মঙ্গলবার, মার্চ ০৫, ২০১৩

বিএনপির ডাকা আজকের সকাল সন্ধ্যা হরতাল সফলের ডাক


হত্যাযজ্ঞ বন্ধ করুন না হলে লাগাতার আন্দোলনে সরকারের পতন ঘটানো হবে : সৈয়দ মেহেদী আহমেদ রুমী

ষ্টাফ রিপোর্টার : সারা দেশে বিএনপির ডাকা আজকের সকাল সন্ধ্যা হরতাল কুষ্টিয়ায় সফল করতে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঠে থাকার আহবান জানিয়েছে জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। এ সময় তিনি সকলকে দোকান পাট, অফিস আদালত ও যানবাহন চলাচল বন্ধ রেখে আজকের হরতাল স্বতঃস্ফূর্ত ভাবে পালনের আহবান জানান। গতকাল দলীয় কার্যালয়ে বিএনপির নেতৃবৃন্দের সাথে হরতাল সফল বিষয়ক এক সংক্ষিপ্ত আলোচনায় তিনি এ আহবান জানান। তিনি

আজ কুষ্টিয়ায় রবীন্দ্র কুঠিবাড়িতে আসছেন ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জী


আব্দুম মুনিব : আজ ৫ মার্চ কুষ্টিয়ায় আসছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। তিনি কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহে বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীত রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি পরিদর্শন করবেন। এদিকে কুষ্টিয়ার কুঠিবাড়ীতে প্রণব মুখার্জীর সফর উপলক্ষে বিষেশ নিরাপত্তাসহ ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। মেডিকেল টিম গঠন করা হয়েছে। গেষ্ট হাউজ, খাওয়ার ব্যবস্থা রয়েছে শিলাইদহে। এর মধ্যে কয়েক দফা হেলিকপ্টারে এলাকা পরিদর্শন করছেন এসএসএফ ও ডিএফআই সদস্যরা। প্রণব মুখার্জির আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো কুঠিবাড়ি এলাকা।
কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জানিয়েছে, আলাউদ্দিন নগর শিক্ষা পল্ল¬ীর মাঠে ইতি মধ্যে ৩টি হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। সেখান থেকে গাড়িতে করে শিলাইদহ কুঠিবাড়ি যাবেন মহামান্য রাষ্ট্রপতি । আলাউদ্দিন

কুষ্টিয়ায় ছাত্রশিবিরের ৫ নেতাকর্মী গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় সোমবার জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘন্টা ২য় দিনের হরতাল পালিত হয়েছে। পুলিশ রোববার শহরতলী ত্রিমহনীর উডল্যান্ডের কাছে ট্রাক ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় ৫ শিবির কর্মীকে আটক করেছে। কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) শাহ আলম জানায়, শহরতলী ত্রিমহনীর উডল্যান্ডের কাছে একটি ট্রাকে আগুন দেওয়ার অভিযোগে পুলিশ রোববার দিবাগত মধ্যরাতে ৫ শিবির কর্মীকে আটক করেছে। আটককৃতরা

শহরে বিএনপি ও অঙ্গসংগঠনের হরতালের সমর্থনে মিছিল


ষ্টাফ রিপোটার : দেশ ব্যাপী নৈরাজ্য সহিংসতা গণহত্যা ও তত্ত্বাবধায়ক সরকার পূর্ণবহালের দাবীতে বিএনপির ডাকা আজকের হরতাল সফল করতে মিছিল করেছে কুষ্টিয়া জেলা বিএনপি ও অংগ সংগঠন। গতকাল সন্ধ্যায় শহরের মজমপুর, এনএস রোড, বড় বাজারে পৃথক পৃথক ভাবে এ মিছিল করা হয়। সন্ধায় জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদলের নেতা কর্মিরা হরতালের সমর্থনে একটি মিছিল এনএস রোড প্রদক্ষিন করে। একই সময় মজমপুরে কুষ্টিয়া ঝিনাইদহ সড়কে এবং বড় বাজারে একই দাবীতে খন্ড খন্ড মিছিল বের করা হয়।

কুষ্টিয়ার চাপাইগাছিতে দু’গ্র“পের সংঘর্ষে নিহত ১ : আহত ৩০


ষ্টাফ রিপোটার : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ার চাপাইগাছিতে দু’গ্র“পের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। গতকাল ৪ মার্চ সকালে লিটু গ্র“প ও সোহরাব গ্র“পের মধ্যে সংঘর্ষে এ ঘটনা ঘটে।  পুলিশ জানায়, কুষ্টিয়া সদর উপজেলার চাপাইগাছিতে আধিপত্য বিস্তার ও জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব সংঘাত চলে আসছিলো। গতকাল ৪ মার্চ সকালে সোহরাব গ্র“পের লোকজন লিঠু গ্র“পের লোকের উপর হামলা করলে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে দু’গ্র“পের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। দু’পক্ষই ইট পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হয়। সোহরাব গ্র“পের লোকজন ধারালো অস্ত্র নিয়ে লিটু গ্র“পের লোকজনকে আক্রমন করলে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হয় মছলেম নামে এক বৃদ্ধ। এ সময় উভয় গ্র“পের আহত হয় প্রায় ৩০ জন। আহতদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত করতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে

ভেড়ামারা পৌরসভার মেয়র’র কার্য্যালয় থেকে বোমা উদ্ধার


মনির উদ্দিন মনির : কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা’র ব্যবহত টয়লেট থেকে]লাল টেপ দিয়ে জড়ানো বোমা সাদৃশ্য একটি ককটেল উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ভেড়ামারা থানা পুলিশ ককটেলটি উদ্ধার করে। জানা গেছে, প্রতিদিনের ন্যায় গতকালও ভেড়ামারা পৌরসভার কার্য্যালয়ের অফিস কক্ষে আসেন পৌরসভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা। দুপুর সাড়ে ১২টার দিকে অফিস কক্ষ সংলগ্ন টয়লেটে প্রবেশ করেন জনৈক রাসেল। টয়লেটের ভেন্টিলেটরের ভিতরে থাকা টেপ দিয়ে মোড়ানো ককটেল সাদৃশ্য হাত বোমাটি তার চোখে পড়ে এবং মেয়র অভিহিত করে। পরে ভেড়ামারা থানা পুলিশ বোমাটি উদ্ধার করে। মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা জানিয়েছেন, সারাদেশে জামাত-শিবির’র নাশকতার অংশ হিসেবে এই বোমাটি রাখা হয়েছিল।

ভেড়ামারায় অগ্নিকান্ড

ভেড়ামারা প্রতিনিধি : গতকাল সোমবার রাতে ভেড়ামারা কলেজ পাড়ার গোলাম মোস্তফার টিন সেট বাড়িতে আগুন ধরে যায়। এলাকাবাসী সূত্রে জানা যায়, গোলাম মোস্তফার মেয়ে রেশমা ও ছেলে মানিক রাত্রিতে ঘুমিয়ে পড়ার পরে এ ঘটনা ঘটে। রাত্রি ২টার সময় কে বা কারা গোলাম মোস্তফার বাড়ির পশ্চিম দিকে আগুন ধরিয়ে দেয়। পরে

ভেড়ামারায় ১৪ দলের লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ভেড়ামারা প্রতিনিধি : জামায়াতÑশিবিরের নৈরাজ্য-বিশৃঙ্খলা ও পৌর মেয়রের অফিসে বোমা স্থাপনের প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে ভেড়ামারায় ১৪ দলের উদ্যোগে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাসষ্ট্যান্ড শাপলা চত্বরে স্থানীয় ১৪ দলের সমন্বয়ক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাহিরচর ইউপি চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক’র সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের আহবায়ক মানিক মিয়া’র সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পূর্ব প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারন সম্পাদক আব্দুল আলীম স্বপন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ শামিমুল ইসলাম ছানা, সিনিয়র সহ-সভাপতি আলহাজ আক্তারুজ্জামান মিঠু, যুগ্ম সাধারন সম্পাদক ও ভেড়ামারা

ঝিনাইদহে জামায়াতের নারীকর্মীদের সড়ক অবরোধ


ঝিনাইদহ সংবাদদাতা : জামায়াতে ইসলামীর ডাকা হরতালের দ্বিতীয় দিনে ঝিনাইদহে বিভিন্ন সড়ক-মহাসড়কে গাছ কেটে ও গুড়ি ফেলে অবরোধ করেছেন নারীকর্মীরা। জেলার কোটচাঁদপুরে সোমবার ভোরে রেল লাইন উপড়ে ফেলে জামায়াত-শিবির নেতাকর্মীরা। কোটচাঁদপুরের বলুহর প্রাথমিক বিদ্যালয়ের পেছনে রেললাইনের কয়েকটি পাত ও স্লিপার খুলে ফেলে তারা। ঘটনাটি জানাজানির পর খুলনা-ঈশ্বরদী রুটে রেল চলাচল বন্ধ হয়ে যায়। পরে রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘন্টা ধরে রেললাইন মেরামত করে। ৪ ঘন্টা বন্ধ থাকার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলে কোটচাঁদপুর ষ্টেশন মাষ্টার আনিসুর রহমান জানান। হরতাল সমর্থকরা রেললাইন উপড়ে ফেলে বলে এলাকাবাসী ও রেলকর্মীরা জানান।
সোমবার সকাল থেকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের লাউতলা থেকে ঘিঘাটি এলাকা

হরিণাকুণ্ডুতে ৬ হাজার জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জামায়াত-শিবিরের হামলায় এক পুলিশ কনস্টেবলকে হত্যা ও সহিংসতার ঘটনায় ২শ’ জনের নাম উল্লেখ করে ৬ হাজার জামায়াত শিবিরের নেতা কর্মীর বিরুদ্ধে হামলা করা হয়েছে। হরিণাকুণ্ডু থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ ১২ জন জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেফতার করেছে।  হরিণাকুন্ডু থানার ডিউটি অফিসার এসআই ফারুক

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা শাহজাহান : ভূইয়ার দাফন সম্পন্ন

হাওয়া ডেস্ক : রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভূইয়ার দাফন সম্পন্ন হয়েছে। দীর্ঘিদন অসুস্থ থাকার পর গত রোববার দুপুরে গাজীপুর শহরের বিলাশপুর গ্রামে নিজ বাসায় মারা যান তিনি। বাদ আছর বিলাশপুরে নামাযে জানাযার আগে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মান জানান জেলা প্রশাসনের নির্বাহী

মুক্তির উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত

গতকাল মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যেগে নারীর ক্ষমতায়ন প্রকল্প-এল.আর.পি-৩৮ এর আয়োজনে একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় বিকাল ৩টায় মুক্তির প্রশিক্ষণ কক্ষে নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সদস্য নার্গিস রহমান। বিগত

হরতালের দ্বিতীয় দিনে সহিংসতায় নিহত ৫

হাওয়া ডেস্ক : সিরাজগঞ্জ,সাতক্ষীরা ও জয়পুরহাটে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৫জন নিহত হয়েছে . এর মধ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২জন, সাতক্ষীরার কলারোয়া ২জন এবং জয়পুর হাটে ১জন নিহত হয়। এ সময় অন্তত ২০ জন গুলিবিদ্ধসহ শতাধিক ব্যক্তি আহত হয়। সাতক্ষীরার কলারোয়া ওফাপুর স্কুল মোড়ে এ সংর্ঘষের ঘটনা ঘটে। পুলিশ, বিজিবি, জামায়াত- শিবির কর্মীদের মধ্যে সংর্ঘষে গুলিবিদ্ধ হয়ে নিহত

ব্লগার ইমরানের ঔদ্ধত্যে স্তম্ভিত দেশবাসী

প্রধানমন্ত্রীর উচিৎ পদত্যাগ করে

ইমরানের হাতে ক্ষমতা হস্তান্তর করা

-ইসলামী আন্দোলন বাংলাদেশ

গতকাল মিডিয়ায় প্রদত্ত ড. ইমরান এইচ সরকারের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে স্তম্ভিত দেশবাসী। ‘সরকারের চেয়ে শাহবাগের শক্তি বেশি’ এ ধরনের বক্তব্যের পর প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে ইমরানের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিৎ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।
গতকাল বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় মজলিশে