বুধবার, এপ্রিল ২৪, ২০১৩

কুষ্টিয়ার সাংবাদিক ইউনিয়নের নব গঠিত সভাপতি ও সাধারন সম্পাদকের অভিনন্দন

                                                                                                                                                 কুষ্টিয়ার মাইটিভির জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু ও ইসলামী টিভির জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুকুলকে সাধারন সম্পাদক হওয়ায় অভিনিন্দন জানিয়েছেন দৈনিক দেশভূমির সাংবাদিক আমিনুল ইসলাম নাঈম, দৈনিক আলোর জগতের ব্যুরোচীপ মহাম্মদ রফিক, হরিনারায়ণপুর থেকে দৈনিক হাওয়ার সাংবাদিক মনোয়ার হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

হরতাল সমর্থনে কুষ্টিয়া জেলা বিএনপির মিছিল সমাবেশ

নির্দলীয় তত্ববধায়ক সরকারের দাবী যতক্ষন না মানা হবে ততক্ষণ 

আন্দোলন চলবে : সৈয়দ মেহেদী আহমেদ রুমী

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় হরতালের সমর্থনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বসান বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর নেতৃত্বে জেলা বিএনপি মিছিল করে। সকাল সাড়ে ৮ টায় হরতালের ১ম দিনে জেলা বিএনপির কার্যালয় থেকে হরতালের সমর্থনে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা বিএনপির কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, যতক্ষন পর্যন্ত নির্দলীয় তত্ববধায়ক সরকারের দাবী মানা না হবে ততক্ষণ আন্দোলন চলবে। তিনি বলেন, একদলীয় শাসন

মঙ্গলবার, এপ্রিল ০৯, ২০১৩

হরতাল সমর্থনে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিএনপিকে উৎখাত করতেই কেন্দ্রীয় নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে : সৈয়দ মেহেদী আহমেদ রুমী



স্টাফ রিপোর্টার : বিএনপির কেন্দ্রীয় নেতাদের মিথ্যা মামলায় কারাগারের পাঠানোর প্রতিবাদে ও তত্বাবধায়ক সরকারের দাবীতে আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার ৪৮ ঘন্টার হরতাল সমর্থনে কুষ্টিয়া জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল সন্ধ্যায় বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ে থেকে শুরু হয়ে

সদ্য কারামুক্তি ছাত্রদল ও যুবদল নেতাদের সংবর্ধনায় মেহেদী রুমী


ষ্টাফ রিপোর্টার : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বসান বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেছেন, বর্তমান সরকার পুলিশ বাহিনীকে ব্যাবহার করে বিরোধী দলীয় নেতা কর্মীদের উপর নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করছে। হামলা মামলা ও জেল জুলম দিয়ে তারা বিরোধীদলের আন্দোলন দমাতে পারবে না বরং এতে করে সরকার বিরোধী আন্দোলন আরো বেগবান হবে। তিনি বলেন, বর্তমান সরকার নিজেদের দোষ ঢাকতে বিরোধীদলীয় নেতা কর্মীদের উপর হামলা মামলা করছে। গতকাল সকালে জেলা বিএনপির কার্যালয়ে শহর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ম্যাক, শহর যুবদল নেতা শামীম আহমেদ মাইকেল, পান্না খান ও রোমান হোসেনের

কুষ্টিয়ায় হেফাযতে ইসলামের মিছিলে পুলিশের লাঠিচার্জ : আহত-৭

আব্দুম মুনিব : কুষ্টিয়ায় হেফাযতে ইসলামের মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে। এসময় পুলিশের লাঠিচার্জে আহত হয়েছে হেফাযতে ইসলামের অন্তত ৭ জন কর্মী। এসময় হেফাজতে ইসলামের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুফতি আব্দুল হামিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। অবশ্য গ্রেপ্তারের ৫ ঘন্টা মুফতি আব্দুল হামিদকে ছেড়ে দেওয়া হয়। গতকাল সোমবার সকালে হেফাযতে ইসলামের নেতা কর্মীরা কুষ্টিয়া শহরের মজমপুর গেট থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করতে গেলে পুলিশ তাতে বাধা প্রদান করে এবং লাঠিচার্জ করে । এসময় খোরশেদ আহমেদ (৬৫), আবুল কাশেম (৪৫), আবুল কালাম (৪০), হুজায়ফা (৩০), রবিউল আউয়াল (২৫), মুস্তাকিম (২১), আব্দুল হালিম মাহমুদ (২৪)সহ হেফাজতে ইসলামের ৭ কর্মী আহত হয়। হেফাযতে ইসলামের নেতৃৃন্দের জানান, দলের নেতৃবৃন্দ শান্তিপূর্ণভাবে মিছিল করতে গেলে পুলিশ তাদের নেতাকর্মীদের

জেলা আইনশৃংখলা কমিটির সভায় সৈয়দ বেলাল হোসেন


স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেছেন, জেলার আইনশৃংখলা নিয়ন্ত্রণে রাখতে যে কোন নাশকতা ও স্বাধীনতা বিরোধী অপশক্তিকে কঠোর হস্তে দমন করা হবে। সাধারণ মানুষের ধর্মভীরুতাকে কাজে লাগিয়ে সমাজে বিভ্রান্তিকর বিশংখলা সৃষ্টি করতে দেয়া হ্েবনা। ধর্মীয় উম্মাদনা সৃষ্টিকারীদের প্রতিরোধে ও তাদের অপতৎপরতাকে মোকাবেলা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। এদেশ আমার আপনার সবার। দেশ রক্ষায় ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবেলা করার উদ্যোগ

কুষ্টিয়ায় হরতাল ভেঙ্গে গণজাগরণ মঞ্চের পতাকা মিছিল


ডেস্ক রিপোর্ট : কুষ্টিয়া গণজাগরণ মঞ্চের উদ্যোগে গতকাল হেফাজতে ইসলামের হরতাল ভেঙ্গে শহরে বিশাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কুষ্টিয়া শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে রাম রতন শাহ আলম চত্বর থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বীর মুক্তিযোদ্ধা জাহিদ রুমী স্কোয়ারে সমাবেশ অনুষ্ঠিত হয়। গণজাগরণ মঞ্চ, কুষ্টিয়ার আহ্বায়ক জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নাছিম উদ্দিন আহম্মেদ, আহ্বায়ক (সংস্কৃতি) জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক আমিরুল ইসলামের নেতৃত্বে পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন। গণজাগরণ মঞ্চের সাথে একাত্মতা ঘোষণা করে এই মিছিলে অংশগ্রহণ করেন জেলা জাসদের যুগ্ম সাধারন সম্পাদক জিল্লুর রহমান, জেলা বাসদের সমন্বয়ক কমরেড

কুমারখালীতে হরতাল সমর্থনে মিছিলে পুলিশি বাধা


কুমারখারী প্রতিনিধি : ১৮ দলীয় জোট’র কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে গতকাল বিকেল ৫ টায় হরতালের সমর্থনে থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দলীয় কার্যালয় হতে মিছিল বের করে পৌর শহরে ঢোকার আগেই রেলগেটে পুলিশের বাধার মুখে পড়ে এবং সেখানেই বিক্ষোভ সমাবেশ করে। বিকালে বিএনপি’র দলীয় কার্যালয় হতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বিপুল সংখ্যাক নেতাকর্মী নিয়ে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিল টি কুমারখালী রেল ক্রসিং এ পৌছালে পুলিশ গেট আটকে দিয়ে মিছিলটি’র গতিরোধ করলে সেখানেই থানা বিএনপি’র সিনিয়র সহসভাপতি এ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ মিয়ার সভাপতিত্বে থানা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কুতুবুল

ডা: শরিফুলের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করেছে জেলা স্বেচ্ছাসেবক দল

পেস বিজ্ঞপ্তি : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক এ্যাডভোকেট শামিম উল হাসান অপু, যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম আসাদ, আমীর বাদশা, হাফিজুর রহমান বাবু, আলমগীর হোসেন ও ইস্তেকবাল চয়ন এক বিবৃতিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুষ্টিয়া জেলা শাখার সদস্য ও কুমারখালী

ভেড়ামারায় সন্ত্রাসী হামলা : বসতবাড়ী ভাংচুর লুটপাট : আহত- ১


মনির উদ্দিন মনির : কুষ্টিয়ার ভেড়ামারায় জমি থেকে উচ্ছেদ করতে সংঘবদ্ধ সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে বসতবাড়ি ভাংচুর ও লুটপাট করেছে। এসময় বাধা দিতে গেলে গুরুত্বর আহত হন গৃহবধু আরিফা খাতুন (২৫)। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া গ্রামে। এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। লিখিত অভিযোগে জানা গেছে, জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া গ্রামের আব্দুল মান্নানের পুত্র আবুল কালাম আজাদ’র বাড়ীতে সন্ত্রাসী হামলা চালায় পাশ্ববর্তী আব্দুল জলিল, সাজেদুল ও করিম গং রা। এসময় সন্ত্রাসীরা বসতবাড়ী ভাংচুর করে গৃহবধু আরিফা খাতুন কে মারপিট করে . তার কাছে থাকা স্বর্নের দুল,

ভেড়ামারায় সোলাইমান শাহ্ (রঃ)’র মাজার শরীফে ৩দিন ব্যাপী ওরশ মোবারক


মনির উদ্দিন মনির : আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে আধ্যাত্মিক সাধক পুরুষ হযরত সোলাইমান শাহ্ চিশতী (রঃ) মাজারের ৩ দিনব্যাপী ওরশ মোবারক। এবছর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হবে। দেশ বিদেশের লাখ লাখ ভক্ত ওরশ মোবারকে অংশগ্রহণ করার লক্ষে ইতোমধ্যেই গোলাপনগরে আসতে শুরু করেছে। তিন স্তরের নিরাপত্তা বেষ্ঠনীর মধ্যে দিয়ে সুষ্ঠু সুন্দর পরিবেশে ওরশ মোবারক সর্ম্পন্ন করার লক্ষে ইতোমধ্যেই সকল প্রস্তুতি শেষ করেছে স্থানীয় প্রশাসন ও মাজার পরিচালনা কমিটি। প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠান লাখো ভক্ত আশেকানদের মিলন মেলায় পরিণত হবে বলে ধারন করা হচ্ছে। ১৯৭১ সালের ১২ এপ্রিল মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাক হানাদারদের

সোমবার, এপ্রিল ০৮, ২০১৩

ওমরা পালন শেষে লন্ডন ফিরে গেলেন তারেক রহমান


হাওয়া ডেস্ক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ১ থেকে ৭ এপ্রিল সাত দিনের সৌদি আরবে ওমরা পালনের সফর শেষে গতকাল লন্ডন ফিরে গেছেন। এ সময় তার সাথে স্ত্রী জুবাইদা রহমান ও তার মেয়ে জাইমা রহমান ছিলেন। এর আগে মক্কা ও মদিনায় ওমরার আনুষ্ঠানিকতা শেষ করে সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিবের সভাপতিত্বে জেদ্দার হলিডে-ইন হোটেলের বল রুমে বিএনপির প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন তারেক রহমান। তার বক্তব্যে ২০০৭ সালে ফখরুদ্দীন মইনউদ্দিন সরকারের আমলে তার ও তার পরিবারের ওপর বিভিন্ন নির্যাতনের কথা তুলে ধরেন। একই সাথে

চরমপন্থী নেতার নাম ভাঙ্গিয়ে কুষ্টিয়া এলজিইডিতে ২ কোটি টাকার টেন্ডারবাজি

ষ্টাফ রিপোর্টার : চরমপন্থী ও সন্ত্রাসীদের নাম ব্যবহার করে কুষ্টিয়া এলজিইডিতে টেন্ডারবাজরা আবারও বেপরোয়া ভাবে শুরু করেছে টেন্ডারবাজি। কুষ্টিয়ায় টেন্ডারলীগ খ্যাত চরমপন্থী কানেক্টেড কথিত ঠিকাদার গত ২৮ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার খোর্দ আইল চারা হাট-পাটিকাবাড়ী ইউপি রোড ভায়া সিদুর ঘাট ও মাজিলা হাট রাস্তায় সাগরখালী খালের উপর ৩৮০ মি. চেইনেজ ৫১.০৬ মিটার গাডার ব্রীজ নির্মাণের টেন্ডার ভাগাভাগি করে নিয়েছে। ভারতে অবস্থিত চরমপন্থীর নাম ব্যবহার করে জনমনে আতংক সৃষ্টি করে প্রকৃত ঠিকাদারদের সিডিউল খরিদ থেকে বিরত রেখেছে টেন্ডারবাজ চক্রটি। সড়ক জনপথ, পানি উন্নয়ন বোডের পর এবার সন্ত্রাসী গডফাদারদের চোখ পড়েছে এলজিইডিতে। শুধু তাই নয় নির্দিষ্ট ঠিকাদারের লাইসেন্স এবং তার দাখিলকৃত আরও দু’টি সাপোর্টিং লাইসেন্স ব্যতিত আর কোন লাইসেন্সের বিপরীতে কোন সিডিউল টেন্ডারবাক্সে ফেলতে দেওয়া হয়নি। এই কাজের অনুকুলে ৬টি সিডিউল বিক্রি হলেও শুধুমাত্র নির্দিষ্ট ঠিকাদার ব্যতিত আর কোন সিউিল ফেলতে

কুমারখালী ঐতিহ্যবাহী পশুহাটের জায়গা দিন দিন বেদখলে যাচ্ছে

কুমারখালী প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী পৌরসভাস্থ ঐতিহ্যবাহী পশুহাটের যায়গা দিনদিন বেদখলে হয়ে যাচ্ছে। ইতিমধ্যে বাড়ি, দোকানসহ বিভিন্ন স্থাপনা করে দখল হয়ে গেছে। গতকাল স্থানীয় একটি মহল নিজ নামীয় জমির মালিক বলে অবৈধভাবে ট্রলিতে বালি এনে সরকারি জমি ভরাট করতে থাকে। এ সংবাদ প্রশাসন পেলে কুমারখালী সহকারী কমিশার (ভূমি) মোঃ আরিফ উজ জামান ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা দেখতে পায় এবং তাৎক্ষণিক পুলিশের সহায়তায় সরকারি জায়গায় বালি ভরাট বন্ধ করে অবৈধ ট্রলি জব্দের নির্দেশ দেন।

দৌলতপুরে অসুস্থ গরুর মাংস বিক্রয়ের অভিযোগে ২ কসাইয়ের কারাদন্ড

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অসুস্থ গরুর মাংস বিক্রয়ের অভিযোগে ২ কসাইকে ৬ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে উপজেলার তারাগুনিয়া বাজারে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কুমার মন্ডলের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ কারাদন্ড দেয়।
পুলিশ জানায়, উপজেলার কৈপাল গ্রামের নফের মিয়ার ছেলে আব্দুল মান্নান (৩৫) ও তারাগুনিয়া গ্রামের দানেজ আলীর ছেলে আনিরুল ইসলাম (২২) নামে দুই কসাই অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রয় করার সময় তারাগুনিয়া বাজার থেকে পুলিশ তাদের আটক করে। পরে ভ্রাম্যমান আদালত তাদের ৬ মাস করে কারাদণ্ড প্রদান করে। এ সময় আদালত তাদের কাছ থেকে আটক করা মাংস মাটির নীচে পুঁেত ফেলেন। অপরদিকে একইদিন দুপরে মাদাপুর গ্রামের তেতুল মন্ডলের

কুমারখালীতে নিজ রাইফেলের গুলিতে আনসার সদস্য নিহত


ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়া কুমারখালী উপজেলার চৌরঙ্গী পুলিশ ক্যাম্পের আনসার সদস্য হায়দার আলী (৫০) কর্তব্যরত অবস্থায় বাথরুমের ভিতর নিজ রাইফেলের গুলিতে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সকাল দশটায়।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ আলী নওয়াজ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, গতকাল রোববার বেলা সোয়া দশটার দিকে চৌরঙ্গী ক্যাম্পের দায়িত্ব পালনকালে হায়দার আলী’র ব্যবহৃত নিজ রাইফেলের গুলি তার পেটে বিদ্ধ হয়। তাৎক্ষনিক হায়দারকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। চৌরঙ্গী পুলিশ ক্যাম্পের অপর এক সদস্য সিপাহি গোলাম মোস্তফা জানান, আমরা সবাই টিভি রুমে ছিলাম। এসময় পারিবারিক

আজকের হরতাল পালন করতে কুষ্টিয়া হেফাজতে ইসলামের আহবান

 ষ্টাফ রিপোটার ঃ মহানবী হযরত মোহাম্মাদ (সাঃ) এর শানে অশ্লিল ভাষায় কুৎসা রটনাকারী ব্লগার ও ইসলাম বিদ্বেষী নাস্তিকদের কঠোর শাস্তি ও হেফাজতে ইসলামের ১৩ দফা দাবী বাস্তবায়নের জন্য আহুত আজকের হরতাল পালন করার জন্য আহবান জানিয়েছেন হেফাজতে ইসলাম কুষ্টিয়া জেলা শাখা। এক বিবৃতিতে হেফাজতে ইসলাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুফতি আব্দুল হামিদ ও সেক্রেটারী ইব্রাহীম হোসাইন কাসেমী

খোকসায় আগুনে পুড়ে সর্বস্ব হারানো মানুষদের পাশে সৈয়দ মেহেদী আহমেদ রুমী


মনিরুল ইসলাম মনি, খোকসা : কুষ্টিয়ার খোকসায় আগুনে পুড়ে যাওয়া ৬ পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেত এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।  উল্লেখ্য গত ৫ এপ্রিলে উপজেলা শিমুলিয়া ইউনিয়নের বি-মির্জাপুর গ্রামের দরিদ্র কৃষক তোয়াক্কেল মোল্লা, সোহাগ মুনসী, জিয়াউর রহমান, লাল্টু শেখ, শফিক শেখ ও রফিক শেখের বসতবাড়ি ও টাকা পয়সা পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এ ঘটনা শুনে সৈয়দ মেহেদী আহমেদ রুমী, খোকসা উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ আলী, পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন খানসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ মানবেতর জীবন-যাপন করা এসকল পরিবারের

রবিবার, এপ্রিল ০৭, ২০১৩

খোকসায় জানিপুর ইউনিয়ন বিএনপির বিশাল সমাবেশ


বর্তমান সরকার দেশকে বিভক্ত করে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে : সৈয়দ মেহেদী আহমেদ রুমী

আব্দুম মুনিব/মনিরুল ইসলাম মনি : খোকসার জানিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে একতারপুর সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জমকালো মোটর সাইকেল শোডাউন ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরুতেই অনুষ্ঠানের বৈচিত্রতা লক্ষ করা গেছে। বিশেষ করে ছাত্রদলের প্রতিটি ইউনিয়নের কর্মীদের সরব উপস্থিতি ও তাদের চাঞ্চলতা আরো পরিপূর্ণতা করেছে। হিন্দু অধ্যুষিত ইউনিয়নটিতে সমাবেশে

মজমপুরে বন্ধুদের গুলিতে আহত যুবক


ওয়ান সুটার গান ৩ রাউন্ড গুলি চাপাতিসহ আটক ৬

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় বন্ধুদের ছোঁড়া গুলিতে সবুজ(১৭) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। আহত সবুজ কুষ্টিয়া সদর উপজেলার উত্তর বাড়াদী এলাকার আলতাফ হোসেনের ছেলে। শনিবার বিকেলে শহরের মজমপুর এলাকার ফয়সাল টাওয়ারের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ বন্ধুকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো বারাদি উত্তরপাড়ার মুসা হোসেনের ছেলে সুমন ওরফে গুরু সুমন (২২), আব্দুল খালেকের ছেলে শোহানুর রহমান (১৮), মঙ্গলবাড়িয়ার আইন উদ্দিন বিশ্বাসের ছেলে আহসানুল হক শিশির (১৮), মঈনুদ্দিনের ছেলে তুষার (১৮), দহকুলার আনোয়ার হোসেনের ছেলে আমির হোসেন ওরফে আকাশ (১৮), কালিশংকরপুরের মিয়ার ছেলে আব্দুর রহমান পাপ্পু (২২). তাদের কাছ থেকে সবুজ গুলিবৃদ্ধ হওয়ার ঘটনায় ব্যবহৃত একটি

কুষ্টিয়ার নিরুত্তাপ হরতালে জীবনযাত্রা ছিলো স্বাভাবিক

ষ্টাফ রিপোটার : হেফাজতে ইসলামের লংমার্চ ঠেকাতে ঘাতক দালাল নির্মূল কমিটি (ঘাদানিক) সহ কয়েকটি সংগঠনের ডাকা গতকালের সকাল সন্ধ্যা হরতালে কুষ্টিয়ার জীবনযাত্রা ছিলো অনেকটা স্বাভাবিক। সকালে হরতাল সমর্থনে শহরে ক্ষুদ্র মিছিল বের করা ছাড়া অন্য কোন কর্মকান্ড চোখে পরেনি। গতকাল সকাল থেকেই শহরের কয়েকটি দোকান বন্ধ ছাড়া প্রায় সকল দোকানপাট ছিলো খোলা। অন্যান্য দিনের মত শহরের এনএস

খোকসায় তাশ খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ : বাড়ি ভাঙচুর লুটপাট

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার খোকসায় তাশ খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও দোকান লুটপাটের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার উপজেলার ওসমানপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয় এলকাবাসি ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ৪টায় সময় সাবেক সেনা সদস্য মিরাজ এর ভাই লিয়াকত, ভাতিজা রাজু, সবা, মিরাজ ও প্রতিবেশী শওকত স্থানীয় লিচু বাগানে তাশ খেলছিল। তাশ খেলার এক পর্যায়ে লিয়াকতসহ অন্যরা শওকতকে এলোপাথারী ভাবে মারতে থাকে। শওকতকে বাঁচাতে চাচত ভাই মনোয়ার এগিয়ে গেলে তারা তাকেও মারপিট শুরু করে। এক পর্যায়ে সাবেক সেনা সদস্য মিরাজ তার সন্ত্রাসী বাহিনী ও ধারালো অস্ত্র নিয়ে মনোয়ারের বাড়িত হামলা চালায়। এ সময় মনোয়ারকে বাড়িতে না পেয়ে তার বাড়ি ও দোকান ভাঙচুর করে এবং নগদ প্রায় ২২ হাজার টাকা লুট করে নিয়ে যায়।  এ ঘটনায় দরীদ্র মনোয়াকে হয়রানী করতে সাবেক এ সেনা সদস্য’র ভাজিতা মাসুদ আলী বাদি হয়ে ৫ জনকে আসামী করে খোকসা থানায় একটি মামলা দায়ের করেছেন। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্রনাথ

মিরপুরে আওয়ামী লীগ নেতা অপহরণ

মিরপুর প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে মাসুম আলী নামের এক আওয়ামীলীগ নেতা অপহরন হয়েছে। শনিবার সকালে উপজেলার বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মাসুম আলীকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়েছে। মাসুম আলীর চাচা মতিয়ার রহমান জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি ও মাসুম একই মোটরসাইকেলে স্থানীয় পান হাটে যাওয়ার সময় দুটি মোটরসাইকেল নিয়ে আসা

কুষ্টিয়ায় বাসার ক্রিকেট কেয়ার ৫ উইকেটে জয়ী

ষ্টাফ রিপোর্টার : ওয়ালটন বাংলাদেশ এর সহযোগিতায় কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও পরিচালনায় কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে চলছে ওয়ালটন টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট-২০১৩। গতকাল বাসার ক্রিকেট কেয়ার গ্লাডিওয়ার্স একাডেমি ৫ উইকেটে ফ্রেন্ডস ওয়ারীআর্সকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ফ্রেন্ডস ওয়ারীআর্স। নির্ধারিত ২০ ওভারের খেলায় তারা ১৪০ রান সংগ্রহ করে। জবাবে বাসার

কুষ্টিয়ায় ১৩’শ বোতল ফেনসিডিল উদ্ধার

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় র‌্যাবের-১২’র অভিযানে ১৩’শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে জেলার দৌলতপুর থানার ফিলিপনগর গ্রামস্থ লাল চাঁনের চরে কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিত্বে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ক্যাপ্টেন মোসাদ্দেক ইবনে মুজিব এর নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান পরিচালনা

শনিবার, এপ্রিল ০৬, ২০১৩

সারা পৃথিবীতে চলছে ক্রিকেটের সুবর্ণ সময় : সৈয়দ বেলাল হোসেন


ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেছেন, ক্রিকেট আজ শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সকলদেশকে দখল করে নিয়েছে। সারা পৃথিবীতে চলছে ক্রিকেটের সুবর্ণ সময়। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন, তখনই এদেশের বুকে ক্রিকেটের জয়যাত্রা শুরু হয়। তিনি বলেন, আমাদের দেশে ক্রিকেটের ক্ষেত্রে ঐতিহাসিক বিপ্লবী পরিবর্তন আনার চেষ্টা চলছে। প্রতিটি বিভাগ ও জেলায় নিয়মিত ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। আর এর থেকে পিছিয়ে নেই কুষ্টিয়া জেলা। তিনি আরো বলেন, একজন কৃতি খেলোয়াড় দেশের রাষ্ট্রদূর্তের সমান কাজ করে। খেলোয়াড়রা অতি সহজেই নিজেকে এবং দেশকে, বিদেশের নিকট পরিচিত করাতে পারে। দেশের জন্য অতি সহজেই সুনাম বয়ে আনতে পারে খেলোয়াড়রা। তাই জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। জেলা প্রশাসক বলেন, কুষ্টিয়ার ক্রীড়াঙ্গনের যথেষ্ট ইতিহাস ও ঐতিহ্য আছে। হাবিবুল বাশার সুমনের মতো কৃতি খেলোয়াড় জন্ম হয়েছে এই কুষ্টিয়ার মাটিতে। তাই আমি মনেকরি ক্রিকেটের ক্ষেত্রে কুষ্টিয়া হচ্ছে একটি গর্বিত জেলা। ওয়ালটন টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট-২০১৩ কুষ্টিয়াতে আয়োজন করায় আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি। গতকাল সকালে কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে ওয়ালটন টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট-২০১৩ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন এসব কথা বলেন। কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার

হারিয়ে যেতে বসেছে খোকসার মুড়িগ্রামের ঐতিহ্য


ভাগ্যের পরিবর্তনে হাজারো বাধাকেই চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন বলে জানালেন অবহেলিত নারীরা। একসময় জৌলুষের অলংকারের আবদ্ধ ছিলো মুড়িগ্রাম। গ্রামের নাম মাছুয়াঘাটা হলেও লোকেরা মুড়িগ্রাম হিসেবেই চেনেন গ্রামটিকে। সারাবছরই চলে মুড়িভাজার কাজ। শীত, বর্ষা কিংবা প্রচন্ড দাবদাহেও বিরাম নেই বালেন, ঝাঁঝড়, চুলাসহ মুড়িভাজায় নিয়োজিত নারীদের। মুড়িগ্রামের কথা জানাচ্ছেন আমাদের নিজস্ব প্রতিবেদক মনিরুল ইসলাম মনি।
হাজারো বাধা আর প্রতিকূলতা ভেদ করে দারিদ্রের সাথে সংগ্রাম করে মুড়ি ভাজছে কুষ্টিয়ার খোকসার মুড়িগ্রামের নারীরা। ক্রমেই হারিয়ে যেতে বসেছে উপজেলার মাছুয়াঘাটার মুড়িগ্রামের ঐতিহ্য।
সরেজমিনে উপজেলার জানিপুর ইউনিয়নের হিন্দু অধ্যুষিত এলাকার মাছুয়াঘাটার মুড়িগ্রামের গিয়ে দেখা যায় নারীদের কঠোর সংগ্রামের চিত্র। ভাগ্যের পরিবর্তনে এরা হাজারো বাধাকেই চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন বলে জানালেন অবহেলিত এসব নারীরা। একসময় জৌলুষের অলংকারের আবদ্ধ ছিলো মুড়িগ্রাম। গ্রামের নাম মাছুয়াঘাটা হলেও লোকেরা মুড়িগ্রাম হিসেবেই চেনেন গ্রামটিকে। সারাবছরই চলে মুড়িভাজার কাজ। শীত, বর্ষা কিংবা