রবিবার, অক্টোবর ০৬, ২০১৩

ঝিনাইদহে বাস চাপায় স্কুল ছাত্রী নিহত

প্রতিবাদে ঝিনাইদহ-ঢাকা মহাসড়ক অবরোধ, বাসে আগুন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে বাস চাপায় পলি মন্ডল নামে (১৫) এক স্কুল ছাত্রী নিহত নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ২ জন। শনিবার সকালে শহরের পবহাটী সিটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে ঝিনাইদহ-ঢাকা মহাসড়ক অবরোধ করে ও বাসে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। নিহত স্কুল ছাত্রী পলি ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামের সুকুমার মন্ডলের মেয়ে ও ফজের আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে পলি মন্ডল ও তার সহপাঠি প্রিয়া একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলে এসএসসির টেষ্ট পরীক্ষা দিতে ঝিনাইদহ ফজের আলী বালিকা বিদ্যালয়ে যাচ্ছিলো। তাদের বহনকারী

খোকসায় এসিডে ঝলসে যাওয়া কাকলির ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

মনিরুল ইসলাম মনি, খোকসা: কুষ্টিয়ার খোকসায় এসিডে ঝলসে যাওয়া কাকলী খাতুনের বসত ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার বড়ইচারা গ্রামের মৃত: আজমত শেখের ছেলে পানজু শেখ ও তার স্ত্রী কাকলী খাতুনের বসত ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। পানজুর আপন ভাই লালন বলেন, রাতে ঘরে আগুন ধরেছে টের পেয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে চিৎকার করে এলাকাবাসীর ডাকা ডাকি করি এবং এলাকাবাসী আসতে আসতে ঘরের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। তিনি আরো জানান নগদ টাকা, সোনাসহ প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কাকলী খাতুনের বাবার বাড়ী উপজেলার নিশ্চিন্তবাড়ীয়া গ্রামে। এলাকাবাসী জানায়, কাকলীর যারা এসিড মেরেছিলো তারাই এ কাজ করেছে। তারা প্রায়ই বিভিন্ন প্রকার হুমকি দিতো। উত্তর বড়ইচারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পানজুর চাচাত ভাই ইউনুস আলী বলেন, আমার মনে হয় ঘরের চারিদিকে প্যাট্রোল দিয়ার পর আগুন দিয়েছে যার কারনে দ্রুত ঘরটি পুড়ে যায়। এ ঘটনার সঙ্গে জড়িতদের কথা

খোকসায় বজ্রপাতে কৃষানীর মৃত্যু

খোকসা প্রতিনিধি : খোকসায় শনিবার দুপুরে বজ্রপাতে এক কৃষানীর মৃত্যু হয়েছে। অলৌকিক ভাবে সাথে থাকা শিশু পুত্রটি বেঁচে গেছে। পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার মালিগ্রামের কৃষানী চয়না খাতুন (৩০) শিশু পুত্র রাকিবকে সাথে নিয়ে প্রতিদিনের মত হাঁসের খাবার সংগ্রহ করতে মাঠে যায়। হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। কৃষানীর উপর একটি বজ্র আছরে পরলে সে সজ্ঞা হারিয়ে ফেলে। সাথে থাকা শিশু রাকিবের চিৎকারে গ্রামবাসী এসে গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক কৃষানীকে মৃত বলে ঘোষনা করে। মৃত কৃষানীর স্বামীর নাম আব্দুল মাজেদ। সে ২ সন্তানের মা।

মুক্তির উদ্যোগে জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন দিবস পালন

  মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬-১১মাস বয়সের শিশুদের ভিটামিন ’এ’ নীল রঙের ক্যাপসুল এবং ১- ৫ বছর বয়সের শিশুদের ভিটামিন’এ’ লাল রঙের ক্যাপসুল শিশুদের খাওয়ানোর মাধ্যমে ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন দিবস শুরু হয়। দিবসের শুভ সূচনা করেন মুক্তির প্রকল্প সমন্বয়কারী জায়েদুল হক মতিন। ৬-১১ মাস বয়সী শিশুদের ’এ’ভিটামিন নীল রঙের ক্যাপসুল ৩ জন, ১-৫বছর বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ’এ’-৫৪ জনকে ক্যাপসুল খাওয়ানো হয়, সর্বমোট ৫৭জন শিশূকে খাওয়ানো হয়। স্বেচ্ছাসেবী হিসাবে দায়িত্ব পালন করেন সুচনা পারভীন, নুরুন্নাহার বেগম ও শ্যমলী খাতুন। প্রেস বিজ্ঞপ্তি।