সোমবার, ফেব্রুয়ারী ০৪, ২০১৩

চাপড়া ও বারখাদা ইউনিয়নের পক্ষ থেকে জেলা বিএনপির সভাপতি মেহেদী রুমীকে ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার : কুমারখালীর চাপাড়া ইউনিয়ন যুবদল, স্বেচ্চাসেবক দল, ছাত্রদল, কুষ্টিয়া সদর থানার বারখাদা ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে সদ্য কারামুক্ত জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল রবিবার বিকালে বিএনপির কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। এসময় সদ্য কারামুক্ত জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, ক্রীড়া বিষয়ক সম্পাদক আল আমিন কানাই, যুব বিষয়ক সম্পাদক মেজবাহুর রহমান পিন্টু, জেলা ছাত্রদলের আহবায়ক কামাল উদ্দিন এ ফুলের শুভেচ্ছা গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান বাবলু, যুগ্ম সম্পাদক মাহামুদুর রহমান আল কাদরী,

কুষ্টিয়ায় সিডিএল ট্রাস্ট ও সরকার ফাউন্ডেশনের উদ্যোগে পিঠা উৎসব

হাওয়া ডেস্ক : গত ২ফেব্র“য়ারি’১৩ সি.ডি.এল. ট্রাস্ট নারী ফোরামের উদ্যোগে এবং সরকার ফাউন্ডেশন, দাবিক ও সিডিএল ট্রাস্ট আজীবন পাঠক সদস্যবৃন্দের সহযোগিতায় আবহমান বাংলার নান্দনিক ঐতিহ্য সমৃদ্ধ “শীতের পিঠা উৎসব” এর আয়োজন করা হয়। এই উৎসবকে কেন্দ্র করে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী পাবলিক লাইব্রেরি মাঠে সব বয়সের মানুষের উপস্থিতিতে প্রাণ ফিরে পেয়েছিল। আনন্দ উৎসবে মেতেছিল মানুষেরা। শহরের এক ঘেয়েমী জীবন থেকে বের হয়ে মানুষ এই অনুষ্ঠানে এসে সামান্য সময়ের জন্য হলেও ভিন্ন এক পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিয়েছিল। আনন্দঘন এ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও সিডিএল ট্রাস্ট -এর আজীবন পাঠক সদস্য মোহাম্মদ বদরুদ্দোজা গামা, সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপ পরিচালক নজরুল ইসলাম , বিশিষ্ট শিল্পপতি ও সমাজ

ঐতিহ্য হারিয়েছে যশোর অঞ্চলের নলেন গুড়

শাহনেওয়াজ খান সুমন : ‘বউ, গাছ কাটতি যাব, ঠিলে ধুয়ে দে’- গানটি একসময় যশোর অঞ্চলের গ্রামগঞ্জে শীত মৌসুমে হরহামেশাই শোনা যেত। আজ আর তেমনটা নেই। একই সঙ্গে চোখে পড়ে না পিঠে ঠুঙি বাঁধা গাছিকেও। হারিয়ে যেতে বসেছে ‘যশোরের যশ খেজুরের রস’ প্রবাদটিও।
আশার গুড়ে বালি নয়, স্বাদের গুড়ে চিনি ঢুকেছে। খটখটে কারখানার চিনি কেড়ে নিয়েছে খেজুরের রসের যশ। যশোর অঞ্চলের ইতিহাস-ঐতিহ্যের ধারক খুশবুময় নলেন গুড়কে করে তুলেছে ঘ্রাণ ও স্বাদহীন। লালচে রঙের কথিত খেজুরের গুড় কিনে ঠকছে ক্রেতারা এবং ক্রমেই তারা মুখ ফিরিয়ে নিচ্ছে।
যশোর অঞ্চলের খেজুরের গুড়ের রয়েছে শত বছরের ইতিহাস আর ঐতিহ্য। ঐতিহাসিক সতীশ চন্দ্র মিত্রের ‘যশোর খুলনার ইতিহাস’ গ্রন্থসূত্রে জানা যায়, একসময় যশোর অঞ্চলের প্রধান কৃষিজ পণ্য ছিল খেজুরের গুড়। এই গুড়ের সঙ্গে যুক্ত ছিল অর্থনৈতিক নানা কর্মকাণ্ড। ওই গ্রন্থসূত্রে জানা যায়, ১৯০০-০১ সালে পুরো বঙ্গে খেজুরের গুড় উৎপাদিত হয়েছে ২১ লাখ ৮০ হাজার ৫৫০ মণ। এর মধ্যে কেবল যশোরেই উৎপাদিত হয়েছে ১৭ লাখ ৯ হাজার ৯৬০ মণ, যার দাম ছিল সেই আমলেই ১৫ লাখ টাকা। এই গুড় আমেরিকা-ইউরোপেও রপ্তানি হয়েছে। খেজুরগাছের

