মঙ্গলবার, অক্টোবর ০৮, ২০১৩

ভারতীয় গরু অনু:প্রবেশ করায় খামারীদের মাথায় হাত কুষ্টিয়ায় কৃষকের গোয়ালে দুইশত কোটি টাকার কোরবানির গরু

স্টাফ রিপোর্টার : আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে গরু মোটা-তাজা করতে ব্যস্ত এখন কুষ্টিয়ার খামার মালিকেরা। গো-খাদ্যার দাম বৃদ্ধি ও স্থানীয় পশু চিকিৎকদের অসহযোগীতার পরও এবছর অর্ধলক্ষাধীক গরু প্রস্তুত করা হচ্ছে কোরবানীর পশুহাটগুলোতে বিক্রির জন্য। যার বাজার মূল্য দুই শত কোটি টাকা ছাড়িয়ে যাবে । আর এ সমস্ত খামারীদের এখন দু:চিন্তার বড় কারণ হয়ে দাড়িছে ভারতীয় গরু অনুঃপ্রবেশ। ভারতীয় গরু অনুঃপ্রবেশ রোধ করা হলে গত বারের ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলে মনে করছেন খামার মালিকেরা।জানাযায়, বৃহত্তর কুষ্টিয়ার ৬টি উপজেলায় কৃষকের গোয়ালে গোয়ালে কোরবানির পশুর হাটগুলোতে বিক্রির জন্য অর্ধলক্ষাধিক গরু মোটাতাজা করা হয়েছে। এ ছাড়া ৭-৮টি খামারেও কোরবানির বাজার ধরার জন্য গরু মোটাতাজা করার কাজ চলছে। কৃষকদের এ প্রকল্পে সফল করতে সহায়তা করে চলেছে ব্যাংক ও বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থা। আর এখন এসব নাদুস-নুদুস চোখ জুড়ানো গরুগুলো বিক্রির পালা। এ সমস্ত এলাকায় আগেও বাড়িতে বাড়িতে কোরবানির গরু পালন করা হতো। তবে তার সংখ্য খুব বেশি ছিল না। ভারত থেকে চোরাচালানের গরু আসা শুরু হলে এলাকায় দেশীয় গরু মোটাতাজাকরণ ব্যবসা একেবারে কমে যায়। ২০০০ সালের পর থেকে কৃষকরা বেসরকারি উন্নয়ন সংস্থার অর্থ ঋণ সহায়তায় বাণিজ্যিকভাবে কোরবানির বাজার ধরতে গরু মোটাতাজাকরণ ব্যবসা শুরু করে।কুষ্টিয়ার পার্শ্ববর্তী এলাকাগুলোতে দ্রুত প্রসার ঘটেছে। বর্তমানে কুষ্টিয়া জেলার মিরপুর, ভেড়ামারা, দৌলতপুর, কুষ্টিয়া সদর, কুমারখালী ও খোকসা উপজেলায় বাণিজ্যিকভাবে গরু মোটাতাজা প্রকল্প চলছে কৃষকের গোয়ালে গোয়ালে।কুষ্টিয়া জেলার পশুসম্পদ

প্রতিবন্ধী সংস্থা আয়োজিত মানবাধিকার প্রশিক্ষন

হাওয়া ডেস্ক : কুষ্টিয়া মিরপুর থানার তালবাড়ীয়া ইউনিয়নের পরাতন ইউপির কার্যালয় প্রতিবন্ধী সংস্থার অফিস রুমে দুইদিন ব্যাপী মানবাধিকার প্রশিক্ষন গত ৫ অক্টোবর শেষ হয়েছে। এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে মোট ২০জন প্রতিবন্ধী নারী পুরুষকে প্রশিক্ষন দেওয়া হয়। তার মধ্যে ১৪জন মহিলা ৬জন পুরুষ প্রতিবন্ধী। প্রশিক্ষনে মানুষের মৌলিক অধিকার সমুহ মানবাধিকার প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদ ধারা উপধারা নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষনটি পরিচালনা করেন কম্পন এর সাবেক সভাপতি

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা

হাওয়া ডেস্ক : গতকাল বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুষ্টিয়া ঋডঠঞও অডিটোরিয়ামে বিকাল ৩টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ দিবসের প্রতিপাদ্য বিষয় শিক্ষকদের জন্য আহ্বান-চাই মর্যাদা, ন্যয্য অধিকার ও জবাবদিহিতা। শিক্ষকদের আর্থ-সামাজিক মর্যাদার উন্নয়ন, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক এর মধ্যে পারস্পারিক সম্পর্কের উন্নয়ন বিষয় নিয়ে উলাসী সৃজনী সংঘ ও আমার অধিকার ক্যাম্পেইন করে। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক ও সমাজ সেবা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ইসলামী বিদ্যালয়ের ডেপুটি রেজিঃ, ডেইলী স্টারের খুলনা বিভাগী প্রতিনিধি, দৈনিক কুষ্টিয়া ও টাইমস পত্রিকার সম্পাদক ড. আমানুর রহমান আমান, গাংনী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মিজান সরকার, হালসা কলেজের সহকারী অধ্যাপক ও বাকবিসিস শিক্ষক সমিতির কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ হেলাল উদ্দিন, সহকারী অধ্যাপক খোকসা কলেজ স্বপন মাহমুদ সহ সাংবাদিক, এবং এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন

কুষ্টিয়া র‌্যাবের অভিযানে বন্দুক গুলিসহ গ্রেফতার-১

গতকাল বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব‐১২, সিপিসি‐১, কুষ্টিয়া ক্যাম্পের র‌্যাবের একটি আভিযানিক দল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন ভূরকা পূর্বপাড়া গ্রামস্থ অভিযান পরিচালনা করে ধৃত আসামীর দুলাভাই পলাতক মোঃ বাবুল মন্ডল (৪০), পিতা পলান মন্ডল এর পূর্ব দুয়ারী টিনের একচালা ছাপড়া ঘরের ভিতর হতে মোঃ ইউনুস (৩০), পিতা মৃত ছারু মন্ডল, সাং-ভূরকা পাড়া, থানাঃ দৌলতপুর, জেলাঃ কুষ্টিয়াকে বিদেশী তৈরী একনলা বন্দুক ০১ (এক) টি ও বন্দুকের গুলি ০১ রাউন্ডসহ গ্রেফতার করে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ ধৃত আসামী এবং পলাতক আসামীর বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। প্রেস বিজ্ঞপ্তি।

মোবাইলে প্রেমের সম্পর্ক.............. অতঃপর প্রেমিকার অভিযোগে প্রেমিক আটক ॥ অবশেষে থানায় বিয়ে

স্টাফ রিপোর্টার : মোবাইলে সম্পর্ক হয় ভেড়ামারা শহরের কাঁচারিপাড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী শামসুল আলমের ছেলে নাহিনের (২৪) সাথে কুমারখালীর মালিহাট গ্রামের সোলাইমান শেখের মেয়ে মৌসুমী আক্তারের (২১)। দীর্ঘ ১ বছর তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মৌসুমিকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার দৈহিক সম্পর্ক গড়ে তোলে নাহিন। সর্বশেষ গতকাল সকালে তাদের বিয়ে হওয়ার কথা ছিল কুষ্টিয়া কোর্টে। কিন্তু রাতেই প্রতারক প্রেমিক নাহিন মোবাইল ফোনে মৌসুমীকে জানায় তাকে আর বিয়ে করবে না। পরে মৌসুমী কোন উপায়ন্ত না পেয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে মডেল থানা পুলিশ সকালে ভেড়ামারা শহরের নিজ বাসা থেকে নাহিনকে

৫ দফা দাবীতে কুষ্টিয়া ম্যাটস্ শিক্ষার্থীদের মানববন্ধন, বিক্ষোভ মিছিল সড়ক অবরোধ স্মারকলিপি প্রদান

আব্দুম মুনিব : ইন্টারনীশীপ ভাতা ও আবাসন সুবিধা প্রদান, চাকুরী ক্ষেত্রে অবিলম্বে নুতন পদ সৃষ্টিসহ নিয়োগ বাস্তবায়ন, ডিপ্লোমা কোর্স শেষে উচ্চ শিক্ষা, ২য় শ্রেনীর পদমার্যাদা কার্যকর ও পদোন্নতি এবং প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মেডিকেল ইন্সটিটিউট করার দাবীতে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস্ এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখা মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে। গতকাল সোমবার সকাল ১০টায় শহরের এনএস রোড়স্থ কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে শত শত শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্লে-কার্ডসহ বিভিন্ন দাবী দাওয়া সম্মিলিত ব্যানার নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া সার্কিট হাউজের সামনে সড়ক অবরোধ করে। প্রায় আধা ঘন্টা চলা সড়ক অবরোধে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে। এসময় পুলিশ এসে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে কুষ্টিয়া জেলা প্রশাসকের কাছে দাবী দাওয়া সম্মিলিত স্মারক লিপি স্বাস্থ্য মন্ত্রী বরাবর প্রদান করেন।বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস্ এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুরসালিন ও সাধারণ সম্পাদক তাসনিম এনাম জানান, আজকের এই প্রতিযোগিতামুলক বিশ্বে সকল টেকনিক্যাল শিক্ষার মধ্যে মেডিকেল এ্যাসিস্ট্যান্ট অন্যতম। কুষ্টিয়া জেলার ১ম, ২য় ও ৩য়

লোকমান হোসেন ফাউন্ডেশন’র কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত


 মনির উদ্দিন মনির : বীরমুক্তিযোদ্ধা শহীদ লোকমান হোসেন ফাউন্ডেশন’র কার্যনিবাহী পরিষদের এক সভা গতকাল রবিবার বিকেলে মিরপুর উপজেলার তালবাড়ীয়ায় অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের তালবাড়ীয়াস্থ প্রধান কার্য্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লোকমান হোসেন ফাউন্ডেশন’র সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোঃ সাদেকুল ইসলাম। বক্তব্য রাখেন, লোকমান হোসেন ফাউন্ডেশন’র সাধারন সম্পাদক ও নির্বাহী পরিচালক বিশিষ্ট আইনজীবী শহীদ লোকমান হোসেন’র সুযোগ্য পুত্র এ্যাড. আল মুজাহিদ হোসেন মিঠু, নির্বাহী সদস্য এ্যাড. সোহেলী পারভীন ঝুমুর, সংগঠনের সহ-সভাপতি নিজাম উদ্দীন কবিরাজ, কোষাধাক্ষ সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম, নির্বাহী সদস্য রেজাউল করিম, তোহুরা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে লোকমান হোসেন ফাউন্ডেশন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক (কুস ৯৫৮/২০১৩) রেজিষ্ট্রেশন পাওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়। সভা শেষে ফাউন্ডেশন’র উত্তোরাত্তর সাফল্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন, দারুল উলুম হাজী আহম্মদ আলী মাদ্রসার মুহতামিম মাওলানা খাইরুল ইসলাম।

আন্ত : জেলা বয়স ভিত্তিক মহিলা সাঁতার প্রতিযোগিতায় কুষ্টিয়া জেলা মহিলা ক্রিড়া সংস্থা চ্যাম্পিয়ান

মামুনুল ইসলাম ঝন্টু : ঢাকা ধানমুন্ডি সুলতানা কামাল মহিলা ক্রিড়া কমপ্লেক্্ের ৫ অক্টোবর অনুষ্ঠিত্ব আন্ত : জেলা বয়স ভিত্তিক মহিলা সাঁতার প্রতিযোগিতায় কুষ্টিয়া জেলা চ্যাম্পিয়ান হয়েছে । এ খেলায় ৪০ টি জেলার মহিলা প্রতিযোগিরা অংশ গ্রহন করে । ৩ টি ক্যাটাগরিতে মোট ১৪ টি ইভেন্টে খেলা হয় । ১৪ টির মধ্যে কুষ্টিয়া জেলা মহিলা ক্রিড়া সংস্থার সাঁতারুরা ৪ স্বর্ণ,২ টি রুপ্য ও ৩ টি তাম্র অর্জন করে দলগত ভাবে চ্যাম্পিয়ান হয় । খেলা উদ্বোধন করেন বর্তমান সরকারের ভূমি প্রতিমন্ত্রি এ্যাড : মোস্তাফিজুর রহমান ও সমাপনী অনুষ্ঠানে পুরুস্কার বিতরন করেন বানিজ্য মন্ত্রি জি.এম.কাদের । শুধু এখানেই নয় কুষ্টিয়ার সাঁতারুরা বিশ্বের বিভিন্ন দেশের সাঁতার প্রতিযোগিতায় অংশ গ্রহন করে গৌরব অর্জন করেছে । তাদের এই অর্জনের জন্য অভিন্দন জানিয়েছেন কুষ্টিয়া জেলা মহিলা ক্রিড়া সংস্থার সভানেত্রী ও কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সহধর্মীনি রেবেকা সুলতানা,সাধারন সম্পাদিকা আল-হামরা বেগম । এ বিষয়ে কোচ এমদাদুল হক বলেন আমাদের মেয়েদের এই অর্জন সভানেত্রীর জন্যই সম্ভব হয়েছে বলে আমি মনে করি ।

যুবদল শহর নেতৃবৃন্দের বিবৃতি

আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ ৫ অক্টোবর কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আজকের সুত্রপাত, সত্যখর ও কুষ্টিয়া প্রতিদিন পত্রিকায় কুষ্টিয়া শহর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পর্কিত সংবাদ দেখে বিষ্মিত হয়েছি। উক্ত কমিটির সাথে আমাদের এবং শহর যুবদলের কোন নেতাকর্মীর সম্পৃক্ততা নেই। স্বাক্ষরকারী নেতৃবৃন্দ হলেন শহর যুবদলের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হাসান কুটি, সাবেক জিএস ও জেলা যুবদল নেতা মীর মফিজুর রহমান উজ্জল, শহর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ফয়সাল হাসান খালিদ, সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত, শহর যুবদল নেতা রকিবুল ইসলাম শান্ত, রাশেদুজ্জামান রনি, তাহের চৌধুরী, সোহেল রহমান, মকসেদুল হক কল্লোল, বিপ্লব পাল (ভবেশ), মেহেদী হাসান তৌহিদ, খোকন উদ্দিন, সাইফুল, মাসুদ রানা, মিজানুর রহমান, রবিউল, রাজু আহমেদ, কালা, মিকাইল, সজল মাহমুদ লিটন, মির্জা সিরাজুম মনির (মাসুম), তুহিন মন্ডল, আমিরুল ইসলাম, ওসমান গনি, আলামিন শাহিন, মিকাইল হোসেন মিঠু।

ইসলামী ছাত্র মজলিস এর বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুষ্টিয়া শহর শাখার উদ্যোগে বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ ৬ অক্টোবর থানাপাড়া আই সি এম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল সোহাইল আহমদ। সমাবেশে সহযোগী সদস্যদের প্রতক্ষ্য ভোটে ২০১৩-১৪ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হন হাফেজ মুহাম্মদ শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনোনিত হন মুহাম্মদ আব্দুর রব তুহিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সভাপতি মুহাম্মদ আজম আলী সেক্রেটারী সেলিম রেজা, মেহেরপুর জেলা সভাপতি আল আমিন, সাবেক জেলা সভাপতি হাসান আল মাহমুদ।