মঙ্গলবার, ফেব্রুয়ারী ১৮, ২০১৪

কুমারখালী কয়া ইউপিতে চেয়ারম্যান প্রার্থী আনছার প্রামাণিকের পক্ষে গণসংযোগ ও পথসভা

জনগণের আন্দোলনের জোয়ারেই এই অবৈধ সরকারের বিদায় নিশ্চিত হবে--------- সৈয়দ মেহেদী আহমেদ রুমী  

আব্দুম মুনিব : কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোট সমর্থিত সচেতন নাগরিক সমাজের একক চেয়ারম্যান প্রার্থী কুমারখালী পৌর সভার সাবেক মেয়র নুরুল ইসলাম আনছার প্রামানিকের মোটর সাইকেল প্রতিকের পক্ষে উপজেলার কয়া ইউপিতে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী ইউনিয়নের খলসেদহ, সুলতানপুড়, বেড়কালুয়া, উত্তর কয়া, বাড়াদি, গট্টিয়া, বানিয়াপাড়া, কালুয়া বাজার, কয়া বাজার, বিল্লাল উদ্দিন আলিম চেয়ারম্যান স্বৃতি সংসদসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এসব গণসংযোগ ও পথসভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি জেলা ১৯ দলীয় জোটের আহবায়ক সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, একদলীয় বাকশালী শাসনের পরিণতি কী হয়, তা হয়তো আওয়ামী লীগের স্মৃতি থেকে মুছে গেছে। জনগণের ওপর নিরন্তর পৈশাচিক আক্রমণ ও বর্বরতার জবাব আওয়ামী লীগকে উপজেলা নির্বাচনের মাধ্যমে দিতে হবে।তিনি বলেন, অবৈধ সরকারের নির্মম এবং স্বেচ্ছাচারিতামূলক কর্মকান্ডের বিরুদ্ধে দেশবাসী যখন সোচ্চার, তখন তারা আরও বেপরোয়া ও উন্মত্ত হয়ে উঠেছে। তিনি বলেন, বিরোধী দলের ওপর পাশবিক আক্রমণ চালিয়ে চিরকাল ক্ষমতা আঁকড়ে রাখার লক্ষ্যে সরকারের অদূরদর্শী ও ন্যক্কারজনক সব কর্মকান্ডের বিরুদ্ধে দেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। জনগণের আন্দোলনের জোয়ারেই এই অবৈধ সরকারের বিদায় নিশ্চিত হবে। তিনি বলেন, বিগত ৫ বছরে কুমারখালীর মানুষ কোন উন্নয়নের মুখ দেখেনি। লুটপাট করার জন্য এই অবৈধ সরকার ৫ জানুয়ারী একতরফা প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। তিনি আরো বলেন, সংসদ নির্বাচনে ১৯ দল নির্বাচন বর্জন করেছিলো কিন্তুু আন্দোলনের অংশ হিসেবে স্থানীয় নির্বাচনে পূর্বের মত এবারো বিএনপিসহ ১৯ দল অংশ নিয়েছে। তাই আগামী ২৭ ফেব্রুয়ারী কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোটের সমর্থিত সচেতন নাগরিক সমাজের একক চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম আনছার প্রামানিকের মোটর সাইকেল মার্কায় বিপুল ভোটে জয়ী করার জন্য নেতাকর্মীদের ঘরে ঘরে ভোট চাওয়ার আহবান জানান।পথসভা আরো 

মনোমোহন বিড়ি কারখানায় শতশত কোটি টাকা রাজস্ব ফাঁকি : নীরব প্রশাসন

সংবাদ বিজ্ঞপ্তি ॥ কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার বাহাদুপুর গ্রামে অবস্থিত মনোমোহন বিড়ি কারখানাটি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা রাজস্ব ফাঁকিসহ বেআইনি কার্যকলাপের এক মহা উৎস চলছে। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের পক্ষ হতে এক বিবৃতিতে জানানো হয়, এই কারখানাটিতে প্রতিদিন ২০-২৫ লক্ষ বিড়ি উৎপাদন হয়ে থাকে। মালিকপক্ষ রাজস্ব ফাঁকি দেওয়ার উদ্দেশ্য বাহাদুরপুরের মূল কারখানা ছাড়াও ভেড়ামারা থানা সদর, নাটোরের মালচ ইয়াসিনপুর এবং রাজশাহীর গয়ারসুপ এই তিনটি জায়গায় শাখা কারখানা রহিয়াছে। এই ইউনিয়নের শ্রমিকদেরকে সঠিক দাবি দেওয়া থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে এই শাখা কারখানাগুলি পরিচালনা করিয়া থাকে। বাহাদুরপুরেরর শ্রমিকগণ আন্দোলন সংগ্রাম গড়ে তোলার চেষ্ট করলে মূল কারখানা বাহাদুর পুরে কাজ কমিয়ে দেয়। তাছাড়া এই কারখানাগুলো করার মূল উদ্দেশ্য আরেকটি হলো নাটোর, রাজশাহী এবং ভেড়ামারা সদরে যে শাখা কারখানা রহিয়াছে এগুলোতে রাজস্ব ফাঁকি দেয়া অনেক সহজ। কারখানাগুলোর কর্মকান্ড প্রশাসনের নজরে বাইরে। প্রতিদিন উৎপাদিত ২০-২৫ লক্ষ বিড়ি জাল ব্যান্ডরোল এবং ব্যান্ডরোল বিহিন বিড়ি নাটোর জেলায়, লালপুর পাবনা জেলার বৃহত্তর অংশসহ গ্রামে বিক্রি করিয়া থাকে। কারখানাটিতে শ্রমিকদিগকে

শহরে ভ্রাম্যমান আদালতে মাদক ব্যবসায়ীর জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ায় অভিযান চালিয়ে মুনিব হোসেন (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মডেল থানা পুলিশ। সোমবার দুপুরে কুষ্টিয়া শহরের মিললাইন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মুনিব শহরতলীর মিলপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে। সিগারেটের মধ্যে গাঁজা মিশিয়ে বিক্রি করার সময় তাকে আটক করে মডেল থানার পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৯৯০ সালের ২২/খ ধারায় মাদকদ্রব্য আইনের আওতায় ও মাদকদ্রব্য ব্যাবহার ও সংরক্ষনের অভিযোগে তার কাছ থেকে তিন হাজার টাকা জরিমানা আদায় করে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। আদালত পরিচালনা করেন কুষ্টিয়ার আরডিসি শিহাব রায়হান।

কুষ্টিয়ায় ৪০০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ায় অভিযান চালিয়ে ৪’শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আলম (৩০) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২। আটককৃত আলম শহরতলীর বাড়াদি উত্তরপাড়া গ্রামের আতিয়ার আলীর ছেলে। রোববার রাত ১০টার দিকে শহরের র্গীজানাথ মজুমদার সড়কের পার্শ্বে নবীন পরামানিক প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে আটক করা হয়। র‌্যাব‐১২, সিপিসি‐১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার কৌশিক আহমেদ রাজীব ঘটনার সত্যতা স্বীকার নিশ্চিত করে বলেন, রোববার রাতে শহরের র্গীজানাথ মজুমদার সড়কের সামনে উপর অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় তার প্যান্টের পকেট থেকে ৪০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ আটককৃৃত আলমের বির“দ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
ধূমপান ও তামাতজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ)(সংশোধন) ২০১৩ আইন বাস্তবায়নের অংশ হিসাবে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে ধূমপানমুক্ত সাইন স্থাপন বাধ্যতামূলক। আইন অমান্যে জরিমানা ১০০০ টাকা। গতকাল বেলা ১১ টার সময় কুষ্টিয়া জেলা উন্নয়ন সমন্বয় মিটিংএ জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জেলার সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে ধূমপানমুক্ত সাইন স্থাপন করার নির্দেশ প্রদান করেন।

পরাজয় নিশ্চিত জেনেই বিপক্ষ প্রার্থী আমাদের উপর হামলা করছেন মিথ্যা হয়রানিমূলক মামলা দিচ্ছেন -- সৈয়দ আমজাদ আলী

