সোমবার, ফেব্রুয়ারী ১৭, ২০১৪

গুলি বুলেটের জবাব উপজেলা নির্বাচনে ব্যালটের মাধ্যমে দিতে হবে : সৈয়দ মেহেদী আহমেদ রুমী


আব্দুম মুনিব : কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোট সমর্থিত সচেতন নাগরিক সমাজের একক চেয়ারম্যান প্রার্থী কুমারখালী পৌর সভার সাবেক মেয়র নুরুল ইসলাম আনছার প্রামানিকের মোটর সাইকেল প্রতিকের পক্ষে উপজেলার পান্টি ইউপিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে পান্টি বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় পান্টি ইউপি বিএনপির সভাপতি ইসলাম উদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি জেলা ১৯ দলীয় জোটের আহবায়ক সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। তিনি বলেন, যেসব মানুষ পবিত্র কোরআন শরীফকে বুকে ধারণ করে রাখে সেই সব আলেম হাফেজদের পাখির মত বুকে গুলি চালিয়ে এ সরকার ক্ষমতায় রয়েছে। এসব হত্যাকান্ডের বিচার বাংলার মাটিতে করা হবে। তিনি বলেন, উপজেলা নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে গুলি বুলেট অন্যায় অত্যাচারের উপযুক্ত জবাব দেওয়া হবে। লুটপাট করার জন্য এই অবৈধ সরকার ৫ জানুয়ারী একতরফা প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায়

চাকুরির ক্ষেত্রে অবমুল্যায়ন প্রতিবাদে ইবি বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

রাশেদুন নবী রাশেদ, ইবি : দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরির ক্ষেত্রে বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের সুযোগ না দিয়ে অবমুল্যায়ন করা হচ্ছে। এমন দাবি করে দেশব্যাপী সকল বিশ্ববিদ্যালয়ের এর প্রতিবাদে মানববন্ধনের ডাক দিয়েছে। এর ধারাবাহিকতায় গতকাল ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে,

৩২ বিজিবি’র অভিযানে বিভিন্ন সামগ্রী আটক

গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ ফেব্র“য়ারি ২০১৪ তারিখে জানা যায় যে, বেনাপোল হতে একটি কাভার ভ্যান গাড়ী যোগে ভারতীয় অবৈধ মালামাল পাচার হয়ে ঢাকার উদ্দেশ্য গমন করছে। উক্ত সংবাদ পেয়ে আনুমানিক ১৮৩০ ঘটিকায় ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক বিএ-৪২০২ মেজর মোঃ তারেক মাহমুদ সরকার এর নেতৃত্বে একটি টহল দল গাড়ীটি অনুসরন করে গোয়ালন্দ মোড় রেল ক্রসিং এর নিকট ২৩৩০ ঘটিকায় গাড়ীটির সন্ধান পায়। গাড়ীর চালককে তার গাড়ীতে অবৈধ মালামাল আছে বলে অভিহিত করলে সে তা অস্বীকার করে। তখন মালামাল চেক করার জন্য তাকে গাড়ীটি নিয়ে ব্যাটালিয়ন সদর মিরপুরে আসার জন্য বলা হলে গাড়ীটি

বৃষ্টিকে উপেক্ষা করে শহরের বিভিন্ন স্থানে প্রকৌশলী জাকির হোসেন সরকারের পক্ষে ব্যাপক গণসংযোগ


শিমূল আহমেদ : আসন্ন কুষ্টিয়া উপজেলা নির্বাচনের বিএনপি সমর্থিত নাগরিক কমিটির একক চেয়ারম্যান পদপ্রার্থী, কুষ্টিয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য ও সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক, গণ মানুষের বন্ধু ,বিশিষ্ট শিল্পপতি প্রকৌশলী জাকির হোসেন সরকার কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত বৃষ্টিকে উপেক্ষা করে গণসংযোগ করেছেন। এসময় তিনি সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীদের ও বিভিন্ন পেশায় কর্মরত মানুষের সাথে কুশল বিনিময় করেন। এবারের আসন্ন উপজেলা নির্বাচনে তার নির্ধারিত প্রতীক আনারস মার্কায় সদর উপজেলাবাসীকে মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে কুষ্টিয়ার উন্নয়নে শরীক হওয়ার আহ্বান জনান। আনারস প্রতীকের জয় নিশ্চিত করার লক্ষে শহরের বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন বিএনপিসহ অঙ্গসংগঠন,জেলা বিএনপি,সদর থানা বিএনপি,শহর বিএনপি,জেলা যুবদল,সদর থানা যুবদল সেচ্ছাসেবক দল,জেলা ছাত্রদল,সদর থানা ছাত্রদল,শহর ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের œ নেতাকর্মীরা । গণসংযোগের সময় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক

কুষ্টিয়া পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলার যুথিকার ইন্তেকাল

কুষ্টিয়া পৌরসভার সাবেক কমিশনার এবং মরহুম হামিদুর রহমানের স্ত্রী ছালমা রহমান যুথিকা ইন্তেকাল করেছেন। তিনি গত দুই মাস যাবৎ অসুস্থ হয়ে ঢাকা এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। ২০ দিন পূর্বে কিছুটা সুস্থ হয়ে তার বড় ছেলের ঢাকাস্থ বাসায় উঠেন। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় অসুস্থ বোধ করলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার হলে পথে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। ছালমা রহমান যুথিকা কুষ্টিয়া শহর মহিলা আওয়ামী লীগের একজন সফল সভানেত্রী ছিলেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, নাতী ও নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। সংবাদ বিজ্ঞপ্তি

লোকমান হোসেন সহ ৫ জাসদ নেতার ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত


মনির উদ্দিন মনির : যথাযোগ্য মর্যদায় পালিত হয়েছে শহীদ লোকমান হোসেন সহ পাঁচ জাসদ নেতার ১৫তম মৃত্যুবাষিকী। দিবসটি পালন উপলক্ষে তালবাড়ীয়াস্থ লোকমান হোসেন ফাউন্ডেশন নিহতদের স্বরনে স্মৃতি চারনমুলক আলোচনা সভা, দোয়া মাহফিল’র আয়োজন করে। গতকাল রবিবার বিকেলে মিরপুর উপজেলার লোকমান হোসেন ফাউন্ডেশনের সহ সভাপতি বিশিষ্ট সমাজ সেবক নিজাম উদ্দিন কবিরাজের সভাপতিত্বে শুরু হয় নিহতদের স্বরনে স্মৃতি চারনমুলক আলোচনা সভা। সভায় স্মৃতি চারন করে বক্তব্য রাখেন, কুষ্টিযা জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম দুলাল, সিনিয়র আইনজীবী মীর সানোয়ার হোসেন. লোকমান হোসেন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও শহীদ লোকমান হোসেনর পুত্র এ্যাডঃ মোঃ আল মুজাহিদ হোসেন মিঠু, এ্যাডঃ তোফাজ্জেল হোসেন, এ্যাডঃ সাজ্জাদ হোসেন সেনা, মোঃ বদিউল আলম, মোঃ ফরজ উল্লাহ, মোঃ খাইরুল ইসলাম মাষ্টার, আবুল কালাম আজাদ কালু মেম্বর, মোঃ সেকেন্দার আলি কবিরাজ, আঃ হান্নান কবিরাজ, মোঃ ইকবাল হোসেন, মোঃ আনোয়ার আলি মেম্বর, আশরাফুল ইসলাম,

কুষ্টিয়ায় যৌন উত্তেজক পানীয় তৈরির কাঁচামালসহ আটক-১

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় ডিবি পুলিশের অভিযানে যৌন উত্তেজক পানীয় তৈরির কাঁচামালসহ সুজন (২৮) নামে একজনকে আটক করেছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের পৌর মার্কেট থেকে তাকে আটক করা হয়। কুষ্টিয়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী নেওয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে পৌর মার্কেটে অভিযান চালানো হয়। এ সময় সুজনের ব্যাগ তল্লাসী করে যৌন উত্তেজক পানীয় তৈরির কাঁচামাল পাওয়া যায়। তিনি কুষ্টিয়া সদর উপজেলার হরিশংকরপুর এলাকার জামাল শেখের ছেলে। এঘটনায় থানায় মামলা হয়েছে।

দৌলতপুরে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে এক শিক্ষকের ২ বছরের কারাদণ্ড


দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি বালিকা মাধ্যমিক বিদ্যালয় এস,এস,সি পরীক্ষা কেন্দ্রে পরক্ষার্র্থীদের প্রশ্ন পত্র ফাঁস করে নকল সরবরাহের দায়ে এক শিক্ষককে ২ বছরের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। জানা গেছে গত রবিবার বেলা ১২টার দিকে এসএসসি‘র ইংরেজী দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে খলিশাকুন্ডি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসলাম হোসেন (৪০) প্রশ্ন পত্র ফাঁস করে বিদ্যালয় সংলগ্ন তার নিজস্ব কোচিং সেন্টারে প্রশ্নের উত্তরপত্র তৈরী করে পরীক্ষার্র্থীদের কাছে সরবরাহের সময় পুলিশ হাতে নাতে ধরে ফেলে। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোকতার হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তরপত্র সহ ঐ শিক্ষককে গ্রেফতার করে।