মঙ্গলবার, জানুয়ারী ১৫, ২০১৩

ইবিতে ১২ জানুয়ারি অনাকাঙ্খিত ঘটনায় তদন্ত কমিটি গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১২ জানুয়ারি কলা অনুষদে সংঘটিত অনাকাঙ্খিত ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনায় প্রক্টরিয়াল বডির রিপোর্টের ভিত্তিতে ঘটনার কারণ উৎঘাটন, দোষী ব্যক্তিদের চি‎িহ্নত করণ ও শাস্তির ধরণ এবং ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তিরোধে সুপারিশ পেশ করার জন্য ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার গতকাল ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির সদস্যরা হলেন-আহবায়ক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. রুহুল কুদ্দুস মোঃ সালেহ। সদস্যরা হলেন-অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূইয়া, ফলিত পদার্থ, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ রুহুল আমিন ভূইয়া ও দাওয়াহ্ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুল করিম। আগামী ৭ দিনের মধ্যে রিপোর্ট পেশ করার জন্য তদন্ত কমিটিকে অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন