শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০১৩

কুমারখালী বিএনপি ও অঙ্গসংগঠনের সাথে আলোচনা সভায় মেহেদী রুমী

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবী না মানা পর্যন্ত আন্দোলন চলবে

আব্দুম মুনিব : আগামী ২৯ সেপ্টেম্বর খুলনায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জনসভা সফল করতে কুমারখালী থানা বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দর সাথে আলোচনা সভা করেছেন বিএনপির জাতীয় নির্বহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
গতকাল বিকালে জেলা বিএনপির কার্যালয় চত্বরে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এর আগে কুমারখালী থানা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মী বিশাল মোটরসাইকেল বহর নিয়ে জেলা বিএনপির কার্যালয় চত্বরে পৌছায়।এসময় উপস্থিত নেতা কর্মিদের উদ্যেশে সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, যতক্ষন পর্যন্ত নির্দলীয় তত্ববধায়ক সরকারের দাবী মানা না হবে ততক্ষণ আন্দোলন চলবে।তিনি বলেন,

মেহেদী রুমীর হাতে ফুল দিয়ে মুরাদ জোয়ার্দারের নেতৃত্বে কুমারখালী থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আশরাফুল ইসলাম আনিক : কুমারখালী তরুন শিল্পপতি ও সাবেক থানা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম জোয়ার্দারের ছোট ভাই মুরাদ জোয়ার্দারের নেতৃত্বে জাহাংগীর হোসেন, ফিরোজ হোসেন তপনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী বিএনপির জাতীয় নির্বহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর হাতে ফুলের তোরা দিয়ে বিএনপিতে যোগদান করেছেন।গতকাল সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান হয়।এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, কুমারখালী থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. কুতুবুল আলম নতুন,

কুষ্টিয়ায় হরতালে সড়ক অবরোধ : টিয়ারশেল নিক্ষেপ

ষ্টাফ রিপোটার : মিছিল পিকেটিং ও সড়ক অবরোধ ও টিয়ারশেল নিক্ষেপের মধ্যদিয়ে জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা হরতালের ২য় দিন কুষ্টিয়ায় পালিত হয়েছে । হরতালের সমর্থনে সকালে কুষ্টিয়া শহরের প্রবেশ মুখ গুলোতে টায়ারে আগুন খন্ড খন্ড পিকেটিং করে সড়ক অবরোধ করে পিকেটাররা। ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার নেতাকর্মীরা ভোরে হরতালের সমর্থনে শহরের অদুরে বটতৈলে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে মিছিল ও পিকেটিং করে। এসময় রাস্তায় টায়ার জ¦ালিয়ে ও প্রায় আধা কিলোমিটার রাস্তায় গাছের গুড়ি ইটপাটকেল ফেলে সড়ক অবরোধ করে সকল যানবাহন বন্ধ করে দেয়। এসময় পুলিশ টিয়াশেল নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ আসলে শিবির কর্মীরা পালিয়ে যায়। এছাড়া শহরের বারখাদা ত্রিমোহনী মোড়সহ শহরের বিভিন্ন প্রবেশ মুখে মিছিল ও পিকেটিং ও রাস্তায় টায়ারে আগুন দিয়ে ব্যারিকেট সৃষ্টি করে বলে শিবির দাবী করেছে।এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, এ ঘটনায় অভিযান চালানো হচ্ছে তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।এদিকে হরতালে কুষ্টিয়ার বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়। হরতালে শহরের অধিকাং

কুমারখালী থানা ছাত্রনেতা জামিনে মুক্ত সবুজকে ফুলেল শুভেচ্ছা

শরীফুল ইসলাম, কুমাখালী : কুষ্টিয়া জেলার কুমারখালী থানা ছাত্রদলের নেতা আতিকুর রহমান সবুজ ২টি মামলায় জামিনে মুক্ত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানানো হয়।গতকাল সকাল ১০টায় বাসস্ট্যান্ড রশীদ খোমেনী মাকেটস্থ দ্বিতীয় তলায় থানা ছ্এা দলের অস্থায়ী কার্যালয়ে ছাএনেতা আসাদুজ্জামান হিরণের নেতৃতে¦ যুবনেতা ইমরান , ছাত্রনেতা হাবিবুর রহমান দুলাল, খায়রুল বাসার, রিপন,শরিফুল ইসলাম সবুজ, সোহেল রানা, ফারুক, রাজীব, তৌশিক. মুরাদ,আরাফাত. হাসান, শামিম, রশিদ, হাবিবুল্লাহ, রাকিবুল, অপু, কাজল, লতিফ, মাসুম, মোহম্মদ প্রমূখ ছাড়াও ইউনিয়ন ছাএদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাগরনী চক্র ফাউন্ডেশনের উদ্যেগে কৃতী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান

কুমাখালী প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে বেসরকারী সংস্থা জাগরনী চক্র পাউন্ডেশনের উদ্যেগে এস এস সি ২০১৩ এ কৃতি ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়। গতকাল পৌরসভাস্থ সেরকান্দি পাড়ায় সংস্থার ভাড়াকৃত অফিসে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম। এসময় জিপিএ ৫ প্রাপ্ত ১৪ জন কৃতি মেধাবী শিক্ষার্থীর হাতে চেক প্রদান অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার এরিয়া ম্যানেজার, কুষ্টিয়া এ কে নেওয়াজ, এরিয়া ম্যনেজার, কুমারখালী আবু জাফর সিদ্দিকী, শাখা ম্যানেজার সুব্রত কুমার দাস ও মনোরঞ্জন গোলদার, কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তৌহিদুল ইসলাম প্রমুখ।

জাহিদের দাদীর মৃত্যু বিএনপির শোক

কুষ্টিয়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার শামসুজ্জাহিদের দাদী মাজেদা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না....রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। গতকাল বিকাল ৫ টায় কুমারখালীর চাঁদপুর ইউনিয়নে কুশলিবাসায় তার নিজ বাস ভবনে বার্ধক্য জনিত কারনে তিনি মৃত্যুবরন করেন।এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্ববাসন বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, কুমারখালী থানা বিএনপির সভাপতি এ্যাড. গোলাম মহম্মাদ, সাধারণ সম্পাদক এ্যাড.কুতুবুল আলম নতুন, পৌর বিএনপির সভাপতি কেএমআলম টমে, সাধারন সম্পাদক আব্দুর রশিদ লিটন, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সালেহীন মিয়া সেলিম, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন এক শোক বার্তায় তারা মরহুমার রুহের আতœার মাগফীরাত কামনা করেন এবং শোল সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

খোকসায় নবদম্পত্তির উপর এসিড হামলার ঘটনায় নায়ক হাফিজসহ তিন দৃর্বৃত্ত আটক

মনিরুল ইসলাম মনি, খোকসা : কুষ্টিয়ার খোকসার নবদম্পতির উপর এসিড ছোঁড়ার ঘটনার তিন দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে খোকসা থানা পুলিশের টিম মামলার অভিযুক্ত তিন আসামীকে আটক করে। মামলার ১ নং আসামী হাফিজ (২২), ২নং আসামী রাজীব (২৩) কে রাজবাড়ির পাংশার মাছপাড়া গ্রাম থেকে এবং ৩ নং আসামী জুয়েল (২৪) কে পাবনার পদ্মার চর এলাকা থেকে গ্রেফতার করে।

৪২তম স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা ২০১৩

সাঁতারে সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার অভাবনীয় সাফল্য

হাওয়া ডেস্ক : ৪২তম স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা ২০১৩ তে অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে সাঁতার প্রতিযোগীতায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার জয়-জয়কার।জানা যায়, এ মাদ্রাসার ৪ জন কৃতি সাঁতারু মিরপুর উপজেলা, কুষ্টিয়া জেলা, উপ-অঞ্চল এবং অঞ্চল ভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় কৃতিত্বের সাথে ব্যক্তিগত ইভেন্টে জয়লাভ করে। এরপর তারা গোলাপ অঞ্চলের পক্ষে জাতীয় সাঁতার প্রতিযোগীতায় অংশগ্রহণ করে গোলাপ অঞ্চলকে বিজয়ী করে। সর্বোচ্চ ৬২ পয়েন্ট পেয়ে গোলাপ
অঞ্চল চ্যাম্পিয়ান হয়।
গোলাপ অঞ্চলের পক্ষে অংশ নিয়ে বাগেরহাট শারিরিক শিক্ষা কলেজের সুইমিং পুলে অনুষ্ঠিতব্য সাঁতার প্রতিযোগীতায় সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার ছাত্র বালক (বড়) গ্র“পে মো. আলামিন ও সাকিবুল আলী ২টি স্বর্ণ পদক, মো. সুরুজ ইসলাম ২টি রোপ্য পদক এবং রনি আহম্মেদ ১টি ব্রঞ্জ পদক লাভ করে।

পুলিশের পিকআপে আগুন : বিজিবি মোতায়েন


 

মেহেরপুরে পুলিশের সাথে সংর্ঘষে জামায়াত কর্মীর মৃত্যু : ওসিসহ আহত ২০

মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুরের মুজিবনগর উপজেলার গৌরিনগরে পুলিশের সাথে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষে দেলোয়ার (৪০) নামের এক জামায়াত কর্মী মারা গেছে। নিহত জামায়াত কর্মী দেলোয়ার মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের দোহাব আলীর ছেলে।বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায় বলে জানা গেছে। এদিকে দেলোয়ারের মৃত্যুর খবর পৌছালে মুজিবনগরে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে মেহেরপুর জেলায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিজিবি মুজিবনগরের বিভিন্ন সড়কে টহল দিচ্ছে।অপরদিকে নিহত দেলোয়ারে লাশ মেহেরপুরের দারিয়াপুরের নিজ বাড়িতে এসে পৌছিয়েছে বলে জানা গেছে। বিকেলে জানাজা শেষে তাকে দারিয়াপুর কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানায়।এদিকে মেহেরপুরের মুজিবনগর

