বুধবার, জানুয়ারী ০৭, ২০১৫

বালিয়াকান্দির লেখক ফয়জুল ইসলামের “ শিশিরঝরা পানি” বই এখন বাজারে

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি গ্রামের বাসিন্ধা লেখক ফয়জুল ইসলাম রচিত “ শিশিরঝরা পানি ” বই এখন বাজারে পাওয়া যাচ্ছে। লেখক ফয়জুল ইসলামের ১৯৬২ সালে রাজেন্দ্র কলেজ ম্যাগাজিনে “মাটির মায়া” কবিতা প্রথম স্থান পায়। ১৯৮৪ সালে তার লেখা প্রথম বই “দৃষ্টির অন্তরালে” প্রকাশিত হয়। ২০১০ সালে তার আরেকটি বই “আতœকথা নামক” ও ২০১২ সালে “ ক্ষত বিক্ষত সমাজের শত
ব্যথা” নামে কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। ২০১৫ সালের ১জানুয়ারী “ শিশিরঝরা পানি” বইটি প্রকাশিত হয়েছে। বইটি উপজেলাতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বইটিতে বিভিন্ন সুশিল সমাজের বাণী, লেখকের জীবনী, আতœার অস্থিরতা, মনের দুর্বলতা, বিবেকের যাতনা, বিবেকের দংশন, লোভ মোহ মায়া কাম ক্রোধ ঔশর্য্য, আমি সত্তার ভয়-ভাবনা-চিন্তা, প্রয়োজন-সমাধান-উপকার-গতিবেগ, ১১লতিফা, সত্য মিথ্যার লড়াই, রিযিকের সন্ধানে, নিরাশ আধারে খোদা তুমিই আশার নুরসহ বিভিন্ন অধ্যায়ের ১০টি অধ্যায় স্থান পেয়েছে। বইটি বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন