মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০১৪

কুষ্টিয়ার খাজানগরে অপরিকল্পিতভাবে গড়ে উঠা রাইচ মিলের তুষ ছাই ধোঁয়াতে দূষিত হচ্ছে পরিবেশ



আব্দুম মুনিব : কুষ্টিয়ার খাজানগরে পরিবেশ অধিদফতরের নিয়মনীতি তোয়াক্কা না করে গড়ে উঠেছে মিল-কলকারখানা। বাংলাদেশে চালের প্রসিদ্ধ খাজানগর, আইলচারা, কবুরহাট। চালের চাহিদার কারণেই এখানে গড়ে উঠেছে অনেক অটো রাইস মিল ও ধান চাতাল। কিন্তু এসব অপরিকল্পিত রাইস মিল ও চাতালের ধোয়া, বর্জ্য, ধুলো ময়লা, তুষ ছাই উড়ে আবাসিক বসতবাড়িতে পড়ে একদিকে যেমন এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। অন্যদিকে অনিয়মতান্ত্রিকভাবে পাকা স্থাপনা নির্মাণ করে মিল গড়ে তোলায় দুর্ঘটনায় মিলের শ্রমিক-কর্মচারীরা আহত ও নিহতের ঘটনা ঘটছে। সুত্রমতে, চাল উৎপাদনের বৃহৎ শিল্পনগরী কুষ্টিয়ার খাজানগর, কবুরহাট, আইলচারা, বল্লভপুরে প্রায় ৫০টি বড় অটোরাইস মিলসহ ছোট-বড় সব মিলিয়ে প্রায় ৮শ টি রাইস মিল গড়ে উঠেছে। পাশাপাশি ধান সিদ্ধ-শুকানোসহ নানা প্রক্রিয়ার জন্য চাতালও রয়েছে দুই সহ্রাধিক। সেখানে প্রতিদিন গড়ে প্রায় আট হাজার টন চাল

এমআরএস ইন্ডাষ্ট্রিজ লিঃ ফিলিং ষ্টেশন-২ এর শুভ উদ্বোধন

এই প্রতিষ্ঠানটি আমার নিজের জন্য তৈরী করি নাই, করেছি বেকারদের কর্মসংস্থান সৃষ্টির জন্য : আলহাজ্ব মোঃ মজিবর রহমান


হাওয়া প্রতিবেদক : বিআরবি গ্রপ অব ইন্ডাষ্টিজ লিমিটেড’র চেয়ারম্যান দেশবরণ্য সফল শিল্পপতি আলহাজ্ব মোঃ মজিবর রহমান মেধা, দক্ষতা ও সততার মাধ্যমে বিসিক শিল্পনগরীর পার্শ্বে বটতৈল নামক স্থানে আবারও গড়ে তুললেন আরেকটি প্রতিষ্ঠান এমআরএস ইাঃ লিঃ ফিলিং ষ্টেশন-২। গতকাল সোমবার সকাল ১১.৩০ টার সময় শীতের কুয়াশা ভিজা স্নিগ্ধ সকালে দেশবরণ্য সফল শিল্পপতি আলহাজ্ব মজিবর রহমান আরও একটি নতুন প্রতিষ্ঠান এমআরএস ইন্ডাঃ লিঃ ফিলিং ষ্টেশন-২ এর শুভ উদ্বোধন করেন। ১৯৭৮ সালে বিআরবি কেবল ইাঃ লিঃ গঠন করার পর থেকে এই দেশবরণ্য শিল্পপতি আলহাজ্ব মজিবর রহমান তার মেধা, দক্ষতা ও সততাকে কাজে লাগিয়ে একের পর এক গড়ে তুলেছেন একাধিক প্রতিষ্ঠান। বেকারত্ব ও কর্মসংস্থানের জন্য গড়ে তুললেন এমআরএস ফিলিং ষ্টেশন-২। এই শিশির সিক্ত সকালে ফিলিং ষ্টেশন চত্বরে

খোকসা ও কুমারখালীতে বিএনপির আলোচনা সভায় মেহেদী রুমী

দূর্বার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী মহাজোট সরকারের পতন ঘটানো হবে


স্টাফ রিপোটার : স্বৈরাচারী সরকার বিরোধী আন্দোলন আরো বেগবান করতে কুষ্টিয়ার খোকসায় বিএনপি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে খোকসা থানা বিএনপির কার্যালয়ের অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ আলী। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। তিনি বলেন, আ.লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের দ্বারাই গণতন্ত্র বারবার হুমকির মুখোমুখী হয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে তারা গণতন্ত্র হত্যা করে দেশে একদলীয় বাকশালী শাসন কায়েম করেছিল। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মহান বিজয়কে অর্থবহ করতে দলমত নির্বিশেষে সকল পেশা ও শ্রেণির মানুষকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলবে হবে। সরকারে পতনের লক্ষ্যে সকল পেশা ও শ্রেণীর

কুষ্টিয়া সরকারী কলেজে এইচএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ


স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া সরকারী কলেজে এইচএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। বোর্ড ফি’র বাইরে নানা খাতে পরিপত্রের বাইরে এসব টাকা আদায়ের সত্যতা মিলেছে। কলেজের অধ্যক্ষের নির্দেশে এসব টাকা আদায় করা হয়েছে বলে দাবী শিক্ষকদের। সুত্রমতে, কুষ্টিয়া সরকারী কলেজে এইচএসসির ফরম পূরণ শেষ হয় ২১ ডিসেম্বর। সরকারী কলেজে এইচএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তোলে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবী, জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় এবার দ্বিগুন অর্থ আদায় করা হয়েছে। এতে বিপাকে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকরা। কলেজের অর্থ বিভাগ, শিক্ষার্থী ও বোর্ড এর বিজ্ঞপ্তিতে অনুসারে জানা যায়, এইচএসসির ফরম পুরনে বিজ্ঞান বিভাগে নেয়া হয়েছে ৩ হাজার ৯’শ ৫০টাকা। অথচ বোর্ড নির্ধারিত বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে পরীক্ষার ফিস প্রতি পত্রে ৭৫ টাকা করে ৯’শ ৭৫ টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি ৫০ টাকা, সনদপত্র ফি ১’শ টাকা, ব্যবহারিক ফিস প্রতি পত্রে ৪০ টাকা করে ৩’শ ৬০ টাকা, রোভার স্কাউট ফিস ১৫ টাকা, জাতীয় শিক্ষা সপ্তাহ ফিস ৫ টাকা, কেন্দ্র ফিস ৩’শ টাকা এবং কেন্দ্র ব্যবহারিক ফিস ২’শ ২৫টাকা। সবমিলিয়ে বোর্ড ফি ২ হাজার ৩০ টাকা।  এইচএসসির ফরম

পে-স্কেলে অর্ন্তভূক্তির দাবীতে কুষ্টিয়ায় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মানববন্ধন

৩ জানুয়ারী সারাদেশে সকল বেসরকারী স্কুল, কলেজ ও মাদ্রাসার ক্লাস বর্জনের ঘোষনা

স্টাফ রিপোর্টার : বেসরকারী স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের জাতীয় পে-স্কেলে অর্ন্তভূক্তির দাবীতে কুষ্টিয়ায় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে বেসরকারী স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা অংশ নেয়। ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান কাজী আব্দুর রাজ্জাক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ রেজাউল করিম, শিক্ষক নেতা শহিদুল ইসলাম, আসাদুর রহমানা, মোঃ জাকারিয়া, অধ্যক্ষ জহুরুল ইসলাম, অধ্যাপক শফিকুল ইসলাম, শিক্ষক

বিআরবি পলিমার লিঃ এর ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


স্টাফ রিপোর্টার : বিগত বছরগুলির সুনাম এবং সফলতা ধরে রাখতে অভিজ্ঞতা, সততা এবং দক্ষতাকে কাজে লাগিয়ে আরও সমৃদ্ধি ও সফলতার দিকে এগিয়ে নিতে হবে। বিগত বছরের সুখ-দুঃখ, সুবিধা অসুবিধা সমস্যাকে সাথে নিয়ে মিলে মিশে একসাথে পথ চলেছি। পূর্বের অভিজ্ঞতা এবং স্ব-স্ব পথে দায়িত্বে নিয়োজিত সকলে সঠিকভাবে দায়িত্ব পালনের মধ্যদিয়ে এ প্রতিষ্ঠানটিকে আরও সফলতা সুনাম অর্জনে সকলকে সচেতন হয়ে কাজ করতে হবে। আপনারা মনে রাখবেন আল্লাহ পাকের ইচ্ছার বাইরে কোন কিছুই করা সম্ভব নয়। সে কারণে আপনারা আল্লাহ পাকের নির্দেশনা মেনে চলবেন। সঠিক পথে চলবেন, সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। কোন দায়িত্ব কাজে ফাঁকি দেয়া চলবে না, অপরকে ফাঁকি দিলে নিজেকেই ফাঁকিতে পড়তে হবে। গত সোমবার সকাল ৯টায়

কুষ্টিয়া জেলা যুবদলের জরুরী সভা

কুষ্টিয়া জেলা যুবদলের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহবায়ক মিরাজুল ইসলাম রিন্টু। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শহর যুবদলের সভাপতি আবু জাফর মোঃ মতিন, জেলা যুবদলের যুগ্ম আহবায় মেজবাউর রহমান পিন্টু, আল আমিন কানাই, আতাউর রহমান মিঠু, খন্দকার সামসুদ্দোহা লাল্টু প্রমুখ। সভায় আলোচনার মাধ্যমে জেলা যুবদলের সম্মেলন করার লক্ষে থানা যুবদলের সম্মেলন সম্পন্ন করার এবং জেলা যুবদলের আহবায়ক কমিটির সভার মাধ্যমে সম্মেলনের তারিখ নির্ধারণ সেই সাথে আগামী দিনের স্বৈরাচারী সরকার বিরোধী আন্দেলনে যুবদলের সকল নেতৃবৃন্দকে অংশগ্রহনের আহবান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

খোকসায় অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু

মনিরুল ইসলাম মনি, খোকসা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় আগুনে পুড়ে আমেনা খাতুন (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, উপজেলার মহিষাখোলা গ্রামে গতকাল সোমবার সন্ধ্যা ৬ টার দিকে জুবার আলীর বাড়িতে আগুন লেগে যায়। এসময় পরিবারের অন্য সদস্যরা বাইরে থাকলেও ঘরের মধ্যে আটকে যায় বৃদ্ধা আমেনা খাতুন। এসময় গ্রামবাসীরা আগুন নেভালেও পরে আমেনা খাতুনকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে থেকে শীতবস্ত্র ও নগদ টাকা দিয়ে সহায়তা করেন সদকী ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান।

কুমারখালীতে ২০ লিটার বাংলা মদ সহ ২ জন আটক


শরীফুল ইসলাম, কুমারখালী : কুষ্টিয়ার কুমারখালী থানা পুলিশের অভিযানে ২০ লিটার বাংলা মদ সহ ২ জনকে আটক করেছে। থানা অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমানের কাছে চোরাই পথে মদ নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদ আসলে এস আই রাজিব আল রশিদ এবং এ এস আই শামসুলের নেতৃত্বে সোমবার সকাল অনুমান পোনে ১০ টার দিকে একদল পুলিশ অভিযান চালিয়ে পৌর শহরের বড় মসজিদ এলাকা থেকে সেরকান্দি গ্রামের সাবানের ছেলে বাবলু (৪৪) ও মৃত হারানের ছেলে সুনিল সরকার (৫০) কে ২০ লিটার বাংলা মদ সহ আটক করে। কুমারখালী থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে, মামলা নং-১০। 

বালিয়াকান্দি চন্দনা নদীতে অবৈধ ইঞ্জিন চালিত ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলনের মহোৎসব


রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার গোহাইল বাড়ী ও পুর্ব মৌকুড়ী গ্রামে চন্দনা নদী থেকে অবৈধ ইঞ্জিন চালিত ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলনের মহোৎসব। তবে রহস্যজনক কারনে নিরব রয়েছে পানি উন্নয়ন বোর্ড সোমবার বিকালে বালিয়াকান্দি ইউনিয়নের পুর্ব মৌকুড়ি গ্রামের রহমান ডাক্তারের ঘাটে গিয়ে দেখা যায়, চন্দনা নদীতে অবৈধ ইঞ্জিন চালিত ড্রেজার দিয়ে বালু দস্যুরা বালু উত্তোলন করছে। বালু উত্তোলনের ফলে পার্শ্ববর্তী জমিতে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে।নাম না প্রকাশের শর্তে জনৈক ব্যাক্তি জানান, বালিয়াকান্দি উপজেলা পানি উন্নয়ন বোর্ডের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তাদের যোগসাজসে বালু দস্যুরা প্রায় ১মাস যাবৎ বালু উত্তোলন করছে। বালু কেটে বহরপুর ইউনিয়নের

চাপাইনবাবগঞ্জে মঞ্চ মাতিয়ে আসলেন কুষ্টিয়ার এস,এস ব্যান্ড

স্টাফ রিপোর্টার : চাপাইনবাবগঞ্জের মহারাজপুর হাইস্কুলের ৫০তম বর্ষপূতি উপলক্ষে আয়োজিত সংগীত সন্ধায় মঞ্চ মাতিয়ে আসলেন কুষ্টিয়ার ‘এস এস’ ব্যান্ড। শুক্রবার মহারাজপুর হাইস্কুল প্রঙ্গনে এই সংগীত সন্ধার আয়োজন করা হয়। স্কুল প্রঙ্গনে অবস্থিত বিশাল পরিসরের মঞ্চে বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত একটানা গান পরিবেশন করেন কুষ্টিয়ার ‘এস এস’ ব্যান্ডের শিল্পীরা। মহারাজপুর হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ইমাতয়াজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ

চুয়াডাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী ঘোরামারা ব্রিজের অদূরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ জন নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক। তাদেরকে স্থানীয় ক্লিনিক ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে আলমডাঙ্গা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী একটি যাত্রীবাহী বাস

দৌলতপুর সাব-রেজিষ্ট্রিার অফিসে অনিয়ম ও দূনীতি জেঁকে বসেছে

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সাব-রেজিষ্টার অফিসে অনিয়ম ও দূনীতি জেঁকে বসেছে, বিভিন্ন ফিসের নামে ঘুষের পরিমান দিনের পর দিন বেড়ে চলেছে। দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে অফিসটি। বিভিন্ন ফিসের নামে জমি ক্রয় বিক্রয় করতে আসা এলাকার সাধারণ মানুষের কাছ থেকে প্রতিদিন কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে অফিসের কর্মকর্তা কর্মচারীরা। সময়ের সাথে পাল্লা দিয়ে এসকল ফিস ও বেড়ে যাওয়ায় চরম ভোগান্তি পোহাচ্ছে এলাকার সাধারণ মানুষ। অনুসন্ধানে জানাগেছে দৌলতপুর সাব-রেজিষ্ট্রার অফিসে দৈনিক গড়ে ২০০ টির বেশি দলিল সম্পন্ন হয়। প্রতি দলিলে গ্রহিতাদের সরকারি ফি ছাড়াও অতিরিক্ত ৪ হাজার থেকে ৬ হাজার টাকা ঘুষ দিতে হয়। একটি সাফ কবলা দলিল করতে ২ শতাংশ জমির জন্য ১৩ হাজার টাকারও বেশি খরচ হয়। এ থেকে পরিত্রাণ

বালিয়াকান্দিতে ২ বাড়ীতে ডাকাতি : মহিলাসহ ৪জন আহত


রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা ও আলোকদিয়া গ্রামে ঘরের দরজা ভেঙ্গে রবিবার রাতে দুই বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় মহিলাসহ ৪জন আহত হয়েছে। গ্রামবাসীর প্রতিরোধের মুখে ডাকাতরা হাত বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।  বেতেঙ্গা গ্রামের বিনোদ দের ছেলে বিদ্যুৎ দে জানান, তার বাড়ীতে রাত ১টার দিকে ঘরের দরজার সিটকানী ভেঙ্গে ৩-৪জন মুখোশধারী ডাকাতদল ঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে স্বামী-স্ত্রীকে জিম্মি করে বেধে ফেলে। এসময় তারা স্বর্নালংকার ও টাকা পয়সা বের করে দিতে বলে। এতে অস্বীকৃতি জানালে দফায় দফায় বিদ্যুৎ দে (৪৩) ও তার স্ত্রী পল্লবী দে (৩৫) কে বেধড়ক লাঠি পেটা করে। মারপিটে স্ত্রী পল্লবী

৪৭ বিজিবি’র অভিযানে ১৬৭ বোতল বিদেশী মদ উদ্ধার

গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের চিলমারী, জামালপুর, বিলগাথুয়া এবং তেতুলবাড়ীর কমান্ডার সুবেদার আব্দুল হাই, হাবিলদার জসিম, নায়েব সুবেদার শাহাদত এবং হাবিলদার তৈয়ব এর নেতৃতে ০৪টি টহল দল ২১ ডিসেম্বর ২০১৪ তারিখ রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৬৭ বোতল বিদেশী মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো ধ্বংসের নিমিত্তে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

বালিয়াকান্দি-মধুখালী সড়কের খোর্দ্দমেগচামীতে সরকারী রাস্তার পাকুর গাছ কর্তন

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি-মধুখালী সড়কের উপজেলার বালিয়াকান্দি ইউনিয়নের খোর্দ্দমেগচামীতে সরকারী রাস্তার একটি পাকুর গাছ ২৩ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে। তবে প্রকাশ্য দিবালোকে সরকারী এ গাছ কাটার মহোৎসব চললেও কতৃপক্ষ রয়েছে রহস্যজনক নিরব। সোমবার দুপুরে সরেজমিন খোর্দ্দমেগচামী গ্রামে গিয়ে দেখা যায়, সড়কে ব্রীজ নির্মানের ঠিকাদার পুরাতন ব্রীজ ভেঙ্গে কাজ শুরু করেছে। পাশেই থাকা একটি পাকুর গাছ ৫-৬জন কাঠুরিয়া কাটছে। তাদের কাছে জিজ্ঞাসা করলে তারা জানায়, গাছটি ২৩ হাজার টাকায় ক্রয় করেছে। তবে কার কাছ থেকে ক্রয় করেছে বা কে ক্রয় করেছে জানতে চাইলে জানাতে অপারগতা প্রকাশ করে। তবে দুইদিন ধরে গাছ কাটা হচ্ছে বলে জানান। গাছের মুল্য স্থানীয় ঈদগাহে ব্যায় করা হবে। এব্যাপারে উপজেলা প্রকৌশলী আঃ ওয়াদুদ জানান, গাছ কাটা সম্পর্কে আমার জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখছি।