সোমবার, মার্চ ১৭, ২০১৪

ভেড়ামারায় বালু উত্তোলন শ্রমিককে হত্যা

ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে বালু উত্তোলন করতে গেলে এক বালু উত্তোলক শ্রমিককে নৌকা থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত শ্রমিকের নাম ঝন্টু আলী (৩৫)। সে উপজেলার বারমাইল এলাকার হঠাৎপাড়া গ্রামের মৃত সুজন আলীর ছেলে। গতকাল রোববার সকাল সাড়ে দশটায় ভেড়ামারার বারমাইল এলাকার পদ্মা নদীর মধ্য থেকে তার লাশ উদ্ধার করেছে ভেড়ামারা থানা পুলিশ। হত্যার অভিযোগ এনে নিহতের স্ত্রী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ ও নিহতের পরিবার এবং প্রতক্ষ্যদর্শী সুত্র জানায়, ঝন্টু পেশায় একজন বালু উত্তোলন নৌকার মাঝি। সে দিবাগত রোববার মধ্য রাতে নৌকাযোগে বালু উত্তোলন করতে পদ্মা নদীতে যায়। নদীর মধ্যে অপর একটি বালু উত্তোলনের ড্রেজার’র মালিক আলী’র সাথে নৌকার অবস্থান নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ওই নৌকার এক শ্রমিক তার হাতে থাকা পাইপ দিয়ে ঝন্টুর মুখে আঘাত করে। আঘাত পেয়ে নৌকার সাথে মাথায় ধাক্কা খেয়ে ঝন্টু নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। নিহত ঝন্টুর নৌকার অন্যান্য শ্রমিকরা তার পরিবারকে তার নিখোঁজের সংবাদ দেয়। পরে স্থানীয়দের সাথে নিয়ে ভেড়ামারা মডেল থানার পুলিশ সকালে পদ্মা নদীর বিস্তৃর্ণ

কলাগাছের কি অপরাধ ?

খোকসা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় পূর্বশত্র“তাবশত: প্রতিপক্ষের সহ¯্রাধিক কলাগাছ ও দুটি বসতবাড়ি ভাঙচুর করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার খোকসার মুকশিদপুর-বামনপাড়া চর এলাকায়।ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের মুকশিদপুর-বামনপাড়া গড়াই নদীর চর এলাকায় রবিবার সকাল ৭ টার দিকে প্রতিপক্ষের কয়েকজন কৃষকের সহ¯্রাধিক কলাগাছ কর্তন ও দুটি বসতবাড়ি ভাংচুর করে। এ ঘটনায় ঐ এলাকায় লোকজনের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে। ঘটনার স্বীকার শামেলা বেগম নামের এক গৃহবধু বলেন, সকালে স্থানীয় চাঁদ আলী, মুকুল, জহুরুল ও বিল্লালের নেতৃত্বে আমাদের বাড়ি ভাংচুর করে এবং একই সাথে ওরা আমাদের কয়েকজনের প্রায় একহাজার কলাগাছ কেটে ফেলে। এসময় আমরা বাধা দিতে গেলে ওরা আমাদের প্রাণনাশের হুমকি দেয়। কি কারণে কলাগাছ কর্তন ও বসতবাড়ি ভাংচুর করেছে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, নির্বাচনের

খোকসায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে মাছ ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা

খোকসা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় ১৮-২৪ মার্চ জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন উপলক্ষে মাছ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাটকা মাছ রক্ষা পেলে বারো মাস ইলিশ মেলে এই শ্লোগানকে সমানে রেখে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শরীফুল ইসলাম। এসময় খোকসা বাজারের ইলিশ মাছ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

দৌলতপুরে আগুনে ৩ বাড়ী ভষ্মিভূত

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি ঘুনাপাড়া গ্রামে আগুনে ৩ বাড়ী ভষ্মিভুত প্রায় ৫ লাখ টাকার ক্ষতি। এলাকাবাসী জানায় গতকাল রবিবার বেলা ১০ টার দিকে এলাকার মহিষকুন্ডি ঘুনাপাড়া গ্রামে পালু ফকিরের বাড়ীর রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে অল্পসময়ের মধ্যে পার্শবর্তী লালু ফকির ও বাবু ফকিরের বাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে, তাদের বসবাসের ৬ খানা ঘর সহ ঘরের আসবাবপত্র,

বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ চাঁদ মুক্তিযোদ্ধার স্বীকৃতি চান

মনির উদ্দিন মনির, ভেড়ামারা : ৭১’র রনাঙ্গনের লড়াকু সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, এক কালের তুখোড় সাংবাদিক আবদুল্লাহ চাঁদ জীবনের শেষ সময়ে এসে মুক্তিযোদ্ধার স্বীকৃতি চান। তিনি মুক্তিযুদ্ধের ৮ নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশনেন। যুদ্ধচলাকালীন সময়ে বহু সম্মুখ যুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করে দেশ কে শুত্র“ মুক্ত করেন। আবদুল্লাহ চাঁদ কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার সাবেক কমিশনার এবং ৮ নং ওয়ার্ডের মঠপাড়া এলাকার মৃত ইছাহাক আলীর পুত্র।৬০’র দশকে দৈনিক ইত্তেফাক পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন আবদুল্লাহ চাঁদ। সাংবাদিকতা করা কালীন সময়ে বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষনে উজ্জিবিত হয়ে তিনি মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। এরপর সংঘটিত হয়ে মুজিবনগর সরকার গঠনের পরদিন ১৮ এপ্রিল’৭১ তিনি ধর্মদহ বর্ডার অতিক্রম করে ভারতের শিকারপুর এ্যাকশন ক্যাম্পে পৌছান। তখন এই ক্যাম্পের ইনচার্জ ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্থানের ল্যাফটেন্যন্ট জাহাঙ্গীর আলম। তিনি স্বল্প সময়ে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষন দিয়ে জুন মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশে পাঠিয়ে দেন। বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ চাঁদ বলেন, ৭১’র মুক্তিযুদ্ধের প্রথম দিকে সব থেকে কঠিন কাজ ছিল মুক্তিযোদ্ধাদের জন্য শেল্টার খুঁজে বের করা। তখন আমি ছিলাম অবিবাহিত টগবগে যুবক। যুদ্ধকালীন সময়ে বাংলাদেশে প্রবেশ করে সুকৌশলে বিভিন্ন ছদ্মবেশে জীবনের ঝুঁকি নিয়ে এলাকায় ঘুরে ঘুরে মুক্তিযোদ্ধাদের জন্য শেল্টার খুঁজে বের করতাম। এরপর মুক্তিযোদ্ধাদের নিয়ে সফল অভিযান পরিচালনা করে একের পর এক পাক হানাদারদের ঘাঁটিগুড়িয়ে দিতাম। যুদ্ধকালীন সময়ে এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধ করেছি। তিনি বলেন, বারখাদা,

কুষ্টিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক ও রাজনৈতিক পিএসপিআর বিষয়ক সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক ও রাজনৈতিক পিএসপিআর বিষয়ক সংবাদ সম্মেলন হয়েছে। রোববার বেলা বারটায় স্থানীয় পালকি রেস্টুরেন্টে কম্পন জেলা প্রতিবন্ধী ফেডারেশনের আয়োজনে ও ইউরোপিয়ান ইউনিয়ন এবং ক্যাফোর্ড এর অর্থায়নে এ সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা প্রতিবন্ধী ফেডারেশন এর সভাপতি আজগর আলী, সাধারন সম্পাদক রূপচাঁদ আলী ও এডিডি ইন্টারন্যাশনালের কমিউনিটি মোবিলাইজার আব্দুর রাজ্জাক। লিখিত বক্তব্য পাঠ করেন, রোকেয়া সুলতানা ময়না। উপস্থিত