মঙ্গলবার, জুলাই ২২, ২০১৪

১০ কিলিমিটার যানজটের সৃষ্টি


কুষ্টিয়া-মেহেরপুর সড়কে সিএনজি ও অটো রিক্সা মালিক ও শ্রমিকদের অবরোধ

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় মহাসড়কে চলাচলে বাধা দেয়ার প্রতিবাদে কুষ্টিয়া-মেহেরপুর সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে সিএনজি ও অটো রিক্সা মালিক ও শ্রমিকরা। এতে ওই সড়কে দুই ধারে শ’শ’ যাত্রীবাহী গাড়ীসহ সকল প্রকার যানবাহন আটকা পরে। ফলে ১০ কিলিমিটার যানজটের সৃষ্টি হয়। ভোগান্তীতে পড়ে যাত্রীরা। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।। জেলা সিএনজি ও অটো রিক্সা মালিক-শ্রমিক সমিতি সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুষ্টিয়া পল্ল¬ী বিদ্যুাৎ সমিতির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এ অবরোধ পালন করে।  বিক্ষোভকালে ভ্যাট ট্যাক্স দিয়ে কেনা বৈধ সিএনজি ও অটো রিক্সা সকল সড়কে চলাচলের দাবী জানিয়ে জেলা

কুষ্টিয়ায় ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্টাফ রিপোটার : বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুষ্টিয়া জেলা ও শহর শাখার উদ্যোগে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ আছর স্থানীয় পালকি চাইনিজ রেষ্টুরেন্টে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ইসলামী ছাত্র মজলিস কুষ্টিয়া জেলা সভাপতি মু. আজম আলীর সভাপতিত্বে এবং কুষ্টিয়া শহর শাখার সভাপতি মু. শরিফুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি আবদুল হাফিজ খসরু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক সিরাজুল হক, খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক আজিরুল ইসলাম । বক্তব্য রাখেন ইসলামী ছাত্র মজলিস মেহেরপুর জেলা সভাপতি মু. আল-আমীন, কুষ্টিয়া জেলা সেক্রেটারি মু. সেলিম রেজা, সাবেক জেলা সভাপতি ইব্রাহিম খলিল, হাসান আল-মাহমুদ লিওন, সাবেক জেলা সেক্রেটারি তাওহীদুল ইসলাম তুহিন প্রমূখ। এসময় আরো উপস্থিত ছিলেন ড্যাব কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ নেহেরুল হক, ইশা ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ওমর ফারুক প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি আবদুল হাফিজ খসরু বলেন, মাহে রমজান ত্বাকওয়া অর্জনের মাস। ত্বাকওয়া অর্জনের মাধ্যমে মাহে রমজান সকল মানুষকে মন্দ ও পাপ কাজ থেকে বিরত রাখে। সমাজের সকল অসংগতি ও মন্দ কাজ কমিয়ে আনতে রমজানের শিক্ষা

ইবি’র অফিস ছুটি

পবিত্র শব-ই-ক্বদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ২৩ জুলাই হতে ৪ আগস্ট পর্যন্ত (১১দিন) ছুটি থাকবে। ছুটি শেষে ৫ আগস্ট হতে পূর্ব নির্ধারিত সময়সূচি (সকাল ৮ টা হতে দুপুর ২টা পর্যন্ত) অনুযায়ী অফিসসমূহ চলবে। এছাড়া পবিত্র রমজান, শব-ই ক্বদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাশসমূহ (২৮ জুন হতে ৬ আগষ্ট পর্যন্ত) ছুটি শেষে ৭ আগস্ট হতে যথারীতি চলবে। প্রেস বিজ্ঞপ্তি।

