শনিবার, মে ১৭, ২০১৪

জেলে বসেই মাদকচক্র ও সমমনাদের মাঠে নামিয়েছে

 আবারও সম্রাজ্যে ফিরে আসার নীল নঁকশায় ধর্ষণ ও পর্নোছবি নির্মাণের হোতারা 

হাওয়া ডেস্ক : গতবছরে জেলার চাঞ্চল্যকর ঘটনাগুলির অন্যতম প্রধান ঘটনা ছিল শতাধিক স্কুল ছাত্রীদের প্রতারিত করে তাদের ধর্ষণ ও সেই দৃশ্যের ধারণকৃত ভিডিওচিত্র বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ায় ছড়িয়ে দিয়ে স্কুলগামী শিক্ষার্থী, উঠতি বয়সী কিশোর-কিশোরীদের অবক্ষয়ের অন্ধকারে ঠেলে দেয়ার পাশাপাশি জেলাজুড়ে এক সামাজিক বিপর্যয়ের মুখে পড়ে এই জনপদের মানুষ। এই অভিযোগে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী, সচেতন মহলসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মীদের তীব্র প্রতিবাদমুখর হয়ে উঠে। যা সারা দেশের গনমাধ্যম গুলিতে ব্যাপক সাড়া ফেলে দেয়। এঘটনায় প্রশাসনের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ গ্রহণ করে জড়িতদের গ্রেফতার করে প্রমানসহ আদালতে সৌপর্দ করে। সামজিক অবক্ষয়ের জঘন্যতম ঘটনায় জড়িত পর্নোগ্রাফী চক্রের প্রধান ৪জনকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হলেও অন্যরা আতœগোপনে যাওয়ায় তার ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। গ্রেফতারকৃত ৪জন হাজতবাসী আসামীর মধ্যে প্রকৌশলী শরিফুল ইসলাম সজল ইতোমধ্যে হৃদরোগাক্রান্ত হয়ে ঢাকাতে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এখনও কুষ্টিয়া জেলা কারাগারে হাজতবাস করছেন ঐ চক্রের প্রধান হেলাল উদ্দিন পান্না মাস্টার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের চাকরীচ্যুৎ নির্বাহী প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল, বীমাকর্মী ও হাটশ হরিপুর ইউনিয়ন যুবলীগ নেতা মনিরুল ইসলাম মনো। একসময়ের দোর্দন্ড প্রতাপ ও প্রভাবশালী এই ধর্ষক ও পর্ণচক্র জেলে বসেই আবারও তাদের ফেলে যাওয়া স¤্রাজ্যে ফিরে আসার নীলনঁকশা তৈরী করতে এবার মাঠে নামিয়েছে তাদের দোসরদের যার প্রধান নেতৃত্বে রয়েছে চিহ্নিত মাদক স¤্রাট সদ্য জেল থেকে ঐ অভিযোগে সাজা ভোগ করে বেড়িয়ে আসা হাটশ হরিপুরের মিরাজ। এই মিরাজের নেতৃত্বেই গতকাল শুক্রবার বিকেল ৪টায় হাটশ হরিপুর বাজারে টুটুল মুক্তি পরিষদ গঠন করে সভাসমাবেশ মিছিল ও মানববন্ধন পালিত হয়েছে; এসময় সেখানে পূর্ব থেকেই অপকর্মের দূর্নামধারী কয়েকজন শিক্ষক, ইউপি সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর ইউনিয়নের সভাপতি মুস্তাফিজুর রহমান মিলনসহ কতিপয় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা যোগ দেন।

অবশেষে পুলিশ ব্যারাক থেকে মুক্ত হল ইবির টিএসসিসি


রাশেদুন নবী রাশেদ, ইবি প্রতিনিধি- অবশেষে পুলিশ ব্যারাক থেকে মুক্ত হল ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি)। গতকাল বিশ্ববিদ্যালয়ের ভিসির নির্দেশে প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমানের প্রচেষ্টায় এ পুলিশ ব্যারাক সরিয়ে দেয়া হয়েছে। ফলে উন্মুক্ত হয়েছে সাংস্কৃতিক সংগঠন গুলোর কার্যক্রম। এতে টিএসসিসিতে অবস্থানরত সকল সাংস্কৃতিক সংগঠনগুলো প্রশাসন ও প্রক্টরকে অভিনন্দন জানিয়েছেন। জানা যায়, দীর্ঘ চার বছর ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) ১১৬ নং কক্ষটি পুলিশ ব্যরাকের দখলে ছিল। এতে অবস্থানরত পুলিশ সদস্যরা ক্যাম্পাস চলাকলীন সময়ে ছাত্র/ছাত্রীদের সামনে প্রকাশ্যে ধূমপান, গাজাঁ, ছাত্রীদের সাথে অশোভন আচরণ, ইভটিজিং, মোবাইলে ছবি তোলা, উচ্চ শব্দে গান শোনা, গোসল শেষে গামছা পড়ে খালি গায়ে আপত্তিকর অবস্থায় চলাফেরা সহ নানারকম অভিযোগ করে শিক্ষার্থীরা। এছাড়াও টিএসসিসিতে পুলিশ ব্যারাক থাকায় এতে অবস্থানরত বিশ্ববিদ্যালয়ে ডিবেটিং সোসাইটি, বিশ্ববিদ্যালয় থিয়েটার, ব্যতিক্রম, আবৃত্তি আবৃত্তি, রম্যহাট, উদীচি শিল্প গোষ্ঠী,মুক্ত বাংলাসহ প্রায় ৩৪টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সংস্কৃতি চর্চা মারাত্মকভাবে ব্যাহত হয়ে আসছিল। এ নিয়ে বিভিন্ন সময় পত্র-পত্রিকায় তাদের এসব কার্যকলাপের সংবাদ প্রকাশ করা হলেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারে নি। অবশেষে

ফারাক্কা দিবস উপলক্ষে কুষ্টিয়ায় গঙ্গা ব্যারেজ বাস্তবায়ন কমিটির আলোচনা সভা

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক গঙ্গা ব্যারেজ বাস্তবায়ন কমিটির আহবায়ক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেছেন, ভারতের কারণে আজ দেশের পদ্মা, গড়াইসহ সকল নদী মৃত প্রায়। ভারতের ফারাক্কা বাঁধের কারণে এদেশ মরুভ’মিতে পরিণত হয়েছে। ভারত সরকারের চক্রান্তের শিকার বাংলাদেশের মানুষকে মরুভুমির হাত থেকে রক্ষার জন্য অবিলম্বে কঠোর থেকে কঠোরত আন্দোলন সংগ্রাম করতে হবে। শুক্রবার বিকেলে মজমপুর গেটে ফারাক্কা দিবস উপলক্ষে গঙ্গা ব্যারেজ বাস্তবায়ন কমিটির উদ্যোগে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে ভারত অন্যায় ও অন্যায্যভাবে বাঁধ নির্মাণ করে অভিন্ন নদীর পানির একতরফা প্রত্যাাহার শুরু করে। ফলে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল আজ প্রায় মুরভুমিতে পরিণত হয়েছে। ওই এলাকাঘুলোর পানিতে আর্সেনিকসহ নানারকম প্রাকৃতিক ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। অথচ এই প্রাকৃতিক ও মানবিক বিপর্যয়ের সম্ভাবনাকে উপেক্ষা করেই তৎকালীন আওয়ামলীলীগ সরকার ফারাক্কা বাঁধের অনুমিত দিয়েছিল। এই অবৈধ সরকারের কারণেই এদেশ পানির হিস্যা থেকে বঞ্চিত। এই অবস্থা চলতে থাকলে সারা দেশই মরুভুমিময় হয়ে উঠবে।

বদর উদ্দিন বদু’র ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

হাওয়া ডেস্ক ॥ কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভপতি ও কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী বলেছেন, এরশাদ বিরোধী আন্দোলন, কুষ্টিয়াতে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন সহ প্রতিটি আন্দোলনে বদুর অগ্রণী ভূমিকা ছিল। তার জন্য তাকে কারাবরণ করতে হয়েছে কয়েক বার। মেয়র বলেন, বদু স্বদালাপী, মিষ্টভাষী, নির্লোভ ও আদর্শবান নেতা ছিল। তার অর্থ উপার্জনের অনেক সুযোগ পেলেও তিনি কখনো তা গ্রহণ করেননি। বদুর মত ত্যাগী নেতার অভাব অপূরনীয়। মেয়র আরও বলেন, বদুর সুইপার থেকে শুরু করে উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন মানুষের সাথে ছিল সু-সম্পর্ক। তার যে গুণাবলী ছিল সেই গুণাবলী নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। গতকাল শুক্রবার বিকেলে দেশওয়ালী পাড়া মুসলিম প্রাথমিক বিদ্যালয় মাঠে মহান মুক্তিযুদ্ধের বীর সৈনিক, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, কুষ্টিয়া পৌরসভার সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা বদর উদ্দিন বদু স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র আনোয়ার আলী এসব কথা বলেন। হযরত বাবা নফর শাহ মাজার পরিচালনা কমিটির সভাপতি চৌধুরী আলী হোসেন এর সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোধদয়ের সভাপতি গবেষক এ্যাডঃ লালিম হক,

প্রশান্তি মাদকাশক্তি পুনর্বাসন শিক্ষা ও চর্চা কেন্দ্রে’র ৫ম বর্ষপুতি

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবুবক্কর সিদ্দিক বলেছেন,ধর্মীয় অনুভুতি ও সামাজিক বন্ধন থেকে দুরে সরে যাওয়ায় আজ আমাদের সমাজে নানা রকমের অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ সংগঠিত হচ্ছে। এসব থেকে মুক্ত হতে আমাদের সকলকে আন্তরিক হতে হবে। তিনি গতকাল শহরের হাউজিং ‘ডি’ ব্লকে অবস্থিত ‘প্রশান্তি মাদকাশক্তি পুনর্বাসন শিক্ষা ও চর্চা কেন্দ্রে‘র ৫ম বর্ষপুতি উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রশান্তির প্রতিষ্ঠাতা পরিচালক ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিট চিকিৎসক ডাঃ রতন পাল, প্রশান্তির পরিচালক আরিফ মাহমুদ মিজু ও শাওন রহমান। অতিরিক্ত পুলিশ সুপার বলেন,আমাদের যুব সমাজ মাদকের ভয়াবহ থাবায় পড়ে আজ ভিন্ন এক জগতের বাসিন্দা হয়েছে। এদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের সকলের। তাদের বিপদগামিতার পথ থেকে ফিরিয়ে সুন্দর ও সুস্থ পরিবেশ উপহার দিতে পারলে আমরা উপকৃত হতে পারবো। তিনি বলেন,বন্ধনহীন পরিবেশের কারনে আজ এরা বিপদগামিতার পথ বেছে নিয়েছে। এদেরকে

র‌্যাবের অভিযানে ফেনসিডিল ও মটর সাইকেলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হাওয়া ডেস্ক : গতকাল শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব‐১২, সিপিসি‐১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার আলী হায়দার চৌধুরী, (ট্যাজ), বিএন এর নেতৃত্ত্বে র‌্যাবের একটি আভিযানিক দল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন আল্লার দরগা বাজারস্থ দৌলতপুর ও ভেড়ামারা প্রধান সড়কের দক্ষিন পার্শ্বে মটর শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে পাকা রাস্তার উপর হতে ফেনসিডিল ব্যবসায়ী মোঃ আব্দুর রাজ্জাক (৫৩), পিতা মোঃ রিয়াজ উদ্দিন মালিথা, সাং-চাঁদনা নারায়ণপুর, থানাঃ দৌলতপুর, জেলাঃ কুষ্টিয়াকে দুইটি সাদা প্লাষ্টিকের বস্তায় রক্ষিত যথাক্রমে ১০০+১৯৪=২৯৪ (দুইশত চুরানব্বই) বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল ও ০১ টি লাল রংয়ের রেজিষ্ট্রেশন বিহীন

দৌলতপুরে ৩‘শ বোতল ফেনসিডিল সহ এমপি‘র ভাগ্নে আটক

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা এলাকা থেকে দৌলতপুর আসনের সংসদ সদস্যের ভাগ্নেকে ফেনসিডিল সহ আটক করেছে র‌্যাব। র‌্যাব ও পুলিশ জানায়, শুক্রবার বিকাল ৪ টার দিকে র‌্যাব ১২ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আল্লারদর্গা বাজারে দৌলতপুর আসনের এমপি রেজাউল হক চৌধুরীর ছোট ভাই টোকন চৌধুরীর অফিসের সামনে একটি সিএনজিতে তোলার সময় বস্তাভর্তি ২৯৪ বোতল ফেনসিডিল সহ আব্দুর রাজ্জাক (৩৪) নামে এক ফেনসিডিল ব্যবসায়ীকে আটক করে। রাজ্জাক সোনাইকুন্ডি গ্রামের মৃত

মেহেরপুরে আ’লীগ ও বিএনপি’ সংঘর্ষে ১০টি বোমা বিষ্ফোরণ : আহত ৬


মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তি খাঁসমহল গ্রামে আওয়ামীলীগ ও বিএনপি’র মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে ১০ টি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটেছে। বোমাঘাতে ওই গ্রামের আব্দুল মন্ডলের ছেলে বিএনপি সমর্থক খবির উদ্দীন মালিথা (৫০), আব্দুল মন্ডলের ছেলে ফজিল মালিথা (৫০), নুর মহাম্মদের ছেলে শফিকুল ইসলাম ((৪৩), সামসুনাহার(৪৫)দুবাই প্রবাসী জিল্লুর রহমানের স্ত্রী জয়নব বেগম (৩৫) নামের ৪ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে জয়নব বেগমের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয় ক্লিনিকে ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। ঘন্টা ব্যাপি দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বর্তমানে আওয়ামীলীগ সমর্থকরা গ্রামটির দখল নিয়ে বিএনপি সমর্থকদের বাড়ি ঘর ও দোকান পাটে হামলা, ভাংচুর ও লুটপাট চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা কর্মীরা।  বিএনপি সমর্থক পল্টু ও ফজিল মন্ডল জানান, আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য ইকরাম হোসেন ও তার ছেলে সোহেল রানা, আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদের নেতৃত্বে আওয়ামীলীগ সমর্থকরা বিএনপি সমর্থক পল্টুর গার্মেন্টস দোকানে হামলা চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। ফজিল মন্ডলের বাড়িতে হামলা চালিয়ে টিভি ভাংচুর করে ৫০

নাইন এম.এম পিস্তলসহ মেহেরপুরে যুবলীগ নেতা সহ আটক ৩

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীর যুবলীগ নেতা আবুল কালাম (৩৮) সহ তিন জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি কার্যালয়ে নেয়া হয়। আটক অপর দু’জন হচ্ছেন থানা পাড়ার নুরুল হুদার ছেলে রফিকুল ইসলাম রফিক (২৮) ও একই পাড়ার ইব্রাহিম জেয়ার্দ্দারের ছেলে খোকন মিয়া (৩২)। রফিকের কাছ থেকে একটি নাইন এম.এম পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানান মেহেরপুর পুলিশ সুপার। মেহেরপুর পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম জানান, আবুল কালামের নেতৃত্বে আটক অপর দু’জন নাশকতার পরিকল্পনা করছিল। এদের বিরুদ্ধে চাঁদাবাজি সহ সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে গাংনী শহর থেকে তাদের আটক করা হয়। এ