কুষ্টিয়ায় এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষা শুরু

আব্দুম মুনিব : কুষ্টিয়াসহ দেশব্যাপী শুরু হয়েছে এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষা। এবার কুষ্টিয়ায় মোট ৪১ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রথমদিন সকল বোর্ডের ছিলো বাংলা পরীক্ষা। কুষ্টিয়ায় গতকাল প্রথমদিন মোট পরীক্ষার্থী ছিলো ১৫ হাজার ৬শ ১৬ জন। এদের মধ্যে উপস্থিত ছিলো ১৫ হাজার ৫শ ৫০ জন। অনুপস্থিত ছিলো ৬৬ জন পরীক্ষার্থী। এদিকে জেলায় শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হলেও মিরপুর উউজেলার বালিদাপারা কেন্দ্রে পরীক্ষায় অসদউপায় অবলম্বনের দায়ে ৬ ভকেশনাল পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলো নিমতলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র রফিকুল ইসলাম, আমলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মিনারুল ইসলাম, রুবাই আহমেদ, রুবেল রানা ও জামিরুল ইসলাম।

খোকসায় পরিত্যক্ত অস্ত্র উদ্ধার

খোকসা প্রতিনিধি :  গতকাল কুষ্টিয়ার খোকসার মাছুয়াঘাটা গ্রামে খোকসা থানা পুলিশ অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত পাইপগান উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে কুষ্টিয়া জেলা সহকারি পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, খোকসা থানা অফিসার ইনচার্জ হরেন্দ্রনাথ সরকার, এসআই হাশেম আলী উপজেলার মাছুয়াঘাটা গ্রামে অভিযান চালিয়ে দেশীয় তৈরী একটি পাইপগান উদ্ধার করে।

ইবির ছাত্রলীগ নেতা সাইফুলের সন্ধান দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

রাশেদুন নবী রাশেদ, ইবি : ইসলামী বিশ্বদ্যিালয়ের ছাত্রলীগের (বিলূপ্ত কমিটির) বঙ্গবন্ধু হল শাখার সভাপতি ও আইন বিভাগের ছাত্র সাইফুলের ১৩ দিনেও সন্ধান মেলেনি । দ্রুত সন্ধান দাবীতে গতকাল বেলা ১১টায় প্রসাশন ভবনের সামনে মানববন্ধন করেছে ছাত্র লীগের বঙ্গবন্ধু হল শাখার নেতাকর্মীরা ও আইন ও মুসলিম বিধান বিভাগের শিক্ষার্থীরা।
জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের (বিলুপ্ত কমিটির) বঙ্গবন্ধু হল শাখার সভাপতি সাইফুল গত ২২ জানুয়ারী আসন্ন কাউন্সিল কেন্দ্রীক কেন্দ্রীয় নেতাদের সাথে পরামর্শের জন্য ঢাকায় যান। সাংগঠনিক কাজ শেষে ঢাকা থেকে কাজী পাড়ার উদ্দেশ্যে ফেরার পথে রাত ১০টার দিকে ফার্মগেট এলাকা থেকে নিখোঁজ হয়। বিভিন্ন থানায় জিডি করেও দীর্ঘ ১৩ দিনে তার কোন সন্ধান দিতে পারেনি প্রশাসন। নেতাকর্মীদের ধারণা, আসন্ন কাউন্সিলকে কেন্দ্র করে সাইফুলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ছাত্রলীগের পিছিয়ে পড়া প্রতিপক্ষ গ্র“প এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে। তাকে দ্রুত উদ্ধারের দাবিতে বিক্ষোভ

এক বছরেও ফিরে আসেনি ইবির অপহৃত দুই শিবির নেতা : স্বজনদের আহাজারি থামেনি

রাশেদুন নবী রাশেদ, ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রশিবির নেতা দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ মার্স্টাসের মেধাবী ছাত্র ওয়ালীউল্লাহ ও আল-ফিকহ বিভাগ চতুর্থ বর্ষের মেধাবী ছাত্র আল মুকাদ্দেস গুমের এক বছর পূর্ণ হচ্ছে আজ। গত বছরের ৪ই ফেব্র“য়ারী সাভারের নবীনগর থেকে তাদের হানিফ পরিবহণ থেকে নামিয়ে নেয় র‌্যাব-৪ এর পরিচয় দিয়ে। তার পর থেকে আজও কোন সন্ধান মেলেনি তাদের। নিখোঁজের এক বছর চলে যাওয়ার পরও আজও আহাজারী থামেনি স্বজনদের। সূত্র মতে, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাংস্কৃতিক সম্পাদক আল-মুকাদ্দাস গত ২ ফেব্র“য়ারী ও অর্থ সম্পাদক ওয়ালিউল্লাহ ৩ ফেব্র“য়ারী ব্যাক্তিগত কাজে ঢাকায় যায়। উভয়ে ঢাকায় কাজ শেষে ৪ ফেব্র“য়ারী রাত সাড়ে ১১টায় হানিফ এন্টার প্রাইজের কল্যাণপুর কাউন্টার থেকে

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের শোকবার্তা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর সাবেক সভাপতি এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত গীতিকার ও সুরকার মরহুম লোকমান হোসেন ফকিরের সহধর্মীনি রোকসানা হোসেন গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (্ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন). মৃত্যুকালে