বুধবার, ডিসেম্বর ২৪, ২০১৪

খন্দকার সাজেদুর রহমান বাবলু কেন্দ্রীয় মুক্তিযোদ্ধাদলের সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত


কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধাদলের সভাপতি বীরমুক্তিযোদ্ধা খন্দকার সাজেদুর রহমান বাবলু কেন্দ্রিয় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদলের সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্তৃক অনুমোদিত ১৯১ সদস্য বিশিষ্ট কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন তিনি। এদিকে বীরমুক্তিযোদ্ধা খন্দকার সাজেদুর রহমান বাবলু কেন্দ্রিয় মুক্তিযোদ্ধাদলের সহ-সাংগঠনিক সম্পাদকে পদায়িত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রিয় মুক্তিযোদ্ধাদলের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এস এম শফিউজ্জামান। প্রেস বিজ্ঞপ্তি।

..চুপিচুপি বলো কেউ যেনে যাবে....

স্টাফ রিপোর্টার : গতকাল মঙ্গলবার “দৈনিক হাওয়া” পত্রিকায় কুষ্টিয়া সরকারী কলেজে এইচএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায় শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। সুত্র জানায়, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক লাল মোহাম্মদ ও কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুদ্দোজা সারাদিন ব্যস্ত ছিলেন পরিপত্র খুজতে। যাতে তিনি বোঝোতে পারেন পরিপত্র অনুযায়ী টাকা নেয়া হয়েছে। এদিকে একটি সুত্র দাবী করেছে, কলেজ নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর মহিলা ওমেদার ডেকে পাঠান অধ্যক্ষ। শাসিয়ে দেয়া হয় কোন সাংবাদিকের সাথে যেন কথা না বলা হয়। এটি কলেজের শিক্ষকরা জানতে পারলে তা নিয়ে কানাঘুষা শুরু হয়। শিক্ষকরা বলেন, কি এমন কথা যা বলতে বারন ; অনেকেই ফোন করেন পত্রিকা অফিসে তারা খোলাসা হতে চান বিষয়টি নিয়ে। এনিয়ে একাধিক শিক্ষক ব্যাঙ্গ করে বলেন, চুপিচুপি বলো কেউ যেনে যাবে.....

কুষ্টিয়া সরকারী কলেজ দুর্নীতির আখড়া

নিষ্পতি হয়নি কোটি টাকার অডিট আপত্তি

অধ্যক্ষের ইচ্ছায় লোপাট হচ্ছে বিভিন্ন খাতের টাকা


স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া সরকারী কলেজে ভর্তি আর ফরম পুরনের সময় কলেজর উন্নয়নে বিভিন্ন খাতে অর্থ আদায় করা হলেও তা দিয়ে কোন উন্নয়ন হয় না এমন অভিযোগ শিক্ষার্থীদের। সেই অর্থ কিভাবে ব্যয় হয় তা নিয়ে রয়েছে ধোয়াশা। আত্মসাৎ’র অভিযোগও তুলছেন অনেকেই। এরপর অনুসন্ধানে নামে দৈনিক হাওয়া। অনুসন্ধানে বের হয়েছে নানা তথ্য। অডিটেও অনিয়ম পাওয়া গেছে। অডিট আপত্তিতে এক বছর ঝুলে আছে অডিট নিষ্পত্তি।
কম্পিউটার ল্যাব
কুষ্টিয়া সরকারী কলেজে কম্পিউটার ল্যাবে কম্পিউটার রয়েছে মাত্র ১৬টি। এরমধ্যে ১০টি কম্পিউটার অকেজো। সচল ৬টি। এই ৬টি কম্পিউটারে শিক্ষার্থী ছাড়াও শিক্ষকদের প্রশিক্ষন দেয়া হয়। ফলে

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সভায় আব্দুর রাজ্জাক বাচ্চুর মায়ের রোগমুক্তি কামনা


স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সেই সাথে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর মা জবেদা খাতুনের রোগমুক্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মুকুল খসরু। ইউনিয়নের সাধারণ সম্পাদক মিলন উল্লাহর পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য অধ্যাপক শেহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এসএম রাশেদ, কোষাধ্যক্ষ খালিদ হাসান সিপাই, দপ্তর সম্পাদক ইব্রাহীম খলিল, প্রচার সম্পাদক আব্দুম মুনিব প্রমুখ। সভায় বক্তারা আরো বলেন, সারা দেশ একের পর এক সাংবাদিকদের

