রবিবার, ডিসেম্বর ০৭, ২০১৪

কুমারখালীতের মানবাধিকার মেলা অনুষ্ঠিত

শরীফুল ইসলাম কুমারখালী : কুষ্টিয়ার কুমারখালীতে মানবাধিকার মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা সদকী ইউনিয়নের জিডি শামসুদ্দিন আহম্মেদ কলেজিয়েট স্কুল মাঠে সর্ব সাধারনের আইনগত অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি ও বিনামূল্যে আইনগত সহায়ত প্রদানের লক্ষ্যে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) কুষ্টিয়া ইউনিট গতকাল এই মানবাধিকার মেলার আয়োজন করে। কুমারখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান প্রধান অতিথির বক্তব্য দেন। কুষ্টিয়া জেলা জজ কোটের সিনিয়র আইনজীবি এ্যাডঃ সুধীর কুমার শর্মার সভাপতিত্বে জিডি শামসুদ্দিন আহম্মেদ কলেজিয়েট স্কুল অধ্যক্ষ বিমল কুমার বিশ্বাস স্বাগত বক্তব্য দেন। এ্যাডঃ জয়দেব কুমার বিশ্বাসের পরিচালনায় কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ দিয়ে অনুষ্ঠানে কুমারখালী থানা অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান, সদকী ইউপি চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, কুমারখালী পাইলট বালিকার প্রধান শিক্ষক জনাব মো: আবুল কাশেম, এ্যাডঃ মীর আরশেদ আলী, ব্লাস্ট কুষ্টিয়া ইউনিটের সমন্বয়কারী এ্যাডঃ শংকর মজুমদার, এ্যাডঃ (অতিরিক্ত পিপি) আসম আক্তারুজ্জামান মাসুম, শাম ফাউন্ডেশন এর পরিচালক আব্দুল মোতালেব, জেলা সৈনিকলীগের আহবায়ক আব্দুল মজিদ, পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু নব কুমার দত্ত, বিশিষ্ট সমাজ সেবক  জেলা সমাজ সেবক হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমারখালী শাখার  সভাপতি নিতাই কুমার কুন্ডু, ব্যাংকার উদিয়মান সমাজ সেবক জাকারিয়া খান জেমস প্রমুখ
বিশেষ অতিথির বক্তব্য দেন। পতাকা উত্তোলন মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন, বির্তক  “শারিরীক শাস্তি শিশু বিকাশের অন্তরায়” বিষয়ের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। ব্লাস্ট জেলা শাখার নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, শিক্ষার্থী, সুবিধা বঞ্চিত ও সুবিধা ভোগী, স্বেচ্ছাসেবী সংগঠন ছাড়াও বিভিন্ন পেশাজীবি সংগঠনের সচেতন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন