বুধবার, জানুয়ারী ৩০, ২০১৩

মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা প্রতিবেদন ২০১২ প্রকাশ

হাওয়া ডেস্ক : জেলা মানবাধিকার ফোরাম কুষ্টিয়া কর্তৃক আয়োজিত আইন ও সালিশ কেন্দ্র ঢাকার সহযোগিতায় কুষ্টিয়া জেলার মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা প্রতিবেদন ২০১২ এর মোড়ক উন্মোচন ও মতবিনিময় সভা বিকাল ৩.৩০ টায় আব্দুল জব্বার মিলনায়তনে (জেলা পরিষদ হলে) অনুষ্ঠিত হয়। মোড়ক উম্মোচন ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া পৌর মেয়র জনাব আনোয়ার আলী। সভাপতি মহোদয় সভার শুভ উদ্বোধন ঘোষনা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মানবাধিকার ফোরামের আহবায়ক মমতাজ আরা বেগম। অনুষ্ঠানের মূল প্রবন্ধ পাঠ করেন আইন ও সালিশ কেন্দ্র ঢাকার জেন্ডার এন্ড সোশ্যাল জাষ্টিস ইউনিটের সিনিয়র সমন্বয়কারী জনাব তৌফিক আল মান্নান। প্রতিবেদনের মোড়ক উম্মোচন করেন প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক জনাব জাহিদ হোসেন জাফর। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সিভিল সার্জন জনাব ডা:তরুন কান্তি হালদার, জেলা প্রশাসকের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন আর ডি সি জনাব উত্তম কুমার রায়, জেলা মহিলা
বিষয়ক কর্মকর্তা হাসিনা বেগম, মানবাধিকার অইনজীবী পরিষদের সভাপতি এ্যাড:অনুপ কুমার নন্দী, ,কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি জনাব রাশিদুল ইসলাম বিপ্লব মানবাধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি জনাব সামছুজ্জামান। সভায় মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা প্রতিবেদন ২০১২ এর উপর উন্মুক্ত আলোচনা করেন এ্যাড: আকতারুজ্জামান মাসুম, এ্যাড:শংকর মজুমদার, এ্যাড: আব্দুর রশিদ রানা,মর্জিনা খাতুন, এ্যাড: আরশেদ আলি, নার্গিস রহমান, আ:রাজ্জাক প্রমুখ। আলোচনায় বক্তারা বলেন যারা এই মহতি উদ্দোগ নিয়েছেন তারা যদি এই কাজটি ধারাবাহিক ভাবে করতে থাকেন তাহলে মানবাধিকার লংঘন কমে গিয়ে সকল ক্ষেত্রে সচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত হতে পারে যা আমাদের আইনে বলা হয়েছে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন আইন ও সালিশ কেন্দ্রের প্রোগ্রাম অর্গানাইজার অপূর্ব দাস,আমানত হোসেন এবং মুক্তির প্রোগ্রাম সুপার ভাইজার গোলাম রব্বানী ও তারক নাথ কুন্ডু। সভায় মুক্তির জায়েদুল হক মতিন, কাজী শফিসহ সুশীল সমাজের প্রতিনিধি, বেসরকারি সংস্থা, নাগরিক সংগঠনসহ স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন