রবিবার, মার্চ ১৬, ২০১৪

সাঁইজির আখড়াবাড়ীতে ভবের হাট

 

৫ দিনব্যাপী লালন সাঁইয়ের স্মরণোৎসবের উদ্বোধন

আব্দুম মুনিব : সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১২৪ তম স্মরণোৎসব উপলক্ষ্যে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়া বাড়ীতে শুরু হয়েছে ৫ দিনব্যাপী অনুষ্ঠানমালা। গতকাল সন্ধ্যায় আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্ধোধন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় ও লালন একাডেমীর আয়োজনে একটানা ১৯ মার্চ পর্যমত্ম ৫ দিনব্যাপী চলবে বাউল সম্রাট সাধক ফকির লালন সাইয়ের স্মরণোৎসবের অনুষ্ঠান। মোবাইল ফোন কোম্পানী গ্রামীণ ফোনের স্পন্সারে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় কুষ্টিয়া লালন একাডেমি নিজস্ব ব্যবস্থাপনায় উদ্বোধনী দিনে গতকাল শনিবার সন্ধ্যায় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ সদর আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার মফিজ উদ্দিন আহাম্মেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, লালন একাডেমির সাবেক সাধারণ সম্পাদক তাইজাল আলী খান। অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন ঢাকা আইডিয়াল কলেজের অধ্যাপক রবীন্দ্রনাথ বিশ্বাস। শুভেচ্ছা বক্তব্য দেন কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা সাহেলা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন লালন একাডেমির সাধারণ সম্পাদক

কুষ্টিয়ায় জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষন দিবসে আলোচনা সভা

ধর্মীয় অনুশাসন সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত রাখে----------------সৈয়দ বেলাল হোসেন

 কুষ্টিয়ায় জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সকাল ১১ টায় জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষন অধিদপ্তরের আয়োজনে সর্বস্তরের ব্যাবসায়ীদের সাথে আলোচনা অনুষ্ঠিত হয়। জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষন অধিদপ্তর কুষ্টিয়া জেলা শাখার সহকারী পরিচালক মোহাম্মাদ ফয়জুল্লাহ সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মুজিবুল ফেরদাউস। বক্তব্য রাখেন কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সহসভাপতি এসএম কাদেরী শাকিল, বড় বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি মোকারম হোসেন মোয়াজ্জেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কুষ্টিয়া দোকান মালিক কল্যাণ সমিতির সভাপতি পারভেজ মাজমাদার, ক্যাবের সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ খান টিটু, বাংলাদেশ কেমিষ্ট এ্যান্ড ড্রাগ এ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর সাইফুল হক মুরাদ চৌধুরী প্রমুখ।প্রধান অতিথির বক্ত্যবে সৈয়দ বেলাল হোসেন বলেন, সকল মানুষই কোন না কোন ভাবে ভোক্তা তাই

কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ আনন্দঘন পরিবেশে গতকাল অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন কুষ্টিয়ায় ইতিমধ্যে কালেক্টরেট স্কুলটি ব্যাপক সুনাম অর্জনে সক্ষম হয়েছে। এত স্বল্প সময়ে স্কুলের ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক ও নৃত্যে কুষ্টিয়া জেলার অন্যান্য স্কুলের তুলনায় বলতে গেলে একেবারে পিছিয়ে নেই। গতকাল কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ মফিজ উদ্দিন আহমেদ একথা বলেন তিনি স্কুলের বিভিন্ন দিকের প্রশংসার কথা উল্লেখ করে আশা প্রকাশ করেন আগামীতে এই স্কুল থেকে মেধা অর্জনকারী শিক্ষার্থী দেশ ও জাতি গঠনে উল্লেখযোগ্য ভুমিকা রাখতে সক্ষম হবে ইন্শাল্লাহ এবং ম্যানেজিং কমিটির সদস্যদের সুদক্ষ পরিচালনায়