মেহেরপুর বড়বাজার থেকে মোটরসাইকেল চুরি

আকতারুজ্জামান মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগরের আফতাব আলীর ছেলে ফজলুর হিরো হোন্ডো মোটরসাইকেল চুরি হয়ে গেছে। যার নং- মেহেরপুর হ ১১-১৫১০। মঙ্গলবার সকালে মেহেরপুর শহরের বড়বাজার এলাকা থেকে মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায় দূবৃত্তরা। জানা গেছে, সকালে ফজলুর তার ব্যবহৃত মোটরসাইকেলে নিয়ে শহরের বড়বাজারে কিছু কেনাকাটার জন্য আসে। এ সময় রাস্তার পাশে মোটরসাইকেল রেখে কেনাকাটা শেষে গাড়ির কাছে এসে দেখে তার মোটরসাইকেলটি চুরি হয়েগেছে।

রাজবাড়ীতে ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার-১

রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন ইবাদ আলী মিস্ত্রি পাড়া হতে ৫০ বোতল ফেনসিডিলসহ ০১ জন ফেনসিডিল ব্যবসায়ী গ্রেফতার। র‌্যাব-৮, ফরিদপুর ক্যাম্প সুত্রে জানাগেছে গতকাল মঙ্গলবার ২৩ ডিসেম্বর ২০১৪ ইং তারিখ আনুমান বেলা ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন ইবাদ আলী মিস্ত্রি পাড়া সাকিনস্থ মোঃ শাহীন শেখ(২৫), পিতা-মৃত আনোয়ার শেখ তার নিজ বসত বাড়িতে ফেনসিডিলের একটি চালান সংরক্ষন পূর্বক বিক্রয়ের জন্য অপেক্ষা করছে। প্রাপ্ত সংবাদের প্রেক্ষিতে মেজর মোঃ মোজাম্মেল হোসেন এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমান সাড়ে ১২টায় উপরোক্ত বাড়ির সন্নিকটে পৌছালে উক্ত বাড়ি হতে ০১জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের সদস্যরা তাৎক্ষনিকভাবে তাকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ শাহীন শেখ(২৫), পিতা-মৃত আনোয়ার শেখ, থানা-গোয়ালন্দঘাট, জেলা-রাজবাড়ী বলে জানায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে তাদের উপস্থিতিতে আভিযানিক দলের সদস্যরা ধৃত আসামীর বসত ঘর তলাশী করে ঘরের ভিতর সুকেচের পাশে ০১টি সাদার রংয়ের পাস্টিকের বস্তার মধ্যে হতে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। আসামীকে জিজ্ঞাসাবাদ ও পরস্পর স্থানীয় ভাবে জানা যায় ধৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘ দিন যাবৎ ফেনসিডিল সহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।


বালিয়াকান্দিতে সিআইজি গো-খামারীদের

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রাণিসম্পদ অফিসের প্রশিক্ষণ হলে মঙ্গলবার গাভী পালন কারী সিআইজি খামারীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট (এনএটিপি) আওতায় উপজেলার ৩০জন গাভী পালনকারী খামারীদের অংশগ্রহনে দিনব্যাপী কর্মশালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন, রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ

জগতিতে বিএনপির অঙ্গসংগঠন সম্মেলন

গতকাল বিকেলে কুষ্টিয়া সদর থানার জগতি দর্গতলা প্রাইমারী স্কুল মাঠে চেঁচুয়া-জগতি ৫নং ওয়ার্ড বিএনপির ও অঙ্গ সংগঠনের আয়োজিত এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর থানা বিএনপির সভাপতি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, তারেক রহমানের তৃণমুল কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন জামাল উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন জগতি ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি লোকমান হোসেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম ওমর ফারুক, মজমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খাদেমূল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল আওয়াল, জেলা ছাত্রদলের আহবায়ক কামাল উদ্দিন, সদর থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দিন মিন্টু, সদর থানা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু সাঈদ জাকারিয়া উৎপল, জাকারিয়া আহাম্মেদ বাবু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম টিপু, বারখাদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান, জেলা ছাত্রদলের সদস্য জিল্লুর রহমান জনি, সদর থানা ছাত্রদলের আহবায়ক আব্দুল আউয়াল বাদশা।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন স্বৈরাচার এরশাদকে যেভাবে ক্ষমতা থেকে টেনে হেচড়ে নামানো হয়েছিল শেখ হাসিনাকেও জনগণকে সাথে নিয়ে ঠিক ঐ ভাবেই ক্ষমতা থেকে উৎখাত করা হবে। বর্তমান সরকারের হামলা, মামলা, হত্যা, গুম এসব কার্যকলাপের বিরুদ্ধে দেশের ছাত্রসমাজকে রুখে দাঁড়ানোর আহবান জানান। অনুষ্ঠান শেষে জগতি ৫নং ওয়ার্ড যুবদল ও ছাত্রদলের কমিটি গঠন করা হয়। তিনি আরো বলেন

