শুক্রবার, জানুয়ারী ২৫, ২০১৩

ঝিনাইদহের চণ্ডিপুরে ১৪৪ ধারা জারি

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের চণ্ডিপুর বাজারে একই সময়ে বিএনপি ও আওয়ামী লীগ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারার এ আদেশ দিয়ে প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকিং হয়। ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) সোনিত কুমার গায়েন জানান, বৃহস্পতিবার দুপুর দুইটায় স্থানীয় গান্না ইউনিয়ন বিএনপি ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি ও তত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে চন্ডিপুর বিষ্ণুপদ হাইস্কুল মাঠে সমাবেশ আহ্বান করে। একই স্থানে ও সময়ে গান্না ইউনিয়ন আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে পাল্টা সমাবেশ আহ্বান করে মাইকিং করে। এতে উভয় দলের নেতা কর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান অভিযোগ করেন, বিএনপির পূর্ব নির্ধারিত সমাবেশ বানচাল করতেই পরিকল্পিত ভাবে আওয়ামী লীগের সহায়তায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন