বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০১৩

কুষ্টিয়া জেলা পর্যায়-২০১৩ এর শুভ উদ্ধোধন

আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ খেলোয়াড় : জেলা প্রশাসক

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেছেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ খেলোয়াড়। এই শিশুদের প্রতিভা বিকাশে আমাদের এগিয়ে আসতে হবে। শিশুদের প্রতিভা বিকাশের মাধ্যমে তাদের প্রশিক্ষিত করতে পারলে ক্রীড়াঙ্গনে আমাদের দেশকে আরও এগিয়ে নেয়া সম্ভব হবে। গতকাল সকাল ১০টার সময় কুষ্টিয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী এর সভাপতিত্বে কুষ্টিয়া জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ধোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, এ ধরনে প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা তাদের প্রতিভা বিকশিত করতে পারবে । এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোমিনুর রহমান , মোস্তাফিজুর রহমান, কুষ্টিয়া সদর উপজেলা শিক্ষা অফিসার সাফিয়া আক্তার অপু, মিরপুর উপজেলার শিক্ষা অফিসার কায় খসরু, ভেড়ামারা উপজেলার শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, দৌলতপুর উপজেলার শিক্ষা অফিসার তৈাহিদুর রহমান, কুমারখালী উপজেলার শিক্ষা অফিসার আবু হাসান, খোকসা উপজেলার শিক্ষা অফিসার আব্দুল জব্বারসহ জেলার সকল সহকারি উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ,ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন