সোমবার, জুলাই ১৪, ২০১৪

কুষ্টিয়ায় জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রমজান মাসেও হত্যা জুলুম নির্যাতন থেমে নেই : আব্দুল ওয়াহিদ

ঈদের পরে সরকার পতল আন্দোলন : সৈয়দ মেহেদী আহমেদ রুমী

হাওয়া প্রতিবেদক : কুষ্টিয়ায় জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে কুষ্টিয়া শহরের কারামায় হোটেলে সুধীবৃন্দের সম্মানে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জামায়াতের জেলা ভারপ্রাপ্ত আমীর অধ্যক্ষ একে এম আলী মুহসীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রিয় নেতা কুষ্টিয়া-যশোরের আঞ্চলিক দায়িত্ব সাবেক এমপি আব্দুল ওয়াহিদ। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনবার্সন বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ
মেহেদী আহমেদ রুমী। জামায়াতের কুষ্টিয়া জেলা সেক্রেটারী অধ্যাপক আবুল হাশেম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা জামায়াতের নায়েবে আমীর ফরহাদ হুসাইন, শহর বিএনপির সভাপতি হাফিজুর রহমান হেলাল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, শহর বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল ওয়াহিদ বলেন, রমজান মাস তাকওয়া অর্জনের মাস। এ মাসে সকল অপকর্ম থেকে বিরত থাকবে এটাই রোজার শিক্ষা। কিন্তু এ রমজান মাসেও হত্যা জুলুম নির্যাতন থেমে নেই। ফিলিস্তীনী মুসলমানদের পাখির মত গুলি করে হত্যা করা হচ্ছে। অথচ সারা বিশ্ব নির্বাক।  প্রধান বক্তা সৈয়দ মেহেদী রুমী বলেন, এ সরকার জুলুম নির্যাতনে সীমা অতিক্রম করেছে। জাতীয়তাবাদী ও ইসলামী মুল্যবোধ ও গণতন্ত্রের কথা বলায় আমাদের অপরাধ। ২০ দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা মামলা চালিয়ে

কুষ্টিয়া শহর ১২ নং ছাত্রদলের উদ্যেগে আলোচনা সভা ও ইফতার

স্টাফ রিপোটার : কুষ্টিয়া শহর ১২ নং ছাত্রদলের উদ্যেগে আলোচনাসভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহরের হরিশংকরপুড়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহর ছাত্রদলের সহসভাপতি নিয়ামত উল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মুইদ বাবুল। প্রধান বক্তা ছ
িলেন শহর ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান মিথুন, বিশেষ বক্তা ছিলেন শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রিংকু। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, ১২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তালেব, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক গোলাম হাফিজ পিপুল, সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান বাপ্পী, সদর থানা ছাত্রদলের আহবায়ক আব্দুল আওয়াল বাদশা, সরকারী কলেজ ছাত্রদলের সহ সভাপতি শামীম পিটু। এসময় আরো উপস্থিত ছিলেন সরকারী কলেজ ছাত্রদলের সহ সভাপতি রবিউল ইসলাম, যুগ্ম সম্পাদক নাহিদুল রইসলাম রুপল, ইবি ছাত্রদলের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শাহরিয়র ফয়সাল মিশুক, শহর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাগির কোরাইশি, সহ সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম অনিক, অর্থ সম্পাদক

মিরপুরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার ॥ মিরপুরে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে। রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত আমলা বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪২ ধারায় ফল ব্যবসায়ী আবু দাউদের ৫ হাজার টাকা, খয়েরপুর বাজারের দন্ডবিধি ২৭৩ ধারায় ভাই ভাই ফল ভান্ডারের মালিক সিরাজুল ইসলামকে ১ হাজার টাকা, মিরপুর বাসষ্ট্যান্ড বাজারে উজির ষ্টোরের মালিক উজির আলীকে ১ হাজার টাকা জরিমান আদায় করেন। এ ছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজাম মুনিরার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত আমলা বাজারে অভিযান চালিয়ে বুকের দুধের বিকল্প অধ্যাদেশ আইনে সাইদুল ইসলামের ২শ’ টাকা, দন্ডবিধির ২৭৩ ধারায় নজরুল ইসলামের ৫শ’ টাকা, জহুরুল ইসলামের ১ হাজার টাকা, খয়েরপুর বাজারে হোটের ব্যবসায়ী জামাল হোসেনের ৩শ’ টাকা এবং ধুমপান তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ)

কুষ্টিয়ার বিপুল পরিমান ভারতীয় শাড়ী উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ মিরপুরস্থ ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ৮ লক্ষ ৫১ হাজার ৫শ’ টাকা মূল্যে ভারতীয় শাড়ী আটক করেছে। শুক্রবার বিকেলে ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ইন্টিলিজেন্ট অফিসার মেজর মেহেদী হাসানের নেতৃত্বে বিজিবি সদস্যরা পাবনা জেলার মুলাডলি রেলওয়ে ষ্টেশনে রংপুর থেকে ঢাকাগামী রংপুর এক্সপ্রেসে অভিযান চালিয়ে ২৭০ পিচ ভারতীয় শাড়ী আটক করেন। এ ব্যাপারে মেজর মেহেদী হাসান জানান

মোকারিমপুর ইউপির ৫ নং ওয়ার্ডের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মনির উদ্দীন মনির ভেড়ামারা ॥ কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভেড়ামারা উপজেলা পরিষদ’র চেয়ারম্যান এ্যাড.তৌহিদুল ইসলাম আলম বলেছেন, সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ভাবে ব্যার্থ হয়ে রাজনৈতিক দেওলিয়ায় পরিণত হয়েছে। সাধারন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা গায়ের জোরে দেশ চালাচ্ছে। বিরোধী দলীয় আন্দোলন থামাতে নেতা-কর্মীদের উপর জুলুম, নির্যাতন, হত্যা, গুম’র পথ ব্যবহার করছে। আইন শৃংখলা বাহিনীর সদস্যদের জনগনের মুখোমুখি করার পাঁয়তারা চালাচ্ছে। তিনি বলেন, কোন চক্রান্ত, ষড়যন্ত করেই ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যাবে না। দেশের মানুষ আর এক মুহুর্তের জন্যই এই সরকার কে ক্ষমতায় দেখতে চায় না। ঈদের পর বিএনপি নেত্রী খালেদা জিয়ার আন্দোলনের ডাকে সাধারন মানুষ রাজপথে নেমে আসবে। তখন এই সরকার পালানোর আর পথ পাবে না। তিনি এখনই নির্বাচনের সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করে দ্রুত আরেকটি নির্বাচন দেওয়ার দাবী জানান।  তিনি গতকাল রবিবার ভেড়ামারার মোকারিমপুর ইউপির ৫ নং ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। হয়রত সোলাইমান শাহ দরবার শরীফের মাজার এলকায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব

ইসরাইলের প্রতি কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের আহ্বান অবিলম্বে নিরিহ ফিলিস্তিনি জনগোষ্ঠির ওপর হামলা বন্ধ করুন

স্টাফ রিপোর্টার : অবিলম্বে ফিলিস্তিনি জনগোষ্ঠির ওপর অন্যায় বর্বরোচতি হামলা বন্ধরে জন্য ইসরাইলের প্রতি আহবান জানিয়েছেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু। গত কয়েকদিন ধরে চলা অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলী বিমান হামলায় অসংখ্য ফিলিস্তিনি জনগণরে হতাহত হওয়ার ঘটনার প্রতিবাদে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু এক বিবৃতিতি এই আহবান জানান। তিনি আরো বলেন, পবিত্র রমযান মাসে ফিলিস্তিনি জনগোষ্ঠী ইসরাইলী বর্বর আক্রমণ থেেক রেহাই পাচ্ছে না। বিপন্ন ধ্বংসস্তুুপ পরণিত করা হয়েেছ অসংখ্য বাড়িঘর ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। গাজা উপত্যকায় লোকালয়ের পর লোকালয় এখন বিরাণভূমিতে পরিণিত হয়েছে। দিশেহারা হয়ে জীবন বাঁচাতে এখন হাজার হাজার ফিলিস্তিনি নিরাপদ আশ্রয় খুজে

বেগম জিয়ার নেতৃত্বে আগামী দিনের সকল আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে


মনিরুল ইসলাম মনি, খোকসা : খোকসার বিএনপির নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছেন কুষ্টিয়ার গণমানুষের নেতা সৈয়দ মেহেদী আহমেদ রুমী। সকালে বিএনপি কার্যালয়ে খোকসা উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। তিনি বলেন, ঈদুৃল ফিতর শেষে বিএনপি দেশব্যাপী কঠোর আন্দোলনের ডাক দেবে। ম্যাডাম জিয়ার নেতৃত্বে আগামী দিনের সকল আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, কুষ্টিয়া জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মঈদ

পাবনায় স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা

পাবনা সংবাদদাতা : পাবনা ফরিদপুর উপজেলায় এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সজিব হোসেন (১২) উপজেলা সদরের রতনপুর গ্রামের আফাজ আলীর ছেলে এবং ডেমরা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। গতকাল রোববার দুপুর ১২টার দিকে বাড়ির পাশে একটি বাঁধের পাশ থেকে সজিবের ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।  ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, শনিবার রাত ৮টার দিকে খেলা দেখার কথা বলে কয়েক যুবক সজিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাতে সে আর বাড়ি ফিরে আসেনি। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার রতনপুর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নিচে স্থানীয়রা একটি ক্ষত-বিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে সজিবের পরিবারের সদস্যরা সজিবের

মেহেরপুরে বিচারকের সাথে অসাদচারণ পুলিশ কনষ্টেবলের ৭ দিনের কারাদন্ড

 আক্তারুজ্জামান, মেহেরপুর : বিচারকের সাথে অসাদচারণ করায় আমিরুল মোমিনিন নামের এক গোয়েন্দা পুলিশ কনষ্টেবলের ৭ দিনের কারাদন্ড দিয়েছে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মেহেরপুর-১ এর জ্যেষ্ঠ বিচারক মো: মতিউর রহমান। আজ রোববার বিকাল সাড়ে ৫টার দিকে বিচারক মো: মতিউর রহমান এ রায় দেন। আদালত সূত্রে জানা গেছে, রোববার দুপুরের দিকে জামায়াত নেতা ও মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান জারজিস হুসাইন একটি মামলায় আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করে। পরে মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ১ এর জৌষ্ঠ বিচারক মো: মতিউর রহমান এজলাস থেকে নেমে একটি রিক্সায় উঠে বাড়ি যাওয়ার মুহুর্তে গোয়েন্দা পুলিশের সদস্য আমিরুল মোমিনিন ( কনষ্টেবল নং-১৩৬) তাকে জারজিস হুসাইন ভেবে আটক করতে উদ্বুদ্ধ হয় এবং তার সাথে অসাদাচারণে লিপ্ত হয়। পরে ওই গোয়েন্দা সদস্যকে আদালতে এনে আটক দেখিয়ে পুিলশ হেফাজতে নেয়। পরে বিকাল সাড়ে ৫টার দিকে আদালত তাকে দন্ডবিধির ৩৫২ ধারায় ৭দিনে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। এর আগে অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ, সহকারী পুৃলিশ সুপার আব্দুল জলিল জৌষ্ট বিচারক মতিউর রহমানের সাথে সাক্ষাৎ করেন। এর আগে

গাংনীর বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্রের বেহাল দশা কয়েক কোটি টাকার মালামাল ধ্বংসের পথে