কুষ্টিয়া জেলা মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা প্রতিবেদন - ২০১৩

মোড়ক উম্মোচন ও মতবিনিময় সভা

জেলা মানবাধিকার ফোরামের উদ্যোগে দ্বিতীয় বারের মতো কুষ্টিয়া জেলার মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা প্রতিবেদন ২০১৩ এর মোড়ক উম্মোচন ও মতবিনিময় সভা সকাল ১০ টায় আব্দুল জব্বার মিলনায়তনে পৌর মেয়র আনোয়ার আলীর সভপতিত্বে অনুষ্ঠিত হয়। মোড়ক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মোড়ক উম্মোচন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক এ্যাড:সুলতানা কামাল। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মমতাজ আর বেগম, আহবায়ক,জেলা মানবাধিকার ফোরাম ও নির্বাহী পরিচালক, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা, কুষ্টিয়া, ডা:ফাতেমাতুজ জহুরা, সিভিল সার্জন অফিস, কুষ্টিয়া, সিরাজুস সালেহীন, ডেপুটি জেল সুপার, কুষ্টিয়া, মো:তৌহিদুজ্জামান, সিনিয়র তথ্য অফিসার,কুষ্টিয়া,এ্যাড:অনুপ কুমার নন্দী, সভাপতি, মানবাধিকার আইনজীবী পরিষদ.কুষ্টিয়া। জাতীয় সংগীতের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। জাতীয় সংগীত পরিবেশন করেন সুরসপ্তক একাডেমি ও মুক্তির সাংস্কৃতিক দল। স্বাগত বক্তব্য রাখেন দেওয়ান আক্তারুজ্জামান, ফোরাম এর সদস্য এবং নির্বাহী পরিচালক, ফেয়ার। ফোরাম সম্পর্কে আলোচনা করেন এনামূল হক,ফোরাম সদস্য এবং নির্বাহী পরিচালক, কে পি ইউ এস। মাল্টি মিডিয়ার মাধ্যমে রিপোট তুলে ধরেন আমানতউল্লাহ, সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার, আসক। মূল প্রবন্ধ পাঠ করেন আব্দুর রাজ্জাক,ফোরাম সদস্য এবং নির্বাহী পরিচালক সাফ। বক্তব্য রাখেন তৌফিক আল মান্নান,

মিরপুরে এলকাবাসীর হামলায় ৩ পুলিশ আহত ॥ আটক ৫

মিরপুর প্রতিনিধি : কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় এলাকাবাসীর হামলায় ৩ পুলিশসহ ৪জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে। গতকাল শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এলাকাবাসী আব্দুর রহিমের ছেলে সাইফুল ইসলামকে বেধড়ক মার-পিট করে আটকে রাখে। পুলিশ ওই গ্রাম থেকে সাইফুলকে উদ্ধার করতে যেয়ে এলাকাবাসীর হামলার শিকার হয়। এ সময়ে পুলিশের এসআই আব্দুল হালিম, এএসআই তারিকুল ইসলাম, কনষ্টেবল হাবিল মারাত্মক ভাবে আহত হয়। পরে পুলিশ সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় ফিরে গেছে। এ ছাড়াও পুলিশ আহত সাইফুলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় জড়িত থাকায় পুলিশ ফুলবাড়ীয়া গ্রামের মকবুল

