বুধবার, নভেম্বর ২৬, ২০১৪

আওয়ামী লীগ জনগণের দল হিসেবে কাজ করছে

কুষ্টিয়া জেলা আ’লীগের সম্মেলনে সৈয়দ আশরাফ

স্টাফ রিপোর্টার : আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, একটি মহল বিভিন্নভাবে বঙ্গবন্ধুকে খাটো করার চেষ্টা করেছে। এখনো ইতিহাস বিকৃত করে, সত্য করে আড়াল করে মৃত বঙ্গবন্ধুকে দীর্ঘ খাটো করার চেষ্টা চলছে। কারণ, যারা এই বংলাদেশের সৃষ্টিকে মানতে পারেনি, তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোনদিন সহ্য করবে না। মঙ্গলবার কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ১৬ ডিসেম্বর আমরা বিজয় পেলেও যুদ্ধ এখনও শেষ হয়নি। তাই আওয়ামী লীগকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ কোন সাধারণ রাজনৈতিক সংগঠন নয় আওয়ামীলীগ একটি অনুভূতি। আওয়ামী লীগে কোন যুদ্দাপরাধী নেই তাই এই দলের কর্মীরা মাথানিচু করে চলে না। সম্মেলনে সৈয়দ আশরাফ বলেন,

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

আনোয়ার আলী সভাপতি : আব্দুর রউফ সাধারণ সম্পাদক

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সন্ধ্যায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের আড়–য়াপাড়াস্থ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মধ্যদিয়ে ৭১সদস্য বিশিষ্ট জেলা আওয়ামী লীগের এ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি হয়েছেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী এবং সাধারণ সম্পাদক হয়েছেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রউফ।
গতকাল অনুষ্ঠিত কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সম্মেলনে জেলা আওয়ামী লীগের ত্যাগী নেতাদের আমন্ত্রণ পত্র ও ডেলিগেট কার্ড প্রদান না করায় এবং কাউন্সিলর না করায় ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ বলেন, আমরা জন্ম লংগ্ন থেকে বাংলাদেশ আওয়ামী
আহতদের দৃশ্য।

দেবর কতৃক ভাবী প্রহৃত

বোন কে আনতে গিয়ে ভাইয়েরা লাঠিপিটা

শরীফুল ইসলাম, কুমারখালী : কুষ্টিয়ার কুমারখালী জাহেদপুর গ্রামে দেবর কতৃক ভাবী প্রহৃত হয়। বোনের মারপিটের কথা শুনে ভাই হাবিব,আলম,জালাল ও শহিদুল বোনকে আনতে গেলে তাদের কে ও লাটিপিটায় আহত করে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। সোমবার সকাল অনুমান ১১টার সময় জাহেদপুর গ্রামের কালু শেখের ছেলে লিখিত অভিযোগকারি মিনারা খাতুনের দেবর সোহেল কাঠের বাটাম দিয়ে মিনারা কে পিটিয়ে জখম করে ঘরে আটকে রাখে। এ খবর শুনে ভায়েরা গতকাল সকালে বোনকে আনতে গেলে সোহেল গং লাঠিপিটায় আহত করে।

মজমপুর ইউপি ষ্টান্ডিং কমিটির সাথে মানবাধিকার 

সংরক্ষণ পরিষদের মত বিনিময় সভা

মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার আয়োজনে মানবাধিকার সংরক্ষণ পরিষদের সাথে মজমপুর ইউপি ষ্টান্ডিং কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মানবাধিকার সংরক্ষণ পরিষদের সহ-সভাপতি আতিয়ার রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মজমপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব বশিরুল আলম চাঁদ। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ডা:উৎপল কুমার সেনগুপ্ত,

কুমারখালী উপজেলায় আন্তর্জাতিক নারী

নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

গতকাল ২৫ নভেম্বর ২০১৪ ইং তারিখে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পারিবারিক সহিংসতা কমিয়ে এনে নারী অধিকার উন্নয়ন প্রকল্পের কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নে সোঁপুকুরিয়া মডেল গ্রামে মর্যাদায় গড়ি সমতা শ্লোগান কে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদ্যাপন করা হয়। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে সোঁপুকুরিয়া মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার অফিস হইতে এক বর্ণ্যাঢ্য র‌্যালী বের হয়ে সোন্দাহ নন্দলালপুর কলম মোড় প্রদক্ষিণ শেষে সোঁপুকুরিয়া অফিসের সামনে এসে শেষ হয়। র‌্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মো: জামাল উদ্দিন। সভায় মূল আলোচক ছিলেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী জায়েদুল হক মতিন। বক্তব্য রাখেন নন্দলালপুর

রাজবাড়ীর খবর

বিশিষ্ট ঠিকাদার এহসানুল হাকিম সাধন সভাপতি নির্বাচিত

সদাশিপুর-ঘোড়ামারা দাখিল মাদ্রাসার কমিটি গঠন

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সদাশিপুর-ঘোড়ামারা দাখিল মাদ্রাসার মঙ্গলবার কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন, বিশিষ্ট ঠিকাদার এহসানুল হাকিম সাধন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি বিশিষ্ট ঠিকাদার এহসানুল হাকিম সাধন, দাতা সদস্য নিজাম উদ্দিন আহম্মেদ, অভিভাবক সদস্য কবির মন্ডল, ইয়াকুব আলী মোল্যা, আঃ মান্নান, বকুল মোল্যা, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য লাভলী বেগম, শিক্ষক

ইবিতে ছাত্রলীগ কর্মী সোহাগের কান্ড

র‌্যাগিংয়ের নামে ভর্তিচ্ছুদের মানসিক নির্যাতন

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে ভর্তি পরীক্ষা চলাকালে র‌্যাগিংয়ের নামে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের মানসিক নির্যাতন করার অভিযোগ ওঠেছে। ভর্তি পরীক্ষা শুরু দিন থেকেই ভর্তিচ্ছুদের কম বেশী র‌্যাগিংয়ের অভিযোগ উঠলেও ক্রমেই তা সীমা অতিক্রম করছে বলে জানা গেছে। র‌্যাগাররা ইবি শাখা ছাত্রলীগের সভাপতি পদ প্রার্থী মিজুর কর্মী বলে অভিযোগ
প্রতক্ষ্যদর্শী সুত্র জানায়, মঙ্গলবারও ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে বসে ছাত্রলীগ কর্মী ইমাদুল হক সোহাগের নেতৃত্বে ৮/১০ জন ছাত্রলীগ কর্মী ভর্তিচ্ছু একাধিক

যৌন হয়রানির দায়ে ইবি শিক্ষার্থী আটক

ইবি প্রতিনিধি : ভর্তিচ্ছু ছাত্রীকে যৌন হয়রানি করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের এক শিক্ষার্থীকে আটক করেছে ইবি থানা পুলিশ। আটককৃত ছাত্রের নাম তরিকুল ইসলাম। সে আইন বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের ছাত্র। তাকে ছাড়াতে বিভাগীয় সভাপতির থানায় দৌড়ঝাপ। ইবি থানা সুত্রে জানা যায়, মঙ্গলবার ভর্তি পরীক্ষা চলাকালে বিকেল চারটার দিকে বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের সামনে তরিকুল কয়েকজন মেয়ের সাথে বসে আড্ডা দিচ্ছিলো। এসময় শাম্মী (ছদ্মনাম) নামের এক ছাত্রীকে নানা ধরণের অশালিন মন্তব্য ও আপত্তিকর কথাবার্তা বলে তরিকুল। পরে টহলরত ভ্রাম্যমান আদালত দেখে সেখানে যৌন হয়রানির অভিযোগ করে ওই