মুসলিম এইডের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরন

বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম ভাইয়েরা দরিদ্র,অসহায় অনাথদের সাহায্যে কাজ করছেন : প্রফেসর ডাঃ ইফতেখার মাহমুদ
স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডাঃ ইফতেখার মাহমুদ বলেছেন-আমাদের সমাজের বৃত্তবানরা দরিদ্র,অসহায় অনাথদের সাহায্যে এগিয়ে আসলে সমাজের চিত্র পাল্টে যেত। ধনী ও বৃত্তবানদের সম্পদে দরীদ্রদের অধিকার রয়েছে আর এই অধিকার প্রতিষ্ঠায় ইসলামে যথাযথ ব্যবস্থা রয়েছে তবে সেই ব্যবস্থা কার্যকর না হওয়াতে আমরা এর সুফল পাচ্ছিনা। গতকাল সকালে কুষ্টিয়ার প্রতীতি বিদ্যালয়ে মুসলিম এইড ( ইউকে) বাংলাদেশ ফিল্ড অফিসের সহযোগিতায় পরিচালিত দরীদ্র অসহায় ও অনাথ শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মুসলিম এইড বাংলাদেশ ঢাকা অফিসের প্রোগাম ইনচার্জ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ চৌধুরী সারওয়ার জাহান,প্রতীতি বিদ্যালয়ে প্রিন্সিপাল নজরুল ইসলাম,দৈনিক নয়া দিগন্ত পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি আ,ফ,ম

২৫ডিসেম্বর বিটিভির ৫০বছর পুর্তি উপলক্ষে কুষ্টিয়ায় বর্ণাঢ্য র‌্যালী

আসছে ২৫ডিসেম্বর বিটিভির ৫০বছর পুর্তি উপলক্ষে কুষ্টিয়ায় বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী থানা ট্রাফিক মোড় হয়ে পুনরায় পাবলিক লাইব্রেরীতে গিয়ে শেষ হবে। র‌্যালীতে নেতৃত্ব দিবেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও বিটিভির কুষ্টিয়া প্রতিনিধি আবদুর রশীদ চৌধুরী। উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

মেহেরপুর মুজিবনগরের আনন্দবাসে ডাকাতি

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের কিতাবের ছেলে আজাদের বাড়িতে ডাকাতি সংগঠিত হয়েছে। এতে ৫ ভরি স্বর্ণালংকার , নগদ ২০ হাজার টাকা সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বাড়ির মালিক আজাদ জানান, ১০/১২ জনের একদল অস্ত্রধারী ডাকাত বাড়ির ভিতরে প্রবেশ করে পরিবারের সকলকে জিম্মি করে ৃ মারামাল লুট করে নেয়।

কুষ্টিয়ায় কৃষকদলের স্মারকলিপি প্রদান

ফসলের ন্যায্যমূল্যের দাবীতে এবং সার বীজ ডিজেল কীটনাশকসহ  কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে

স্টাফ রিপোর্টার : কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্যের দাবীতে এবং সার, বীজ, ডিজেল, কীটনাশকসহ কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কুষ্টিয়ায় জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির বরাবর স্মারকলিপি প্রদান করেছে জাতীয়তাবাদী কৃষকদল কুষ্টিয়া জেলা শাখা।
মঙ্গলবার বেলা ১১টায় জেলা কৃষকদলের আহবায়ক এস এম গোলাম কবির’র নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে এসে অতিরিক্ত জেলা প্রশাসক মুজিব-উল ফেরদৌসের নিকট এ স্মারকলিপিটি প্রদান করেন।
এদিকে স্মারকলিপি দেওয়ার পূর্বে জেলা বিএনপির কার্যালয়ে কৃষক নেতৃবৃন্দর উদ্যেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক কেন্দ্রিয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
স্মারকলিপিতে উলেখ্য করা হয়েছে, জিয়াউর রহমান ও বেগম জিয়া ক্ষমতায়