রবিবার, মার্চ ১৫, ২০১৫

ইবি’র কর্মরত সাংবাদিককে প্রক্টরের হুমকি

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাম্প্রতিক বিষয় নিয়ে প্রক্টরের সাথে ‘দ্যা রিপোর্ট২৪ডটকমের’ প্রতিনিধির মোবাইল ফোনালাপ কালে তাকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়েছে প্রক্টর প্রফেসর ড.ত.ম লোকমান হাকিম। এ নিয়ে ক্যাম্পাসে কর্মরত জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকার সাংবাদিকদের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে।
আজ শনিবার বেলা ১১টার দিকে ক্যাম্পাস খোলার দাবীতে পুলিশের বাধার উপেক্ষা করে সাধারন শিক্ষার্থীরা একটি মানববন্ধন করে। মানবনন্ধনে অংশ নেয়া কয়েক শিক্ষার্থীর দাবী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. ত.ম লোকমানের নির্দেশে পুলিশ আমাদের মানবন্ধনে বাধা দেয়।

১৫ ও ১৬ মার্চের কামিল স্নাতকোত্তর পরীক্ষা স্থগিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশব্যাপী আগামী ১৫ ও ১৬ মার্চের অনুষ্ঠিতব্য কামিল ¯œাতকোত্তর ১ম ও ২য় পর্ব পরীক্ষা-২০১৩ অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে। এছাড়া পরবর্তী পরীক্ষাসমুহ পূর্ব ঘোষিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে। 

ইবিতে ১৮ মার্চ থেকে অনির্দিষ্টকালের অনশন কর্মসূচী ঘোষণা

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালুর দাবীতে অবস্থান কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। শনিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামের সামনে এ কর্মসূচী পালন করে তারা। এসময় বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. লোকমান হাকিম একাডেমিক কার্যক্রম চালুর বিষয়ে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা ১৭মার্চ পর্যন্ত কর্মসূচী স্থগিতের ঘোষণা দেয়। ১৭মার্চের মধ্যে ক্লাস পরীক্ষা চালু করা না হলে ১৮ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন কর্মসূচী পালনের আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাধা প্রদানের অভিযোগ তোলে শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচী শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। 

সহিংসতা বন্ধের দাবীতে কুষ্টিয়া ইসলামীয়া কলেজে মানববন্ধন

“শঙ্কামুক্ত জীবন চাই, নিরাপদ ক্লাশ করতে চাই, পরীক্ষা দিতে চাই, শিক্ষা ধ্বংসকারী সহিংসতা বন্ধ কর” এই শ্লোগান লেখা ব্যানারে মানববন্ধন করেছে কুষ্টিয়া ইসলামীয়া কলেজে। জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষিত এই কর্মসূচী শনিবার সকাল ১১ টায় কলেজ ক্যাম্পসের সম্মুখে অনুষ্ঠিত হয়। চলে ১১টা ৪৫ পর্যন্ত। এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ নওয়াব আলী। মানববন্ধন কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন কলেজের ভারপাপ্ত উপাধাক্ষ হানিফ আলী, শিক্ষক পরিষদের সহসভাপতি সিরাজুল হক, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জোয়ার্দার, কলেজের শিক্ষক সিরাজুল ইসলাম, জেসমিন নাহার, কামুরন্নাহার, রোমানা ইয়াসমিন, সাদিয়া ফারজানা, তামান্না, নুরুন্নাহার প্রমূখ। এসময় প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

কুষ্টিয়ায় সিবিএটির মানববন্ধনে সহিংসতা বন্ধের দাবী

স্টাফ রিপোর্টার : “শঙ্কামুক্ত জীবন চাই, নিরাপদ ক্লাশ করতে চাই, পরীক্ষা দিতে চাই, শিক্ষা ধ্বংসকারী সহিংসতা বন্ধ কর” এই শ্লোগান লেখা ব্যানারে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে কলেজ অব বিজনেস এ্যাডমিনিষ্টেশন এন্ড টেকনোলজি, সিবিএটি। জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষিত এই কর্মসূচী শনিবার সকাল ১১ টায় শহরের পৌর গোরস্থান সংলগ্ন কলেজ ক্যাম্পসের সম্মুখে অনুষ্ঠিত হয়। চলে ১১টা ৪৫ পর্যন্ত। এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আহসান হাবিব রেজা, প্রভাষক আহসান কবির, শিরিনা খাতুন, আশা খাতুন, মনিয়ার হোসাইন, শামীম মাহমুদ প্রমূখ। এসময় প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের পর হত্যা

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুরে রহিজা খাতুন (২১) নামের এক বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে উপজেলার নেপা ইউনিয়নের মাইলা গ্রামের ভুট্টাখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসী জানায়, সন্ধ্যার পর থেকে রহিজা খাতুনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাত গভীর হলে বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন তার খোঁজে নির্ঘুম রাত কাটায়। সকালে স্থানীয় একটি ভুট্টাখেতে তার বিবস্ত্র লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করা হয়েছে।

স্বেচ্ছাসেবক দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার : বিএনপিসহ ২০ দলের ডাকা দেশব্যাপী লাগাতর অবরোধ ও ৭২ ঘন্টার হরতাল সফল করতে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ গ্রেফতারকৃত ২০দলের সকল নেতাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে শহরের এন এস রোডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম। শনিবার সকালে শহরের এন এস রোডে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন যতক্ষন পর্যন্ত জালেম স্বৈরাচারী সরকার নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে জাতীয় নির্বাচন না দিবে ততক্ষন পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে। সরকার যতই বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতা কর্মীদের

চুয়াডাঙ্গায় ১০ ডাকাত গ্রেফতার

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার সদর উপজেলার হিজলগাড়ি বাজার থেকে ১০ জন ডাকাত সদস্যকে আটক করে পুলিশ। এসময় অপর ৪ জন পালিয়ে যায়। শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা থানার ওসি মুন্সী আসাদুজ্জামান জানান, শুক্রবার দিবাগত রাতে মাগুরা জেলা শহর থেকে দুটি গাড়ি যোগে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য হিজলগাড়ি বাজারে পৌছায়। এরপর তারা বাজারে অবস্থিত গ্রামীণফোন ও রবি টাওয়ারে ডাকাতির উদ্দেশ্যে হানা দেয়। এসময় টাওয়ারের সক্রিয় সিসি ক্যামেরার মাধ্যমে

আমলায় তামাক চাষ প্রতিরোধে র‌্যালী, মাইকিং ও আলোচনা সভা


আমলা অফিস : কুষ্টিয়া মিরপুরে তামাক চাষ প্রতিরোধে এক র‌্যালী, মাইকিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার আমলা বন্ধন সংস্থার কার্ষালয় থেকে এক র‌্যালী বের হয়। র‌্যালীটি আমলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার সংস্থার কার্ষালয়ে গিয়ে শেষ হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ও আমলা বন্ধন সংস্থার আয়োজনে এ র‌্যালীতে অংশ গ্রহন করেন বন্ধন সংস্থার আমলা উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়, সদরপুর উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় এবং গোয়াবাড়িয়া উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী ও শিক্ষকমন্ডলী এতে সংস্থার পরিচালক তাহাজ্জেল হোসেন বাদশার সভাপতিত্বে র‌্যালীতে উপস্থিত ছিলেন সহায় সংস্থার পরিচালক আব্দুর রহিম মজনু, স্যাডো সংস্থার পরিচালক