ইবি সাংবাদিক সমিতির নির্বাচন সম্পন্ন

আদনান সভাপতি ॥ জহুরুল সাধারন সম্পাদক॥

রাশেদুন নবী রাশেদ, ইবি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) কার্যকরী পরিষদ নির্বাচন-২০১৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ইমামুল হাসান আদনান সভাপতি, জহুরুল ইসলাম সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার ও জাতীয় প্রেস ক্লাবসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
ইবিসাসস অফিস সুত্রে জানা গেছে, গতকাল বেলা ১২টায় ইবি সাংবাদিক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন -২০১৪ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অবস্থিত প্রেস কর্নারে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে, নির্বাচনে ইবিসাসের ১৮জন সদস্যদের গোপন ব্যালট পেপারের মাধ্যমে গনতান্ত্রিক পন্থায় শান্তিপূর্নভাবে ভোট প্রদান করে। দুপুর ১টায় ভোট গননা শেষে নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর হোসেন এ ভোটের ফলাফল ঘোষনা করেন। নির্বাচনে সদস্যদের সর্বাধিক ভোট পেয়ে ইবিসাসের কার্যকরী পরিষদ নির্বাচন ২০১৪এর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ‘দৈনিক আলোকিত বাংলাদেশ’ পত্রিকার ইবি প্রতিনিধি ইমামুল হাসান আদনান ও সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ‘দৈনিক মানব জমিন’ প্রত্রিকার ইবি প্রতিনিধি জহুরুল ইসলাম। পরে দুপুর ২টায় সমিতির কার্যনির্বাহী পরিষদের চুরান্ত কমিটি ঘোষনা হয়। এতে সমিতির কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পান আব্দুল কাদের কাজল (দৈনিক নিউএজ),শাহেদুজ্জামান (অর্থনীতি প্রতিদিন), হুমায়ন কবির (দৈনিক সংগ্রাম), সহ-সাধারন সম্পাদক মোঃ জিশান আহমদ (দৈনিক ইত্তেফাক), কোষাধ্যক্ষ মোঃ শাহজাহান নবীন (ঢাকা টাইমস২৪),প্রচার সম্পাদক ইলিয়াস মেহেদী ( দৈনিক দিনকাল), তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান যুবায়ের (বিডিনিউজ২৪ডটকম), এছাড়া কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব গ্রহন করেন আয়াজ আজাদ (দৈনিক যায়যায়দিন), মনিরুজ্জামান (টাইমসওয়ার্ল্ডস), রাশেদুন নবী রাশেদ (দৈনিক হাওয়া), আব্দুল্লা আল ফারুক (দৈনিক ইনকিলাব)। এসময় নির্বাচনের প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর হোসেন, সহকারী কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক মোঃ গোলাম

ইবির আন্তুঃহল ও আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় আইন চ্যাম্পিয়ান

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তঃহল ও আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল পর্বে চ্যাম্পিয়ান হয়েছে বিশ্ববিদ্যালয়ের আইন ও মুসলিম বিধান বিভাগ রানার্স আপ হয়েছে হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগ। খেলা শেষে খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার।ক্রীড়া বিভাগ সুত্রে জানা যায়, গতকাল বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের আন্তঃহল ও আন্ত বিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০১৪এর ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। ফাইনাল পর্বে আইন ও মুসলিম বিধান বিভাগ ও হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগ অংশ গ্রহন করে। খেলার শুরুতে টসে জিতে আইন বিভাগের খেলোয়াররা ব্যাটিং করতে মাঠে নেমে ২০ওভারে ১৪২ রান করে। পরে হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগরে খেলোয়াররা ১৪৩ রানের টার্গেট নিয়ে মাঠে নেমে ১২২ রান করে অল আউট হয়। ফলে আইন ও মুসলিম বিধান বিভাগ ২০ রানে জয় লাভ করে চ্যাম্পিয়ান ট্রফি ছিনিয়ে নেয়। এ খেলাটি উপভোগ করার জন্য উপস্থিত ছিল হাজারো দর্শক। খেলার মাঠে দর্শকের আনন্দে ক্যাম্পাসের পরিবেশ ছিল উৎসব মুখর । এদিকে আন্তঃ হল (ছাত্র) চ্যাম্পিয়ন হয় শহীদ জিয়াউর রহমান হল এবং রানার আপ হয় সাদ্দাম হোসেন হল। আন্তঃ হল (ছাত্রী) চ্যাম্পিয়ন হয়