বুধবার, এপ্রিল ২৪, ২০১৩

হরতাল সমর্থনে কুষ্টিয়া জেলা বিএনপির মিছিল সমাবেশ

নির্দলীয় তত্ববধায়ক সরকারের দাবী যতক্ষন না মানা হবে ততক্ষণ 

আন্দোলন চলবে : সৈয়দ মেহেদী আহমেদ রুমী

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় হরতালের সমর্থনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বসান বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর নেতৃত্বে জেলা বিএনপি মিছিল করে। সকাল সাড়ে ৮ টায় হরতালের ১ম দিনে জেলা বিএনপির কার্যালয় থেকে হরতালের সমর্থনে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা বিএনপির কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, যতক্ষন পর্যন্ত নির্দলীয় তত্ববধায়ক সরকারের দাবী মানা না হবে ততক্ষণ আন্দোলন চলবে। তিনি বলেন, একদলীয় শাসন
প্রতিষ্ঠার লক্ষে মহাজোট সরকার বিএনপিকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে কেন্দ্রিয় নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। বর্তমান স্বৈরাচারী সরকার মানুষের গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্থ করছে। তিনি বলেন, দেশ নেত্রী খালেদা জিয়ার আহবানে বিএনপি তত্বাবধায়ক সরকার পূর্নবহালের দাবীতে আন্দোলন সংগ্রাম চলছে দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান হেলাল, সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, যুগ্ম সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ, এমএ শামীম আরজু, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামীম উল হাসান অপু, সামসুজ্জাহিদ, সমাজ কল্যাণ সম্পাদক গাজী গোলজার হোসেন গোলো, ত্রান ও পুনর্বসান বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মানু, ক্রিড়া সম্পাদক আল আমিন কানাই, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মঈদ বাবুল, সহ-প্রচার সম্পাদক খান এ করিম ওকুল, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হাকিম মাসুদ, শহর যুবদলের সভাপতি আব্দুল মতিন, সহ-সভাপতি প্রকৌশলী আশরাফ আলী, সাধারণ সম্পাদক মঞ্জুরুল হাসান কুটি, যুগ্ম সম্পাদক ফয়সাল হাসান খালিদ, সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত, শহর যুব নেতা আব্দুর রশিদ মালু, আল আমিন শাহীন, যুব নেতা খন্দকার সামসুদ্দোহা লাল্টু, সরকারী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান বাপ্পী, শহর ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান মিথুন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ম্যাক প্রমুখ।
এদিকে বিএনপির জাতীয় জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি মজমপুর এলাকার বিভিন্ন স্থানে প্রদক্ষিন করে। পরে তিনি সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন। এছাড়াও তিনি কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে হরতাল সমর্থনে নেতা-কর্মীদের নিয়ে খন্ড মিছিল বের করেন এবং মজমপুর গেটে অবস্থান নেন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এসএম ওমর ফারুক, যোগাযোগ সম্পাদক হাজী রবিউল আউয়াল, জেলা ছাত্রদলের আহবায়ক কামাল উদ্দিন প্রমুখ।
অপরদিকে বড় বাজার এলাকায় হরতালের সমর্থনে খন্ড খন্ড মিছিল ও পিকেটিং হয়েছে। এসময় উপস্থিত ছিলেন শহর বিএনপির সাধারণ বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ, ১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী রবিউল ইসলাম, ৯নং নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান মুক্তার, সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম টোকন, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জালাল মোল্লা, হাসান রাজ্জাক রাজু, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফিজুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শওকত হাসান বুলবুল, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান মানু, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিউর রহমান টিটু, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রজ্জাক লেবু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদসহ অনেকে
হরতালের ১ম দিন কুষ্টিয়া থেকে কোন প্রকার দুরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি। শহরের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান অধিকাংশই বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন পয়েন্টে ব্যাপক পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন