বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০১৩

কুষ্টিয়া জেলা পর্যায়-২০১৩ এর শুভ উদ্ধোধন

আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ খেলোয়াড় : জেলা প্রশাসক

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেছেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ খেলোয়াড়। এই শিশুদের প্রতিভা বিকাশে আমাদের এগিয়ে আসতে হবে। শিশুদের প্রতিভা বিকাশের মাধ্যমে তাদের প্রশিক্ষিত করতে পারলে ক্রীড়াঙ্গনে আমাদের দেশকে আরও এগিয়ে নেয়া সম্ভব হবে। গতকাল সকাল ১০টার সময় কুষ্টিয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী এর সভাপতিত্বে কুষ্টিয়া জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ধোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি

ছাত্রদল কেন্দ্রীয় নেতৃবৃন্দের মিথ্যা মামলায় চার্জশীট দেয়ার প্রতিবাদে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ষ্টাফ রিপোর্টার :বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল কাদের ভুইয়া জুয়েল ও উত্তর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জুয়েলের বিরুদ্ধে মিথ্যা মামলায় চার্জশীট দেয়ার প্রতিবাদে কুষ্টিয়া জেলা ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার রেল গেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশরাফুল করিম শাওনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন। জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু সাঈদ জাকারিয়া উৎপলের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মির্জা ইদি আমীন বেগ গামা। উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফুয়াদ রেজা ফাহিম, শহর

ঝাউদিয়া ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

হাওয়া ডেস্ক : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধাদলের সভাপতি, সদর থানা বিএনপির সভাপতি, জেলা বিএনপিার সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী এত বেশি দুর্নীতি করেছেন যে এখন ক্ষমতা ছাড়তে ভয় পাচ্ছেন। এজন্য তিনি আজীবন ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছেন। আওয়ামী লীগ পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করছে দাবি করে তা রুখে দিতে জনগণের প্রতি আহক্ষান জানান তিনি। তিনি আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে কোণঠাসা করার হুমকি দিয়ে বলেন, এখনো জনগণ আপনাদের সম্মান করছে। ক্ষমতা থেকে চলে গেলে আপনাদের পরিণতি যা হবার তা-ই হবে। এমন পরিস্থিতির সৃষ্টি করব, তখন পালাবার সব পথ বন্ধ হয়ে যাবে।গতকাল মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলনে ঝাউদিয়া হাইস্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি এসময় আরো বলেন, কুইক রেন্টাল পাওয়ার প্ল¬্যান্ট করে সরকার জনগণের টাকা পকেটে ভরেছে। ব্যাংকের টাকা নিয়ে গেছে। ব্যাংকগুলো খেলাপি ঋণের জালে আটকে আছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান যাতে দেশে না আসতে পারে তার জন্য এ সরকার মিথ্যা মামলা দায়ের করেছে। জিয়া পরিবারকে ধক্ষংস করা জন্য একেরপর এক মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে। এ সরকার মনে করছে জিয়ার পরিবারকে ধক্ষংস করতে পারলে বিএনপিকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করা যাবে। কিন্তু এসরকারকে জানিয়ে দিতে চায়, জিয়ার পরিবারের প্রতি যত বেশি ষড়যন্ত্র করা হবে ততই এ সরকারের পতন দ্রুত হবে। তিনি তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সকল আন্দোলন সংগ্রামে শরীক হওয়ার আহক্ষান জানান। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এই দেশ থেকে মাদক নির্মূল করা হবে। মাদক দেশ ও জাতির শত্রু। আমরা জনগণকে নিয়ে মাদক নির্মূল করতে পারবো। তত্ত্বাবধায়ক সরকারের দাবি তো তাঁদের। এই দাবিতে তখন বহু মানুষ হত্যা করেছিলেন। লগি-বৈঠার আন্দোলন করেছিলেন। আজ দেশের প্রয়োজনে তত্ত্বাবধায়ক সরকার দরকার। তিনি শেষে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে তত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে এসরকারের বিরুদ্ধে সকল আন্দোলন সংগ্রামে যুবদলের সকল নেতা-কর্মীকে শরীক হতে হবে। ঝাউদিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক তরিকুল ইসলামের সভাপতিত

ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ॥ প্রশাসনকে ২৪ ঘন্টার আলটিমেটাম

ইবি প্রতিনিধি : ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির নামে মিথ্যা মামলার চার্জশীট দেয়ার প্রতিবাদে ও দ্রুত প্রত্যাহারের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল ইবি ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। এসময় ইবি ছাত্রদলের নেতাকর্মীদের নামে মামলা প্রতাহার ও মুক্তির দাবীতে প্রশাসনকে ২৪ঘন্টার আলটিমেটাম দিয়েছে।জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুর একটায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদের নেতৃত্বে দু‘শতাধিক নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের থানা গেট থেকে মিছিল বের করে। মিছিলটি কুষ্টিয়া-খুলনা মহাসড়ক প্রদক্ষিন করে ইবি মেইন গেটে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। সমাবেশে ইবি ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদের পরিচালনায় বক্তব্য রাখেন ইবি ছাত্রদলের সভাপতি ওমর ফারুক, তিনি তার বক্তব্যে বলেন, ‘গনতন্ত্রের মুখোশধারী আওয়ামী বাকশালী সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েলের নামে যে মিথ্যা সাজানো মামলার চার্জশীট দিয়েছে তা যদি অতিসত্ত্বর প্রত্যাহার না করে তাহলে রাজপথে রক্তের বন্যা যাবে। হামলা মামলা দিয়ে, র‌্যাব, পুলিশ, সেনাবাহিনীর ভয় দেখিয়ে ছাত্রদলের আন্দোলন থেকে স্তব্ধ রাখা যাবেনা’।এ ছাড়া তিনি আরও বলেন,‘আগামী ২৪ঘন্টার মধ্যে প্রশাসন যদি বিশ্বদ্যিালয়ের ছাত্রদলের নেতাকর্মীদের নামে যে মিথ্যা মামলা দায়ের করেছে তা প্রতাহার না করে,তাহলে আগামী শনিবার থেকে ক্যাম্পাস পুরোপুরি অচল করে দেয়া হবে। এক সেকেন্ডর জন্য ক্যাম্পাস চলতে দেয়া হবে না’।এসময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইবি ছাত্রদলের সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ,সিনিয়র সহ উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোহাইমিনুল ইসলাম সোহাগ, আনিসুল ইসলাম মাহমুদ, ইমামূল হাছান আদনান, জিল্লুর রহমান, রতন অধিকারী, রেজাউল করিম বিপ্লব, তুহিন আলী, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, যুগ

আজ ইবি ডিবেটিং সোসাইটির বিতর্ক কর্মশালা

রাশেদুন নবী রাশেদ,ইবি : আজ ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির দিন ব্যাপী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হবে । অনুষ্ঠােেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইবি ভিসি প্রফেসর ড.আবদুল হাকিম সরকার, বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহীনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আফজাল হোসেন ও ইবি ডিবেটিং সোসাইটির মডারেটর জনাব দেবাশীষ শর্মা। দিন ব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) এর সভাপতি ডা: আব্দুন নূর তুষার, জাহাঙ্গীর নগর শ্বিবিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক প্রফেসর ড.আহমেদ রেজা, এটিএন বাংলা টেলিভিশনের মাহফুজ মিশু, সুপ্রীম কোর্টের আইনজীবি এডভোকেট হাসান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক প্রফেসর সাইদুর রহমান, ইবি ডিবেটিং সোসাইটির সভাপতি ইমামুল হাসান আদনান সহ দেশ বরেন্য জাতীয় পর্যায়ের বিতার্কিক প্রশিক্ষকবৃন্দ।




ডিজিএম খোকসাকে অন্ধকারের রাজ্য বলে স্বীকার করলেন!

খোকসায় লোডশেডিং এর প্রতিবাদে পল্ল¬ী বিদ্যুৎ অফিস ভাংচুর
মনিরুল ইসলাম মনি, খোকসা: খোকসায় পল্লী বিদ্যুতের লাগামহীন লোডশেডিং এর প্রতিবাদে বিক্ষুদ্ধ জনতা পল্লী বিদ্যুতের এরিয়া অফিস ভাংচুর করেছে। মঙ্গলবারও লোডশেডিং ছিল আগের দিনের মতই ব্যাপক। পল্লী বিদ্যুতের কর্মচারীদের তথ্যসূত্রে জানা যায়, গত সোমবার আনুমানিক রাত ১০ টার দিকে লোডশেডিং চলাকালে ১৫/২০ জন বিক্ষুব্ধ জনতা এসে অর্তকিত হামলা চালিয়ে অফিসের দরজা-জানালা ভাংচুর করে। বিক্ষুদ্ধ জনতার হাতে হকিস্টিক ও লোহার হ্যামার ছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জনতা অফিস ভাঙ্গলেও গতকাল মঙ্গলবারও আগের দিনের মত লোডশেডিং অব্যাহত ছিল। এ ব্যাপারে পল্লী বিদ্যুতের ডিজিএম রফিকুল

খোকসায় গড়াই নদ’র তীব্র ভাঙ্গন

ধসে গেছে অর্ধশতাধিক বসতবাড়ি, ৩ শতাধিক বাড়ি হুমকির মুখে

মনিরুল ইসলাম মনি, খোকসা : কুষ্টিয়ার খোকসায় গড়াই নদের তীব্র ভাঙ্গনে অর্ধশতাধিক বসতবাড়ি ধসে গেছে। গড়াই পাড়ের তীব্র ভাঙ্গনের ফলে ৩ শতাধিক বসতবাড়ি হুমকির মুখে রয়েছে। এখনই ব্যবস্থা না নিলে ক্ষতির পরিমাণ আরো ভয়াবহ হতে পারে বলে জানালেন স্থানীয় অধিবাসি।বিশেষ সূত্রে জানা গেছে, গড়াই এর উৎস্যমুখ কুষ্টিয়ার তালবাড়িয়া থেকে খোকসা পর্যন্ত বারবার অপরিকল্পিত ড্রেজিং এর ফলে ভাঙ্গন তীব্রতা ধারণ করেছে। অপরিকল্পিত ড্রেজিং এর ফলে শুধু ভাঙ্গনই সৃষ্টি হয়নি, নষ্ট হয়েছে ফসলি জমি। গতকাল মঙ্গলবার কুষ্টিয়ার খোকসার কমলাপুর গ্রামের হালদারপাড়ার সরেজমিনে গিয়ে দেখা গেছে গড়াই পাড়ের ১৫ জেলে পরিবারের বসতবাড়ি গড়াইয়ের বুকে বিলীন হয়ে গেছে। অর্ধশতাধিক বাড়ির আংশিক বিলীন হয়ে গেছে। এর মধ্যে প্রখ্যাত ফুটবলার দোলের বাড়িও বিলীন হয়েছে। দিন গেলেই পুরোটাই বিলীন হওয়ার আশঙ্কা করছে এ এলাকার জনগণ। এখনই যদি এর প্রতিরোধ না করা যায় তবে পুরো গ্রামটিই বিলীন হয়ে যাবে এমন আশঙ্কাও করছেন অনেকে। এদিকে গড়াই সবকিছু কেড়ে নেওয়ায় কয়েক পরিবারের আর্তনাদ যেন বাতাসকে ক্রমেই ভারী করছে। তারা মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়ে এখন দিশেহারা। এমনই এক পরিবারের সদস্য মন্টু কান্নাজড়িত কন্ঠে বলেন, আমরা সবকিছু হারিয়ে ফেলেছি। এখন আমাদের আর করার কিছুই নেই। প্রশাসনিক কর্তারা যদি ব্যবস্থা নিতো তাহলে আমাদের সবকিছু হারাতে হতো না। পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাশেম আলী বলেন, আমরা নদী ভাঙ্গন এর ব্যাপারে উর্দ্ধতন কর্র্র্তৃপক্ষকে অবহিত করেছি। কিন্তু তাদের কাছ থেকে কোন সাড়া পায়নি। আমি নদী ভাঙ্গন এর জায়গা পরিদর্শন করেছি। খোকসা উপজেলার সাবেক চেয়ারম্যান ও খোকসা উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ

কুষ্টিয়ায় ঘনঘন লোডশেডিং জনজীবন অতিষ্ঠ

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় ঘনঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। রাত-দিন ২৪ ঘন্টার মধ্যে শহরের লোকজন পাচ্ছে ৮/৯ ঘন্টা এবং পল্লী বিদ্যুতের আওতায় গ্রাম গঞ্জের মানুষ পাচ্ছে ৫ ঘন্টা বিদ্যুৎ। বিদ্যুতের সমস্যায় মানুষ কাহিল হয়ে পড়েছে। ভাপসা গরম আর ঘনঘন লোডশেডিং এর কারণে হাঁপিয়ে উঠছে মানুষ। জানা যায়, জাতীয় গ্রীড থেকে কুষ্টিয়ার মোট বিদ্যুৎ চাহিদার তুলনায় কম সরবরাহ করা হচ্ছে। শহরে প্রতিদিনই গড়ে ৫/৬ ঘন্টা লোড শেডিং হচ্ছে । আর পল্লী বিদ্যুতের আওতাধীন গ্রাম এলাকায় গড়ে ৭/৮ ঘন্টা থাকে বিদ্যুৎবিহীন। বিদ্যুতের এই লুকোচুরি খেলায় নাভিশ্বাস উঠেছে জনগণের। বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, কুষ্টিয়ার ৩টি সাব স্টেশনের জন্য মোট ২২ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে বর্তমানে ৮/৯ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। যা চাহিদার তুলনায় একেবারেই কম। ফলে বিদ্যুতের চাহিদার তুলনায় বিদ্যুৎ পাচ্ছেনা কুষ্টিয়াবাসী। বিদ্যুতের ভেলকীবাজিতে কুষ্টিয়াবাসী নাকাল। চাহিদার তুলনায় ঘাটতির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে এ ঘাটতি পূরণে চেষ্টা করা হচ্ছে। ফলে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করতে না পারায় প্রতিদিন ঘনঘন লোডশেডিং হচ্ছে। পল্লীবিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলায় ৬৬৭ টি গ্রামে নির্মিত লাইনের পরিমাণ ৩৪০৬.৫১ কিঃ মিঃ। মোট সংযোগ সুবিধা পাচ্ছে ১,৩৮,৭৯৪টি। এর মধ্যে আবাসিক রয়েছে ৯৬০১০টি, বাণিজ্যিক রয়েছে ৬৬০১ টি। এছাড়াও গভীর নলকুপ রয়েছে ২০৩টি, অগভীর রয়েছে ২০২৩ টি, এলএলপি রয়েছে ১০৬টি, দাতব্য প্রতিষ্ঠান রযেছে ১২৫০টি, রাস্তার বাতি ২৫১ টি, শিল্প রয়েছে ১৪৯৯ টি। এছাড়াও পিডিবি গ্রাহকও কম নয়। সবমিলে এ জেলায় প্রতিদিন বিদ্যুতের চাহিদার তুলনায় বিদ্যুৎ পাচ্ছে একেবারেই কম। যার কারণে বিদ্যুৎ গ্রাহক ও শিল্প প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পাওয়ায় জেলার শিল্প প্রতিষ্ঠান, কলকারখানার উৎপাদন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

ভেড়ামারায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ছাত্রনেতা জুয়েল ও শরিফ’র বিরুদ্ধে চার্জশীট প্রেরন করার প্রতিবাদে

মনির উদ্দিন মনির : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভুইয়া জুয়েল ও ঢাকা মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শরিফ উদ্দিন জুয়েল সহ সকল ছাত্র নেতৃবৃন্দের বিরুদ্ধে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি’র বাড়িতে বোমা হামলার মামলায় জড়িত করে আদালতে চার্জশীট প্রেরন করার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ এর অংশ হিসাবে গতকাল মঙ্গলবার বিকেলে ভেড়ামারা উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্দ্যোগে শহরের একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পৌর ছাত্রদলের আহবায়ক জাহেদুর রহমান রঞ্জু। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র এ্যাড. তৌহিদুল ইসলাম আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল আজিম বাবু, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, সাবেক ছাত্র নেতা শামিম রেজা, ফয়জুল হক চন্দন, সজল, রুহুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া আহমেদ বাবু। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদেলর যুগ্ম আহবায়ক বিপ্লব হোসেন, রফিকুল ইসলাম রাজিব, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিশাল, সবুজ, সুলতান, স্বপন রেজা, শোভন, ছাত্রনেতা শহিদুল, মাসুদ, কল্লোল, সজিব, কাওছার, মোমিন, তিতুমীর, আশরাফ, আজিম, হিমেল, রানা, শরিফ, খোকন, সিজার, নাহিদ, সাইফুল ইসলাম সবুজ, আলিম, সুজন, সোহল, মাসুম, ভিপি রাব্বী, ফয়সাল, রাসেল, শাওন ও ৫নং ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক হাসান ইমাম লিটন প্রমূখ।

বিএনপি নেতা মামুনের ছেলের শয্যাপাশে গোলাম মহম্মদ

স্টাফ রিপোর্টার : কুমারখালী থানা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ মামুনের অসুস্থ ছেলে আবিরকে দেখতে তার বাড়িতে যান জেলা বিএনপির সহ-সভাপতি কুমারখালী থানা বিএনপির সভাপতি সাবেক পিপি এ্যাড.গোলাম মহম্মদ।গতকাল সকাল ১০ টায় কুমারখালির দূর্গাপুরে মামুনুর রশিদ মামুনের বাসায় তাকে দেখতে যান।এসময় তিনি তার শয্যাপাশে কিছু সময় কাটান শারিরীক খোজ খবর নেন।এসময় আরো উপস্থিত ছিলেন থানা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ তরিকুল ইসলাম, বকুল মাষ্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ লিটন, থানা বিএনপির প্রচার সম্পাদক রঞ্জুরুল ইসলাম, নন্দলালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পলাশ, নন্দলালপুর ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক উল¬াস প্রমুখ।

ফকির লালন শাহ’র ১২৩ তম মৃত্যু বার্ষিকীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেছেন, বাউল সম্রাট ফকির লালন শাহ’র সার্বজনিন বাউলতত্বের গান স্রষ্টা ও সৃষ্টির মধ্যে এক মহামিলন ঘটিয়েছে। তাঁর মানব দর্শন আজ আর কুষ্টিয়ার কুমারখালির ছেঁউড়িয়ার আখড়াবাড়ীর মধ্যে আবদ্ধ নেই। সহজিয়া ফকিরী মতবাদের জাতহীন মানব দর্শন ও সঙ্গীত বিশ্বাঙ্গনে সার্বজনিন বিদিত। বাউল সম্রাট ফকির লালন শাহ সকল ধর্মের সীমাবদ্ধতা ছাড়িয়ে সদা সত্য পথে চলতে মানুষকে অহিংস মানতার পথে ডাক দিয়ে ছিলেন। তিনি অহিংস মানবতার ব্রত নিয়ে দেহতত্ব ও ভাবতত্ব অসংখ্য গান সৃষ্টি করে গেছেন। তাঁর এই অমর সৃষ্টি সঙ্গীত কোন ধর্মের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সকল ধর্মের উর্ধে থেকে মরমী সাধক বাউল সম্রাট ফকির লালন শাহ মানব মুক্তির জন্য ফকিরীবাদের মাধ্যমে ডাক দিয়েছিলেন। আগামীতে এই মহান মরমী সাধক বাউল সম্রাট ফকির লালন শাহ’র ১২৩ তম মৃত্যুবার্ষিকী বা তিরোধান দিবস পালনে প্রতিবারের ন্যায় এবারো প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। গত ২ বছর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বাউল সম্রাটের স্মরণোৎসব ও মৃত্যুবার্ষিকী বা তিরোধান দিবসের বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও এবারের অনুষ্ঠান জেলা প্রশাসন ও লালন একাডেমির নির্বাচিত কমিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এক্ষেত্রে যথাযোগ্য মর্যাদার সাথে অনুষ্ঠানটিকে সফল, সুন্দর ও স্বার্থক করতে কুমারখলির ছেঁউড়িয়াসহ কুষ্টিয়াবাসীর সার্বিক

পোড়াদহে বিষপানে স্কুল ছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের সরুপদাহ গ্রামে আরিফা (১৬) নামের দশম শ্রেণী এক স্কুল ছাত্রী বিষপান করে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের শহিদ মন্ডলের মেয়ে। জানা যায়, পারিবারিক কলহের জের ধরে গতকাল মঙ্গলবার সকালে নিজ বাড়ীতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে আরিফা। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। পরে তাল লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কুষ্টিয়ায় ভ্রাম্যমান আদালতে পাসপোর্ট দালালের কারাদন্ড

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে আইনুল ইসলাম (৫৩) নামের এক দালালের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে। দালাল আইনুল ইসলাম পেয়ারতলা এলাকার মৃত মনছুর আলীর ছেলে। গতকাল মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম জামাল আহমেদ এর নেতৃত্বে কুষ্টিয়া মডেল থানার এস আই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করে। এর আগে দুপুরে পাসপোর্ট অফিস থেকে আইনুল ইসলামকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে দন্ডবিধি

বড় বাজারে কাজী মসলা মিলে অভিযান

ভ্রাম্যমান আদালতে কারাদন্ড ॥ প্রতিষ্ঠান সিলগালা ॥ বিপুল পরিমান ভেজাল মসলা বিনষ্ট
আব্দুম মুনিব : কুষ্টিয়া শহরের বড় বাজারে মেছুয়া বাজার লেনে কাজী মসলা মিলে অভিযান চালিয়ে ভেজাল মসলা উৎপাদন ও বাজাজাত করনে অভিযোগে ভ্রাম্যমান আদালতে প্রতিষ্ঠানের মালিক কাজী মোঃ সেলিমকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড সেইসাথে উক্ত প্রতিষ্ঠান সিলগালা এবং বিপুল পরিমান মসলা বিনষ্ট করা হয়। গতকাল দুপুরে এই আদালত পরিচালনা করেন আরডিসি সিরাজাম মুনিরা। এর আগে বেলা ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে টায়গার ওয়ানের হাবিলদার মোতালেবের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে মসলায় ভেজাল করার জন্য ব্যবহৃত বিভিন্ন প্রকার রং, নষ্ট শুকনা মরিচ, তেজপাতা, ধানের গুরো ও ভুষি মিশ্রিতি বিপুল

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

“দৈনিক হাওয়া’র ২১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে প্রথম পাতায় “ ক্যাম্পাস অচলের আশংকা/ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাতাসে উড়ছে/ নিয়োগ বানিজ্যের টাকা” শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ গোলাম সাকলায়েন স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে বলা হয় প্রকাশিত সংবাদটি বানোয়াট, ভিত্তিহীন ও অসৎউদ্দেশ্যমূলক। প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয় প্রকাশিত সংবাদের একটি অংশে উল্লেখ করা হয়েছে “ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার, ট্রেজারার প্রফেসর ড. আফজাল হোসেন, ভিসি অফিসের কয়েক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যানসহ দুর্নীতি পরায়ণ কিছু শিক্ষককে নিয়ে গড়ে ওঠা বাণিজ্যের সিন্ডিকেট কোটি টাকা বাণিজ্য করেছেন বলে শিক্ষক সমিতি অভিযোগ তুলেছেন। একাধিক সূত্রে অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আবদুল হাকিম সরকারের স্ত্রী চাকুরি বাণিজ্যের ডেক্স খুলে বসেছেন। শিক্ষক ও কর্মকর্তা নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে অসংখ্য প্রার্থীর কাছ থেকে তিনি মোটা অংকের ঘুষ নিয়েছেন”। সংবাদে পরিবেশিত এ তথ্যগুলো আদৌ সঠিক নয়। সংবাদে বানোয়াট, মনগড়া ও ভিত্তিহীন তথ্য পরিবেশন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণœ করা হয়েছে।  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন অবৈধ নিয়োগ বাণিজ্য বা সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ত নয়। শুধুমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হেয় প্রতিপন্ন করার জন্যই এ ধরনের কাল্পনিক অভিযোগ উত্থাপন করা হয়েছে। এ ছাড়া ভিসি’র স্ত্রীকে জড়িয়ে যেসব তথ্য পরিবেশন করা হয়েছে তা অবাস্তব ও উদ্দেশ্য প্রণোদিত। সংবাদের বেশ কিছু অংশে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে

কুমারখালীতে পশুহাট টেন্ডার নিয়ে আওয়ামীলীগের দুই গ্র“পের সংঘর্ষ : আহত-৫

 
স্টাফ রিপোটার : কুষ্টিয়ার কুমারখালীতে পশুহাট ইজারার টেন্ডার জমা দিতে বাধা দেয়াকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগের দুই গ্র“পের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে বারটায় কুমারখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, গতকাল বেলা সাড়ে বারটায় কুমারখালী উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে আলাউদ্দিন নগর পশুহাট এর টেন্ডার জমা দিতে গেলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান খান এর ক্যাডার রাজ্জাক মেম্বর তার দলবল নিয়ে আওয়ামীলীগ নেতা উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ গ্র“পের সর্মথকদের বাধা দেয়। এসময় উভয় গ্র“পের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে সংর্ঘষ বেধে যায়। সংর্ঘষে রউফ গ্র“পের সর্মথক মসলেম, শহিদুল ও বৈঠা সহ ৫ জন আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ও নতুন সংর্ঘষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় উপজেলা চত্বরে।