খোকসার মোড়াগাছায় ১৯ দলীয় জোট উদ্যোগে নির্বাচনী পথসভা
স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার খোকসার মোড়াগাছা হাট প্রাঙ্গণে ১৯ দলীয় জোট এর উদ্যোগে সচেতন নাগরিক সমাজের তিন প্রার্থীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।বিকালে মোড়াগাছা ইউনিয়ন বিএনপি নেতা আজমল হোসেন বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯ দলীয় জোট মনোনীত সচেতন নাগরিক সমাজের প্রার্থী সৈয়দ আমজাদ আলী। তিনি বলেন, পরাজয় নিশ্চিত জেনেই বিপক্ষ প্রার্থী আমাদের উপর হামলা করছেন। আমাদের উপর হামলা করে আমাদের নেতাকর্মীদের আহত করে উল্টো আমাদের উপরই মামলা করছেন। এসব হামলা-মামলার জবাব খোকসার জনগণ আগামী ২৭ তারিখের নির্বাচনে ব্যালটে দিবে। আমরা হামলা-মামলাকে ভয় পাই না। আমাদের উপর যতই হামলা-মামলা হোক আমাদের কাজ করে যেতে হবে।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খোকসা পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, উপজেলার বিএনপির প্রবীণ নেতা ও পৌর মেয়র আনোয়ার আহম্মেদ তাতারী, খোকসা থানা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিস উজ জামান স্বপন, সিনিয়র সহ-সভাপতি মুনসী এজেডজি রশিদ রেজা বাজু, সাংগঠনিক সম্পাদক মোজাফফর উজ জামান মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মতিন মনি। এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রবীন বিএনপি নেতা এ্যাড. মুলফত হোসেন কানু, আশকর আলী, যুবদলনেতা ও মেয়রপুত্র নাফিজ আহম্মেদ খান রাজু, শামীম আহম্মেদ বাবু, শিমুলিয়া ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম, শোমসপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি

খোকসায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীসহ অর্ধশতাধিক বিএনপির নেতাকর্মীর নামে মামলা অদৃশ্য কারণে তথ্য দিতে নারাজ পুলিশ

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আমজাদ আলীসহ অর্ধশতাধিক বিএনপি ও এর অংগসংগঠনের নেতৃবৃন্দের নামে মামলা দায়ের করা হয়েছে।বিশ্বত সূত্রে জানা গেছে, সম্প্রতী শোমসপুর বাজারের একটি ঘটনাকে কেন্দ্র আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান প্রার্থী সদর উদ্দিন খানের ছোটভাই আব্দুর রহিম খান বাদী হয়ে মামলাটি দায়ের করেছে । দন্ডবিধি ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের কৃত মামলার নং ২, তাং ১৭/০২/১৪ ইং।
অদৃশ্য কারণে খোকসা থানার অফিসার ইনচার্জ জালাল মামলার তথ্য দিতে গড়িমসি করছে। কতজনের নামে মামলা হয়েছে, মামলার প্রধান আসামী কে তাও তিনি বলেননি। তিনি থানার বকশী রাকিবুলের সাথে যোগাযোগ করতে বললে রাকিবুলের ফোনটি বন্ধ পাওয়া যায়।উল্লেখ্য যে ঘটনাটি কেন্দ্র করে মামলাটি দায়ের করেছে সেই ঘটনায় বিএনপির

৫ দফা দাবি পূরনের সর্বোচ্চ প্রতিশ্র“তি ইবি ছাত্রদলের ধর্মঘট বুধবার পর্যন্ত স্থগিত