কম্পন জেলা প্রতিবন্ধী ফেডারেশনের ৫ম দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পূর্ণ

সংবাদ বিজ্ঞপ্তি : গতকাল সকাল ১০টায় কম্পন জেলা প্রতিবন্ধী ফেডারেশনের ৫ম দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচন নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভাপতির প্রার্থী ছিলেন ৩ জন তার মধ্যে ১৬ ভোট পেয়ে গরুর গাড়ী প্রতীককে বিজয়ী হয়েছেন বিজয়ী হয়েছেন আজগর আলী ১০ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন চাকা প্রতীক আব্দুর রাজ্জাক এবং অপরজন ছাতা প্রতীককে ৮ ভোট পেয়েছেন জাকির হোসেন। সাধারণ সম্পাদকের প্রার্থী হিসেবে ২৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন সাইকেল প্রতীককে রুপচাঁদ আলী এবং নিকটতম প্রতিদ্বন্ধী মাহফুজা আক্তার শাপলা। অর্থ সম্পাদকের প্রার্থী ছিলেন ২জন তার মধ্যে (প্রতীক মোরগ) ময়েজ উদ্দীন ভোট পেয়েছেন ১৮ তার নিকটতম প্রতিদ্বন্ধী (কাঁঠাল প্রতীক) ছানোয়ার হোসেন ভোট পেয়েছেন ১৫, শিক্ষা ও তথ্য সম্পাদক মোছাঃ সনিয়া খাতুন (প্রতীক ফুটবল) ১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আঃ হান্নান (মই) ভোট ১৪, বিনা প্রতিদ্বন্দিতা হিসেবে বিজয়ী হয়েছেন মিনারুল ইসলাম সহ সভাপতি, আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, নবিরন নেছা শিল্পী মহিলা শিশু ও সাংস্কৃতিক সম্পদিকা, রাজিয়া সুলতানা প্রচার সম্পাদিকা, ক্রীড়া সম্পাদিকা মোছাঃ রুমানা খাতুন। অবাদ সুষ্ঠ নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন নির্বাচন প্রধান কমিশনার এস এম কাদরী শাকিল, সহকারী কমিশনার আনোয়ার হোসেন বুলবুল, মনোয়ারা সুলতানা।

দৌলতপুরে বিজিবির অভিজানে ৫৫২ বোতল ফেন্সিডিল আটক

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা: কুষ্টিয়ার দৌলতপুরে সিমান্তে বিজিবি সদস্যরা অভিজান চালিয়ে ৫৫২ বোতল ফেন্সিডিল আটক করেছে।যানাযায়,গত বুধবার সন্ধ্যা ৬টার সময় কুষ্টিয়া দৌলতপুরের সিমান্তেরআলীনগর বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার এ কে এম বাসারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা রায়টা ঘাট এলাকার পদ্মা নদীতে থেকে ভাসমান অবস্থায় সিল্কি বস্তা পলিথিন দিয়ে মোড়ানো ৫৫২ বোতল ফেন্সিডিল আটক করেছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যাবসায়ীরা ৫৫২ বোতল ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়।

দৌলতপুরে ফেনসিডিলসহ ২মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ফেনসিডিলসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ডাংমড়কা সেন্টারমোড় এলাকা থেকে শুকচাঁদ হালসানা (২৫) ও ইসমাইল হোসেন (৩২) নামে ওই দুই জন মাদক ব্যবসায়ীকে ২০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। দৌলতপুর থানার ওসি রবিউল ইসলাম জানান, মোটরসাইকেল যোগে মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ গতকাল বিকেল পৌনে ৪টার সময় ডাংমড়কা সেন্টারমোড় বিজিবি চেক পোষ্টের নিকট অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে এবং উদ্ধার করে ফেনসিডিল। মাদক ব্যবসায়ীদের বাড়ি উপজেলার প্রাগপুর ইউপি’র মহিষকুন্ডি বাজারপাড়া এলাকায় এবং তারা আওলাদ হালসানা ও মৃত সামছদ্দিন মন্ডলের ছেলে। এরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে। মাদক ব্যবসায়ী শুকচাঁদ হালসানা মহিষকুন্ডি এলাকার মাদক ব্যবসায়ীদের প্রধান পৃষ্ঠপোষক ও থানার চিহ্নিত দালাল জাহাঙ্গীর আলমের ভাই এবং সে তারই ছত্রছাঁয়ায় মাদক ব্যবসা করে থাকে বলে এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।