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী চিৎলা বীজ প্রক্রিয়াকরন কেন্দ্রের বেহাল দশা বিরাজ করছে। আধুনিক যন্ত্রপাতিগুলো ব্যবহারিত না হওয়া ও দক্ষ অপারেটর না থাকার কারণে একদিকে যেমন কোটি টাকার যন্ত্রাংশ নষ্ট হচ্ছে তেমনি সঠিকভাবে বীজ প্রক্রিয়াকরণ সম্ভব হচ্ছে না। ফলে বীজের গুণগত মান নিয়ন্ত্রণ করাও সম্ভব হচ্ছে না। তা ছাড়া কর্মকর্তা না থাকার সুযোগে অফিস সহকারী একাধিপত্য বিরাজ করে বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্রটি তার ঔতিহ্য হারাতে বসেছে। মেহেরপুর গাংনী উপজেলার চিৎলা পাটবীজ খামারের অভ্যন্তরে ১৯৮০ সালে স্থাপিত হয় এই বীজ প্রক্রিয়াকরন কেন্দ্রটি। এটি এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্রের জন্য গত ২০১০ সালে ভারত থেকে আনা হয়েছে একটি অত্যাধুনিক ভিটাভেক্স মেশিন। বীজ সংরক্ষনের জন্য রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত গুদাম, নিজস্ব বিদ্যুত উৎপাদনের জন্য জেনারেটর, বীজ পরিবহনের জন্য আছে তিনটি ট্্রাক। ভিটাভেক্স মেশিনটির কোন অপারেটর না থাকায় শ্রমিকদের দিয়ে সনাতন পদ্ধতিতে বীজ প্যাকেটজাত করা হয়। প্রতিষ্ঠানটিতে ফোরম্যান ও মেকানিকস কোন কাজ না করেই মাস শেষে বেতন উত্তোলন করছেন। কর্মকর্তা না থাকার সুযোগে এ অফিসের হাসান নামের এক ফিল্ড সুপারভাইজার নিজেই কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে নানা অপকর্ম করে থাকেন। তিনি নিজেই অফিস সহকারী , গুদাম রক্ষক, হিসাব রক্ষক হিসেবে কাজ করেন।  দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আহমেদ অফিসে না আসায় হাসানকে দিয়ে

গাংনী থানার এসআই আমির হোসেন বোমাটি কি করতেন?

আক্তারুজ্জামান,মেহেরপুর : মেহেরপুর গাংনী থানার এসআই আমির হোসেন এবার সাংবাদিকদের সাথে অসাদাচারণ করলেন। গতকাল শনিবার রাতে গাংনী আমিন মিষ্টান্ন ভান্ডার থেকে বোমা উদ্ধারের সময় ছবি তুলতে সাংবাদিকদের বাধা দেন তিনি। আমির হোসেন শুধু সাংবাদিক নয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে গালিগালাজ ও অসাদাচারণ করেন বলেও অভিযোগ উঠেছে।  গতরাতে বোমা উদ্ধারের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গাংনীতে কর্মরত কয়েকজন সাংবাদিক। তারা বোমার ছবি তুলতে চাইলে তাতে বাধা দেন এসআই আমির হোসেন। কোন ব্যাখ্যা ছাড়াই তিনি সাংবাদিকদের সাথে অসাদাচারণ করে স্থান ত্যাগ করেন। এ ঘটনায় সাংবাদিকদের মাঝে নিন্দার ঝড় বইছে। মেহেরপুর জেলায় কর্মরত সাংবাদিকরা বিষয়টির তীব্র প্রতিবাদ জানিয়ে আমির হোসেনের শাস্তি দাবি করেন। এদিকে বিষয়টি তাৎক্ষনিকভাবে অবহিত করা হয় সহকারী পুলিশ সুপার ও গাংনী থানার ওসি তদন্ত কে। তারা বিষয়টি খতিয়ে দেখে আমির হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।  স্থানীয় সূত্রে আরো জানা গেছে, এসআই আমির হোসেন বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতা, সাংবাদিক, ব্যবসায়ী, গাড়ি চালকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে এমন অসাদআচরণ করেছেন বলে বিস্তর অভিযোগ