনুষ্ঠিত হয়। মোড়ক উম্মোচন ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া পৌর মেয়র জনাব আনোয়ার আলী। সভাপতি মহোদয় সভার শুভ উদ্বোধন ঘোষনা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মানবাধিকার ফোরামের আহবায়ক মমতাজ আরা বেগম। অনুষ্ঠানের মূল প্রবন্ধ পাঠ করেন আইন ও সালিশ কেন্দ্র ঢাকার জেন্ডার এন্ড সোশ্যাল জাষ্টিস ইউনিটের সিনিয়র সমন্বয়কারী জনাব তৌফিক আল মান্নান। প্রতিবেদনের মোড়ক উম্মোচন করেন প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক জনাব জাহিদ হোসেন জাফর। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সিভিল সার্জন জনাব ডা:তরুন কান্তি হালদার, জেলা প্রশাসকের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন আর ডি সি জনাব উত্তম কুমার রায়, জেলা মহিলা

কুষ্টিয়ায় মেরিট মডেল স্কুলে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান

উচ্চ আকাংখার মাধ্যমে বড় কিছু পাওয়া যায় : জেলা শিক্ষা অফিসার

কুষ্টিয়ায় মেরিট মডেল স্কুলে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়েছে। গতকাল সকাল ১০ টায় শহরের কোর্টপাড়াস্থ মেরিট মডেল স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠান হয়। মেরিট শিক্ষা পরিবারের চেয়ারম্যান ইমদাদুল হক সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ। প্রধান অতিথির বক্ত্যবে নিখিল রঞ্জন চক্রবর্তী বলেন, বাংলাদেশ একটি জনবহুল দেশ আর এই জন সংখ্যাকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে ছোটবেলা থেকেই ছাত্র-ছাত্রীদের সেভাবে গড়ে তুলতে হবে। আর এজন্য মেরিট মডেল স্কুল অগ্রণী ভূমিকা রাখবে আমি আশা করেন। তিনি বলেন, একজন

মেহেদী রুমী ও সোহরাব উদ্দিনসহ বিএনপি নেতৃবৃন্দের মুক্তির দাবীতে কুষ্টিয়ায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ ১৩ নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে কুষ্টিয়া শহর যুবদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন শহর যুবদলের সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী আশরাফ আলী। শহর যুবদলের সাধারণ সম্পাদক মনজুরুল হাসান কুটির পরিচলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান হেলাল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, যুগ্ম সম্পাদক এমএ শামীম আরজু, এসএম ওমর ফারুক। বক্তব্য রাখেন, জেলা বিএনপির সমবায় বিষয়ক হাবিবুর রহমান মুক্তার, ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক মিজানুর রহমান মানু, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মঈদ বাবুল, সহ-প্রচার সম্পাদক জাহাংগীর হোসেন, শহর বিএনপি নেতা হাজী রবিউর রহমান, শিরীন রতন, রেহেনা আহমেদ, আব

অবিলম্বে মেহেদী রুমী ও সোহরাব উদ্দিনসহ বিএনপি নেতৃবৃন্দে মিথ্যা মামলা প্রত্যহার করে নি:শর্ত মুক্তি দিতে হবে : ড্যাব

ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ডাঃ আব্দুল হান্নান, সিনিয়র সহ-সভাপতি ডাঃ ফজলুল হক, সাধারণ সম্পাদক ডাঃ নেহেরুল হক এক বিবৃতিতে অবিলম্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক ও কুষ্টিয়া জেলা সংগ্রামী সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা

ভেড়ামারায় জামায়াতে ইসলামীর ৪ নেতা সহ গ্রেফতার ৬

মনির উদ্দিন মনির : কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর ৪ নেতা সহ ৬ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে। গ্রেফতারকৃত জামায়াত নেতারা হলো ঃ জামায়াতে ইসলামীর বাহিরচর ইউপির নেতা এবং ইউনিয়ন পরিষদ’র সাবেক মেম্বার আব্দুল মমিন (৪০), গোলাপনগর এলাকার দুলাল হোসেনের পুত্র বাবলু (৩২), ১২ মাইল এলাকার মৃত মোরসেদ আলীর পুত্র আবুল কালাম আজাদ (৩৫), দাউদ আলীর পুত্র হাফেজ আব্দুল হালিম (২৮). এছাড়াও ভেড়ামারা থানা পুলিশ গ্রেফতার করে ভেড়ামারার শীর্ষ সন্ত্রাসী ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী চাঁদ্রগাম ইউপির বিকু মালিথার পুত্র টিক্কা (৩৫), ফারাকপুর গ্রামের শামসুল হকের পুত্র রাসেল (২৫). গতকাল মঙ্গলবার ভেড়ামারা থানার ওসি রিয়জুল ইসলাম’র নির্দেশে এসআই শাহ আলম, এএসআই আবু বক্কর এবং এএসআই আব্দুল হামিদ সঙ্গীয় র্ফোস সহ তাদেরকে গ্রেফতার করে।

জাসাস ওয়ারী থানার কর্মীসভা অনুষ্ঠিত

গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস ওয়ারী থানার কর্মীসভা থানা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মীসভায় সভাপতিত্ব করেন-জাসাস ঢাকা মহানগরী দক্ষিণের সমাজকল্যান বিষয়ক সম্পাদক আব্দুল হাই ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন-জাসাস ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর শিকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জাসাস ঢাকা মহানগরী দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি কে এস হোসেন টমাস, সহ-সভাপতি হামিদুল্লাহ সরকার মজিবুর, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল

ইবি রোভার স্কাউটের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ শিবির শুরু

রাশেদুন নবী রাশেদ, ইবি প্রতিনিধি
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্র“পের উদ্যোগে তিন দিন ব্যাপী প্রশিক্ষণ শিবির-২০১৩ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে মঙ্গলবার এ প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্র“পের সভাপতি মো: সাঈদী প্রধান দুপুর ২টায় এ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন ইবি রোভার স্কাউট গ্রুেপর সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, ট্রেজারার মো: শাহিদুজ্জামান, অফিস সম্পাদক হাসনাত আসাদুজ্জামান, প্রশিক্ষণ সম্পাদক আবু দাউদ নিজামী প্রমূখ। এ প্রশিক্ষণ কর্মসূচীতে রোভার স্কাউটের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।