কুষ্টিয়া জেলা বিএনপি ও কুমারখালী থানা বিএনপির প্রতিবাদ

জামায়াত নেতা বাগুলাট ইউপি চেয়ারম্যান মওলানা শামসুদ্দিনকে জেল গেটে গ্রেফতার করায়

ষ্টাফ রিপোর্টার : কুমারখালী থানা জামাতের নায়েবে আমীর ও বাগুলাট ইউপি চেয়ারম্যান মৌলানা শামসুদ্দিনকে পূনরায় জেল গেটে গ্রেফতার করায় কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও ১৮ দলীয় জোটের আহ্বায়ক সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সহ-সভাপতি হাফিজুর রহমান হেলাল, যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, কুতুব উদ্দিন আহম্মেদ ও কুমারখালী থানা বিএনপির সভাপতি ও ১৮ দলীয় জোটের থানা আহ্বায়ক এ্যাড. গোলাম মোহম্মদ, সাধারণ সম্পাদক এ্যাড. কুতুবুল আলম নতুন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, কুমারখালী পৌর বিএনপির সভাপতি কেএম আলম টমে, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ লিটন, কুমারখালী থানা বিএনপির যুগ্ম সম্পাদক মুন্সী রশিদুর রহমান, ১৮ দণীয় জোটের শরিক দল জামায়াতে ইসলামি নায়েবে আমির বাগুলাট ইউপি চেয়ারম্যান মৌলানা শামসুদ্দিন আহম্মেদকে হয়রানি মূলক মিথ্যা মামলায় জেলগেটে পুনরায় গ্রেফতার করায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেছেন।

দৌলতপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা

 দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন বাংলার মাটিতে হতে দেয়া হবে না

-রেজা আহমেদ বাচ্চু

দৌলতপুর প্রতিনিধি : দৌলতপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোডাউন বাজারে কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ রেজা আহমেদ বাচ্চু। প্রধান অতিথির বক্তব্যে রেজা আহমেদ বাচ্চু বলেন, সরকার যতই পায়তারা করুক না কেন, কোন দলীয় সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন হতে দেয়া হবে না। দুর্বার আন্দোলনের মাধ্যমে যে কোন মুল্যে দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রতিহত করা হবে। উদ্ভুত যে কোন পরিস্থিতির জন্য সরকারী দল আওয়ামীলীগই দায়ী থাকবে বলে সাফ জানিয়ে দেন রেজা আহমেদ বাচ্চু। এ জন্য দৌলতপুরের সকল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। বক্তব্যে রেজা আহমেদ বাচ্চু বলেন, আপনারা (দলীয় নেতাকর্মীরা) ঐক্যবদ্ধ থাকুন। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে নির্দেশনা দেবেন দলীয় নেতাকর্মী নিয়ে দৌলতপুরের মাটিতে যে কোন মুল্যে তা বাস্তবায়ন করা হবে। দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল হক মাষ্টারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহনভাপতি রুহুল কুদ্দুস, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শহীদ সরকার মঙ্গল, সাবেক চেয়ারম্যান রেজাউল করীম, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আকবর আলী, হোগলবাড়িয়া ইউপি চেয়ারম্যান বিল¬াল হোসেন, মথুরাপুর ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম, রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান রিয়াজুল হক, প্রাগপুর ইউপি চেয়ারম্যান আরিফুল হক গেদু, নজরুল ইসলাম বিশ্বাস, শের আলী সবুজ, উপজেলা যুবদলের সভাপতি প্রভাষক আতাউর রহমান, উপজেলা সেচ্ছাসেবকদলের সভাপতি এবিএম হাসানুজ্জামান বাবলু, উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক ফরজ উলল¬াহ, উপজেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক শামিম প্রমুখ।