মধো‘র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফলি

নজি সংবাদ : গতকাল সোমবার মধো কুষ্টয়িার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফলি অনুষ্ঠতি হয়। স্থানীয় কারাময় চাইনজি রষ্টেুরন্টেে অনুষ্ঠতি এ ইফতার মাহফলিে সভাপতত্বি করনে মধো‘র সভাপতি ইঞ্জনিয়িার সালাহউদ্দনি। অনুষ্ঠানে মাহে রমজানরে তাৎর্পয ও ফজলিত সর্ম্পকে আলোচনা করনে কুষ্টয়িা কন্দ্রেীয় জামে মসজদিরে পশে ইমাম হাফজে মাওলানা মুফতি আসাদুজ্জামান। অনুষ্ঠানে উপস্থতি ছলিনে মধো‘র সাবকে সভাপতি ও এফবসিসিআিই এর পরচিালক বজিয় কুমার কজেরীওয়াল,জলো পরষিদরে প্রধান নর্বিাহী ক,েএম রাহাতুল ইসলাম,মুক্তযিোদ্ধা জলো কমান্ডার নাছমিউদ্দনি আহমদে,সমাজ সবো অধদিপ্তররে উপ পরচিালক আব্দুল গন,িলালন একাডমেীর সাধারন সম্পাদক রজোনুর রহমান খান চৌধুরী মুকুল,জলো ক্রীড়া সংস্থার সহসভাপতি এ্যাড, অনুপ কুমার নন্দী, কুষ্টয়িা

কুষ্টিয়া পৌরসভায় ইউপিপিআর প্রকল্পের স্থায়ীত্বকরণ বিষয়ক কর্মশালা

হাওয়া ডেস্ক : কুষ্টিয়া পৌরসভার পৌর পরিষদের সাথে কুষ্টিয়া বাস্তবায়নাধীন নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের স্থায়ীত্বকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে ম. আ. রহিম মিলনায়তনে কুষ্টিয়া পৌরসভা বাস্তবায়নাধীন নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র হ্রাসকরণ প্রকল্প এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। দুইদিন ব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মোহাঃ মাকসালীন ও প্রকল্পের প্রশিক্ষণ সমন্বয়কারী মি. শান্তনু কুমার সাহা। প্রকল্পের কার্যক্রম স্থায়ীত্বকরণ বিষয়ে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আনোয়ার আলী বলেন, ইউপিপিআর প্রকল্প শহরের দরিদ্র ও হতদরিদ্র মানুষের উন্নয়নে ব্যাপক অবদান রেখেছে। নগর দারিদ্র হ্রাসকরণে এটি নিঃসন্দেহে সবচেয়ে ভালো প্রকল্প। এই প্রকল্পের কাজ তখনই টেকসই হবে যখন পৌরসভার আর্থিক সক্ষমতা বাড়বে এবং প্রশিক্ষিত কর্মী বাহিনী তৈরী হবে। কিন্তু বাস্তবতা হলো বেশীর ভাগ পৌরসভার সেই সক্ষমতা নেই। তাই তিনি সরকার, স্থানীয় সরকার এবং প্রকল্প তিন পক্ষকেই একটি নতুন প্রকল্প প্রণয়নের বিষয়ে একত্রে কাজ করার উপর জোড় দেন। তিনি আরো বলেন, প্রকল্পের কার্যক্রমকে স্থায়ী করতে হলে কমিউনিটি সংগঠনসমূহের মধ্যকার একতা ও টিমওয়ার্ক ধরে রাখার জন্য কাজ চালিয়ে যেতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে প্রকল্পের প্রশিক্ষণ সমন্বয়কারী মি. শান্তনু কুমার সাহা বলেন, প্রকল্পের স্থায়ীত্বকরণ কৌশল বর্ণনা করতে গিয়ে তিনি কমিউনিটি সংগঠনসমূহকে শক্তিশালীকরন, পৌরসভার সক্ষমতা বৃদ্ধি,

দেশের বানী পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকের শয্যাপাশে কুষ্টিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ার স্থানীয় দৈনিক দেশের বানী পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকের উপর মজমপুর গেটে এক দৃর্বৃত্ত সন্ত্রাসী হামলা চালালে গুরুতর রক্তাক্ত জখম হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন।এই খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষনিকভাবে আহত ব্যবস্থাপনা সম্পাদক সোহেল রানাকে দেখতে হাসপাতালে ছুটে যান কুষ্টিয়া টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়াস্থ এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ফারুক আহমেদ পিনু, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি মাইটিভির কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিআরজেএস-এর চেয়ারম্যান রাশেদুল ইসলাম বিপ্লব, দৈনিক কুষ্টিয়ার ভারপ্রাপ্ত সম্পাদক

