শনিবার, ডিসেম্বর ০৬, ২০১৪

৫০ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে

কুষ্টিয়া সুগার মিলে আখ মাড়াই শুরু

আব্দুম মুনিব : ৫০ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে কুষ্টিয়া সুগার মিলে শুরু হয়েছে ২০১৪-১৫ আখ মাড়াই মৌসুম উদ্বোধন। শুক্রবার বিকেলে কুষ্টিয়া সুগার মিল প্রাঙ্গনে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ আখ মাড়াই মৌসুম উদ্বোধন করেন। কুষ্টিয়া সুগার মিল ২০১২-১৩ অর্থ বছরে ২৩ কোটি টাকা এবং ২০১৩-১৪ অর্থ বছরে ২৭ কোটি টাকা লোকসানে পড়ে। চলতি আখমাড়াই মৌসুমে কুষ্টিয়া সুগার মিল ৬ হাজার ৩ শত মেঃটন চিনি উৎপাদনের লক্ষ মাত্রা নির্ধারন করেন। এদিকে কুষ্টিয়া চিনি কলের গোডাউনে তিন মৌসুমের প্রায় ৮হাজার মেট্রিক টনের ৩০ কোটি টাকার চিনি মজুদ রেখে চলতি বছরের মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন হল। মিলের কেনকেরিয়ারে আখ নিক্ষেপর মধ্য দিয়ে মাড়াই মৌসুম উদ্বোধন করেন সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন,পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আসগর আলী ও খোকসা উপজেলা চেয়ারম্যান সদরউদ্দিন খান। আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আহসান সিদ্দিক। মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আহসান সিদ্দিক জানান, ২০১৪-১৫ আখ মাড়াই মৌসুমের জন্য ৯০হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৭হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ মাত্রা ধার্য করা হয়েছে।  একটু সুত্র জানিয়েছে এবারো আশংকা করা হচ্ছে যে, মিলের ভয়াবহ রকমের ব্রেক ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মিলের বেহালদশায় চাষীরা মিলে আখ দিয়ে কতটা আস্থা পাবে সেটা

জাকির সরকারের খালু হাজী মোকসেদ জোয়ার্দ্দার আর নেই

শিমুল আহম্মেদ : কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকারের এর খালু হাজী মোকসেদ জোয়ার্দ্দার অরফে (গোপালজোয়ার্দ্দার) মৃত্যুবরণ করেছেন। গতকাল শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে বার্ধ্যকজনিত কারনে তিনি মৃত্যুবরন করেন।  তার জানাযার নামায বাদ জুম্মা তার নিজ গ্রাম জগৎন্নাথপুর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। জানাযায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর

বালিয়াকান্দির যুবক অপহরনের ৫ দিনেও সন্ধান মেলেনি

হাবীবুর রহমান, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বড়কানাবিলা গ্রামের যুবক ফরিদপুর থেকে অপহরনের ৫দিন অতিবাহিত হলেও তার কোন সন্ধান মেলেনি। বালিয়াকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সনজিৎ রায় জানান, বালিয়াকান্দি ইউনিয়নের বড়কানাবিলা গ্রামের রতন মন্ডলের ছেলে রবি মন্ডল (২৫) গত সোমবার বাড়ী থেকে বের হয়ে বরিশাল যাওয়ার উদ্দ্যেশে রওনা হয়। ফরিদপুর থেকে মাইক্রোবাসে বরিশালের উদ্দ্যেশে উঠলে কিছুদুর যাওয়ার পর ওই মাইক্রোতে আরো ৪জন লোক ওঠে। তারপর থেকেই তাকে একটি নির্জন এলাকার বাড়ীতে আটকে রাখে। বৃহস্পতিবার বিকালে রবি মন্ডল তার মুঠোফোনে পরিবারের কাছে জানিয়েছে, তাকে এখন একটি মাটির ঘরে আটকে রেখে। এ স্থানটির চারপাশে শুধু পানি। কোন বাড়ী ঘর নেই। তবে জায়গাটি কোথায় সেকথা বলতে পারছে না।

দৌলতপুরে হিরোইন ও ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী র‌্যবের হাতে গ্রেফতার

দৌলতপুর  প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে হিরোইন ও ইয়াবাসহ রিতা ওরফে তিতু বেগম (৩৫) নামে এক মাদক সম্রাজ্ঞীকে আটক করেছে র‌্যাব। শুক্রবার ভোর রাত সাড়ে ৪টার দিকে উপজেলার সোনাইকুন্ডি মাদ্রাসাপাড়া গ্রামে র‌্যাব অভিযান চালিয়ে ৪০ গ্রাম হিরোইন ও ২০ পিচ ইয়াবাসহ তাকে আটক করে। র‌্যাব সূত্র জানায়, মাদক বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আলী হায়দার চৌধুরীর নেতৃত্বে হোসেনাবাদ ক্যাম্পের র‌্যাব সদস্যরা  উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি মাদ্রসাপাড়া গ্রামের  সাজ্জাদ হোসেনের বাড়িতে অভিযান চালায়। এসময় তার স্ত্রী মাদক বিক্রেতা রিতা ওরফে তিতু বেগমকে হিরোইন ও ইয়াবাসহ আটক করে। আটক মহিলা মাদক বিক্রেতা কে জিঞ্জাসাবাদ শেষে মামলা দিয়ে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করেছে র‌্যাব।

কাজী আরেফ স্মৃতি সংসদের কমিটি পূন:গঠন

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় পতাকার রূপকার কাজী আরেফ স্মৃতি সংসদের কমিটি পুন:গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় কুষ্টিয়া শহরের বোধদয়ে কাজী আরেফ স্মৃতি সংসদের এক সভায় এ সিদ্ধান্ত হয়। মুক্তিযোদ্ধা শাহাবুব আলীর সভাপতিত্বে সভায় আগের কমিটির সভাপতি শাহাবুব আলী এবং সাধারণ সম্পাদক কারশেদ আলমকে স্বপদে বহাল রেখে কমিটি পুন:গঠন করা হয়। তবে কমিটির গতিশীলতা বাড়াতে কার্যনির্বাহী ও উপদেষ্টা কমিটিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়। ৯সদস্যের উপদেষ্টা এবং ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এসময় উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট গবেষক এ্যাড. লালিম হক বলেন কাজী আরেফ আহমেদ আমাদের অহংকার। তাঁর স্মৃতি সংরক্ষণ করা আমাদের গরু দায়িত্ব। আশা করি নবগঠিত উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি কাজী আরেফ আহমেদের স্মৃতি সংরক্ষণে দায়িত্বশীল ভূমিকা রাখতে সচেষ্ট থাকবে। সভায় অন্যান্যদের মধ্যে

মুক্তির উদ্যেগে সেচ সুবিধা বিষয়ক নীতি সংলাপ অনুষ্ঠিত

গতকাল মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যেগে একশন এইড বাংলাদেশের সহযোগিতায় সকাল 

১০-০০ টায় দৌলতপুর উপজেলা  হলরুমে স্থায়িত্বশীল পানি প্রবাহ ও সেচ সুবিধা বিষয়ক নীতি সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল  হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলার নির্বাহী অফিসার শামীমুল হক পাভেল, দৌলতপুর উপজেলার চেয়ারম্যান ফিরোজ আল মামুন, রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান রিয়াজুল হক, প্রাকপুর ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম, দৌলতপুর প্রেসক্লাবের আহবাহক আবুল কালাম আজাদ, একশন এইড বাংলাদেশের প্রতিনিধি শমশের আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নারীর ক্ষমতায়ন প্রকল্পের ম্যানেজার জীবন্নাহার । স্থায়িত্বশীল পানি প্রবাহ ও সেচ সুবিধা বিষয়ক নীতি সংলাপের কীনোট পাঠ করে শোনান জনসংগঠনের নেতা মিনুআরা খাতুন,। উন্মুক্ত আলোচনা করেন শিক্ষক রবিউল আওয়াল, কৃষক নাজিমুদ্দিন প্রধান, নারী প্রতিনিধি

কুষ্টিয়া সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের আর্থ-সামাজিক জরিপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া সরকারি কলেজের ভুগোল ও পরিবেশ বিভাগের পাঠ্যসূচীর  অর্ন্তভুক্ত  বাস্তব ভিত্তিক ব্যবহারিক কাজ আর্থ-সামাজিক জরিপ ( মাঠকর্ম) গত ০৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান জনাব শফিউল ইসলাম সার্বিক তত্বাবধানে (২০০৮-২০০৯) শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা কুষ্টিয়া সদর উপজেলার ৩নং মজমপুর ইউনিয়নের চৌড়হাস মৌজার  ৬নং ওয়ার্ডের মোল্লাতেঘরিয়া গ্রামে ১৫০টি পরিবারের উপর আর্থ  সামাজিক জরিপ পরিচালনা করা

জনজীবনে জলবায়ু পরিবর্তনের প্রভাব শীর্ষক জরিপের উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মুজিব-উল-ফেরদৌস বলেছেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে পরিসংখ্যানিক তথ্যের গুরুত্ব অপরীসিম। তিনি গতকাল সকালে জেলা পরিসংখ্যান অফিসের তথ্য সংগ্রহকারী ও  সুপারভাইজার কর্মকর্তাদের তিনদিন ব্যাপী  প্রশিক্ষণের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, সারা বিশ্ব আজ জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এর থেকে উত্তরণের জন্য এ সরকার জরিপের তথ্য পরিকল্পনা প্রনয়নের কাজ শুরু করেছে। তিনি আরও বলেন, এই সরকারের পরিকল্পনা প্রনয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে এ জরিপ কার্যক্রমের সফলতা কামনা করেন। কুষ্টিয়া জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মোহাম্মদ সাদ্দাম হোসেন খাঁন। উল্লেখ্য, কুষ্টিয়া জেলায় জনজীবনে জলবায়ু পরিবর্তনের প্রভাব শীর্ষক জরিপ-২০১৪ পরিচালনার নিমিত্ত

সাড়ে ৩ লক্ষ টাকা কাবিনে আইনজীবি সহকারীর বিয়ে!

রাজবাড়ী প্রতিনিধি : মামলা পরিচালনা অতপর প্রেম, জনতার হাতে ধরা পড়ে এক আইনজীবি সহকারীর সাড়ে ৩লক্ষ টাকা কাবিনে বিয়ে। ঘটনাটি ঘটেছে গত ৩ ডিসেম্বর রাতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের মাতলাখালী গ্রামে। স্থানীয় শামীম, খলিলুর রহমানসহ এলাকাবাসী জানান, বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের মাতলাখালী গ্রামের কারী নাজিমদ্দিনের কন্যা আছিয়া খাতুনের ইতিপুর্বে বিয়ে হয় একই গ্রামের ঝিনু কাজীর ছেলে সেনা সদস্য কাজী আব্দুস সালামের সাথে। স্বামী –স্ত্রীর মধ্যে বিরোধের জের ধরে রাজবাড়ী আদালতে মামলা দায়ের করে। মামলা পরিচালনার সুবাদে রাজবাড়ী কোর্টের আইনজীবি সহকারী সদর উপজেলার ধুঞ্চী গ্রামের আঃ মজিদ সরদারের পরিচয় ঘটে আছিয়া খাতুনের। পরিচয় অতপর প্রেমে জড়িয়ে পড়ে মামলার বাদী ও আইনজীবি সহকারী। গত ৩ ডিসেম্বর রাতে আইনজীবি সহকারী আঃ মজিদ সরদার মাতলাখালী গ্রামে আসলে সেখানে আছিয়ার বাড়ীতে রাত্রিযাপনকালে এলাকার লোকজন হাতেনাথে ধরে। পরে বহরপুর ইউনিয়নের কাজী আঃ রহমানের মাধ্যমে সাড়ে ৩লক্ষ টাকার কাবিন রেজিষ্ট্রি করে। এ বিয়েটি পড়িয়েছে স্থানীয় মাওলানা

কুষ্টিয়ায় বিশ্ব মর্যাদা ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

বৈষম্যের দেওয়াল ভেঙ্গে রাষ্ট্রে মানুয় হিসেবে সকলের জন্য সমান মযর্দা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষে ফেয়ার, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ কুষ্টিয়া জেলা শাখা ও বাংলাদেশ দলিত পরিষদ কুষ্টিয়ার আয়োজনে বিশ্ব মর্যাদা ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০১৪ পালন করা হয়। দিবসটি পালন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি কুষ্টিয়া চৈতন্য পল্লি হরিজন কলোনি হতে শুরু হয়ে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর মাঠে এসে শেষ হয়। র‌্যালি হতে অবিলম্বে বৈষম্য বিলোপ আইন পাশের দাবিতে মাননীয় প্রধান মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ১৫ কোটি জনসখ্যা অধ্যুষিত বাংলাদেশের প্রায় ১ কোটিই দলিত মানুষ। রাষ্ট্রিক ও সামাজিক বৈষম্য, অস্পৃশ্যতা, ঘৃণা, পেশাচ্যুতি, অবহেলা, নিরাপত্তাহীনতা নির্ভরতা শবদেহ দাহে বাধাপ্রদান, রাষ্ট্রিয় পরিষেবা না পাওয়া, সামাজিক অনুষ্ঠানে দলিত-হরিজনদের জন্য আলাদা খাবার ব্যবস্থা করা হয়। মন্দিরে প্রবেশাধিকার নেই বললেই চলে। হোটেল- সেলুনে তাদের ঢুকতে দেওয়া হয় না, দিলেও নি¤œমানের প্লেটে চিহ্ন দিয়ে নির্ধারিত করা থাকে, কিম্বা কাপ-প্লেট

বালিয়াকান্দিতে পল্লী চিকিৎসকের অপচিকিৎসায় তৃতীয় শ্রেণীর ছাত্রের মর্মান্তিক মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ভররামদিয়া গ্রামের পল্লী চিকিৎসকের অপচিকিৎসায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রের মর্মান্বিক মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকেই ডাক্তার পলাতক রয়েছে। নিহত ওই ছাত্রের নাম পারভেজ শেখ (৯)। তার পিতার নাম জালাল শেখ। বাড়ী উপজেলার বহরপুর ইউনিয়নের ভররামদিয়া গ্রামে। সে খোর্দ্দরামদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র। নিহত পারভেজের পিতা কৃষক জালাল শেখ জানান, তার ছেলে পারভেজ খোর্দ্দরামদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র। গত ৩ নভেম্বর প্রতিদিনের ন্যায় স্কুলে যায়। স্কুলে টিফিন দিলে খেলাধুলা করার সময় হোচট খেয়ে পড়ে মারাত্বক আহত হয়। অন্যান্যে শিক্ষার্থীরা তার মাকে খবর দিয়ে বাড়ীতে নিয়ে আসে। মাঠ থেকে বাড়ী ফিরে দেখি ছেলে অসুস্থ । স্থানীয় ডাক্তার আবজাল হোসেনকে ফোনে বাড়ীতে ডেকে আনলে সে কয়েকটি ইনজেকশন ও ট্যাবলেট দেয়। ইনজেকশন ও ট্যাবলেট খাওয়ার কিছুক্ষন পরই বড়ি করতে শুরু করে। ডাক্তারের পুনরায় ফোন দিয়ে জানালে সে আমাকে বুজ দেয় সমস্যা হবে না। বেলা যত গড়তে থাকে পারভেজ বমিসহ তত অসুস্থ হতে থাকে। ডাক্তারকে বার বার ফোন করলেও সে আর আসে না। ফোন বন্ধ করে রাখে। রাত ৯টার দিকে বালিয়াকান্দি হাসপাতালে আনলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। মামলা হলে লাশ কাটাকাটির ভয়ে হাসপাতাল থেকে লাশ নিয়ে বাড়ীতে দাফন সম্পন্ন করে। পরদিন পারভেজের চাচা আজিবর শেখ ডাক্তার আবজাল হোসেনকে তেঁতলিয়া বাজারে লাঞ্ছিত করে। এর পর থেকেই এলাকায় বিষয়টি ছড়িয়ে পড়ে। পারভেজের চাচা আজিবর শেখ জানান, ডাক্তার আবজাল হোসেন চিকিৎসা দিতে গিয়ে তালবাহানা করার কারণে তেঁতুলিয়া বাজারে গিয়ে আমার সাথে ঝগড়া হয়। তবে থাপ্পর