রাশেদুন নবী রাশেদ, ইবি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৫ দফা দাবি আদায়ে ডাকা আগামী ১৮ ও ১৯ ফেব্র“য়ারী ধর্মঘট স্থগিত করেছে। দাবি পুরনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ প্রতিশ্র“তির প্রেক্ষিতে এ ধর্মঘট স্থগিত করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ওমর ফারুক জানিয়েছেন। বুধবারের মধ্যে দাবি পুরণ না করা হলে শনিবার থেকে লাগাতার ধর্মঘট। জানা যায়, গত ১৫ ফেব্র“য়ারী ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল প্রেস কর্নারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ দফা দাবি আদায়ে ১৮ ও ১৯ ফেব্রুয়ারী ধমঘটের ডাক দেয়। কিন্তু গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ছাত্রদল নেতাকর্মীদের সাথে বৈঠকে বসেন। এসময় তারা প্রক্টরকে তাদের ৫ দাবি আদায়ে ও ধর্মঘট কর্মসুচি বাস্তবায়নে অটল থাকার কথা জানান। পরে প্রক্টর ও বিশ্ববিদ্যালয়

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়াম্যান প্রার্থী এ্যাডঃ আলমের গণসংযোগে অধ্যাপক শহীদুল ইসলাম

ভেড়ামারায় বিএনপি সমর্থিত প্রার্থীদের জয়ী করতে ঐক্যবদ্ধ ভাবে সবাইকে কাজ করতে হবে
মনির উদ্দিন মনির ॥ কুষ্টিয়া জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও কুষ্টিয়া -২ ভেড়ামারা-মিরপুর আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম বলেছেন উপজেলা পরিষদের নির্বাচনে ভেড়ামারা বাসীকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি সমর্থিত প্রার্থীদেরকে বিজয়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করতে হবে। কেবল মাত্র বিএনপিই পারে এলাকার তথা দেশ ও জাতীর উন্নয়ন স্বাধন করতে। তিনি গতকাল দিনব্যাপি উপজেলার ধরমপুর, ক্ষেমিড়দিয়ার, মোকারিমপুর, বাহিরচর মসলেমপুর সহ পৌর এলাকায় গণসংযোগ শেষে বারমাইল বাসষ্ট্যান্ড পথসভায় প্রধান অতিথীর বক্তব্যে এ কথাগুলো বলেন। বাহিরচর ইউনিয়ন বিএনপি’র প্রবিন নেতা ইয়াছিন আলী’র সভাপতিত্বে অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি সমর্থিত ভেড়ামারা উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী ও কুষ্টিয়া জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ভেড়ামারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌর সভার সাবেক মেয়র এ্যাড.তৌহিদুল ইসলাম আলম,

আমলায় শহীদ মারফত আলীর ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত

আমলা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার বিএলএফ প্রধান উত্তরবঙ্গের প্রখ্যাত কৃষক নেতা বীরমুক্তিযোদ্ধা শহীদ মারফত আলীর ২৩ তম মৃত্যুবার্ষিকী সোমবার দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যেদিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে কুষ্টিয়ার আমলা সরকারী ডিগ্রী কলেজ প্রাঙ্গনে শহীদ মারফত আলী স্মৃতি সংসদের আয়োজনে এক স্মরণ সভা, মিলাদ মাফফিল, কালো ব্যাজ ধারণ, কোরআন খতম ও মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। সকাল সাড়ে ৯ টায় শহীদ মারফত আলী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ও জাসদ কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আব্দুল্লাহ’র সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন,আমলা সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর ইকবাল হোসেন, শহীদ মারফত আলীর সহধর্মীনি আঞ্জুমান মারফত, মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আফতাব উদ্দিন খাঁন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সদরপুর ইউপি চেয়ারম্যান কামারুল আরেফিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হক, উপজেলা জাসদের সভাপতি মহাম্ম্দ শরীফ, আমলা বাজার কমিটির সভাপতি সিদ্দিক আলী, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান বাস্তব, আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজ্জেল হোসেন, সাবেক প্রধান শিক্ষক মকবুল হোসেন বিশ্বাস, জাহানারা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রশিদ, সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদরা

কাজী আরেফ হত্যা মামলার স্বাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত ও দ্রুত মামলার রায় কার্যকর করতে হবে , মাহাতাব উদ্দিন লাদেন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৪ নং আড়িয়া ইউপির কালিদাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১৯৯৯ সালের ১৬ ফেব্র“য়ারী সন্ত্রাস বিরোধি জনসভায় বক্তৃতা চলাকালে জাতীয় পাতাকার রূপকারক মুক্তিযুদ্ধের মহান সংগঠক জাতীয়বীর কাজী আরেফ আহম্মেদ সহ ৫ জন জাসদ নেতাকে যুদ্ধঅপরাধিদের মদদে সন্ত্রাসীরা জনসভা মঞ্চ ঘিলে ব্রাশফায়ার করে নির্মম ভাবে হত্যাকরেছিল। গতকাল রবিবার ছিল ১৫তম মৃত্যু বার্ষিকী। কাজী আরেফ আহম্মেদ সহ ৫ জন জাসদ নেতা হত্যা মামলার প্রধান ও গুলিবিদ্ধ স্বাক্ষী মাহাতাব উদ্দিন লাদেন এক বিবৃতিতে বলেন ১৫ বছর পার হয়ে গেল এখন কাজী আরেফ আহম্মেদ সহ ৫ জন জাসদ নেতা হত্যা মামলার বিচার ও রায় কার্যকর হয়নি। পলাতক চারজন ফাঁসীর আসামী মান্নান মোল্লাসহ কাওকে

ভেড়ামারায় জাসদ থেকে ৩ শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান

কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের অন্যতম নেতা এ্যাডঃ সাইফুল ইসলাম রানা বলেছেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে যোগ্য প্রার্থী আলহাজ্ব আবু বক্কার সিদ্দিকের আনারস মাকা প্রর্তীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহ
াজ্ব আবু বক্কার সিদ্দিক উপজেলার একমাত্র যোগ্য প্রার্থী। আলহাজ্ব আবু বক্কার সিদ্দিক উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকায় ব্যাপক উন্নয়নসহ মডেল উপজেলা হিসাবে গড়ে তোলা হবে। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা জুনিয়াদহ ইউনিয়ানের মির্জাপুর হাবড়ি পাড়া ও জুনিয়াদহ স্কুলপাড়া ভূমি অফিসের সামনে এক পথসভায় প্রধান অতিথি হিসাবে একথা বলেন। এসময় জাসদ থেকে ৩ শতাধিক নেতাকর্মী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে উজ্বতিত হয়ে বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলার গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আওয়ামী লীগে যোগদান করেন। এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আবু

বিজিবি’র অভিযানে ভারতীয় মালামাল আটক


গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ ফেব্র“য়ারি ২০১৪ তারিখে জানা যায় যে, বেনাপোল হতে যাত্রীবাহী গাড়ী যোগে ভারতীয় অবৈধ মালামাল পাচার হয়ে ঢাকার উদ্দেশ্য গমন করছে। উক্ত সংবাদ পেয়ে আনুমানিক ০২০০ ঘটিকায় ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ইন্ট অফিসার বিএ-৬৪২০ মেজর মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে একটি টহল দল গাড়ীটি অনুসরন করে গোয়ালন্দ মোড় রেল ক্রসিং এর নিকট ০৩০০ ঘটিকায় গাড়ীটির সন্ধান পায়। তখন যাত্রীবাহী গাড়ীটি তল্লাশী করে অবৈধভাবে গাড়ীতে বহনকৃত মালিকবিহীন মালামাল ব্যাটালিয়ন সদরে নিয়ে আসা হয়। পরবর্তীতে টাক্সফোর্সের মাধ্যমে তল্লাসী করে উক্ত মালামালের মধ্যে ভারতীয় মোটর পার্টস, এ্যামিটেশন সামগ্রী, ভারতীয় পোশাক সামগ্রী উদ্ধার করা হয়। যার সর্বমোট মূল্য- ৯৯,১৯,২৫০/- (নিরানব্বই লক্ষ উনিশ হাজার দুইশত পঞ্চাশ) টাকা। উক্ত মালামাল কুষ্টিয়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম চলছে। প্রেস বিজ্ঞপ্তি।