কমরেড লুৎফুর রহমানের স্মরন সভা অনুষ্ঠিত

মনির উদ্দীন মনির ভেড়ামারা : বাংলাদেশে ওয়ার্কার্স পার্টির কুষ্টিয়া জেলার সাবেক সম্পাদক, এই অঞ্চলের নির্ভিক ও বর্ষিয়ান নেতা, ভেড়ামারা কলেজের সাবেক শিক্ষক, প্রয়াত কমরেড অধ্যাপক লুৎফর রহমানের তৃতীয় মৃত্যু বার্ষিকী গতকাল সোমবার পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে দৌলতপুর উপজেলার কামালপুরের গ্রামের বাড়িতে দলীয় এবং পারিবারিক ভাবে দিনব্যাপী নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। দুপুর সাড়ে ১২টায় কমরেড অধ্যাপক লুৎফর রহমানের পারিবারিক গোরস্থানে পুষ্পমাল্য অর্পন করা হয়। এরপর কামালপুর স্কুল মাঠে স্মৃতিচারন সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় ও স্থানীয় পর্য্যায়ের কমরেডগন বক্তব্য রাখেন। কুষ্টিয়া জেলা ওয়াকার্স পার্টির সভাপতি কমরেড ফজলুল হক বুলবুল’র সভাপতিত্বে এবং ভেড়ামারা ওয়াকার্স পাটির সম্পাদক এবং কমরেড লুৎফুর রহমানের পুত্র লুৎফুল হক পাপ্পানা’র প্রানবন্ত সঞ্চালনায় স্মৃতিচারন মুলক সভায় বক্তব্য রাখেন, ওয়াকার্স পাটির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য কমরেড মজিবুর রহমান, সাম্যবাদী দলের কুষ্টিয়া জেলা

মেহেরপুর গাংনীতে ইসরায়েলী পণ্য বর্জনের ঘোষণা

আক্তারুজ্জামান, মেহেরপুর : গাজায় ইসরায়েলী হায়েনাদের নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে মেহেরপুরের গাংনী শহরে মানব বন্ধন করেছে জাগ্রত মুসলিম জনতা নামের একটি সংগঠন। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে গাংনী বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত মানব বন্ধনে ইসরাইলের সকল পণ্য বর্জনের ঘোষণা দেয়া হয়।  ‘হামলা বন্ধ কর, নয়তো জাতিসংঘ ও ওআইসি বিলুপ্ত কর’ এই স্লোগানে হাজারো মুসলিম জনতা মানব বন্ধনে অংশ গ্রহণ করেন। ইসরাইলের একতরফা হামলায় গাজার নারী ও শিশুসহ নির্বিচারে মানুষ হত্যার তীব্র প্রতিবাদ জানানো হয়। মানব বন্ধনশেষে নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুততা সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে বিশেষ দো’আ মোনাজাত করা হয়। গাংনী বাজার কমিটির সভাপতি হাফিজুর রহমান মানিকের সভাপতিত্বে ও সাংবাদিক মাহবুব আলমের সঞ্চালনায় মানব বন্ধনে বক্তব্য রাখেন গাংনী বাজার জামে মসজিদের ঈমাম হাজী মহসিন আলী, গাংনী বাজার জামে মসজিদের ঈমাম মাও. রুহুল আমিন, মাও. আব্দুল কাদের, মাদ্রাসা পাড়া জামে মসজিদের ঈমাম সাইফুল ইসলাম, গাংনী বিএম কলেজের প্রভাষক ওয়াহিদ বিন হোসেন মিন্টু, সৈনিক লীগ নেতা রবিউল ইসলাম, সাংবাদিক মাজেদুল হক মানিক, ফারুক আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রেজা সেন্টু, সম্পাদক বিপ্লব হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।  বক্তারা আরো বলেন, বেশ কিছু দিন থেকেই বিমান ও স্থল হামলা চালিয়ে নির্বিচারে নিরিহ

গাংনীর আলোচিত মিনি ক্লিনিকে গর্ভপাত নিয়ে স্বামী- স্ত্রীর পাল্টা পাল্টি মামলা

মেহেরপুর প্রতিনিধি : আবারো আলোচনায় এসেছে গাংনীর স্বঘোষিত মিনি ডাক্তারের বহুল আলোচিত মিনি ক্লিনিক। গৃহবধূ ও যুবতীদের অবৈধ গর্ভপাত ঘটানোর নিরাপদ ও বিশ্বস্ত স্থান হিসেবে পরিচিত এ ক্লিনিকটি দির্ঘদিন যাবত মেয়েদের গর্ভপাত ঘটিয়ে আলোচনায় উঠে আসে। এবার জোর পূর্বক গর্ভপাত ঘটানো নিয়ে একটি মামলা করেছেন গাংনীর হিজলবাড়িয়া গ্রামের গৃহবধূ রুমা ও অপর মামলাটি করেছেন রুমার শশুর মাহাতাব উদ্দিন। শশুর ও বউমা একে অপরের নামে মামলা ঠুঁকে দেয়ায় এ ক্লিনিকটি আবারো আলোচনায় এসেছে। আদালতের আদেশে বিষয়টি তদন্ত নেমেছেন মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী। রোববার সকালে তিনি প্রাথমিক তদন্ত শেষ করেন। সুত্র জানায়, গাংনীর হিজল বাড়িয়া গ্রামের আবুল কাশেমের মেয়ে রুমার সাথে একই গ্রামের মাহাতাব আলীর ছেলে মামুন রেজার বিয়ে হয়। বিয়ের পর থেকে দু’জনের মধ্যে দ্বন্দ চলে আসছিল। কিছু দিন আগে রুমা গর্ভবতী হয়ে পড়ে। সম্প্রতি মামুন রেজা রুমাকে গাংনীর আলোচিত মিনি ক্লিনিকে এনে জোর পূর্বক গর্ভপাত ঘটান। এতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করা হয় মেহেরপুর জেনারেল হাসপাতালে। এ ঘটনায় রুমা বাদি হয়ে মামুন রেজা ও তার পরিবারের নামে মেহেরপুর আদালতে একটি মামলা দায়ের করেন। অপরদিকে রুমাকে তার পিতা মাতা কৌশলে গাংনীর মিনি ক্লিনিকে এনে গর্ভপাত ঘটিয়েছে মর্মে আদালতে অপর একটি মামলা ঠুঁকে দেন রুমার শশুর মাহাতাব উদ্দিন। মামলার অভিযোগে বলা হয়েছে, রুমার পিতামাতা তার মেয়েকে শশুরবাড়ি না পাঠানোর জন্য কৌশলে গর্ভপাত ঘটায়। মামুন রেজার পিতা ও স্ত্রীর পাল্টা পাল্টি মামলা দু’টি আদালত আমলে নিয়ে মেহেরপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলীকে তদন্তের নির্দেশ প্রদান করেন। মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী জানান, মামলা দু’টি আদালতের নির্দেশে তদন্ত করা হচ্ছে।

কুমারখালীতে জাসদের ইফতার মাহফিল

শরীফুল ইসলাম, কুমারখালী : উগ্র সাম্প্রদায়িক জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে যুব সমাজকে কাজ করতে হবে। যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকর সমাপ্ত করে জাতিকে রাজাকার মুক্ত সোনার বাংলা উপহার দিতে হবে। গতকাল জাসদের উদ্যেগে কুমারখালীতে তাহের দিবস পালন ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে জাতীয় যুব জোটের সভাপতি এ্যাডঃ রোকনুজ্জামান রোকন উপরোক্ত কথাগুলো বলেন। পাবলিক লাইব্রেরী হলে বিকাল ৩.০০টায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারখালী উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ টি এম আবুল মনসুর মজনু। বিশেস অতিথীর বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, পৌর মেয়র সামছুজ্জামান অরুণ প্রমুখ। কুমারখালী উপজেলা জাসদের সাধারন

গাংনী হাসপাতালের পুরুষ ওয়ার্ড নির্পোট বিভাগে স্থানান্তর

মেহেরপুর প্রতিনিধি : অনেক আলোচনা সমালোচনার অবসান ঘটিয়ে অবশেষে গাংনী পৌর মেয়রের হস্তক্ষেপে স্বাস্থ্য ও পরিবার কল্যামন্ত্রণালয়ের উর্দ্ধতম কর্তৃপক্ষের নির্দেশে গাংনী হাসসপাতালের বহুল পুরাতন জরাজীর্ন পুরুষ ওয়ার্ডটি আন্চলিক প্রশিক্ষন কেন্দ্র (নির্পোট) বিভাগে স্থানান্তর করা হয়েছে। গতকাল সোমবার সকালে আনুষ্ঠানিক ভাবে হাসপাতালের স্বাস্থ্যও পঃপঃকর্মকর্তার উদ্যোগে সকল কর্মকর্তা ও কর্মচারির সহযোগীতায় গাংনী বাসির দীর্ঘদিনের এ আকাঙ্খা সাময়িক ভাবে হলেও পুরুন হয়েছে। টি এইচ এ মনিরুল হকের এ মহতি উদ্যোগকে গাংনী বাসি স্বাগত জানিয়েছেন। হাসপাতাল সুত্রে জানিয়েছে সর্বমোট ১৬ টি বেড তন্মধ্যে ১০ টি নতুন ও ৬ টি পুরাতন সাজানো হয়েছে এর মধ্যে ১ টি বেড মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত রয়েছে। গত ২ মাস আগে ৫ লক্ষ টাকামুল্যের অত্যাধুনিক জেনারেটর স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত অত্র এলাকার জনৈক

কওমি মাদরাসা শিক্ষা বোর্ড পরীক্ষায়

কুষ্টিয়ার আশরাফুল উলূম মাদরাসার ছাত্রদের ঈর্ষণীয় সাফল্য

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)- এর অধীনে অনুষ্ঠিতব্য ৩৭তম কেন্দ্রীয় পরীক্ষার বিভিন্ন মারহালায় (শ্রেণি) বরাবরের মত এবারো আশরাফুল উলূম মাদরাসা মঙ্গলবাড়ীয়া বাজার কুষ্টিয়ার ছাত্ররা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। বারের কেন্দ্রীয় পরীক্ষায় সারাদেশ থেকে ৭টি মারহালায় অংশগ্রহণকারী মোট ৬৩ হাজার ৩৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে আশরাফুল উলূম মাদরাসা মঙ্গলবাড়ীয়া বাজার কুষ্টিয়ার ১৭ জন মেধাবী ছাত্র সম্মিলিত মেধাতালিকায় স্থান লাভ করেছে। হিফযুল কুরআন মারহালা থেকে ওহীদুজ্জামান- ৩য়; ইবতিদাইয়্যাহ মারহালা থেকে হাবীবুর রহমান- ১৪তম, মুজ্জাম্মেল হক- ২৫, ইমতিয়াজ মাহমূদ আনাস- ৩৩, নূরুল ইসলাম- ৫৩, আব্দুল কাদের- ৫৫, আলী হুসাইন-৫৬, সুলতান মাহমূদ- ৬২, মহীউদ্দীন- ৬৯, মু’তাসিম বিল¬াহ- ৭১, ও আব্দুর রহমান- ৮০; মুতাওয়াসসিতাহ মারহালা থেকে নূরুল ইসলাম- ৩৯, মঞ্জুর কাদের- ৪৯, নাজমূল ইসলাম- ৫৪, খায়রুল আনাম- ৫৮, ও রাকিবুল ইসলাম- ৬৬; এবং মারহালায়ে ফযীলত (স্নাতক ডিগ্রী)

মিরপুরে আতাহার আলীর উদ্যোগে ইফতার মাহফিল

মিরপুর প্রতিনিধি : কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক সমিতির কার্যকরী সভাপতি, ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মিরপুর পৌরসভার মেয়র প্রার্থী আতাহার আলীর উদ্যোগে খন্দকবাড়ীয়া জামে মসজিদে স্থানীয় রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মিরপুর পৌরসভার ৯নং ওয়ার্ড খন্দকবাড়ীয়া জামে মসজিদে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, মিরপুর পৌরসভার মেয়র প্রার্থী আতাহার আলী, স্থানীয় আওয়ামীলীগ নেতা মাসুদুর রহমান খান (মাসুদ), সমাজ প্রধান নজরুল ইসলাম নমো, আব্দুল আজিজ, রবিউল ইসলাম, ছলিম উদ্দিন, আশাদুল হক, রেজাউলি করিম, প্যারিন, সান্টু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইফতারের পূর্বে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ইফতার মাহফিলের পূর্বে আতাহার আলী খন্দকবাড়ীয়া জামে মসজিদের উন্নয়নের জন্য নগদ ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন। আগামী পৌরসভা নির্বাচনে তিনি মেয়র প্রার্থী হিসেবে সবার কাছে দোয়া কামনা করেন। তিনি খন্দকবাড়ীয়া মহল্লাবাসীকে আশস্ত করেন