শুক্রবার, জানুয়ারী ২৫, ২০১৩

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ

ঝিনাইদহ সংবাদদাতা : ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি নিখোঁজ সাইফুল ইসলামকে উদ্ধারের দাবিতে ক্যাম্পাস গেটের সামনে টায়ার জ্বালিয়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। ঢাকা থেকে নিখোজ ওই ছাত্রলীগ নেতাকে দ্রুত উদ্ধারের দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া এ সড়ক অবরোধ কর্মসূচী চলে বেলা ১টা পর্যন্ত। নিখোজ ছাত্রলীগ নেতাকে দ্রুত উদ্ধারের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসাইন ও পুলিশ আস্বˉ— করলে অবরোধ কর্মসূচী প্রত্যাহার করে নেয় নেতাকর্মীরা। তবে দেড় ঘন্টার এই অবরোধে বিশ্ববিদ্যালয় গেটের সামনের এই মহাসড়কের দুই পাশে শত শত পরিবহন আটকে যায়। এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীসাধারণ। ছাত্রলীগ নেতারা বলেছেন, ২৪ ঘন্টার মধ্যে সাইফুলকে খুজে বের করে না হলে আরো কঠোর কর্মসুচি দেয়া হবে। উলে¬খ্য, গত মঙ্গলবার দলীয় কাজে ঢাকার কেন্দ্রীয় কার্যালয় থেকে ফেরার পথে ফার্ম গেট এলাকা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল নিখোঁজ হয়। এরপর থেকে তার কোন খোজখবর পাওয়া যায়নি, বন্ধ রয়েছে তার মোবাইল ফোনটিও। এ ব্যাপারে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় সাধারণ ডায়েরি করে গত বুধবার সাইফুলকে উদ্ধারের দাবি জানিয়ে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয় বিলুপ্ত হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। ঘোষিত সময়ের মধ্যে সাইফুল ইসলাম উদ্ধার না হওয়ায় আজ এ মহাসড়ক অবরোধ কর্মসূচী পালন করে তারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন